Pro Wrestling ইতিহাসে বিভিন্ন প্রমোশন রয়েছে। যেমনঃ ROH, GFW, NJPW, UFC & WWE এই সব প্রমোশনের মাঝে WWE এর জনপ্রিয়তা সবার কাছে একটু বেশিই। WWE এর ফুল মিনিং হচ্ছে World Wrestling Entertainment, So বোঝাই যাচ্ছে যে এটি হলো বিশ্ব রেসলিং এন্টাইটেইনমেন্ট শো! আর কেনোই বা WWE এর জনপ্রিয়তা সবার কাছে বেশি তার কিছু কারণও আছে বটে! তাহলে চলুন এ সম্বন্ধে কিছু বলা যাক :-
আমাদের সকলেরই জানা যে, WWE এর চেয়ে NJPW কিংবা ROH প্রমোশনে বেশিই 5★ ম্যাচ থাকে কিন্তু চিরন্তন সত্য এটাই যে, তাদের 5★ ম্যাচগুলো আমাদের যতটা না আনন্দ দেয় তার থেকে বেশি উত্তেজনা থাকে আমাদের মাঝে যখন কেউ WWE তে রিটার্ন বা ডেবিউ করে! পাশাপাশি GFW & UFC এর পিপিভি তে যতটা না উত্তেজনা থাকে তার থেকে বেশি আমরা আকর্ষিত হই Chris Jericho, The Undertaker, Demon King Balor এর এন্টারেন্স দেখে! এরকমই কিছু কারণের জন্যই WWE কে অন্যসব প্রমোশনের থেকে বেস্ট বলা হয়ে থাকে!
প্রত্যেক প্রমোশনেই ৩টি করে ভাগ থাকে যা যথাক্রমে Mens, Women's Division & Tag Team Division নামে পরিচিত! এমনকি প্রমোশনের পাশাপাশি WWE এর Women's Division টিও অন্যান্য প্রমোশনের Women's Division এর থেকে সেরা! কারণ WWE এর Women's Division একবার নয় দু'বার নয় বরং কয়েকবারই ক্রিয়েট করেছে ইতিহাস। তাহলে চলুন এক নজরে দেখে নেয়া যাক তাদের ক্রিয়েট করা কিছু ইতিহাস :-
২০১৫ সাল যেটি Women's Division এর কাছে অন্যতম একটি সফল বছর। কারণ সে বছরেই WWE তে শুরু হয়েছিলো Women's Revolution সেই Revolution এর মাধ্যমে NXT থেকে একে একে মেইন রোস্টারে ডেবিউ করে Sasha Banks, Becky Lynch & Charlotte Flair পরের Draft, যেখানেও NXT থেকে কয়েকজন Women's Superstar আসে মেইন রোস্টারে! মূল কথা যেটি, বিভিন্ন ধরনের Hardcore Match Including → Ironman Match, No Disqualification Match, Hell In A Cell Match, Steel Cage Match, Street Fight etc মূলত এইসব ম্যাচ Men Wrestler'রাই বেশি খেলে থাকে!
কিন্তু, WWE এর Women's Division এও এইসব ম্যাচ খেলা হয় যা কিনা অন্যান্য প্রমোশনে খুব কমই দেখা যায়! WWE এর ইতিহাসে প্রথম Hell In A Cell Match খেলে Charlotte Flair & Sasha Banks! পরে, First Ever Steel Cage Match যেখানে পারফর্ম করে Alexa Bliss & Becky Lynch পরেই একে একে No Disqualification & Ironman Match খেলে Charlotte Flair & Sasha Banks First Ever Women's Street Fight ম্যাচও খেলে থাকে Alexa Bliss & Becky Lynch
সর্বশেষ, First Ever Women's MITB Ladder Match যেখানে James এর সাহায্যে ম্যাচ জিতেছিলো Carmella কিন্তু সে একবার নয় বরং দুইবার জিতেছিলো এই কন্ট্রাক্ট কেননা পরের সপ্তাহের SD Live এই আবার ম্যাচ হয় Carmella & Becky Lynch এর! এবং সবথেকে বড় মুহূর্ত যেটা তা হলো, First Ever Women's Division Match Held In Middle East Asia হ্যা, আবু-ধাবিতে প্রথম দুজন মহিলা হিসেবে কিছুদিন আগে ম্যাচ খেলে আরেকটি ইতিহাস গড়ে Alexa Bliss & Sasha Banks সুতরাং সকল কিছুর ভিত্তিতে বলা যায় যে, Men রেসলার দের পাশাপাশি WWE তে Women's Division এর মর্যাদাও অনেক!
আর বর্তমানে অর্থাৎ আসন্ন Royal Rumble পিপিভি তে পুনরায় ইতিহাস গড়তে চলেছে WWE Women's Division Because, First Ever 30 Women's Royal Rumble Match 😱😱 জ্বী, হ্যা! এটাই হতে চলেছে, আসছে জানুয়ারির ২৯ তারিখে! প্রথমে বলে রাখি, যেমনটা Rules থাকে 30 Mans Royal Rumble ম্যাচে ঠিক তেমনটাই রুলস এখানেও। এরই মাধ্যমে পুনরায়, মেইন রোস্টারে ডেবিউ করতে পারে কিছু নতুন Divas & পাশাপাশি রিটার্ন করতে চলেছে কিছু লেজেন্ডারি ডিভা! এটাই হলো আজ আপনাদের কাছে আমার আলোচনার বিষয়! এবং আপনাদের জানিয়ে দিব, এমন ৫ জন ডিভার নাম যারা এই ম্যাচটি জেতার জন্য মুখিয়ে রয়েছে, তাহলে চলুন শুরু করা যাক :-
রুমোর মতে, এই ম্যাচে ডেবিউ করতে চলেছে কিছু নতুন ডিভা! তাদের মাঝে উল্লেখযোগ্য নামটি হলো Rounda Rousey 😍 আরো যারা ডেবিউ করতে পারে তাদের মাঝে বেশিরভাগই আসবে NXT হতে! রিটার্ন করার তালিকাতেও যুক্ত হয়েছে কিছু নাম যেমনঃ Bella Twins, Trish Stratus, Kaitlyn, Kelly Kelly সহ আরো অনেকে! চলুন এবার দেখে নেয়া যাক এই ম্যাচ জিততে সবথেকে বেশি মুখিয়ে কারা 😊
• নম্বর : 05 •
Becky Lynch : The Riott Squad এর অ্যাটাকের পর হতে আমরা SmackDown Live এ Becky কে আর দেখতে পাচ্ছি না কারণ এখন সে ইঞ্জুরিতে আছেন! রুমোর মতে, আসন্ন Royal Rumble ম্যাচেই ইঞ্জুরি হতে রিটার্ন করতে চলেছে সে! অন্যদিকে, এই ম্যাচে ভালো একটা ভূমিকা রাখতে চলেছে সে কারণ নিজের টাইটেল হারানোর পর থেকে তেমন স্পটলাইটে আসতে পারে নি Becky তাই তার স্পটলাইটে ফিরে আসার যোগ্য স্থানটি হতে পারে Royal Rumble!
• নম্বর : 04 •
Naomi : 'Feel The Glow' এর উদ্ভাবক Naomi ও প্রায় অচল তার টাইটেলটি হারানোর পর থেকে। কিন্তু সেই প্রথম ডিভা যে কিনা তার Royal Rumble ম্যাচে এন্টার হওয়া নিয়ে ক্লিয়ার হয়েছে। তাই SD Live Women's Division এ তার উপর সবারই চোখ থাকবে! কিন্তু আমার মনে হয় না সে জিততে পারে কারণ তার অসমাপ্ত ফিউড এখনও রয়েছে The Riott Squad এর সাথে তাও সবকিছু সময়'ই বলে দিবে।
• নম্বর : 03 •
Nia Jax : RAW Women's Division এ যদি কোনো জায়ান্ট থাকে তাহলে সে হলো Nia Jax আমরা প্রায় সময়ই দেখেছি যে, Alexa এর সাথে এক সময় তার ভালো সম্পর্ক থাকে এবং পরে আবার তা ভেঙে যায়! এভাবে আমরা তাদের ফিউডের আভাস বহুবার পেয়েছি কিন্তু এখনও তা অসমাপ্ত। বর্তমানেও তাদের মাঝে ভালো সম্পর্ক আছে কিন্তু আবার কি দেখা দিবে তা বলা মুশকিল এবং যদি তাদের ফিউডের পরে ম্যাচের কোনো যোগ্য স্থান থাকে তাহলে সেটা হলো WrestleMania
• নম্বর : 02 •
Asuka : Asuka'র Undefeated Streak এখনও কেউ ব্রেক করতে সক্ষম হয় নি! মেইন রোস্টারে ডেবিউ করার পর থেকে ভালো স্টোরিলাইন পাচ্ছে না সে বরাবরের মতো ম্যাচ খেলে চলেছেন Alicia Fox, Mandy Rose এর সাথে! তাই ভালো একটি পুশ পেলেও পেতে পারে Asuka কেননা, তার মতো একজন ডিভা কে মিডকার্ডে পুশ দেয়াটা মোটেও ঠিক হবে না পাশাপাশি তার Undefeated Streak কি থাকবে না ব্রেক হবে তা শুধু সময়ের অপেক্ষা।
• নম্বর : 01 •
Rounda Rousey : যদি কোনো নতুন ডিভা এই ম্যাচ জিতে থাকে তাহলে তার প্রথম সারির প্রথম জন হলো Rounda Rousey কেননা Cageside Seats এর ভাষ্যমতে, Asuka vs Rousey ম্যাচ হবে WrestleMania তে! যদি এরকমটি হয় তাহলে আসন্ন Elimination Chamber এ আমাদের মাঝে নতুন RAW Women's Champion হয়ে আসতে পারে Asuka পরেই তাদের ম্যাচ হবে, পাশাপাশি Rousey হলো সাবেক MMA ফাইটার, So তার উপর সবার নজর একটু বেশিই থাকবে! আমার মতে, এই ম্যাচটি জেতার মাধ্যমে নিজের WWE যাত্রা ভালোভাবেই শুরু করবে Rounda Rousey
উক্ত মতামতগুলো একান্তই আমার ব্যক্তিগত মতামত এবং কিছু সাইটের রুমোর ভিত্তিতে বলা, তাই এগুলো যে হতে চলেছে তা একেবারে ১০০% শিওরিটি দিয়ে বলতে পারছি না! আপনার নিজস্ব মতামত জানাতে ভুলবেন না 👏
ALWAYS STAY CONNECTED :)
• লেখক ঃ Shah Tanvir Islam Shuvo