আশাকরি সবাই বেশ ভালোই আছেন। আর থাকবেন ই বা না কেনো? কিছুদিন আগে মাত্র AJ Styles চ্যাম্পিয়ন হয়েছে, NXT Take Over ও বেশ ভালো হয়েছে। কার্ট, HHH ও রিং একশনে ফিরেছে। তাছাড়া রুমর অনুযায়ী ডেনিয়েল ও রয়েল রম্বলে ফিরতে চলেছে। আবার এদিক দিয়ে ক্রিশ জেরিকো vs কেনি ওমেগা ম্যাচ হতে চলেছে আগামী মাসে। তাই বলাচলে বেশ ভালো সময় ই রেস্লিং প্রেমীরা অতিবাহিত করছে বর্তমানে।

• তবে এত ভালো সময় ও ভালো ভালো নিউজের ভিরে বর্তমানে সবথেকে বেশি যে ব্যাক্তিকে নিয়ে আলোচনা বা ট্রল করা হচ্ছে, সে হচ্ছে Roman Reigns। যার কারন গত সপ্তাহের RAW শুরুর আগে WWE Network এ কোরি গ্রাভস কে দেয়া এক ১৫ মিনিটের সাক্ষাৎকারের একটি অংশ। যেখানে সে(রোমান) নিজেকে Best in-ring পারফর্মার বলে দাবি করে। আর এখান থেকেই শুরু হয় আলোচনা। আর হবেই না কেনো? যেখানে AJ Styles, Okada, Omega, Finn Balor এর মত রেসলাররা আছে, সেখানে রোমান এমন দাবি করলে তো হট্টোগোল শুরু হবেই।

তবে উক্ত কথার প্রমান স্বরূপ রোমান তার ফলোয়ারদের বলে যে, তার গত ৩ বছরের ম্যাচ গুলো দেখতে। তো তার এবং বর্তমান সময়ের যারা এই বেস্ট রিং পারফর্মার এর দাবিদার তাদের সকলের ই ম্যাচ গুলা নিয়ে চলুন আলোচনা করা যাক।

একটি ম্যাচ কতটুকু নিখুঁত বা কতটা ভালো হয়েছে তা কিন্তু ওই ম্যাচের রেটিং প্রকাশ করে। কারন ভালো ম্যাচ মানেই ভালো রেটিং। আর ভালো রেটিং মানে রিং এ থাকা ব্যাক্তিদের ভালো পারফর্মেন্স। তবে এখানে একটা কিন্তু আছে। আপনি নিজের ব্যাক্তিগত রেটিং দিয়া এটা বিচার করতে গেলে সঠিক উত্তর পাবেন না। কারন আমরা একট ম্যাচ জাস্ট ২/১বার দেখি তা ও শত ব্যাস্ততার মাঝে। সেক্ষেত্রে আমরা ডেভ মেল্টযার এর রেটিং নিয়ে বিচার করতে পারি যে আসলেই কে গত ৩ বছরে রিং এ ভালো পারফর্ম করেছে এবং ভালো রেটিং এনেছে। ডেভ এর রেটিং এই জন্য আদর্শ মানছি কারন প্রাই সব রেসলার রাই এটাকে আদর্শ রেটিং মানে। তো চলুন দেখে আসি কে কেমন রেটিং অর্জন করেছে গত ৩বছরে মেল্টযার থেকে

Shinsuke Nakamura: গত ৩ বছরে নাকামুরার ২৪ টি ম্যাচে ডেভ মেল্টযার রেটিং দিয়েছেন এবং তার গড় রেটিং হচ্ছে ৩৫০★। যদিও মেইন রোস্ট্রারে ড্যাবুর পর থেকেই নাকামুরা বার বার বাজে বুকিং ও স্টোরি লাইন পাচ্ছে। তবুও ফ্যাক্ট ইজ ফ্যাক্ট।

• Finn Balor: WWE এর ইতিহাসের প্রথম ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হচ্ছে ফিন ব্যালর। অসাধারণ ট্যালেন্টেড এই রেসলার গত ৩ বছরে মেল্টযার কর্তৃক ১৩টি ম্যাচে রেটিং পেয়েছে। তার এভারেজ রেটিং ৩৫৩★। অনেকের মতে ইনিও নাকামুরার মত বাজে বুকিং এর স্বিকার। তবে আমি বলবো তার ইঞ্জুরী তাকে শেষ করেছে। তা না হলে সে আজ অন্য পজিশনে থাকতো।

• Kenny Omega: বুলেট ক্লাবের লিডার, NJPW ও ROH এর সবথেকে emerging রেসলার হচ্ছে ওমেগা। আমাদের উপহার দিয়েছেন একবিংশ শতাব্দীর ১ম ৬★ ম্যাচ। ফেব্রুয়ারি ২০১৬ থেকে এখন পর্যন্ত তার ৫০টি ম্যাচে মেল্টযার রেটিং দিয়েছেন। তার গড় রেটিং ৩৭৫★। 

• Kazuchika Okada: বর্তমান সময়ের অন্যতম সেরা রেসলার, IWGP Heavyweight চ্যাম্পিয়ন এবং ৬★ ম্যাচ উপহার দেয়া এই রেসলার May ২০১৬ থেকে এখন পর্যন্ত ৫০ টি ম্যাচে মেল্টযার থেকে রেটিং পেয়েছেন। তার গড় রেটিং ৩৮৭★। যদিও অনেকেই একটা কথা বলে যে, মেল্টযার ওকাডাকে বেশি রেটিং দেয়। তাদের বলি, ভাই ভালো পারফর্ম করলে সবাই ই রেটিং পাবে।

AJ Styles: একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ রেসলার বলে যাকে আমরা অনেকেই মানি। অসাধারণ রিং স্কিল এর অধিকারী এই রেসলার গত ৩ বছরে মেল্টযার থেকে তার ৩৬টি ম্যাচে রেটিং লাভ করে।তার গড় রেটিং ৩৯৮★, অর্থাৎ ৪★ ই বলাচলে।

Roman Reigns: যার জন্য এত কাহিনী, এত তর্ক, ঝামেলা। ইনি আমার মতে একজন এভারেজ মানের রেসলার। যার রিং স্কিল, মাইক স্কিল বেশ ভালই বলাযায়(বর্তমান প্রেক্ষাপট) । তবে তার একটি লাকি ফ্যাক্ট হচ্ছে, সে তার প্রায় সব ম্যাচেই ভালো বুকিং পেয়ে থাকে। কারন সে কম্পানির টপ গাই। রোমান গত ৩ বছরে ২৬টি ম্যাচে মেল্টযার কর্তৃক রেটিং পায়। এবং তার গড় রেটিং ৩৮৫★।


উপরের উল্লিখিত রেসলারদের গড় রেটিং দেখলেই বুঝাজায় যে, কে বেস্ট in-Ring পারফর্মার। ভালো রেটিং মানেই ভালো ম্যাচ আর ভালো ম্যাচ মানেই ভালো রিং পারফরমেন্স। আর এক্ষেত্রে সকলের চেয়ে অনেক এগিয়ে আছে AJ STYLES। তার পরেই আছে ওকাডা। এর পরে আসে ROMAN। তাহলে সে কিভাবে নিজেকে বেস্ট ইন রিং পারফর্মার দাবি করে? সে বলতে পারতো "অন্যতম সেরা রিং পারফর্মার"। কিছুদিন আগে রোমানের বড় ভাই যে কিনা মারা গেছে, তার একটা উপদেশ পড়েছিলাম যা সে রোমান কে দিয়েছিলো। সে বলেছিল রোমানকে সেরা হতে হলে নিজের প্রতি বিশ্বাস রাখতে এবং সেল্ফিস হতে। আমার মতে রোমান এই কথাকে সিরিয়াসলি নিছে এবং ফলো করছে। তবে একজন রোমান ফ্যান হিসেবে আমি বলি, সে বর্তমান সময়ের সেরা রিং পারফর্মার না। তবে সে অন্যতম সেরা রিং পারফর্মার এবং পরিশ্রমী রেসলার।
• লেখক ঃ Xohirul Badol

Roman Reigns কি আসলেই সবাইয়ের সেরা?


আশাকরি সবাই বেশ ভালোই আছেন। আর থাকবেন ই বা না কেনো? কিছুদিন আগে মাত্র AJ Styles চ্যাম্পিয়ন হয়েছে, NXT Take Over ও বেশ ভালো হয়েছে। কার্ট, HHH ও রিং একশনে ফিরেছে। তাছাড়া রুমর অনুযায়ী ডেনিয়েল ও রয়েল রম্বলে ফিরতে চলেছে। আবার এদিক দিয়ে ক্রিশ জেরিকো vs কেনি ওমেগা ম্যাচ হতে চলেছে আগামী মাসে। তাই বলাচলে বেশ ভালো সময় ই রেস্লিং প্রেমীরা অতিবাহিত করছে বর্তমানে।

• তবে এত ভালো সময় ও ভালো ভালো নিউজের ভিরে বর্তমানে সবথেকে বেশি যে ব্যাক্তিকে নিয়ে আলোচনা বা ট্রল করা হচ্ছে, সে হচ্ছে Roman Reigns। যার কারন গত সপ্তাহের RAW শুরুর আগে WWE Network এ কোরি গ্রাভস কে দেয়া এক ১৫ মিনিটের সাক্ষাৎকারের একটি অংশ। যেখানে সে(রোমান) নিজেকে Best in-ring পারফর্মার বলে দাবি করে। আর এখান থেকেই শুরু হয় আলোচনা। আর হবেই না কেনো? যেখানে AJ Styles, Okada, Omega, Finn Balor এর মত রেসলাররা আছে, সেখানে রোমান এমন দাবি করলে তো হট্টোগোল শুরু হবেই।

তবে উক্ত কথার প্রমান স্বরূপ রোমান তার ফলোয়ারদের বলে যে, তার গত ৩ বছরের ম্যাচ গুলো দেখতে। তো তার এবং বর্তমান সময়ের যারা এই বেস্ট রিং পারফর্মার এর দাবিদার তাদের সকলের ই ম্যাচ গুলা নিয়ে চলুন আলোচনা করা যাক।

একটি ম্যাচ কতটুকু নিখুঁত বা কতটা ভালো হয়েছে তা কিন্তু ওই ম্যাচের রেটিং প্রকাশ করে। কারন ভালো ম্যাচ মানেই ভালো রেটিং। আর ভালো রেটিং মানে রিং এ থাকা ব্যাক্তিদের ভালো পারফর্মেন্স। তবে এখানে একটা কিন্তু আছে। আপনি নিজের ব্যাক্তিগত রেটিং দিয়া এটা বিচার করতে গেলে সঠিক উত্তর পাবেন না। কারন আমরা একট ম্যাচ জাস্ট ২/১বার দেখি তা ও শত ব্যাস্ততার মাঝে। সেক্ষেত্রে আমরা ডেভ মেল্টযার এর রেটিং নিয়ে বিচার করতে পারি যে আসলেই কে গত ৩ বছরে রিং এ ভালো পারফর্ম করেছে এবং ভালো রেটিং এনেছে। ডেভ এর রেটিং এই জন্য আদর্শ মানছি কারন প্রাই সব রেসলার রাই এটাকে আদর্শ রেটিং মানে। তো চলুন দেখে আসি কে কেমন রেটিং অর্জন করেছে গত ৩বছরে মেল্টযার থেকে

Shinsuke Nakamura: গত ৩ বছরে নাকামুরার ২৪ টি ম্যাচে ডেভ মেল্টযার রেটিং দিয়েছেন এবং তার গড় রেটিং হচ্ছে ৩৫০★। যদিও মেইন রোস্ট্রারে ড্যাবুর পর থেকেই নাকামুরা বার বার বাজে বুকিং ও স্টোরি লাইন পাচ্ছে। তবুও ফ্যাক্ট ইজ ফ্যাক্ট।

• Finn Balor: WWE এর ইতিহাসের প্রথম ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হচ্ছে ফিন ব্যালর। অসাধারণ ট্যালেন্টেড এই রেসলার গত ৩ বছরে মেল্টযার কর্তৃক ১৩টি ম্যাচে রেটিং পেয়েছে। তার এভারেজ রেটিং ৩৫৩★। অনেকের মতে ইনিও নাকামুরার মত বাজে বুকিং এর স্বিকার। তবে আমি বলবো তার ইঞ্জুরী তাকে শেষ করেছে। তা না হলে সে আজ অন্য পজিশনে থাকতো।

• Kenny Omega: বুলেট ক্লাবের লিডার, NJPW ও ROH এর সবথেকে emerging রেসলার হচ্ছে ওমেগা। আমাদের উপহার দিয়েছেন একবিংশ শতাব্দীর ১ম ৬★ ম্যাচ। ফেব্রুয়ারি ২০১৬ থেকে এখন পর্যন্ত তার ৫০টি ম্যাচে মেল্টযার রেটিং দিয়েছেন। তার গড় রেটিং ৩৭৫★। 

• Kazuchika Okada: বর্তমান সময়ের অন্যতম সেরা রেসলার, IWGP Heavyweight চ্যাম্পিয়ন এবং ৬★ ম্যাচ উপহার দেয়া এই রেসলার May ২০১৬ থেকে এখন পর্যন্ত ৫০ টি ম্যাচে মেল্টযার থেকে রেটিং পেয়েছেন। তার গড় রেটিং ৩৮৭★। যদিও অনেকেই একটা কথা বলে যে, মেল্টযার ওকাডাকে বেশি রেটিং দেয়। তাদের বলি, ভাই ভালো পারফর্ম করলে সবাই ই রেটিং পাবে।

AJ Styles: একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ রেসলার বলে যাকে আমরা অনেকেই মানি। অসাধারণ রিং স্কিল এর অধিকারী এই রেসলার গত ৩ বছরে মেল্টযার থেকে তার ৩৬টি ম্যাচে রেটিং লাভ করে।তার গড় রেটিং ৩৯৮★, অর্থাৎ ৪★ ই বলাচলে।

Roman Reigns: যার জন্য এত কাহিনী, এত তর্ক, ঝামেলা। ইনি আমার মতে একজন এভারেজ মানের রেসলার। যার রিং স্কিল, মাইক স্কিল বেশ ভালই বলাযায়(বর্তমান প্রেক্ষাপট) । তবে তার একটি লাকি ফ্যাক্ট হচ্ছে, সে তার প্রায় সব ম্যাচেই ভালো বুকিং পেয়ে থাকে। কারন সে কম্পানির টপ গাই। রোমান গত ৩ বছরে ২৬টি ম্যাচে মেল্টযার কর্তৃক রেটিং পায়। এবং তার গড় রেটিং ৩৮৫★।


উপরের উল্লিখিত রেসলারদের গড় রেটিং দেখলেই বুঝাজায় যে, কে বেস্ট in-Ring পারফর্মার। ভালো রেটিং মানেই ভালো ম্যাচ আর ভালো ম্যাচ মানেই ভালো রিং পারফরমেন্স। আর এক্ষেত্রে সকলের চেয়ে অনেক এগিয়ে আছে AJ STYLES। তার পরেই আছে ওকাডা। এর পরে আসে ROMAN। তাহলে সে কিভাবে নিজেকে বেস্ট ইন রিং পারফর্মার দাবি করে? সে বলতে পারতো "অন্যতম সেরা রিং পারফর্মার"। কিছুদিন আগে রোমানের বড় ভাই যে কিনা মারা গেছে, তার একটা উপদেশ পড়েছিলাম যা সে রোমান কে দিয়েছিলো। সে বলেছিল রোমানকে সেরা হতে হলে নিজের প্রতি বিশ্বাস রাখতে এবং সেল্ফিস হতে। আমার মতে রোমান এই কথাকে সিরিয়াসলি নিছে এবং ফলো করছে। তবে একজন রোমান ফ্যান হিসেবে আমি বলি, সে বর্তমান সময়ের সেরা রিং পারফর্মার না। তবে সে অন্যতম সেরা রিং পারফর্মার এবং পরিশ্রমী রেসলার।
• লেখক ঃ Xohirul Badol