WWE একটি এন্টারটেইনমেন্ট শো, যেখানে আমাদের এন্টারটেইন করার জন্য থাকে হাজারো ব্যবস্থা। এই ব্যবস্থার মধ্যে কতকগুলো ব্যবস্থা আমাদের এতোই ভালো লাগে যে কখনও আমরা এই শো দেখতে ভুলি না কিন্তু মাঝে মাঝে কিছু বাজে বুকিং আমাদের মনকে বিষণ্ণ করে। যার ফলে আমরা এই শো এর বদনাম করে থাকি আসলে এটা উচিত নয় আমাদের সবার উচিত এই শো কে তার যোগ্য সম্মান দেয়া।

উক্ত এন্টারটেইনমেন্ট শো এর সাপ্তাহিক টিভি টেপিং ইভেন্ট দুইটি। যথাঃ RAW & SmackDown Live। আর প্রতিটি মাসেই আমাদের জন্য বরাদ্দ থাকে একটি পিপিভি। ইভেন্ট। কিন্তু সকল পিপিভি। ইভেন্টই মেজর ইভেন্ট নয়। WWE তে বর্তমানে ৪ টি মেজর পিপিভি। ইভেন্ট আছে। যথাঃ Royal Rumble, WrestleMania, Summer Slam & Survivor Series। এর মধ্যে সবথেকে সেরা পিপিভি। ইভেন্ট হলো WRESTLEMANIA যেটি প্রতিবছরই হয়ে থাকে। আর আজকে আমার লেখার টপিকটি হলো আসন্ন WrestleMania 34 এর মেইন ইভেন্ট সম্পর্কে। 😊

ইতিমধ্যেই WWE এর এই সেরা পিপিভি। ইভেন্টের ৩৩ টি আসর হয়ে গেছে। আর আসছে ২০১৮ সালের ৯ই এপ্রিল New Orleans এ হতে চলেছে এর ৩৪তম আসর। প্রতি বছরের মতো আগামী বছরেও এই WrestleMania নিয়ে থাকবে সবার অনেক চিন্তা-ভাবনা। তাই নিজের রিটার্নিং পোস্ট হিসেবে এরকম ইভেন্টেরই একটা মেইন ইভেন্ট ম্যাচের পোস্টকে বেঁছে নিলাম। আর কথা বাড়াতে চাই না, তাহলে চলুন শুরু করা যাক :-

Roman Reigns যার নাম প্রথমে শুধু শোনা যেত The Shield এর হয়ে। কে জানত যে এই Shield মেম্বার একাকী এতোটা উপরে উঠতে পারবে? তার উপরে উঠার কথা বলতে গেলে বলা যায় যে, মাত্র ৫ বছরে ইন্ডাস্ট্রির এতোটা সাফল্য অন্য কেউ এর আগে করেছে কিনা সন্দেহ আছে। এখন সবাই বলবে Roman Reigns ওভারপুশ! 😒😒 তাদের বলি সে তার যোগ্যতার মাধ্যমেই এখন এতোটা পপুলার। আর Brock Lesnar যার কথাটা না বললেই নয়, The Beast খ্যাত এই রেসলারেরও জয়জয়কার কম নয়। কারণ সে হচ্ছে One Of The Most Powerful & Dominating Wrestler In WWE History (!) :)

আর রুমোর মতে, আগামী WRESTLEMANIA 34 এর মেইন ইভেন্ট করতে চলেছে বর্তমান Universal Champion Brock Lesnar ও সদ্য হওয়া Grand Slam Champion Roman Reigns 👌 এবং তাদের ম্যাচটি হতে চলেছে Universal Title এর জন্যে 😊
আপনাদের মনে করিয়ে দিতে চাই যে, এর আগেও তারা দুজন Mania মেইন ইভেন্ট করেছে। সেটা ছিলো WrestleMania 31 যেখানে জয়ের পথে এগিয়ে যাচ্ছিলো Roman Reigns কিন্তু হঠাৎ করেই নিজের MITB ব্রিফকেস ক্যাশ করে আশানুরূপ ভাবে ম্যাচটি জিতে WWE World Heavyweight Champion হয়েছিলো বর্তমানের Kingslayer Seth Rollins। 

আর সেখানের শুরু ফিউড এখনও অসমাপ্ত। যদিও ফিউডটি শেষ হওয়ার রুমোর উঠেছিলো Summer Slam এ কিন্তু তাও হয় নি। আর সর্বশেষ এই ফিউড সমাপ্তির যোগ্য স্থান হলো WrestleMania। আর সে কারণেই হয়তো Vince McMahon এর মাথায় খেলছে এই Mania মেইন ইভেন্ট নিয়ে যত কার্যক্রম। তাহলে কি করে শুরু হতে পারে পুনরায় এই ফিউড চলুন ক্লিয়ার হওয়া যাক :-

WrestleMania আসার আগে কয়েকটি পিপিভি। পার করতে হবে সবাইকে। যার ভিতরে দুইটা পিপিভি। তে থাকবে এই দুই রেসলার। যার মাঝে একটি হলো Royal Rumble। সবার প্রথমে রুমোর ছিলো যে, Royal Rumble জিততে চলেছে Roman Reigns কিন্তু সম্প্রতি প্লানটি চেঞ্জ করা হয় কারণ এটা হলে ঠিক ২ বছর আগের প্রতিচ্ছবি হবে। তাই এবারও Vince এর চোখে Royal Rumble বিজয়ী হতে পারে Blue Brand (SmackDown Live) এর কেউ। আর মূলত, Royal Rumble চলাকালীন সময়ে Reigns এর ফিউড চলবে Joe এর সাথে যার আভাস আমরা গত RAW তে পেয়েছি! আর তাদের এই ফিউডটি শেষ হবে Royal Rumble কিংবা Elimination Chamber এ। 

Lesnar এর ক্ষেত্রে যেটা হবে, Elimination Chamber এ Lesnar তার টাইটেল ডিফেন্ড করতে পারে ৫ জন রেসলারের বিপক্ষে একটা EC Cage ম্যাচে। আর সেখানে তার দ্বারা টাইটেল জিতিয়ে তাকে উপস্থাপন করা হবে এমন এক হেভিওয়েট রূপে যাকে Roman Reigns ছাড়া অন্যকেউ হারাতে পারবে না। আর Roman এর দ্বারা এই কাজ এর আগের WrestleMania তেও করানো হয়েছে The Undertaker কে হারানোর মাধ্যমে। আর মজার ব্যাপার হলো, এরা দুজনেই ব্রেক করেছে Undertaker এর স্ট্রিক। 

আর তাদের এই ফিউডের আভাস আমরা প্রথমেও পেয়েছিলাম। জানি না আপনাদের মনে আছে কি না WrestleMania 33 এর পরের RAW তেই Paul Heyman বলেছিলো যে, " The Beast Challenge That Man Who Claims The Yard "!
আর সকল তথ্যের ভিত্তিতে বলা যায়, এই দুইজনই করতে চলেছে আগামী WrestleMania মেইন ইভেন্ট। আর এরই মাধ্যমে হতে পারে তাদের ফিউডের সমাপ্তি। 

আর রেজাল্টের ক্ষেত্রে ম্যাচ রুমোর মতে, এই ম্যাচের মাধ্যমেই চতুর্থবারের মতো Mania মেইন ইভেন্ট করার কৃতিত্ব গড়তে চলেছে The Big Dog। আর রুমোর মতে, এই ম্যাচ জিতিয়ে প্রথমবারের মতো Roman Reigns কে বানানো হতে পারে Universal Champion & First Ever Grand Slam Champion With Universal Title  :) 😊

এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত এবং কিছু ওয়েবের রুমোর মতে বলা। আমার মতামতের সাথে কারো কোনো দ্বিমত থাকলে অবশ্যই 💭 কমেন্ট করুন এবং কোনো কিছু সম্পর্কে জানার থাকলে ইনবক্সে যোগাযোগ করুন 😊

ALWAYS STAY CONNECTED :)
• লেখক ঃ Shah Tanvir Islam Shuvo

Roman Reigns vs Brock Lesnar, রেসেলমেনিয়া ৩৪!


WWE একটি এন্টারটেইনমেন্ট শো, যেখানে আমাদের এন্টারটেইন করার জন্য থাকে হাজারো ব্যবস্থা। এই ব্যবস্থার মধ্যে কতকগুলো ব্যবস্থা আমাদের এতোই ভালো লাগে যে কখনও আমরা এই শো দেখতে ভুলি না কিন্তু মাঝে মাঝে কিছু বাজে বুকিং আমাদের মনকে বিষণ্ণ করে। যার ফলে আমরা এই শো এর বদনাম করে থাকি আসলে এটা উচিত নয় আমাদের সবার উচিত এই শো কে তার যোগ্য সম্মান দেয়া।

উক্ত এন্টারটেইনমেন্ট শো এর সাপ্তাহিক টিভি টেপিং ইভেন্ট দুইটি। যথাঃ RAW & SmackDown Live। আর প্রতিটি মাসেই আমাদের জন্য বরাদ্দ থাকে একটি পিপিভি। ইভেন্ট। কিন্তু সকল পিপিভি। ইভেন্টই মেজর ইভেন্ট নয়। WWE তে বর্তমানে ৪ টি মেজর পিপিভি। ইভেন্ট আছে। যথাঃ Royal Rumble, WrestleMania, Summer Slam & Survivor Series। এর মধ্যে সবথেকে সেরা পিপিভি। ইভেন্ট হলো WRESTLEMANIA যেটি প্রতিবছরই হয়ে থাকে। আর আজকে আমার লেখার টপিকটি হলো আসন্ন WrestleMania 34 এর মেইন ইভেন্ট সম্পর্কে। 😊

ইতিমধ্যেই WWE এর এই সেরা পিপিভি। ইভেন্টের ৩৩ টি আসর হয়ে গেছে। আর আসছে ২০১৮ সালের ৯ই এপ্রিল New Orleans এ হতে চলেছে এর ৩৪তম আসর। প্রতি বছরের মতো আগামী বছরেও এই WrestleMania নিয়ে থাকবে সবার অনেক চিন্তা-ভাবনা। তাই নিজের রিটার্নিং পোস্ট হিসেবে এরকম ইভেন্টেরই একটা মেইন ইভেন্ট ম্যাচের পোস্টকে বেঁছে নিলাম। আর কথা বাড়াতে চাই না, তাহলে চলুন শুরু করা যাক :-

Roman Reigns যার নাম প্রথমে শুধু শোনা যেত The Shield এর হয়ে। কে জানত যে এই Shield মেম্বার একাকী এতোটা উপরে উঠতে পারবে? তার উপরে উঠার কথা বলতে গেলে বলা যায় যে, মাত্র ৫ বছরে ইন্ডাস্ট্রির এতোটা সাফল্য অন্য কেউ এর আগে করেছে কিনা সন্দেহ আছে। এখন সবাই বলবে Roman Reigns ওভারপুশ! 😒😒 তাদের বলি সে তার যোগ্যতার মাধ্যমেই এখন এতোটা পপুলার। আর Brock Lesnar যার কথাটা না বললেই নয়, The Beast খ্যাত এই রেসলারেরও জয়জয়কার কম নয়। কারণ সে হচ্ছে One Of The Most Powerful & Dominating Wrestler In WWE History (!) :)

আর রুমোর মতে, আগামী WRESTLEMANIA 34 এর মেইন ইভেন্ট করতে চলেছে বর্তমান Universal Champion Brock Lesnar ও সদ্য হওয়া Grand Slam Champion Roman Reigns 👌 এবং তাদের ম্যাচটি হতে চলেছে Universal Title এর জন্যে 😊
আপনাদের মনে করিয়ে দিতে চাই যে, এর আগেও তারা দুজন Mania মেইন ইভেন্ট করেছে। সেটা ছিলো WrestleMania 31 যেখানে জয়ের পথে এগিয়ে যাচ্ছিলো Roman Reigns কিন্তু হঠাৎ করেই নিজের MITB ব্রিফকেস ক্যাশ করে আশানুরূপ ভাবে ম্যাচটি জিতে WWE World Heavyweight Champion হয়েছিলো বর্তমানের Kingslayer Seth Rollins। 

আর সেখানের শুরু ফিউড এখনও অসমাপ্ত। যদিও ফিউডটি শেষ হওয়ার রুমোর উঠেছিলো Summer Slam এ কিন্তু তাও হয় নি। আর সর্বশেষ এই ফিউড সমাপ্তির যোগ্য স্থান হলো WrestleMania। আর সে কারণেই হয়তো Vince McMahon এর মাথায় খেলছে এই Mania মেইন ইভেন্ট নিয়ে যত কার্যক্রম। তাহলে কি করে শুরু হতে পারে পুনরায় এই ফিউড চলুন ক্লিয়ার হওয়া যাক :-

WrestleMania আসার আগে কয়েকটি পিপিভি। পার করতে হবে সবাইকে। যার ভিতরে দুইটা পিপিভি। তে থাকবে এই দুই রেসলার। যার মাঝে একটি হলো Royal Rumble। সবার প্রথমে রুমোর ছিলো যে, Royal Rumble জিততে চলেছে Roman Reigns কিন্তু সম্প্রতি প্লানটি চেঞ্জ করা হয় কারণ এটা হলে ঠিক ২ বছর আগের প্রতিচ্ছবি হবে। তাই এবারও Vince এর চোখে Royal Rumble বিজয়ী হতে পারে Blue Brand (SmackDown Live) এর কেউ। আর মূলত, Royal Rumble চলাকালীন সময়ে Reigns এর ফিউড চলবে Joe এর সাথে যার আভাস আমরা গত RAW তে পেয়েছি! আর তাদের এই ফিউডটি শেষ হবে Royal Rumble কিংবা Elimination Chamber এ। 

Lesnar এর ক্ষেত্রে যেটা হবে, Elimination Chamber এ Lesnar তার টাইটেল ডিফেন্ড করতে পারে ৫ জন রেসলারের বিপক্ষে একটা EC Cage ম্যাচে। আর সেখানে তার দ্বারা টাইটেল জিতিয়ে তাকে উপস্থাপন করা হবে এমন এক হেভিওয়েট রূপে যাকে Roman Reigns ছাড়া অন্যকেউ হারাতে পারবে না। আর Roman এর দ্বারা এই কাজ এর আগের WrestleMania তেও করানো হয়েছে The Undertaker কে হারানোর মাধ্যমে। আর মজার ব্যাপার হলো, এরা দুজনেই ব্রেক করেছে Undertaker এর স্ট্রিক। 

আর তাদের এই ফিউডের আভাস আমরা প্রথমেও পেয়েছিলাম। জানি না আপনাদের মনে আছে কি না WrestleMania 33 এর পরের RAW তেই Paul Heyman বলেছিলো যে, " The Beast Challenge That Man Who Claims The Yard "!
আর সকল তথ্যের ভিত্তিতে বলা যায়, এই দুইজনই করতে চলেছে আগামী WrestleMania মেইন ইভেন্ট। আর এরই মাধ্যমে হতে পারে তাদের ফিউডের সমাপ্তি। 

আর রেজাল্টের ক্ষেত্রে ম্যাচ রুমোর মতে, এই ম্যাচের মাধ্যমেই চতুর্থবারের মতো Mania মেইন ইভেন্ট করার কৃতিত্ব গড়তে চলেছে The Big Dog। আর রুমোর মতে, এই ম্যাচ জিতিয়ে প্রথমবারের মতো Roman Reigns কে বানানো হতে পারে Universal Champion & First Ever Grand Slam Champion With Universal Title  :) 😊

এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত এবং কিছু ওয়েবের রুমোর মতে বলা। আমার মতামতের সাথে কারো কোনো দ্বিমত থাকলে অবশ্যই 💭 কমেন্ট করুন এবং কোনো কিছু সম্পর্কে জানার থাকলে ইনবক্সে যোগাযোগ করুন 😊

ALWAYS STAY CONNECTED :)
• লেখক ঃ Shah Tanvir Islam Shuvo