রেসলিং ইতিহাসের অন্যতম একটি স্টিপুলেশন হলো Cage match, Cage একটি ম্যাচ কে আরো উত্তেজনাপূর্ণ করে তোলে, Cage হলো Pro Wrestling এর অনেক পুরাতন ও পপুলার স্টিপুলেশন। পুর্বের Cage রড দিয়ে তৈরি হতো তারপর এটির বিবর্তন ঘটার পর এখন জালি ও দস্তা দিয়ে Cage তৈরি করা হয়। এসব বাদে অনেকসময় বিভিন্ন Cage বাশঁ ও কাঠ দিয়ে তৈরি করা হয়।এছাড়া Cage ম্যাচ দেখার জন্য ও অনেক উত্তেজনা থাকে So now I presenting top 5 cage match in wrestling history ✌



• 5) Punjabi Prison Match :

Punjabi prison match এর আবিষ্কারক হচ্ছে Great Khali, Punjabi prison ম্যাচে সর্বপ্রথম অংশ নেয় Undertaker ও Big Show আর ২য় ম্যাচে অংশ নেয় The Great Khali ও Batista। এই ম্যাচে ২ টি Cage থাকে ও উভয় Cage ই বাশঁ দিয়ে তৈরি, প্রথম Cage থাকে রিং এর সাথে জোড়ালো যার উচ্চতা ১৬ ফুট তারপর একটু স্পেস ও আরেকটি Cage যার উচ্চতা ২০ ফুট। প্রথম Cage এ থাকে ৪ টি দরজা যেটি খোলা হয় ১ মিনিটের জন্য এরকম করে ৪ টি দরজা খোলা হয় ১ মিনিট করে আর একটি খোলা হয়ে গেলে ২য় বার আর খোলা হয় না। ম্যাচ জিততে হলে ২ টি Cage থেকে বের হতে হবে। এখানে কোনো DQ নেই। সর্বপ্রথম ম্যাচে Undertaker প্রথম Cage এর বাহির থেকে Big Show'র ওপর Cross body হিট করলে দরজা ভেঙ্গে যায় যারপর Undertaker Big Show'র থেকে কিছুটা দুরে থাকায় তাকে বিজয়ী ঘোষণা করা হয় আর ২য় ম্যাচে Batista উভয় Cage কে escape করে জয় তুলে নেয়। ৩য় ম্যাচে মুখোমুখি হয় Jinder ও Randy যেখানে Great Khali ডিস্ট্র‍্যাক্ট করায় Jinder জিতে যায়।


• 4) Elimination Chamber :

Elimination Chamber এর আবিষ্কারক হচ্ছে Triple H, তার আইডিয়া তে এই Cage তৈরি করা হয় তবে এটাকে দর্শক দের কাছে প্রকাশ করেছে Eric Bischcof। ২০০২ সালে প্রথম বারের মত Survivor Series এ Elimination Chamber অনুষ্ঠিত হয় যা পরে একটি PPV এর মর্যাদা পায়। এই Cage টি বানানো হয় পুরো জিঞ্জির দিয়ে ও এটি রিং এর বাহির পর্যন্ত থাকে, চারপাশে থাকে ৪ টি Cell, মোট ৬ জন এই ম্যাচ শুরু করে যার ৪ জন ৪ Cell এ বন্ধ থাকে। প্রত্যেক ৫ মিনিটে একটি রেসলার Cell থেকে বের হয়, রেসলার এলিমিনেটেড হয় পিন ও সাবমিশন এ, যে শেষ পর্যন্ত রয়ে যায় সে হয় এই ম্যাচের বিজয়ী। এই ম্যাচে শুধু একজন ই ইন্টেরফেয়ার করেছে আর সে হলো Shawn Michaels। WM ২৬ এ Undertaker তার চ্যালেঞ্জ এক্সেপ্ট না করায় সে ইন্টারফেয়ার করে, এখানে নিচের জালি খুলে সে ভিতরে আসে এছাড়া Weapons যেকোনো সময় ট্রান্সফার করা যায় Cage এর ছিদ্র দিয়ে।



• 3) Hell In A Cell :

Hell In A Cell প্রথম অনুষ্ঠিত হয় ১৯৯৭ সালের Badd Blood PPV তে যেখানে Shawn Michaels ও Undertaker ম্যাচ খেলে যে ম্যাচেই Kane ডেবুট করে, তবে এখানে দুঃখজনক একটি ব্যাপার হলো এটা যে Kane এসেই Cell এর দরজা ভেঙ্গে দেয়। এখানে ২ জন বা তার বেশি রেসলার অংশ নিতে পারে ও ম্যাচ টি হয় No DQ ম্যাচ। Hell In A Cell এর উচ্চতা ছিলো ১৬ ফুট ও ওজন ছিলো ২ টন পরে নতুন ভার্সনে উচ্চতা বারিয়ে ২০ ফুট করা হয় ও ওজন হয় ৫ টন।এপর্যন্ত ৩৮ টি Hell In A Cell ম্যাচ হয়েছে যার মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে Undertaker, মোট ১৪ টি ম্যাচ খেলে ৮ টি ম্যাচে জয় পেয়েছে সে, ২য় তে আছে Triple H, H ৯ টি ম্যাচ খেলে ৬ টি তে জয় পায়। Hell In A Cell পূর্বে বিভিন্ন PPV তে হতো পরে ২০০৯ সালে এটিকেই একটি PPV হিসেবে অনুষ্ঠিত করা হয়। Hell In A Cell WM তে ও অনুষ্ঠিত হয়েছিলো। বিভিন্ন Weapons থাকে Cell এর ভিতর যার কারণে ম্যাচ গুলোর আকর্ষণ আরো বৃদ্ধি পায়।



• 2) War Games :

War Games এর আবিষ্কারক হলো Dusty Rhodes, এই War Games শুধু WWE তে না সারা প্রো রেসলিং এ বিখ্যাত এমনকি Indy circuit এ ও এই War games হয়েছে। War games সর্বপ্রথম অনুষ্ঠিত হয় ১৯৮৭ সালে। War Games আসলে National Wrestling Alliance এর একটি ম্যাচ ছিলো যা পরে WCW এর একটি PPV হয় আর এখন NXT Take Over এ হয়। চারপাশে জালি থাকে ও রিং থাকে ২ টি, এখানে ২ বা তার বেশি রেসলার অংশ নিতে পারে। এপর্যন্ত ৩১ টি অফিশিয়াল War games ম্যাচ হয়েছে ও গত NXT এর ম্যাচ টি ছিলো WWE এর সর্বপ্রথম War games ম্যাচ[ WCW কে WWF কিনে নিলেও ঐ ম্যাচ গুলো WCW এর নামেই রয়েছে]। এই Cell এ এখন পর্যন্ত Sting ইন্টেরফেয়ার করতে পেরেছে যেখানে সে nWo কে এটেক করে।



• 1) Steel Cage match :

এই ম্যাচ কে যতই কমন বলতে পারি ঠিক ততই এক্সাইটেড ও বলতে পারি কেননা এই এক ম্যাচ এর প্রায় বহু নিয়ম আছে। এই ম্যাচ সাধারণত কোম্পানি বিবেচনা করে নির্ধারিত হয় হয়, এই ম্যাচ যখন TNA তে অনুষ্ঠিত হয় তখন অনেক ম্যাচের মধ্যে শুধু পিন ও সবমিশন দ্বারা জেতা যায় আবার এটির একটি PPV আছে যার নাম TNA Lockdown যেখানে টাইম লিমিট থাকে ও সময় শেষ হলে নতুন রেসলার এন্ট্রি নেয় আবার অনেক ম্যাচে শুধু Escape করে জেতা যায়।TNA এর Greatest match গুলোর মধ্যে Cage ম্যাচের ভূমিকা অপরিসীম। TNA এর Cell গুলোতে টুইস্ট আনার জন্য জালি গুলোর মধ্যে ছিদ্র থাকে যার ভিতর দিয়ে বিভিন্ন Weapons ঢোকানো হয় যার ফলে ম্যাচ টি আরো ভালো হয়। WWE তে যেসব ম্যাচ হয় তার সবগুলো তে প্রায় একই রুলস হয় ও এখানে Escape করে বা পিন ও সাবমিশনের মাধ্যমে জেতা যায়।
• লেখক : ‎Sabbir Safin Siam, WWE 360 ।

রেসলিং ইতিহাসের সেরা ৫ Cage ম্যাচ।

রেসলিং ইতিহাসের অন্যতম একটি স্টিপুলেশন হলো Cage match, Cage একটি ম্যাচ কে আরো উত্তেজনাপূর্ণ করে তোলে, Cage হলো Pro Wrestling এর অনেক পুরাতন ও পপুলার স্টিপুলেশন। পুর্বের Cage রড দিয়ে তৈরি হতো তারপর এটির বিবর্তন ঘটার পর এখন জালি ও দস্তা দিয়ে Cage তৈরি করা হয়। এসব বাদে অনেকসময় বিভিন্ন Cage বাশঁ ও কাঠ দিয়ে তৈরি করা হয়।এছাড়া Cage ম্যাচ দেখার জন্য ও অনেক উত্তেজনা থাকে So now I presenting top 5 cage match in wrestling history ✌



• 5) Punjabi Prison Match :

Punjabi prison match এর আবিষ্কারক হচ্ছে Great Khali, Punjabi prison ম্যাচে সর্বপ্রথম অংশ নেয় Undertaker ও Big Show আর ২য় ম্যাচে অংশ নেয় The Great Khali ও Batista। এই ম্যাচে ২ টি Cage থাকে ও উভয় Cage ই বাশঁ দিয়ে তৈরি, প্রথম Cage থাকে রিং এর সাথে জোড়ালো যার উচ্চতা ১৬ ফুট তারপর একটু স্পেস ও আরেকটি Cage যার উচ্চতা ২০ ফুট। প্রথম Cage এ থাকে ৪ টি দরজা যেটি খোলা হয় ১ মিনিটের জন্য এরকম করে ৪ টি দরজা খোলা হয় ১ মিনিট করে আর একটি খোলা হয়ে গেলে ২য় বার আর খোলা হয় না। ম্যাচ জিততে হলে ২ টি Cage থেকে বের হতে হবে। এখানে কোনো DQ নেই। সর্বপ্রথম ম্যাচে Undertaker প্রথম Cage এর বাহির থেকে Big Show'র ওপর Cross body হিট করলে দরজা ভেঙ্গে যায় যারপর Undertaker Big Show'র থেকে কিছুটা দুরে থাকায় তাকে বিজয়ী ঘোষণা করা হয় আর ২য় ম্যাচে Batista উভয় Cage কে escape করে জয় তুলে নেয়। ৩য় ম্যাচে মুখোমুখি হয় Jinder ও Randy যেখানে Great Khali ডিস্ট্র‍্যাক্ট করায় Jinder জিতে যায়।


• 4) Elimination Chamber :

Elimination Chamber এর আবিষ্কারক হচ্ছে Triple H, তার আইডিয়া তে এই Cage তৈরি করা হয় তবে এটাকে দর্শক দের কাছে প্রকাশ করেছে Eric Bischcof। ২০০২ সালে প্রথম বারের মত Survivor Series এ Elimination Chamber অনুষ্ঠিত হয় যা পরে একটি PPV এর মর্যাদা পায়। এই Cage টি বানানো হয় পুরো জিঞ্জির দিয়ে ও এটি রিং এর বাহির পর্যন্ত থাকে, চারপাশে থাকে ৪ টি Cell, মোট ৬ জন এই ম্যাচ শুরু করে যার ৪ জন ৪ Cell এ বন্ধ থাকে। প্রত্যেক ৫ মিনিটে একটি রেসলার Cell থেকে বের হয়, রেসলার এলিমিনেটেড হয় পিন ও সাবমিশন এ, যে শেষ পর্যন্ত রয়ে যায় সে হয় এই ম্যাচের বিজয়ী। এই ম্যাচে শুধু একজন ই ইন্টেরফেয়ার করেছে আর সে হলো Shawn Michaels। WM ২৬ এ Undertaker তার চ্যালেঞ্জ এক্সেপ্ট না করায় সে ইন্টারফেয়ার করে, এখানে নিচের জালি খুলে সে ভিতরে আসে এছাড়া Weapons যেকোনো সময় ট্রান্সফার করা যায় Cage এর ছিদ্র দিয়ে।



• 3) Hell In A Cell :

Hell In A Cell প্রথম অনুষ্ঠিত হয় ১৯৯৭ সালের Badd Blood PPV তে যেখানে Shawn Michaels ও Undertaker ম্যাচ খেলে যে ম্যাচেই Kane ডেবুট করে, তবে এখানে দুঃখজনক একটি ব্যাপার হলো এটা যে Kane এসেই Cell এর দরজা ভেঙ্গে দেয়। এখানে ২ জন বা তার বেশি রেসলার অংশ নিতে পারে ও ম্যাচ টি হয় No DQ ম্যাচ। Hell In A Cell এর উচ্চতা ছিলো ১৬ ফুট ও ওজন ছিলো ২ টন পরে নতুন ভার্সনে উচ্চতা বারিয়ে ২০ ফুট করা হয় ও ওজন হয় ৫ টন।এপর্যন্ত ৩৮ টি Hell In A Cell ম্যাচ হয়েছে যার মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে Undertaker, মোট ১৪ টি ম্যাচ খেলে ৮ টি ম্যাচে জয় পেয়েছে সে, ২য় তে আছে Triple H, H ৯ টি ম্যাচ খেলে ৬ টি তে জয় পায়। Hell In A Cell পূর্বে বিভিন্ন PPV তে হতো পরে ২০০৯ সালে এটিকেই একটি PPV হিসেবে অনুষ্ঠিত করা হয়। Hell In A Cell WM তে ও অনুষ্ঠিত হয়েছিলো। বিভিন্ন Weapons থাকে Cell এর ভিতর যার কারণে ম্যাচ গুলোর আকর্ষণ আরো বৃদ্ধি পায়।



• 2) War Games :

War Games এর আবিষ্কারক হলো Dusty Rhodes, এই War Games শুধু WWE তে না সারা প্রো রেসলিং এ বিখ্যাত এমনকি Indy circuit এ ও এই War games হয়েছে। War games সর্বপ্রথম অনুষ্ঠিত হয় ১৯৮৭ সালে। War Games আসলে National Wrestling Alliance এর একটি ম্যাচ ছিলো যা পরে WCW এর একটি PPV হয় আর এখন NXT Take Over এ হয়। চারপাশে জালি থাকে ও রিং থাকে ২ টি, এখানে ২ বা তার বেশি রেসলার অংশ নিতে পারে। এপর্যন্ত ৩১ টি অফিশিয়াল War games ম্যাচ হয়েছে ও গত NXT এর ম্যাচ টি ছিলো WWE এর সর্বপ্রথম War games ম্যাচ[ WCW কে WWF কিনে নিলেও ঐ ম্যাচ গুলো WCW এর নামেই রয়েছে]। এই Cell এ এখন পর্যন্ত Sting ইন্টেরফেয়ার করতে পেরেছে যেখানে সে nWo কে এটেক করে।



• 1) Steel Cage match :

এই ম্যাচ কে যতই কমন বলতে পারি ঠিক ততই এক্সাইটেড ও বলতে পারি কেননা এই এক ম্যাচ এর প্রায় বহু নিয়ম আছে। এই ম্যাচ সাধারণত কোম্পানি বিবেচনা করে নির্ধারিত হয় হয়, এই ম্যাচ যখন TNA তে অনুষ্ঠিত হয় তখন অনেক ম্যাচের মধ্যে শুধু পিন ও সবমিশন দ্বারা জেতা যায় আবার এটির একটি PPV আছে যার নাম TNA Lockdown যেখানে টাইম লিমিট থাকে ও সময় শেষ হলে নতুন রেসলার এন্ট্রি নেয় আবার অনেক ম্যাচে শুধু Escape করে জেতা যায়।TNA এর Greatest match গুলোর মধ্যে Cage ম্যাচের ভূমিকা অপরিসীম। TNA এর Cell গুলোতে টুইস্ট আনার জন্য জালি গুলোর মধ্যে ছিদ্র থাকে যার ভিতর দিয়ে বিভিন্ন Weapons ঢোকানো হয় যার ফলে ম্যাচ টি আরো ভালো হয়। WWE তে যেসব ম্যাচ হয় তার সবগুলো তে প্রায় একই রুলস হয় ও এখানে Escape করে বা পিন ও সাবমিশনের মাধ্যমে জেতা যায়।
• লেখক : ‎Sabbir Safin Siam, WWE 360 ।