Daniel Bryan এর কথা শুনলেই ২০১২ এর পরের রেসলিং জগৎটাকে মনে পরে সবার। কেনই বা পরবে না তখনকার সেরা মাইক স্কিল ও রিং স্কিলের মধ্যে তার নামটি যে স্বর্ণঅক্ষরে লেখা। কিন্তু তখন খারাপ লাগতো যখন তার মতো একজন ট্যালেন্টেড রেসলার The Shield এর যে কারো হাতে কিংবা অন্য কোনো রেসলার যার কিনা তার ছায়া পাড়াবার মতোও সামর্থ্য নেই তার হাতে চরম মার খেত। যদিও আমি একজন Roman ফ্যান। কিন্তু তাও মানতে হতো কারণ আপনারা জানেনেই... :)

আপনাদের জানিয়ে দিতে চাই যে, YES CHANT এর উদ্ভাবক ও সে নিজেই। আর সে তাদের মধ্যে একজন যারা WWE ইতিহাসে Grand Slam Champion নামে খ্যাত। কারণ বরাবরের মতো সেও জিতেছে WWE এর অন্তর্ভুক্ত সকল মেজর টাইটেল। আর WWE তে তার কৃতিত্বও কম নয় কারণ ২০১৩-১৪ সালে Cena, HHH, Randy'র পাশাপাশি সেও ছিলো কোম্পানীর একজন সফল রেসলার।

Daniel Bryan নিজের WWE ক্যারিয়ারে দুইবার সিরিয়াসভাবে ইঞ্জুরডও হয় কিন্তু একবার রিকভারি করে ফিরে আসলেও পরের বার আর ফ্যানদের মাঝে একজন রেসলার হিসেবে ফিরে আসতে পারে নি, কিন্তু হ্যা এসেছে একজন General Manager হিসেবে কারণ সে বর্তমান WWE SmackDown Live GM 😊

আর আজকে আমার টপিক হলো তার এই GM পদ থেকে একজন রেসলার পদে আসার আগমনী বার্তা। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক :-

শুরুতেই বলে রাখি আমরা সম্প্রতি দেখেছি যে, Sami হিল টার্ন করে KO এর সাথে নতুন করে টিম আপ করে এবং তাদের এই টিম আপ করার ফলে Daniel & Shane এর মাঝে আমরা কিছু ক্যামিস্ট্রি লক্ষ করেছি। তা নিম্নরূপ :-
১। যখন Shane McMahon KO & Sami কে ফায়ারড করতে যায় তখন Bryan এসে বাধা দেয় এবং তাদেরকে বাঁচিয়ে দেয়!
২। Shane KO & Sami কে ফায়ারড করার জন্য উপচে পড়ে আছে কিন্তু Bryan কোনোভাবেই এই দুই ট্যালেন্ট কে SD Live থেকে হারাতে চায় না। তার কারণ আমরা উপরে এর আগেও পেয়েছি আরো যেটি তা হলো :-
গত SmackDown Live শো তে যখন Shane তাদের (KO & Sami)'র Clash Of Champions ম্যাচ নিয়ে স্টিপুলেশন ঠিক করে তখন Daniel এর ফেস রিয়েকশন দেখে অনায়াসেই মনে হচ্ছিলো যে সে তার কথাতে খুশি নয়!

আর এটাই হতে পারে Daniel Bryan এর রিং একশনে ফেরার ইংগিত। কেননা মেডিক্যালি সে রিং এ ফেরার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আর WRE এর ভাষ্যমতে, Daniel Bryan v/s Shane O Mac ম্যাচ হবে WrestleMania 34 এ।
এর আগেও আমরা Shane কে ম্যাচ খেলতে দেখেছি কিন্তু এবার Bryan এর সাথে। অনেকেরই দ্বিমত থাকবে তাহলে চলুন সে বিষয়ে একটু আলোচনা করা যাক :-

আমরা উপরে Daniel Bryan এর ইন রিং একশনে ফেরার কিছু কারণ অলরেডি দেখতে পেয়েছি! আর এগুলোই হবে মূল কারণ! কেননা এবার হিল রূপে ব্যাক করতে পারে Daniel Bryan। আর সেই হিল টার্ন টি যে Shane এর উপরেই হবে তা নিশ্চিত। কারণ তাদের ক্যামিস্ট্রি দেখে এটার ইংগিত অন্তত সবাই পেয়ে গেছে। অবশ্য এখনো এই ম্যাচ সম্বন্ধ্যে কোনো স্টিপুলেশন নিয়ে কথা হয় নি! কিন্তু কেমন হতে পারে এই ম্যাচের স্টিপুলেশন চলুন তা নিয়ে একটু কথা বলা যাক :-

প্রথমে সবাই Daniel Bryan এর চুল বড় রাখতে দেখে ভেবেছিলো যে সে একটি ম্যাচ খেলবে যেটি হবে Hair vs Hair Match এবং তা হতে পারে Triple H এর বিরুদ্ধে যেটি কিনা এখন ০% শিওর 😂 কারণ WrestleMania তে Strowman vs Triple H ম্যাচের প্লানিং প্রায় ৮০% হয়ে গেছে! কিন্তু অন্যদিকে Shane এর মাথায় যে চুল তাতে Hair vs Hair Match কোনভাবেই মানানসই না 👎👎

তাই আমার মতে তাদের মাঝে, Ironman Match কিংবা Hardcore Match হলেই সবথেকে বেটার হবে। কারণ Shane যেকোনো Hardcore Rules এর ম্যাচ খেলতে পারদর্শী! আর আশা করা যায় Bryan নিজের অভিজ্ঞতা দিয়ে আমাদের ভালো একটা ম্যাচ উপহার দিতে পারবে :)

এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত ছিলো (স্টিপুলেশন ঠিক করার ক্ষেত্রে) কোন স্টিপুলেশনে এদের ম্যাচ ভালো মানাবে কিংবা এই ম্যাচ সম্পর্কে আপনার নিজস্ব মতামত জানাতে ভুলবেন না 👏👏
কোনো বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন কিংবা ইনবক্সে যোগাযোগ করুন 😊
ALWAYS STAY CONNECTED :)
• লেখক ঃ Shah Tanvir Islam Shuvo

Daniel Bryan v/s Shane McMahon, রেসেলমেনিয়া ৩৪!


Daniel Bryan এর কথা শুনলেই ২০১২ এর পরের রেসলিং জগৎটাকে মনে পরে সবার। কেনই বা পরবে না তখনকার সেরা মাইক স্কিল ও রিং স্কিলের মধ্যে তার নামটি যে স্বর্ণঅক্ষরে লেখা। কিন্তু তখন খারাপ লাগতো যখন তার মতো একজন ট্যালেন্টেড রেসলার The Shield এর যে কারো হাতে কিংবা অন্য কোনো রেসলার যার কিনা তার ছায়া পাড়াবার মতোও সামর্থ্য নেই তার হাতে চরম মার খেত। যদিও আমি একজন Roman ফ্যান। কিন্তু তাও মানতে হতো কারণ আপনারা জানেনেই... :)

আপনাদের জানিয়ে দিতে চাই যে, YES CHANT এর উদ্ভাবক ও সে নিজেই। আর সে তাদের মধ্যে একজন যারা WWE ইতিহাসে Grand Slam Champion নামে খ্যাত। কারণ বরাবরের মতো সেও জিতেছে WWE এর অন্তর্ভুক্ত সকল মেজর টাইটেল। আর WWE তে তার কৃতিত্বও কম নয় কারণ ২০১৩-১৪ সালে Cena, HHH, Randy'র পাশাপাশি সেও ছিলো কোম্পানীর একজন সফল রেসলার।

Daniel Bryan নিজের WWE ক্যারিয়ারে দুইবার সিরিয়াসভাবে ইঞ্জুরডও হয় কিন্তু একবার রিকভারি করে ফিরে আসলেও পরের বার আর ফ্যানদের মাঝে একজন রেসলার হিসেবে ফিরে আসতে পারে নি, কিন্তু হ্যা এসেছে একজন General Manager হিসেবে কারণ সে বর্তমান WWE SmackDown Live GM 😊

আর আজকে আমার টপিক হলো তার এই GM পদ থেকে একজন রেসলার পদে আসার আগমনী বার্তা। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক :-

শুরুতেই বলে রাখি আমরা সম্প্রতি দেখেছি যে, Sami হিল টার্ন করে KO এর সাথে নতুন করে টিম আপ করে এবং তাদের এই টিম আপ করার ফলে Daniel & Shane এর মাঝে আমরা কিছু ক্যামিস্ট্রি লক্ষ করেছি। তা নিম্নরূপ :-
১। যখন Shane McMahon KO & Sami কে ফায়ারড করতে যায় তখন Bryan এসে বাধা দেয় এবং তাদেরকে বাঁচিয়ে দেয়!
২। Shane KO & Sami কে ফায়ারড করার জন্য উপচে পড়ে আছে কিন্তু Bryan কোনোভাবেই এই দুই ট্যালেন্ট কে SD Live থেকে হারাতে চায় না। তার কারণ আমরা উপরে এর আগেও পেয়েছি আরো যেটি তা হলো :-
গত SmackDown Live শো তে যখন Shane তাদের (KO & Sami)'র Clash Of Champions ম্যাচ নিয়ে স্টিপুলেশন ঠিক করে তখন Daniel এর ফেস রিয়েকশন দেখে অনায়াসেই মনে হচ্ছিলো যে সে তার কথাতে খুশি নয়!

আর এটাই হতে পারে Daniel Bryan এর রিং একশনে ফেরার ইংগিত। কেননা মেডিক্যালি সে রিং এ ফেরার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আর WRE এর ভাষ্যমতে, Daniel Bryan v/s Shane O Mac ম্যাচ হবে WrestleMania 34 এ।
এর আগেও আমরা Shane কে ম্যাচ খেলতে দেখেছি কিন্তু এবার Bryan এর সাথে। অনেকেরই দ্বিমত থাকবে তাহলে চলুন সে বিষয়ে একটু আলোচনা করা যাক :-

আমরা উপরে Daniel Bryan এর ইন রিং একশনে ফেরার কিছু কারণ অলরেডি দেখতে পেয়েছি! আর এগুলোই হবে মূল কারণ! কেননা এবার হিল রূপে ব্যাক করতে পারে Daniel Bryan। আর সেই হিল টার্ন টি যে Shane এর উপরেই হবে তা নিশ্চিত। কারণ তাদের ক্যামিস্ট্রি দেখে এটার ইংগিত অন্তত সবাই পেয়ে গেছে। অবশ্য এখনো এই ম্যাচ সম্বন্ধ্যে কোনো স্টিপুলেশন নিয়ে কথা হয় নি! কিন্তু কেমন হতে পারে এই ম্যাচের স্টিপুলেশন চলুন তা নিয়ে একটু কথা বলা যাক :-

প্রথমে সবাই Daniel Bryan এর চুল বড় রাখতে দেখে ভেবেছিলো যে সে একটি ম্যাচ খেলবে যেটি হবে Hair vs Hair Match এবং তা হতে পারে Triple H এর বিরুদ্ধে যেটি কিনা এখন ০% শিওর 😂 কারণ WrestleMania তে Strowman vs Triple H ম্যাচের প্লানিং প্রায় ৮০% হয়ে গেছে! কিন্তু অন্যদিকে Shane এর মাথায় যে চুল তাতে Hair vs Hair Match কোনভাবেই মানানসই না 👎👎

তাই আমার মতে তাদের মাঝে, Ironman Match কিংবা Hardcore Match হলেই সবথেকে বেটার হবে। কারণ Shane যেকোনো Hardcore Rules এর ম্যাচ খেলতে পারদর্শী! আর আশা করা যায় Bryan নিজের অভিজ্ঞতা দিয়ে আমাদের ভালো একটা ম্যাচ উপহার দিতে পারবে :)

এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত ছিলো (স্টিপুলেশন ঠিক করার ক্ষেত্রে) কোন স্টিপুলেশনে এদের ম্যাচ ভালো মানাবে কিংবা এই ম্যাচ সম্পর্কে আপনার নিজস্ব মতামত জানাতে ভুলবেন না 👏👏
কোনো বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন কিংবা ইনবক্সে যোগাযোগ করুন 😊
ALWAYS STAY CONNECTED :)
• লেখক ঃ Shah Tanvir Islam Shuvo