আপনি যদি একজন প্রো রেস্লিং ভক্ত হন তাহলে রিক ফ্লেয়ার-কে চেনা আপনার জন্য আবশ্যক। আমি লিজেন্ডারি রেস্লার রিক ফ্লেয়ারের কথা বলছি, সাম্প্রতিক সময়ে টেলিভিশনে দেখানো লুচ্চা বুড়ার কথা বলছি না যিনি কিনা তার মেয়ের বয়সী ফিমেল রেস্লারদের সাথে চুমোচুমি করেন। 

ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই তিনি সবচেয়ে বড় রেস্লিং প্রোমোশন WWF/E এর বাইরে কাটিয়েছেন। তবুও যতটুকু সময় তিনি WWE তে কাটিয়েছেন, নিজের কারিজমা দেখিয়েছেন। বাস্তব জীবনে তার ক্যারাক্টার খানিকটা ঢিলা টাইপের হলেও প্রোফেশনাল রেস্লিংয়ে তিনি WCW, AJPW, NJPW, TNA, ROH, NWA, WWF/E - এর মত বড় বড় প্রোমোশনে রেস্লিং করেছেন এবং 'দ্যা ফোর হর্সম্যান', 'দ্যা এভ্যুলিউশন' এর মত লিজেন্ডারি স্টেবলের মেম্বারও ছিলেন। 

৮০'র দশকের অন্যতম সেরা আমেরিকান প্রো রেস্লার হিসেবে তার বেশ সুনাম রয়েছে এবং গ্রেটেস্ট প্রো রেস্লার অফ অল টাইম হিসেবে রেস্লিং সেক্টরে তিনি সুপরিচিত। দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে তিনি অনেক পিপিভি এবং শোয়ের-ই মেইন ইভেন্ট করেছেন। অর্জনের ঝুলিটাও তার মোটেও কম নয়। PWI তাকে রেকর্ডসংখ্যক ৬ বার 'রেস্লার অফ দ্যা ইয়ার' এবং WON তাকে রেকর্ডসংখ্যক ৮ বার 'রেস্লার অফ দ্যা ইয়ার' ঘোষণা করেছে। তিনিই একমাত্র ব্যক্তি যিনি কিনা দুইবার WWE হল ফেমার হবার গৌরব অর্জন করেছেন, একবার একক ক্যারিয়ারের জন্য এবং আরেকবার দ্যা ফোর হর্সম্যানের মেম্বার হিসেবে। 

যদিও WWE & PWI কর্তৃক তাকে ১৬ বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবার মর্যাদা দেয়া হয়েছে কিন্তু বিভিন্ন সোর্স মতে, সংখ্যাটা ২৫ও হতে পারে। এবং রিক ফ্লেয়ার ব্যক্তিগতভাবে নিজেকে টুয়েন্টি ওয়ান টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মনে করেন। ইতিহাসের প্রথম WCW ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হিসেবে তার নাম স্বর্ণাক্ষরে মুদ্রিত থাকবে। তিনি WCW এবং WWE, উভয় প্রোমোশনেই ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। 'দ্যা নেচার বয়' হিসেবে সুপরিচিত এই রেস্লারকে ইতিহাসের ডার্টিয়েস্ট প্লেয়ার হিসেবে মনে করা হয় ডার্টি ফিনিশিংয়ের জন্য। 

ইতিহাসখ্যাত এই রেস্লারকে নিয়ে আজকে লিখবার স্পেশাল একটি কারণ আছে। অজ্ঞাত এক কারণবশত ফেসবুক কর্তৃপক্ষ আজ থেকে প্রায় ৫ মাস আগে আমাদের প্রিয় গ্রুপ **সব কিছু মিস করলেও রেস্লিং দেখা মিস করি না** গ্রুপটিকে ডিজেবল করে দেয়। পুরাতন গ্রুপের লেগ্যাসি নিজেদের মনে পোষণ করে আমরা এই গ্রুপ ক্রিয়েট করি এবং আজ গ্রুপের পাঁচ মাস পূর্ণ হল। এজন্য এডমিন প্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। 

যাই হোক, আজকে তাই অনেক দিন পর রিক ফ্লেয়ারকে নিয়ে লিখতে বসলাম। আসুন তার সম্বন্ধে আরো কিছু মজাদার তথ্য জেনে নেয়া যাক! ^_^

• আমরা সবাই এ সম্বন্ধে অবগত আছি যে, রেস্লিং স্ক্রিপ্টেড এবং রেস্লাররা স্ক্রিপ্ট অনুযায়ী রিংয়ে পারফর্ম করে মাত্র, বাস্তব জীবনের সাথে তাদের এই টেলিভিশনের পর্দায় দেখানো জীবনের সচরাচর কোনো মিল পাওয়া যায় না। কিন্তু রিক ফ্লেয়ারের বেলায় কথাটা বললে বোধহয় একটু ভুলই হবে। কারণ রিংয়ে এবং রিংয়ের বাইরে তিনি 'রিক ফ্লেয়ার' ক্যারাক্টারে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। শন মাইকেলসের মতে, রিক ফ্লেয়ার রিচার্ড ফ্লেয়ারকে [তার আসল নাম] মোটেই পছন্দ করেন না। 

• রিক ফ্লেয়ারকে যে ছোটবেলায় দত্তক নেয়া হয়েছিল এটাও কারো অজানা নয়। তার বাবা ছিলেন একজন ডাক্তার [ফিজিশিয়ান] এবং তার মাতাপিতা তাকে খুবই ভালোবাসতো। কিন্তু তাদের মধ্যে বোঝাপড়ার অভাব ছিল। বিশেষ করে রিকের রেস্লিং ক্যারিয়ারের ব্যাপারে। তারা তাদের জীবনে মাত্র ৩ বার রিককে রিংয়ে পারফর্ম করতে দেখেছে। এমনকি রেস্লিং করে হিউজ টাকাপয়সা উপার্জনের পর রিকের বিশাল একটি বাড়ি কেনার ব্যাপারেও তাদের অসন্তুষ্টি ছিল। 

• যেহেতু রিক ফ্লেয়ারের পিতা ছিলেন একজন ডাক্তার [ফিজিশিয়ান] সেই সুবাদে রেস্লিং বিজনেসে পা রাখার পূর্বে তিনি একজন ডেন্টিস্ট হবার ইচ্ছা পোষণ করেছিলেন। কিন্তু সৃষ্টিকর্তার অন্য ইচ্ছা ছিল এবং তিনি রেস্লিং বিজনেসে পা রাখেন আর ওয়ান্ডারফুল একটি ক্যারিয়ার আমাদেরকে উপহার দেন। 

• রিক ফ্লেয়ারকে প্রশিক্ষণ দিয়েছিলেন লিজেন্ডারি প্রোমোটার Verne Gagne। রেস্লিংয়ের ট্রেনিং যে কতটা কঠিন সেটা কারোরই অজানা নয়। এই কঠোরতা সহ্য করতে না পেরে ক্যাম্প ছেড়ে চলে গিয়েছিলেন তিনি এবং সিদ্ধান্ত নিয়েছিলেন, আর কোনোদিন রেস্লিং করবেন না। কিন্তু ভার্নে ছিলেন নাছোড়বান্দা, তিনি গিয়ে রিককে একটি থাপ্পড় মারেন এবং পুনরায় ক্যাম্পে ফিরিয়ে আনেন। আর বাকিটা ইতিহাস! ^_^

• ভার্নের দ্বারা প্রদানকৃত ব্রুটাল ট্রেনিংয়ের পর রিক ভেবেছিলেন যে, প্রো রেস্লিং বোধহয় রিয়াল। তার ক্যারিয়ারের প্রথম ম্যাচে পারফর্ম করার আগপর্যন্ত তিনি জানতেনও না যে, রেস্লিং স্ক্রিপ্টেড। ক্যারিয়ারের প্রথম ম্যাচে পারফর্ম করার পূর্বে তাকে বলা হয়, ম্যাচটি দশ মিনিট দীর্ঘ হবে এবং লকাররুমে রেস্লারদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা শুনে তিনি বুঝতে পারেন, প্রো রেস্লিং আসলে কোরিওগ্রাফড! :3

• রিক ফ্লেয়ার যে তুখোড় রকমের মদ্যপায়ী সেটা সবাই জানেন। কিন্তু তার পরিমাণ কি সেটা কি জানেন? রিক ফ্লেয়ার দৈনিক ১০ টা বিয়ার এবং ৫ টা মিক্সড ড্রিংক পান করতেন, এই কোয়ান্টিটি চক্রাকারে বছরের পর বছর প্রায় এক দশক চলেছে। একবার তো তিনি জিম রসের সাথে বারে গিয়ে ১৩৭ শট কামিকাযি অর্ডার করেন যা দেখে জিম হতভম্ব হয়ে যায়। 
আমি তো এটা ভেবে অবাক হচ্ছি যে, একটা মানুষ এত অ্যালকোহল পান করে কিভাবে বেঁচে থাকে? 

• রিক ফ্লেয়ারের ছেলে রিড ফ্লেয়ার নিজের পিতাকে আদর্শ মনে করে লাইফ লিড করতো। সে রিক ফ্লেয়ারের মতো হতে চেয়েছিল। এজন্য সে রিকের মতোই ড্রিংক & পার্টি করতো। ফলশ্রুতিতে ওভারডোজের কারণে তাকে অকালে প্রাণ দিতে হয়। এজন্য রিক ফ্লেয়ার ব্যক্তিগতভাবে নিজেকে দোষী মনে করেন। কারণ, তার সাথে তার ছেলের সম্পর্ক ছিল বন্ধুর মত। তিনি আফসোস করেন, তার ছেলেকে যদি তিনি একজন পিতার মত শাসন করতেন তাহলে বোধহয় আজ তার ছেলে জীবিত থাকতো! 

• রিড ফ্লেয়ারের মৃত্যুর পর রিক ফ্লেয়ারের অবস্থা আরো শোচনীয় হয়ে যায়। তার মদ্যপানের পরিমাণ আরো বেড়ে যায়। সকালে দশটা থেকে রাত দুটো পর্যন্ত তিনি মদ্যপান করতেন এবং প্রতিদিনই এই রুটিন চলতে থাকতো! এমন বাজে পরিস্থিতি থেকে তাকে ট্রিপল এইচ রক্ষা করেন এবং তার রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করেন। রিক ফ্লেয়ারের মতে, এই হিউজ মদ্যপানের কারণে তার এতদিনে মৃত্যু হবার কথা ছিল যা মোটেই ভাল ব্যাপার নয়। 


ওয়ান অফ দ্যা গ্রেটেস্ট প্রো রেস্লার অফ অল টাইম, দ্যা ন্যাচার বয়, প্রো রেস্লিংয়ের একজন কিংবদন্তী রেস্লার তিনি। তার পুরো ক্যারিয়ারে ৮টি ৫* ম্যাচ আছে যেগুলোর রেটিং দিয়েছেন লিজেন্ডারি রেটিংদাতা ডেভ মেল্টজার। মজার বিষয় হচ্ছে, WWE এর ইতিহাসে ৫* ম্যাচের সংখ্যা মাত্র ৫টি যা রিক ফ্লেয়ারের একক ক্যারিয়ারে পারফর্ম করা মোট ৫* ম্যাচের চেয়ে ৩টি কম! ইনিই হলেন সেই লিজেন্ডারি রিক ফ্লেয়ার যার সম্বন্ধে আমি কথা বলছিলাম। আমি কোনো দুশ্চরিত্র বুড়োর কথা বলছিলাম না, আমি এই রিক ফ্লেয়ারের কথাই বলছিলাম। ^_^
• লেখক ঃ Ratul Islam Antor

দ্যা নেচার বয় রিক ফ্লেয়ারের ব্যাপারে জেনে নিন।


আপনি যদি একজন প্রো রেস্লিং ভক্ত হন তাহলে রিক ফ্লেয়ার-কে চেনা আপনার জন্য আবশ্যক। আমি লিজেন্ডারি রেস্লার রিক ফ্লেয়ারের কথা বলছি, সাম্প্রতিক সময়ে টেলিভিশনে দেখানো লুচ্চা বুড়ার কথা বলছি না যিনি কিনা তার মেয়ের বয়সী ফিমেল রেস্লারদের সাথে চুমোচুমি করেন। 

ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই তিনি সবচেয়ে বড় রেস্লিং প্রোমোশন WWF/E এর বাইরে কাটিয়েছেন। তবুও যতটুকু সময় তিনি WWE তে কাটিয়েছেন, নিজের কারিজমা দেখিয়েছেন। বাস্তব জীবনে তার ক্যারাক্টার খানিকটা ঢিলা টাইপের হলেও প্রোফেশনাল রেস্লিংয়ে তিনি WCW, AJPW, NJPW, TNA, ROH, NWA, WWF/E - এর মত বড় বড় প্রোমোশনে রেস্লিং করেছেন এবং 'দ্যা ফোর হর্সম্যান', 'দ্যা এভ্যুলিউশন' এর মত লিজেন্ডারি স্টেবলের মেম্বারও ছিলেন। 

৮০'র দশকের অন্যতম সেরা আমেরিকান প্রো রেস্লার হিসেবে তার বেশ সুনাম রয়েছে এবং গ্রেটেস্ট প্রো রেস্লার অফ অল টাইম হিসেবে রেস্লিং সেক্টরে তিনি সুপরিচিত। দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে তিনি অনেক পিপিভি এবং শোয়ের-ই মেইন ইভেন্ট করেছেন। অর্জনের ঝুলিটাও তার মোটেও কম নয়। PWI তাকে রেকর্ডসংখ্যক ৬ বার 'রেস্লার অফ দ্যা ইয়ার' এবং WON তাকে রেকর্ডসংখ্যক ৮ বার 'রেস্লার অফ দ্যা ইয়ার' ঘোষণা করেছে। তিনিই একমাত্র ব্যক্তি যিনি কিনা দুইবার WWE হল ফেমার হবার গৌরব অর্জন করেছেন, একবার একক ক্যারিয়ারের জন্য এবং আরেকবার দ্যা ফোর হর্সম্যানের মেম্বার হিসেবে। 

যদিও WWE & PWI কর্তৃক তাকে ১৬ বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবার মর্যাদা দেয়া হয়েছে কিন্তু বিভিন্ন সোর্স মতে, সংখ্যাটা ২৫ও হতে পারে। এবং রিক ফ্লেয়ার ব্যক্তিগতভাবে নিজেকে টুয়েন্টি ওয়ান টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মনে করেন। ইতিহাসের প্রথম WCW ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হিসেবে তার নাম স্বর্ণাক্ষরে মুদ্রিত থাকবে। তিনি WCW এবং WWE, উভয় প্রোমোশনেই ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। 'দ্যা নেচার বয়' হিসেবে সুপরিচিত এই রেস্লারকে ইতিহাসের ডার্টিয়েস্ট প্লেয়ার হিসেবে মনে করা হয় ডার্টি ফিনিশিংয়ের জন্য। 

ইতিহাসখ্যাত এই রেস্লারকে নিয়ে আজকে লিখবার স্পেশাল একটি কারণ আছে। অজ্ঞাত এক কারণবশত ফেসবুক কর্তৃপক্ষ আজ থেকে প্রায় ৫ মাস আগে আমাদের প্রিয় গ্রুপ **সব কিছু মিস করলেও রেস্লিং দেখা মিস করি না** গ্রুপটিকে ডিজেবল করে দেয়। পুরাতন গ্রুপের লেগ্যাসি নিজেদের মনে পোষণ করে আমরা এই গ্রুপ ক্রিয়েট করি এবং আজ গ্রুপের পাঁচ মাস পূর্ণ হল। এজন্য এডমিন প্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। 

যাই হোক, আজকে তাই অনেক দিন পর রিক ফ্লেয়ারকে নিয়ে লিখতে বসলাম। আসুন তার সম্বন্ধে আরো কিছু মজাদার তথ্য জেনে নেয়া যাক! ^_^

• আমরা সবাই এ সম্বন্ধে অবগত আছি যে, রেস্লিং স্ক্রিপ্টেড এবং রেস্লাররা স্ক্রিপ্ট অনুযায়ী রিংয়ে পারফর্ম করে মাত্র, বাস্তব জীবনের সাথে তাদের এই টেলিভিশনের পর্দায় দেখানো জীবনের সচরাচর কোনো মিল পাওয়া যায় না। কিন্তু রিক ফ্লেয়ারের বেলায় কথাটা বললে বোধহয় একটু ভুলই হবে। কারণ রিংয়ে এবং রিংয়ের বাইরে তিনি 'রিক ফ্লেয়ার' ক্যারাক্টারে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। শন মাইকেলসের মতে, রিক ফ্লেয়ার রিচার্ড ফ্লেয়ারকে [তার আসল নাম] মোটেই পছন্দ করেন না। 

• রিক ফ্লেয়ারকে যে ছোটবেলায় দত্তক নেয়া হয়েছিল এটাও কারো অজানা নয়। তার বাবা ছিলেন একজন ডাক্তার [ফিজিশিয়ান] এবং তার মাতাপিতা তাকে খুবই ভালোবাসতো। কিন্তু তাদের মধ্যে বোঝাপড়ার অভাব ছিল। বিশেষ করে রিকের রেস্লিং ক্যারিয়ারের ব্যাপারে। তারা তাদের জীবনে মাত্র ৩ বার রিককে রিংয়ে পারফর্ম করতে দেখেছে। এমনকি রেস্লিং করে হিউজ টাকাপয়সা উপার্জনের পর রিকের বিশাল একটি বাড়ি কেনার ব্যাপারেও তাদের অসন্তুষ্টি ছিল। 

• যেহেতু রিক ফ্লেয়ারের পিতা ছিলেন একজন ডাক্তার [ফিজিশিয়ান] সেই সুবাদে রেস্লিং বিজনেসে পা রাখার পূর্বে তিনি একজন ডেন্টিস্ট হবার ইচ্ছা পোষণ করেছিলেন। কিন্তু সৃষ্টিকর্তার অন্য ইচ্ছা ছিল এবং তিনি রেস্লিং বিজনেসে পা রাখেন আর ওয়ান্ডারফুল একটি ক্যারিয়ার আমাদেরকে উপহার দেন। 

• রিক ফ্লেয়ারকে প্রশিক্ষণ দিয়েছিলেন লিজেন্ডারি প্রোমোটার Verne Gagne। রেস্লিংয়ের ট্রেনিং যে কতটা কঠিন সেটা কারোরই অজানা নয়। এই কঠোরতা সহ্য করতে না পেরে ক্যাম্প ছেড়ে চলে গিয়েছিলেন তিনি এবং সিদ্ধান্ত নিয়েছিলেন, আর কোনোদিন রেস্লিং করবেন না। কিন্তু ভার্নে ছিলেন নাছোড়বান্দা, তিনি গিয়ে রিককে একটি থাপ্পড় মারেন এবং পুনরায় ক্যাম্পে ফিরিয়ে আনেন। আর বাকিটা ইতিহাস! ^_^

• ভার্নের দ্বারা প্রদানকৃত ব্রুটাল ট্রেনিংয়ের পর রিক ভেবেছিলেন যে, প্রো রেস্লিং বোধহয় রিয়াল। তার ক্যারিয়ারের প্রথম ম্যাচে পারফর্ম করার আগপর্যন্ত তিনি জানতেনও না যে, রেস্লিং স্ক্রিপ্টেড। ক্যারিয়ারের প্রথম ম্যাচে পারফর্ম করার পূর্বে তাকে বলা হয়, ম্যাচটি দশ মিনিট দীর্ঘ হবে এবং লকাররুমে রেস্লারদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা শুনে তিনি বুঝতে পারেন, প্রো রেস্লিং আসলে কোরিওগ্রাফড! :3

• রিক ফ্লেয়ার যে তুখোড় রকমের মদ্যপায়ী সেটা সবাই জানেন। কিন্তু তার পরিমাণ কি সেটা কি জানেন? রিক ফ্লেয়ার দৈনিক ১০ টা বিয়ার এবং ৫ টা মিক্সড ড্রিংক পান করতেন, এই কোয়ান্টিটি চক্রাকারে বছরের পর বছর প্রায় এক দশক চলেছে। একবার তো তিনি জিম রসের সাথে বারে গিয়ে ১৩৭ শট কামিকাযি অর্ডার করেন যা দেখে জিম হতভম্ব হয়ে যায়। 
আমি তো এটা ভেবে অবাক হচ্ছি যে, একটা মানুষ এত অ্যালকোহল পান করে কিভাবে বেঁচে থাকে? 

• রিক ফ্লেয়ারের ছেলে রিড ফ্লেয়ার নিজের পিতাকে আদর্শ মনে করে লাইফ লিড করতো। সে রিক ফ্লেয়ারের মতো হতে চেয়েছিল। এজন্য সে রিকের মতোই ড্রিংক & পার্টি করতো। ফলশ্রুতিতে ওভারডোজের কারণে তাকে অকালে প্রাণ দিতে হয়। এজন্য রিক ফ্লেয়ার ব্যক্তিগতভাবে নিজেকে দোষী মনে করেন। কারণ, তার সাথে তার ছেলের সম্পর্ক ছিল বন্ধুর মত। তিনি আফসোস করেন, তার ছেলেকে যদি তিনি একজন পিতার মত শাসন করতেন তাহলে বোধহয় আজ তার ছেলে জীবিত থাকতো! 

• রিড ফ্লেয়ারের মৃত্যুর পর রিক ফ্লেয়ারের অবস্থা আরো শোচনীয় হয়ে যায়। তার মদ্যপানের পরিমাণ আরো বেড়ে যায়। সকালে দশটা থেকে রাত দুটো পর্যন্ত তিনি মদ্যপান করতেন এবং প্রতিদিনই এই রুটিন চলতে থাকতো! এমন বাজে পরিস্থিতি থেকে তাকে ট্রিপল এইচ রক্ষা করেন এবং তার রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করেন। রিক ফ্লেয়ারের মতে, এই হিউজ মদ্যপানের কারণে তার এতদিনে মৃত্যু হবার কথা ছিল যা মোটেই ভাল ব্যাপার নয়। 


ওয়ান অফ দ্যা গ্রেটেস্ট প্রো রেস্লার অফ অল টাইম, দ্যা ন্যাচার বয়, প্রো রেস্লিংয়ের একজন কিংবদন্তী রেস্লার তিনি। তার পুরো ক্যারিয়ারে ৮টি ৫* ম্যাচ আছে যেগুলোর রেটিং দিয়েছেন লিজেন্ডারি রেটিংদাতা ডেভ মেল্টজার। মজার বিষয় হচ্ছে, WWE এর ইতিহাসে ৫* ম্যাচের সংখ্যা মাত্র ৫টি যা রিক ফ্লেয়ারের একক ক্যারিয়ারে পারফর্ম করা মোট ৫* ম্যাচের চেয়ে ৩টি কম! ইনিই হলেন সেই লিজেন্ডারি রিক ফ্লেয়ার যার সম্বন্ধে আমি কথা বলছিলাম। আমি কোনো দুশ্চরিত্র বুড়োর কথা বলছিলাম না, আমি এই রিক ফ্লেয়ারের কথাই বলছিলাম। ^_^
• লেখক ঃ Ratul Islam Antor