২০১৭ সালটি Roman এর ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বলময় সাল ছিল। কারণ এই ২০১৭ তে তিনি হারিয়েছেন WWE এর দুই লিজেন্ড John Cena & Undertaker কে! তাছাড়াও পুরো সাল জুড়ে তার অসাধারণ একটি ফিউড ছিল Braun Strowman এর সাথে! তো দেখে নেওয়া যাক এই বছরের তার PPV Calender,
• Royal Rumble 2017 - বছরের প্রথম পিপিভি ছিল এবং উক্ত পিপিভিতে Universal Championship এর Roman, Kevin এর কাছে হেড়ে যান। পরবর্তীতে পিপিভির মেইন ইভেন্টে Royal Rumble ম্যাচে তিনি ৩০ নম্বরে এন্ট্রি কিন্তু অই ম্যাচটিতে রানার্স আপ হন এবং অই ম্যাচটি Randy Orton জিতে যায়! #RR17 - Lost
• Fastlane 2017 - Raw ব্র্যান্ডের প্রথম পিপিভি এবং এই পিপিভিতে Braun Strowman এবং Roman Reigns একে অপরের মুখোমুখি হন এবং Braun কে সরাসরি পিনফলের মাধ্যমে ক্লিনলি হারিয়ে দেন Roman Reigns! #Fastlane17 - Won
• Wrestlemania 33 (2017) - এই পিপিভির ফলাফল নিশ্চই কারো অজানা নয় 😞 !! Undertaker কে হারানোর মাধ্যমে WWE কে নিজের ইয়ার্ডে পরিণত করেন Roman Reigns এবং এরই মাধ্যমে Undertaker এর ক্যারিয়ায়ের অবসান ঘটে! #WM33 - Won
• Payback 2017 - Braun Strowman এর সাথে দ্বিতীয় ম্যাচ ছিল Roman এর। কিন্তু এবার ফলাফল ভিন্ন ছিল। Braun Strowman Roman Reigns কে খুব বাজেভাবে হারিয়েছিল উক্ত পিপিভিতে! #Payback17 - Lost
• Extreme Rules 2017 - উল্লেখ্য পিপিভির মেইন ইভেন্ট ছিল একটি Fatal 5 Way ম্যাচ এবং পিপিভির বিজয়ীর সাথে Brock Lesnar এর ম্যাচ হত Great Balls Of Fire PPV তে! উল্লেখ্য Fatal 5 Way ম্যাচটিকে Samoa Joe হারায় Bray Wyatt, Seth Rollins, Finn Balor এবং Roman Reigns কে! #ER17 - Lost
• Great Balls Of Fire - উক্ত পিপিভিতে আবারো Roman ফেস করেন Braun এর এবং গতবারের মত এবারো Braun জয় লাভ করেন। ম্যাচটি 'এম্বুলেন্স ম্যাচ' ছিল! #GBOF - Lost
• Summerslam 2017 - Fatal 4 Way ম্যাচ ছিল Universal Championship এর জন্য এবং ম্যাচটিতে Roman কেই পিন করে Brock তার টাইটেল রিটেইন করেন। #SS17 - Lost
• No Mercy 2017 - আরেকটি বড় জয় ছিল Roman Reigns এর জন্য। তিনি এই ম্যাচে John Cena কে হারিয়েছিলেন এবং নিজেকে কোম্পানির টপ গাই করে তুলেছিলেন। #NoMercy17 - Won ✌
• Survivor Series 2017 - অনেক জল্পনাকল্পনার পর ফাইনালি Shield রিটার্ন করে এবং Survivor Series এ তারা New Day কে হারায়! #SS17 - Won
এই ছিল Roman Reigns এর ২০১৭ এর পিপিভিতে জয়/হারের রেকর্ড!! এখন রুমোর মোতাবেক ২০১৮ সালের প্রথম তিনটি পিপিভিতে কি হতে Roman Reigns এর সাথে তা দেখে নেয়া যাক,
• Royal Rumble 2018 - এই পিপিভিতে Roman তার Intercontinental Championship টি Samoa Joe এর কাছে হেরে যেতে পারেন। #RR18 - Lost
• Elimination Chamber 2018 - এই পিপিভিতে Roman Reigns Universal Championship এর জন্য No 1 Contender হয়ে যেতে পারেন এবং Wrestlemania তে সে Brock কে ফেস করবেন। #EC18 - Won
• Wrestlemania 34 (2018) - এবং ফাইনালি আবারো Roman Brock কে ফেস করবেন WM তে। আর এবার Roman Brock কে হারিয়ে প্রথমবারের মতন Universal Champion হয়ে যাবেন! #WM34 - Won👌
• লেখক ঃ Mahin Ahmed