Cena-কে চেনে না এমন প্রো-রেস্লিং ফ্যান মনে হয় না পাওয়া যাবে না। তার যেমন কোটি-কোটি ফ্যান আছে,তেমনি লক্ষ-লক্ষ হেটার আছে। তবে আপনাকে মানতেই হবে তার মাইক স্কিল এবং Dr. Of Thuganomics গিমিক সেরাদের সেরা। চলুন জেনে আসি এই গিমিক সৃষ্টির পিছনের কাহিনীটা→
Cena যেই সময় WWE-তে এসেছিল সেই সময় WWE-এর ছিল দারুণ সব নতুন-পুরানো রেস্লার। নিজের জন্য আলাদা পরিচয় এবং যায়গা সৃষ্টির করতে চেয়েছিলেন তিনি তবে যাই করতো না কেন সেটা অন্যদের মতো হয়ে যেতো।
এই গিমিকের সূচনা ঘটে WWE-এর একটি ইউরোপিয়ান টুরে। সাধারণত WWE ক্যারিয়ারের প্রথম দিকে Cena বাসের পিছনে একা-একা বসে থাকতো,কারোর সাথে তেমন কথা-বার্তা বলতো না। তো সেই টুর বাসে সময় কাটানোর জন্য Rikishi,Eddie,Rey Mysterio,Mark এবং আরো কিছু রেস্লার ফ্রি স্টাইল Rapping শুরু করেন।
তারা একসময় Cena-কে Rap করার সুযোগ দেয় যেখানে Cena ফাটিয়ে দেয় ও অনেকের প্রশংসা পায়। সৌভাগ্য ক্রমে বাসে বসে থাকা একজন ক্রিয়েটিভ টিমের সদস্য Cena'র ট্যালেন্ট কে চিনতে পারেন এবং বাস থেকে নামার পর তাকে একলা পেয়ে জিজ্ঞেস করেন যে, তিনি টিভি শো-তে Raping করতে চায় কিনা? Cena তখন চিন্তা করে,তিনি সবার থেকে ব্যতিক্রম হতে চেয়েছিল এবং এটিই তাকে ব্যতিক্রম করবে। তাই তিনি, হ্যাঁ বলে দেন। ক্রিয়েটিভ টিমের সদস্য তখন তাকে জিজ্ঞেস করলেন যে, তিনি কি 'Cool' দেখতে চান,নাকি 'Weird' দেখতে চান? Cena জবাবে বলেন, তিনি অন্যদের থেকে আলাদা দেখতে চান যেন তিনি সবার নজরে আসে। এবং তার Outfit-এর অনুপ্রেরণা পায় একটা তরুণের কাছে থেকে যাকে তিনি দেখেছিলেন একটি সমুদ্র সৈকতে।
এভাবে সূচনাপাত ঘটে Dr Of Thuganomics গিমিকের।
• লেখক ঃ Abid Shahriar