আজকের পোস্ট এর মূল বিষয় হল-আজকের এই যুগে WWE তে এখন কোন Brand সেরা বা কোন Brand এখন রাজত্ব চালাচ্ছে। তো শুরু করা যাক-

আমরা সকলে-ই জানি অনেক আগে থেকে-ই "WWE"তে অনেক Brand থাকলেও মূল Brand দুইটি। আর সেই দুইটি হল-১) Raw ও ২) SmackDown। 

সময়টা ১৯৯৩সাল..যখন প্রথম Raw শুরু হয়। অনেক আগে-ই থেকে এই শো তে অনেক কিছু হতে এসেছে। এর ঠিক ৬বছর পর ১৯৯৯সালের দিকে Smackdown শুরু হয়। SmackDown চালু হওয়ার পর Raw এর গুরুত্ব অনেকটা কমে গিয়েছে বললেই চলে। বেশিরভাগ সেরা সুপারস্টার SmackDown এ অবস্থিত ছিল। এককালে Undertaker, Batista, Edge, Mysterio দের মত সেরা সেরা সুপারস্টার রা SmackDown এ ছিল। তাই ভালো স্টোরিলাইন SmackDown এ হয়ত। তাই বলে Raw তে কিছু হতো তা না, Raw'র স্টোরিলাইনো ভাল ছিল। Raw'র টপ সুপারস্টাররা ছিল-John Cena, Triple H, Randy এরা। তাই আগে বেশিরভাগ রেসলিং ভক্তরা SmackDown এর ফ্যান ছিল। কিন্তু আজকে এই যুগেও বেশিরভাগ রেসলিং ভক্ত Smackdown এর ফ্যান!!কিন্তু কেন?হুম আমি সবই জানি। ওরা সবসময় চিৎকার চেচামেচি শুরু করে দেয় যখন SmackDown brand কে নিয়ে কিছু বলা হয়। যুক্তি তো দিতে-ই পারে না বরং আবল তাবল বকা শুরু করে দেয়। তাই তাদের কে নিয়ে-ই এই পোস্ট লিখতে হল। কারণ আমরা সকলে-ই জানি তারা অটিজম রোগে ভুগছে। ও তারা এখন আমাকে মনে মনে গালি দেয়া শুরু করে দিয়েছে হয়ত!অসুবিধা নাই, এখন আসল কথা বলব। কেন SmackDown এখন Raw থেকে বাজেই নয় বরং অনেক বাজে ?

কোন ব্র্যান্ডকে যদি পরীক্ষা করতে হয় বা কোন ব্র্যান্ড Better সেটা জানার জন্য কিছু বিষয়ের দিকে নজর দিতে হয়। আর সে বিষয় গুলা হল-স্টোরিলাইন, ম্যাচ, রেটিং, দর্শক সংখ্যা বা ভিউয়ারস ইত্যাদি., তো এসব বিষয় নিয়ে-ই আলোচনা করব। এসব বিষয় নিয়ে আলোচনা করার আগে-এসডি ফ্যান দের না পড়ার অনুরোধ রইল। কারণ এসব বিষয় পড়ার পর অনেক এসডি ফ্যানদের পিছনে চুল্কানি শুরু হবে। তাই তাদের মধ্যে কেউ কেউ আবল তাবল বকা শুরু করে দিবে। তখন আমি ধরে নিব তারা হয়ত রাতের বেলা ইয়াবা খায়!কারণ আমার সব কথায় রেফারেন্স থাকবে। তারা আসলে এসডির সাপোর্ট করার মূল কারণ হল নীল রঙ!তাদের প্রিয় রঙ নীল তাই তারা আজীবন আবালের মত এসডির সাপোর্ট করে যায়। যাই হোক, আমার কোনো সমস্যা নায়..তবে যখন এসডির প্রবলেম গুলা তুলে ধরি তখন-ই দেখি তাদের পিছনে চুল্কানি আরম্ভ হয়। তাই তাদের নিয়ে আজকের পোস্ট। কথা না বাড়িয়ে শুরু করি-

• Story Line :

২০১৬ সাল থেকে WWE আবার Brand Split চালু করেছে। বর্তমানে এসডিতে অনেক টেলেন্ড সুপারস্টার রয়েছে। যেমন-Nakamura, Bobby Roode, Aj Styles, Baron Corbin etc, কিন্তু তাও কেন এসডি দেখতে ভাল লাগছে না??যারা বলবে তাদের ভাল লাগে তারা এসডির ভাইরাসে আক্রান্ত বলে ধরে নিবো। কারণ এর মূল কারণ স্টোরিলাইন!এসডিতে কোনো ভাল স্টোরিলাইন দেখা যায় না। শুধু বছরের ৪টি পিপিভির আগে একটু ভাল স্টোরিলাইন দেখা যায়। কিন্তু বর্তমানে Raw'র স্টোরিলাইন অনেক ভাল বললেই চলে। তাছাড়া বছরে যে ৪টি বড় পিপিভি রয়েছে এর মধ্যে "র"এর ম্যাচগুলো-ই মূল আকর্ষণীয় হয়। উদাহরণ লাগবে নাকি আপনার??অবশ্যই দিব। যেমন:-Royal Rumble এর কথা তুলে ধরা যাক। Raw থেকে Goldberg, Brock, Undertaker এনাউন্স করেছে যে তারা এবার রাম্বাল ম্যাচে অংশগ্রহণ করবে। ফলে "র" তে ভাল স্টোরিলাইন হয়েছে। আর সবার মূল আকর্ষণ এই রাম্বাল ম্যাচের প্রতি-ই ছিল। যদিও এবারের Royal Rumble ম্যাচটি ইতিহাসের অন্যতম বাজে রাম্বাল ম্যাচ হয়েছে। কিন্তু সবার আকর্ষন কিন্তু এই ম্যাচটাতেই ছিল। তাছাড়া এসডি লাইভের Cena V) S Aj Styles এর ম্যাচের প্রতিও অনেক আকর্ষণ ছিলো..যদিও আমরা সবাই জানতাম ম্যাচটি সিনা জিতবে। এরপরে WrestleMania'র কথা তুলে ধরা যাক। এখানে যেসব ম্যাচের জন্য মানুষ আগ্রহে বসে ছিল সেগুলো হল-

1) Triple H Vs Seth Rollins..অসাধারণ স্টোরি বিল্ড আপ হয়েছে। যা সব "র"তেই ঘটেছিল। 

2) Goldberg Vs Brock Lesner..স্টোরিরবিল্ড আপ ভাল না হলেও ভাল একটি ম্যাচ সেট হয়েছিল। কারণ দুইজনই লেজেন্ড..তাছাড়া ম্যাচটির জন্য অনেক আগ্রহ ছিল। তাদের ম্যাচটি ৫মিনিটের হলেও ৫মিনিটের অনক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। ম্যাচটি যারা দেখে নাই তারা ইউটিউবে দেখে নিতে পারবেন সেই সময়ের ক্রাউড রিয়েকশন..

3) Undertaker VS Roman, এবার Wrestlemania'র সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ছিল এটি। সবার আগ্রহ এই ম্যাচটি প্রতি সবচেয়ে বেশি ছিল। মোটামোটি ভাল-ই স্টোরিলাইন ছিল। মনে করিয়ে দিতে চাই..এটিও "র"র পক্ষ থেকে ছিল। 

4) Randy VS Bray, এবারের Wrestlemania'র সবথেকে বাজে ম্যাচ ছিল। স্টোরিলাইনো খুব বাজে হয়েছিল। যা এসডি ব্র্যান্ড-র পক্ষ থেকে ছিল। 

5) Shane Vs Aj Styles..এবারের Wrestlemania'র সবথেকে ভাল ম্যাচ ছিল। তবে এই ম্যাচ ওতটা আকর্ষণীয় ছিল না। ম্যাচ ভাল হয়েছে ঠিক, কিন্তু এতে এসডি ক্রেডিট পাবে না। ক্রেডিট পাবে রেসেল্ম্যানিয়া..আর এই ম্যাচটি মেইন ম্যাচগুলার মধ্যে একটি ছিল না। মেইন ম্যাচ প্রথম যে তিনটি লিখেছি সে তিনটি-ই। আর স্টোরিও সেই তিনটির উপর বেশি গুরুত্ব দিয়েছে। 

এবার SummerSlam এর কথা তুলা যাক। এসডির পক্ষ থেকে প্রধাব ম্যাচগুলো হল-

১) Jinder Vs Nakamura, আমার লাইফে এত বাযে স্টোরিলাইন ও ম্যাচ মনে হয় দেখি নি। 

১) Brock Vs Roman Vs Braun Vs Samoa..প্রচুর উত্তেজনার একটি ম্যাচ হয়েছে। মূলত এই ম্যাচটি-ই এবার SummerSlam কে বাচিয়েছে। 

২) Finn Demon Vs Bray, ম্যাচটির স্টোরিলাইন ভাল হলেও ম্যাচটি তেমন ভাল হয় নাই। কিন্তু এতে "র"এর কিছু যায় আসবে না। কারণ "র"তে তো ভাল স্টোরিলাইন হয়েছে। ম্যাচটি ভাল না হওয়ার কারণে SummerSlam শো-টার প্রবলেম হয়েছে। 

Survivor Series এর কথা তুলব না। কারণ এই বছর প্রতিটি ম্যাচ Raw V) S Sd হয়েছে। তাই দুই ব্র্যান্ডকেই ক্রেডিট দেয়া লাগবে। তবে আগের বছররের Survivor Series এর কথা তুলি। Goldberg Vs Brock ম্যাচটি কিন্তু "র" পক্ষ থেকে হয়েছিল। 

এছাড়া আমরা এই বছর "র" তে অনেক সুন্দর স্টোরিলাইন ও ফিউড দেখেছি। যেমন:-Great Balls Of Fire পিপিভির আগে Miz আর Dean এর সেগমেন্ট..আর Brock এর প্রতিটি স্টোরিলাইনো সুন্দর হচ্ছে। তাছাড়া John Cena আর Roman এর কন্ট্রাক্ট সাইন যেটা এই বছরের সেরা প্রোমো হয়েছে। শিল্ড রিউনিয়ন আরো কত কি!অর্থাৎ "র"তেই সব বড় বড় ইম্পেক্ট হচ্ছে। আর ওইদিকে এসডি লাইভের স্টোরির আগা মাথা কিছু ঠিক নায়। তারা শুরুর দিকে বলে আসতেসে তারা নাকি Land Of Opportunity..কিন্তু আমার মতে এসডি লাইভ হচ্ছে Land Of পুটকি!!!!এখানে টেলেন্ড সুপারস্টারদের জবার বানানো হচ্ছে। যেমন:-Nakamura, Booby Roode, Dolph, Baron, Sami, kevin, Randy, Rusev তাদের কোনো ভাল স্টোরি দিচ্ছে না। উলটা কোথার থেকে Jinder কে চ্যাম্পিয়ন বানিয়ে দিয়েছে। তাকে যদি আস্তে আস্তে পুশ দিয়ে বানাতো তা মানা যেত, আমার তো মনে হয় এসডির স্ক্রিপ্ট Writter রা নেশা করে স্টোরি লিখতে বসে। ফেনসিডিল খায় বোধয়!
এরপরও অনেক আবাল এসডি ফ্যান বলে যাবে এসডি ২ ঘন্টার শো আর "র" ৩ঘন্টার শো..তাই এসডি "র" এর মত সব স্টোরি ফুটিয়ে তুলতে পারে না!তাদের আমি বলে দিতে চাই, গত বছরের ডিসেম্বর ২৬ তারিখের "এসডি" দেখেছে কিনা?!সেই এসডি প্রথমবারের মত "র" কে রেটিংসে হারিয়েছিল। সেটা তো বাল ছিড়ে ছিড়ে হারায় নি!হারিয়েছে কারণ সেদিন সিনার অসাধারণ রিটার্ন ও অসাধারণ সেগমেন্ট এবং সেইদিন মেইন ইভেন্ট করেছিল Aj, Baron আর Dolph..ম্যাচটি এক কথায় দেখার মত ছিল। আবার কিছুদিন আগে অর্থাৎ Hell In a Cell পিপিভির আগে Shane যেদিন Kevin কে প্রথম এটাক করে সেদিনের এসডিও ভাল রেটিংস পেয়েছে। কারণ ওইদিন অনেক ভাল ভাল সেগমেন্ট ছিল। এসব কিছু এসডিতে যদি ভাল ভাল স্টোরি ২ ঘন্টায় ফুটিয়ে তুলতে পারে তাইলে অন্য এসডি গুলা পারে না কেন???এসডি হচ্ছে হঠাৎ কোনো একদিন ভাল হয়, আর প্রায় সময় লোল হয়, মেইন ইভেন্টে একটা ম্যাচ দেয় যেটা মোটামোটি ভাল হ্য়। 

• Ratings :

এই বিষয় নিয়ে আলোচনা করার মত কিছু নেই। কারণ আপনি ইন্টারনেটেই সার্চ দিলে-ই পেয়ে যাবেন যে "র" প্রতিসপ্তাহে এসডি কে রেটিংসে হারিয়ে যাচ্ছে। আর এটা হতে থাকবে যতদিন না আমাদের ভিন্স দাদু এসডির দিকে নজর দিবে। ভিউয়ার্সও "র" এর বেশি থাকে। 

• Superstar :

পাগলেও দেখলে-ই বুঝে যাবে যে, লেজেন্ড সব "র" তেই অবস্থান করে। কিন্তু ওই ইয়াবা খাওয়া পাগল এসডি ফ্যানরা কি বলে জানেন???বলে যে, এসডি'র সুপারস্টার গুলা "র" এর সুপারস্টার থেকে বেটার..তারা বলছিল কিছুদিন আগে-এসডি সব লোল খেলোয়াড় দের নিয়ে "র"কে এটাক করেছে!অথচ সেখানে তখন-Shinsuke Nakamura, Bobby Roode, Aj Styles দের মত খেলোয়াড়েরা ছিল। 

বর্তমানের এসডির মেইন সুপারস্টারগুলো হল:-

1) Aj
2) John Cena
3) Bobby
4) Nakamura
5) Jinder
6) Kevin
7) Sami

আর "র" এর সুপারস্টারসমূহ:-

1) Brock Lesner
2) Roman
3) Seth
4) Joe
5) Braun
6) John Cena
7) Dean
8) Finn
9) Kane
10) Cesaro
11) Bray

সব লেজেন্ড, তাই বলে বলছি না, এসডিতে যেগুলো আছে এগুলো ভাল খেলোয়াড় না!ওরা সবাই মেইন রোস্টার ডিসার্ব করে। কিন্তু এসডির স্ক্রিপ্ট রাইটাররা ওদের ভাল ভাবে ব্যবহার করছে না। ফলে ওরাও আস্তে আস্তে জবারে পরিণত হচ্ছে। যেমন:-কিছুদিন আগে "Survivor Series"এ "Bobby আর Nakamura"কে কি সহজে এলিমিনেট করে দিয়েছে "র" এর টীম এর সাথে। তাছাড়া তাদের ভাল কোনো স্টোরিলাওনে রাখছে না। 

আজকে এই পোস্ট লিখতে হল-কারণ সমাজে কিছু ভাইরাস আক্রান্ত এসডি ফ্যান রয়েছে-যাদের সামনে এসডি নিয়ে কিছু বললেই গরম ভাব দেহায়, !কিন্তু সত্য কে তো আর অমান্য করা যায় না!Raw is bette than Sd in this Era। 

আজ আর নয়। আবার ফিরে আসব রিপোর্টে, ভালো থাকবেন।
• লেখক ঃ ‎স্বাধীন লোধ তূর্য্য, WWE 360

Raw না SD - কে সেরা এই এরার?


আজকের পোস্ট এর মূল বিষয় হল-আজকের এই যুগে WWE তে এখন কোন Brand সেরা বা কোন Brand এখন রাজত্ব চালাচ্ছে। তো শুরু করা যাক-

আমরা সকলে-ই জানি অনেক আগে থেকে-ই "WWE"তে অনেক Brand থাকলেও মূল Brand দুইটি। আর সেই দুইটি হল-১) Raw ও ২) SmackDown। 

সময়টা ১৯৯৩সাল..যখন প্রথম Raw শুরু হয়। অনেক আগে-ই থেকে এই শো তে অনেক কিছু হতে এসেছে। এর ঠিক ৬বছর পর ১৯৯৯সালের দিকে Smackdown শুরু হয়। SmackDown চালু হওয়ার পর Raw এর গুরুত্ব অনেকটা কমে গিয়েছে বললেই চলে। বেশিরভাগ সেরা সুপারস্টার SmackDown এ অবস্থিত ছিল। এককালে Undertaker, Batista, Edge, Mysterio দের মত সেরা সেরা সুপারস্টার রা SmackDown এ ছিল। তাই ভালো স্টোরিলাইন SmackDown এ হয়ত। তাই বলে Raw তে কিছু হতো তা না, Raw'র স্টোরিলাইনো ভাল ছিল। Raw'র টপ সুপারস্টাররা ছিল-John Cena, Triple H, Randy এরা। তাই আগে বেশিরভাগ রেসলিং ভক্তরা SmackDown এর ফ্যান ছিল। কিন্তু আজকে এই যুগেও বেশিরভাগ রেসলিং ভক্ত Smackdown এর ফ্যান!!কিন্তু কেন?হুম আমি সবই জানি। ওরা সবসময় চিৎকার চেচামেচি শুরু করে দেয় যখন SmackDown brand কে নিয়ে কিছু বলা হয়। যুক্তি তো দিতে-ই পারে না বরং আবল তাবল বকা শুরু করে দেয়। তাই তাদের কে নিয়ে-ই এই পোস্ট লিখতে হল। কারণ আমরা সকলে-ই জানি তারা অটিজম রোগে ভুগছে। ও তারা এখন আমাকে মনে মনে গালি দেয়া শুরু করে দিয়েছে হয়ত!অসুবিধা নাই, এখন আসল কথা বলব। কেন SmackDown এখন Raw থেকে বাজেই নয় বরং অনেক বাজে ?

কোন ব্র্যান্ডকে যদি পরীক্ষা করতে হয় বা কোন ব্র্যান্ড Better সেটা জানার জন্য কিছু বিষয়ের দিকে নজর দিতে হয়। আর সে বিষয় গুলা হল-স্টোরিলাইন, ম্যাচ, রেটিং, দর্শক সংখ্যা বা ভিউয়ারস ইত্যাদি., তো এসব বিষয় নিয়ে-ই আলোচনা করব। এসব বিষয় নিয়ে আলোচনা করার আগে-এসডি ফ্যান দের না পড়ার অনুরোধ রইল। কারণ এসব বিষয় পড়ার পর অনেক এসডি ফ্যানদের পিছনে চুল্কানি শুরু হবে। তাই তাদের মধ্যে কেউ কেউ আবল তাবল বকা শুরু করে দিবে। তখন আমি ধরে নিব তারা হয়ত রাতের বেলা ইয়াবা খায়!কারণ আমার সব কথায় রেফারেন্স থাকবে। তারা আসলে এসডির সাপোর্ট করার মূল কারণ হল নীল রঙ!তাদের প্রিয় রঙ নীল তাই তারা আজীবন আবালের মত এসডির সাপোর্ট করে যায়। যাই হোক, আমার কোনো সমস্যা নায়..তবে যখন এসডির প্রবলেম গুলা তুলে ধরি তখন-ই দেখি তাদের পিছনে চুল্কানি আরম্ভ হয়। তাই তাদের নিয়ে আজকের পোস্ট। কথা না বাড়িয়ে শুরু করি-

• Story Line :

২০১৬ সাল থেকে WWE আবার Brand Split চালু করেছে। বর্তমানে এসডিতে অনেক টেলেন্ড সুপারস্টার রয়েছে। যেমন-Nakamura, Bobby Roode, Aj Styles, Baron Corbin etc, কিন্তু তাও কেন এসডি দেখতে ভাল লাগছে না??যারা বলবে তাদের ভাল লাগে তারা এসডির ভাইরাসে আক্রান্ত বলে ধরে নিবো। কারণ এর মূল কারণ স্টোরিলাইন!এসডিতে কোনো ভাল স্টোরিলাইন দেখা যায় না। শুধু বছরের ৪টি পিপিভির আগে একটু ভাল স্টোরিলাইন দেখা যায়। কিন্তু বর্তমানে Raw'র স্টোরিলাইন অনেক ভাল বললেই চলে। তাছাড়া বছরে যে ৪টি বড় পিপিভি রয়েছে এর মধ্যে "র"এর ম্যাচগুলো-ই মূল আকর্ষণীয় হয়। উদাহরণ লাগবে নাকি আপনার??অবশ্যই দিব। যেমন:-Royal Rumble এর কথা তুলে ধরা যাক। Raw থেকে Goldberg, Brock, Undertaker এনাউন্স করেছে যে তারা এবার রাম্বাল ম্যাচে অংশগ্রহণ করবে। ফলে "র" তে ভাল স্টোরিলাইন হয়েছে। আর সবার মূল আকর্ষণ এই রাম্বাল ম্যাচের প্রতি-ই ছিল। যদিও এবারের Royal Rumble ম্যাচটি ইতিহাসের অন্যতম বাজে রাম্বাল ম্যাচ হয়েছে। কিন্তু সবার আকর্ষন কিন্তু এই ম্যাচটাতেই ছিল। তাছাড়া এসডি লাইভের Cena V) S Aj Styles এর ম্যাচের প্রতিও অনেক আকর্ষণ ছিলো..যদিও আমরা সবাই জানতাম ম্যাচটি সিনা জিতবে। এরপরে WrestleMania'র কথা তুলে ধরা যাক। এখানে যেসব ম্যাচের জন্য মানুষ আগ্রহে বসে ছিল সেগুলো হল-

1) Triple H Vs Seth Rollins..অসাধারণ স্টোরি বিল্ড আপ হয়েছে। যা সব "র"তেই ঘটেছিল। 

2) Goldberg Vs Brock Lesner..স্টোরিরবিল্ড আপ ভাল না হলেও ভাল একটি ম্যাচ সেট হয়েছিল। কারণ দুইজনই লেজেন্ড..তাছাড়া ম্যাচটির জন্য অনেক আগ্রহ ছিল। তাদের ম্যাচটি ৫মিনিটের হলেও ৫মিনিটের অনক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। ম্যাচটি যারা দেখে নাই তারা ইউটিউবে দেখে নিতে পারবেন সেই সময়ের ক্রাউড রিয়েকশন..

3) Undertaker VS Roman, এবার Wrestlemania'র সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ছিল এটি। সবার আগ্রহ এই ম্যাচটি প্রতি সবচেয়ে বেশি ছিল। মোটামোটি ভাল-ই স্টোরিলাইন ছিল। মনে করিয়ে দিতে চাই..এটিও "র"র পক্ষ থেকে ছিল। 

4) Randy VS Bray, এবারের Wrestlemania'র সবথেকে বাজে ম্যাচ ছিল। স্টোরিলাইনো খুব বাজে হয়েছিল। যা এসডি ব্র্যান্ড-র পক্ষ থেকে ছিল। 

5) Shane Vs Aj Styles..এবারের Wrestlemania'র সবথেকে ভাল ম্যাচ ছিল। তবে এই ম্যাচ ওতটা আকর্ষণীয় ছিল না। ম্যাচ ভাল হয়েছে ঠিক, কিন্তু এতে এসডি ক্রেডিট পাবে না। ক্রেডিট পাবে রেসেল্ম্যানিয়া..আর এই ম্যাচটি মেইন ম্যাচগুলার মধ্যে একটি ছিল না। মেইন ম্যাচ প্রথম যে তিনটি লিখেছি সে তিনটি-ই। আর স্টোরিও সেই তিনটির উপর বেশি গুরুত্ব দিয়েছে। 

এবার SummerSlam এর কথা তুলা যাক। এসডির পক্ষ থেকে প্রধাব ম্যাচগুলো হল-

১) Jinder Vs Nakamura, আমার লাইফে এত বাযে স্টোরিলাইন ও ম্যাচ মনে হয় দেখি নি। 

১) Brock Vs Roman Vs Braun Vs Samoa..প্রচুর উত্তেজনার একটি ম্যাচ হয়েছে। মূলত এই ম্যাচটি-ই এবার SummerSlam কে বাচিয়েছে। 

২) Finn Demon Vs Bray, ম্যাচটির স্টোরিলাইন ভাল হলেও ম্যাচটি তেমন ভাল হয় নাই। কিন্তু এতে "র"এর কিছু যায় আসবে না। কারণ "র"তে তো ভাল স্টোরিলাইন হয়েছে। ম্যাচটি ভাল না হওয়ার কারণে SummerSlam শো-টার প্রবলেম হয়েছে। 

Survivor Series এর কথা তুলব না। কারণ এই বছর প্রতিটি ম্যাচ Raw V) S Sd হয়েছে। তাই দুই ব্র্যান্ডকেই ক্রেডিট দেয়া লাগবে। তবে আগের বছররের Survivor Series এর কথা তুলি। Goldberg Vs Brock ম্যাচটি কিন্তু "র" পক্ষ থেকে হয়েছিল। 

এছাড়া আমরা এই বছর "র" তে অনেক সুন্দর স্টোরিলাইন ও ফিউড দেখেছি। যেমন:-Great Balls Of Fire পিপিভির আগে Miz আর Dean এর সেগমেন্ট..আর Brock এর প্রতিটি স্টোরিলাইনো সুন্দর হচ্ছে। তাছাড়া John Cena আর Roman এর কন্ট্রাক্ট সাইন যেটা এই বছরের সেরা প্রোমো হয়েছে। শিল্ড রিউনিয়ন আরো কত কি!অর্থাৎ "র"তেই সব বড় বড় ইম্পেক্ট হচ্ছে। আর ওইদিকে এসডি লাইভের স্টোরির আগা মাথা কিছু ঠিক নায়। তারা শুরুর দিকে বলে আসতেসে তারা নাকি Land Of Opportunity..কিন্তু আমার মতে এসডি লাইভ হচ্ছে Land Of পুটকি!!!!এখানে টেলেন্ড সুপারস্টারদের জবার বানানো হচ্ছে। যেমন:-Nakamura, Booby Roode, Dolph, Baron, Sami, kevin, Randy, Rusev তাদের কোনো ভাল স্টোরি দিচ্ছে না। উলটা কোথার থেকে Jinder কে চ্যাম্পিয়ন বানিয়ে দিয়েছে। তাকে যদি আস্তে আস্তে পুশ দিয়ে বানাতো তা মানা যেত, আমার তো মনে হয় এসডির স্ক্রিপ্ট Writter রা নেশা করে স্টোরি লিখতে বসে। ফেনসিডিল খায় বোধয়!
এরপরও অনেক আবাল এসডি ফ্যান বলে যাবে এসডি ২ ঘন্টার শো আর "র" ৩ঘন্টার শো..তাই এসডি "র" এর মত সব স্টোরি ফুটিয়ে তুলতে পারে না!তাদের আমি বলে দিতে চাই, গত বছরের ডিসেম্বর ২৬ তারিখের "এসডি" দেখেছে কিনা?!সেই এসডি প্রথমবারের মত "র" কে রেটিংসে হারিয়েছিল। সেটা তো বাল ছিড়ে ছিড়ে হারায় নি!হারিয়েছে কারণ সেদিন সিনার অসাধারণ রিটার্ন ও অসাধারণ সেগমেন্ট এবং সেইদিন মেইন ইভেন্ট করেছিল Aj, Baron আর Dolph..ম্যাচটি এক কথায় দেখার মত ছিল। আবার কিছুদিন আগে অর্থাৎ Hell In a Cell পিপিভির আগে Shane যেদিন Kevin কে প্রথম এটাক করে সেদিনের এসডিও ভাল রেটিংস পেয়েছে। কারণ ওইদিন অনেক ভাল ভাল সেগমেন্ট ছিল। এসব কিছু এসডিতে যদি ভাল ভাল স্টোরি ২ ঘন্টায় ফুটিয়ে তুলতে পারে তাইলে অন্য এসডি গুলা পারে না কেন???এসডি হচ্ছে হঠাৎ কোনো একদিন ভাল হয়, আর প্রায় সময় লোল হয়, মেইন ইভেন্টে একটা ম্যাচ দেয় যেটা মোটামোটি ভাল হ্য়। 

• Ratings :

এই বিষয় নিয়ে আলোচনা করার মত কিছু নেই। কারণ আপনি ইন্টারনেটেই সার্চ দিলে-ই পেয়ে যাবেন যে "র" প্রতিসপ্তাহে এসডি কে রেটিংসে হারিয়ে যাচ্ছে। আর এটা হতে থাকবে যতদিন না আমাদের ভিন্স দাদু এসডির দিকে নজর দিবে। ভিউয়ার্সও "র" এর বেশি থাকে। 

• Superstar :

পাগলেও দেখলে-ই বুঝে যাবে যে, লেজেন্ড সব "র" তেই অবস্থান করে। কিন্তু ওই ইয়াবা খাওয়া পাগল এসডি ফ্যানরা কি বলে জানেন???বলে যে, এসডি'র সুপারস্টার গুলা "র" এর সুপারস্টার থেকে বেটার..তারা বলছিল কিছুদিন আগে-এসডি সব লোল খেলোয়াড় দের নিয়ে "র"কে এটাক করেছে!অথচ সেখানে তখন-Shinsuke Nakamura, Bobby Roode, Aj Styles দের মত খেলোয়াড়েরা ছিল। 

বর্তমানের এসডির মেইন সুপারস্টারগুলো হল:-

1) Aj
2) John Cena
3) Bobby
4) Nakamura
5) Jinder
6) Kevin
7) Sami

আর "র" এর সুপারস্টারসমূহ:-

1) Brock Lesner
2) Roman
3) Seth
4) Joe
5) Braun
6) John Cena
7) Dean
8) Finn
9) Kane
10) Cesaro
11) Bray

সব লেজেন্ড, তাই বলে বলছি না, এসডিতে যেগুলো আছে এগুলো ভাল খেলোয়াড় না!ওরা সবাই মেইন রোস্টার ডিসার্ব করে। কিন্তু এসডির স্ক্রিপ্ট রাইটাররা ওদের ভাল ভাবে ব্যবহার করছে না। ফলে ওরাও আস্তে আস্তে জবারে পরিণত হচ্ছে। যেমন:-কিছুদিন আগে "Survivor Series"এ "Bobby আর Nakamura"কে কি সহজে এলিমিনেট করে দিয়েছে "র" এর টীম এর সাথে। তাছাড়া তাদের ভাল কোনো স্টোরিলাওনে রাখছে না। 

আজকে এই পোস্ট লিখতে হল-কারণ সমাজে কিছু ভাইরাস আক্রান্ত এসডি ফ্যান রয়েছে-যাদের সামনে এসডি নিয়ে কিছু বললেই গরম ভাব দেহায়, !কিন্তু সত্য কে তো আর অমান্য করা যায় না!Raw is bette than Sd in this Era। 

আজ আর নয়। আবার ফিরে আসব রিপোর্টে, ভালো থাকবেন।
• লেখক ঃ ‎স্বাধীন লোধ তূর্য্য, WWE 360