• "Wrestlemania 33"…এই ইভেন্ট টা মনে পরলেই মন ভার হয়ে যায়। কারণ আমাদের সকলের অন্যতম প্রিয় সুপারস্টার-"Undertaker" রিটাইয়ার হয়ে গিয়েছিল। তিনি রিটাইয়ার আদেও হয়েছে কিনা তা এখনো জানা যায় নি। তবে এতটুকু সকলের জানা ছিল যে,তিনি Wrestlemania'য় Roman Reigns এর সাথে হারেন তবে তিনি রিটাইয়ার হবেন। আর তিনি Roman Reigns এর সাথে হেরে গিয়েছিলেন😞। 

তবে আজকের পোস্ট কোনো "Wrestlemania"ইভেন্ট নিয়ে নয়,বরং Night After Wrestlemania নিয়ে। তো শুরু করি। 

• Night After Wrestlemania মানে বোঝায়-Monday Night Raw After Wrestlemania…। Undertaker-Retire হওয়ার পর-অনেক রেসলিং ফ্যান দুক্ষে রেসলিং দেখা ছেড়ে দিয়েছিল। আবার অনেকে অনেক কষ্ট বয়ে রেসলিং দেখছিল। আর তারা-ই সেই "Raw"এর এরিনাতে উপস্থিত ছিল😊। অর্থাৎ,Raw After Wm 33এর কথা বলছি। তো সে "র"তে ঐতিহাসিক মোমেন্ট টি বলছি-

RAW শুরু হয়-গতদিন ঘটে যাওয়া Undertaker এবং Roman Reigns এর মধ্যকার ম্যাচটির ভিডিও প্যাকেজ দেখানো হয়। যেখানে টেকারের রিটাইয়ারের ঘটনাটি দেখানো হয়। ভিডিওটি দেখানো শেষ হলে-"র" শুরু হয়। Fans রা চিয়ার্স করছে-"UNDERTAKER"!! "UNDERTAKER "UNDERTAKER"!!… আমিও তখন ঘরে বসে বসে দেখছিলাম😉। টিভি থেকে একটা শব্দই শুনতে পারছিলাম!আর সেটা হল-


"UNDERTAKER"!"UNDERTAKER"!"UNDERTAKER"!ফ্যানরা এমনভাবে চিয়ার্স করছিল-মনে হচ্ছিল তাদের শরীরে যত শক্তি আছে-সব ব্যাবহার করছে😲!২মিনিট+ হয়ে গেল। আমি টিভি থেকে এখনো সেই একটি শব্দ শুনছিলাম!"UNDERTAKER""UNDERTAKER"। এরপর দেখি-পুরো এরিনা এই চিয়ার্স টা করা শুরু করল। মনে হয় তিন মিনিট পার হওয়ার পর আমিও-তাদের সাথে তাল মিলাই😎। আমি বলছিলাম-"UNDERTAKER"!……OH MY GOD!!!! ৫মিনিট গেল-ফ্যানরা এখনো চিয়ার্স করে যাচ্ছে…চিয়ার্স-টি ছিল লাগাতার😱!তখন বুঝলাম,ফ্যানরা "Undertaker"কে কতটা ভালবাসে💜। আর কিছুক্ষণ চিয়ার্স হওয়ার পর-তখন-ই বেজে উঠল "Roman Reigns"এর মিউজিক😒। সাথে সাথে ফ্যানসদের চিয়ার বদলে গেল। আর সেটি হল-"BOOOOOOOOOOOOO"!!!! আর BOOএর পরিমান এত-ই বেশি ছিল যে,মনে হচ্ছিল এরিনার ছাদ উড়ে যাবে কিছুক্ষণ পর😉!মনে হচ্ছিল,এরিনায় উপসস্থিত একটা মানুষও- Roman কে জ্যান্ত দেখতে চায় না😰। এরপর-Roman Reigns-Ramp এ হাটা শুরু করে,,ফ্যানসরা লাগাতার-BOOOOOদিয়ে-ই যাচ্ছে…। Roman রিং য়ে উঠল…BOOOO…চলছিল। এতে রোমানের লাভ হয়ে গেল😖। সে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়ে

নিয়েছে!কারণ তিনি Loudest Booo পেয়েছে In the History Of WWE😂! এরপর ফ্যানরা বলা করা শুরু দেয়-

-"DELETE"!!"DELETE"!!"DELETE"…!আর Roman তখন মুচকি মুচকি হাসি দেয়। লজ্জাবোধ কিছু নায় হয়ত😂!এবার ফ্যানরা আরো মারাত্নক হয়ে উঠে!


"FU*K YOU ROMAN"!FU*K YOU ROMAN"!"FU*K YOU ROMAN"!!

আর তখন আমাদের "Roman Reigns"এমন ভাব করছিল যেন তার গায়ে-ই লাগছে না! ফ্যানরা কিছুক্ষণ আবার Boo দেয়া শুরু করে। দুই একজন ফ্যান নয়,সকল রেসলিং ফ্যান যারা এরিনায় উপস্থিত ছিল,,সবাই এসব বলাবলি করছিল!এমন পরিবেশ আমি আগে দেখি নি। এরপর দর্শকরা বলা শুরু করে-"ROMAN SUCKS" "ROMAN SUCKS" "ROMAN SUCKS"😂! Roman সব দাঁড়িয়ে শুনছিল আর মুচকি মুচকি হাসি দিচ্ছিল😒। 

অনেকক্ষণ পর Roman-মাইক মুখে তুলল!কিন্তু কেউ যে তার কথা শুনতে চায় না!!!! কারণ তখন-ই তাদের গলার সর্বজোরে "Booooooo"এর আওয়াজটা শুনা যায়। তাই রোমান মাইক নামিয়ে ফেলে😂!ফ্যানরা চালিয়ে যাচ্ছে BOOOO!এবার মনে হচ্ছিল-BOOOOএর বন্যায় মনে হয় পৃথিবী ধবংস হয়ে যাবে😰। অবশেষে Roman Reigns মাইক মুখে তুলল এবং বলল-


"THIS IS MY YARD NOW"😒!!!!আর তখন দর্শকরা আরো Boo দেয়া শুরু করেছিল সাথে আমিও😎। আর এভাবে মোমেন্টির সমাপ্তি ঘটে…😊। 

এই পাচ অক্ষরের একটি সেগমেন্ট-গড়ল ইতিহাস। ইতিহাসে অন্যতম একটি সেরা মোমেন্ট ঘটে। সাথে এই বছরের সবচেয়ে সুন্দর একটি মোমেন্ট পায়। এই মোমেন্টির মাধ্যমে শুধু Roman Reigns ইতিহাস গড়ে নি!ইতিহাস গড়েছে WWEও!কারণ-Roman Reignsএর এই "This is my Yard Now"এই পাচ অক্ষরের প্রোমোতে-"WWE"র ইউটিউব চ্যানেলে ইতিহাসে সবচেয়ে বেশি "Dislike"পেয়েছে! অর্থাৎ এই ভিডিওটি "WWE" Utube Channel এর সবচেয়ে বেশি-"Dislike"পাওয়া ভিডিও😂!

তো এই মোমেন্ট টি নিয়ে-ই আমার আজকে পোস্ট ছিল। যাদের মোমেন্টি মিথ্যা বলে মনে হবে বা ভুলে গিয়েছেন তারা আবার মোমেন্টি ইউটিউবে দেখে নিতে পারেন😊 - 


• লেখক ঃ ‎স্বাধীন লোধ তূর্য্য

২০১৭ এর এক স্মরণীয় মুহূর্ত !


• "Wrestlemania 33"…এই ইভেন্ট টা মনে পরলেই মন ভার হয়ে যায়। কারণ আমাদের সকলের অন্যতম প্রিয় সুপারস্টার-"Undertaker" রিটাইয়ার হয়ে গিয়েছিল। তিনি রিটাইয়ার আদেও হয়েছে কিনা তা এখনো জানা যায় নি। তবে এতটুকু সকলের জানা ছিল যে,তিনি Wrestlemania'য় Roman Reigns এর সাথে হারেন তবে তিনি রিটাইয়ার হবেন। আর তিনি Roman Reigns এর সাথে হেরে গিয়েছিলেন😞। 

তবে আজকের পোস্ট কোনো "Wrestlemania"ইভেন্ট নিয়ে নয়,বরং Night After Wrestlemania নিয়ে। তো শুরু করি। 

• Night After Wrestlemania মানে বোঝায়-Monday Night Raw After Wrestlemania…। Undertaker-Retire হওয়ার পর-অনেক রেসলিং ফ্যান দুক্ষে রেসলিং দেখা ছেড়ে দিয়েছিল। আবার অনেকে অনেক কষ্ট বয়ে রেসলিং দেখছিল। আর তারা-ই সেই "Raw"এর এরিনাতে উপস্থিত ছিল😊। অর্থাৎ,Raw After Wm 33এর কথা বলছি। তো সে "র"তে ঐতিহাসিক মোমেন্ট টি বলছি-

RAW শুরু হয়-গতদিন ঘটে যাওয়া Undertaker এবং Roman Reigns এর মধ্যকার ম্যাচটির ভিডিও প্যাকেজ দেখানো হয়। যেখানে টেকারের রিটাইয়ারের ঘটনাটি দেখানো হয়। ভিডিওটি দেখানো শেষ হলে-"র" শুরু হয়। Fans রা চিয়ার্স করছে-"UNDERTAKER"!! "UNDERTAKER "UNDERTAKER"!!… আমিও তখন ঘরে বসে বসে দেখছিলাম😉। টিভি থেকে একটা শব্দই শুনতে পারছিলাম!আর সেটা হল-


"UNDERTAKER"!"UNDERTAKER"!"UNDERTAKER"!ফ্যানরা এমনভাবে চিয়ার্স করছিল-মনে হচ্ছিল তাদের শরীরে যত শক্তি আছে-সব ব্যাবহার করছে😲!২মিনিট+ হয়ে গেল। আমি টিভি থেকে এখনো সেই একটি শব্দ শুনছিলাম!"UNDERTAKER""UNDERTAKER"। এরপর দেখি-পুরো এরিনা এই চিয়ার্স টা করা শুরু করল। মনে হয় তিন মিনিট পার হওয়ার পর আমিও-তাদের সাথে তাল মিলাই😎। আমি বলছিলাম-"UNDERTAKER"!……OH MY GOD!!!! ৫মিনিট গেল-ফ্যানরা এখনো চিয়ার্স করে যাচ্ছে…চিয়ার্স-টি ছিল লাগাতার😱!তখন বুঝলাম,ফ্যানরা "Undertaker"কে কতটা ভালবাসে💜। আর কিছুক্ষণ চিয়ার্স হওয়ার পর-তখন-ই বেজে উঠল "Roman Reigns"এর মিউজিক😒। সাথে সাথে ফ্যানসদের চিয়ার বদলে গেল। আর সেটি হল-"BOOOOOOOOOOOOO"!!!! আর BOOএর পরিমান এত-ই বেশি ছিল যে,মনে হচ্ছিল এরিনার ছাদ উড়ে যাবে কিছুক্ষণ পর😉!মনে হচ্ছিল,এরিনায় উপসস্থিত একটা মানুষও- Roman কে জ্যান্ত দেখতে চায় না😰। এরপর-Roman Reigns-Ramp এ হাটা শুরু করে,,ফ্যানসরা লাগাতার-BOOOOOদিয়ে-ই যাচ্ছে…। Roman রিং য়ে উঠল…BOOOO…চলছিল। এতে রোমানের লাভ হয়ে গেল😖। সে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়ে

নিয়েছে!কারণ তিনি Loudest Booo পেয়েছে In the History Of WWE😂! এরপর ফ্যানরা বলা করা শুরু দেয়-

-"DELETE"!!"DELETE"!!"DELETE"…!আর Roman তখন মুচকি মুচকি হাসি দেয়। লজ্জাবোধ কিছু নায় হয়ত😂!এবার ফ্যানরা আরো মারাত্নক হয়ে উঠে!


"FU*K YOU ROMAN"!FU*K YOU ROMAN"!"FU*K YOU ROMAN"!!

আর তখন আমাদের "Roman Reigns"এমন ভাব করছিল যেন তার গায়ে-ই লাগছে না! ফ্যানরা কিছুক্ষণ আবার Boo দেয়া শুরু করে। দুই একজন ফ্যান নয়,সকল রেসলিং ফ্যান যারা এরিনায় উপস্থিত ছিল,,সবাই এসব বলাবলি করছিল!এমন পরিবেশ আমি আগে দেখি নি। এরপর দর্শকরা বলা শুরু করে-"ROMAN SUCKS" "ROMAN SUCKS" "ROMAN SUCKS"😂! Roman সব দাঁড়িয়ে শুনছিল আর মুচকি মুচকি হাসি দিচ্ছিল😒। 

অনেকক্ষণ পর Roman-মাইক মুখে তুলল!কিন্তু কেউ যে তার কথা শুনতে চায় না!!!! কারণ তখন-ই তাদের গলার সর্বজোরে "Booooooo"এর আওয়াজটা শুনা যায়। তাই রোমান মাইক নামিয়ে ফেলে😂!ফ্যানরা চালিয়ে যাচ্ছে BOOOO!এবার মনে হচ্ছিল-BOOOOএর বন্যায় মনে হয় পৃথিবী ধবংস হয়ে যাবে😰। অবশেষে Roman Reigns মাইক মুখে তুলল এবং বলল-


"THIS IS MY YARD NOW"😒!!!!আর তখন দর্শকরা আরো Boo দেয়া শুরু করেছিল সাথে আমিও😎। আর এভাবে মোমেন্টির সমাপ্তি ঘটে…😊। 

এই পাচ অক্ষরের একটি সেগমেন্ট-গড়ল ইতিহাস। ইতিহাসে অন্যতম একটি সেরা মোমেন্ট ঘটে। সাথে এই বছরের সবচেয়ে সুন্দর একটি মোমেন্ট পায়। এই মোমেন্টির মাধ্যমে শুধু Roman Reigns ইতিহাস গড়ে নি!ইতিহাস গড়েছে WWEও!কারণ-Roman Reignsএর এই "This is my Yard Now"এই পাচ অক্ষরের প্রোমোতে-"WWE"র ইউটিউব চ্যানেলে ইতিহাসে সবচেয়ে বেশি "Dislike"পেয়েছে! অর্থাৎ এই ভিডিওটি "WWE" Utube Channel এর সবচেয়ে বেশি-"Dislike"পাওয়া ভিডিও😂!

তো এই মোমেন্ট টি নিয়ে-ই আমার আজকে পোস্ট ছিল। যাদের মোমেন্টি মিথ্যা বলে মনে হবে বা ভুলে গিয়েছেন তারা আবার মোমেন্টি ইউটিউবে দেখে নিতে পারেন😊 - 


• লেখক ঃ ‎স্বাধীন লোধ তূর্য্য