WWE এর বড় চারটি পে-পার-ভিউ ইভেন্ট এর মধ্যে রয়েল রাম্বল একটি। অন্য তিনটি হচ্ছে যথাক্রমে "রেসেলমানিয়া,সামারস্লাম এবং সারভাইভর সিরিজ"। প্রত্যেক বছর জানুয়ারী মাসে এই ইভেন্টটি অনুষ্ঠিত হয়। সর্বপ্রথম ১৯৮৮ সালে এই ইভেন্ট প্রথম অনুষ্ঠিত হয়। "Pat Patterson" এই পে-পার-ভিউ ইভেন্ট টির প্রণেতা। মূলত, ৩০ জন রেস্লার এর অংশগ্রহণে যে ব্যাটল রয়েল ম্যাচটি হয়,তার উপর ভিত্তি করেই এই ইভেন্ট এর নাম দেওয়া হয়েছে ''রয়েল রাম্বল"। আর এই রয়েল রাম্বল ইভেন্ট এর বিভিন্ন রেকর্ডসমূহ নিয়েই আজ আমরা আলোকপাত করবো। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। 😊
• প্রথমে থাকছে শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেক বছরের সকল রাম্বল উইনারদের নাম এবং তাদের এন্ট্রি নাম্বার।
১৯৮৮- "Jim Duggan"- এন্ট্রি(১৩)।
১৯৮৯- "Big John Studd"- এন্ট্রি(২৭)।
১৯৯০- "Hulk Hogan"- এন্ট্রি(২৫)।
১৯৯১- "Hulk Hogan"- এন্ট্রি(২৪)।
১৯৯২- "Ric Flair"- এন্ট্রি(৩)।
১৯৯৩- "Yokozuna"- এন্ট্রি(২৭)।
১৯৯৪- যুগ্মভাবে "Bret Hart & Lex Lugar"- এন্ট্রি(২৭ এবং ২৩)।
১৯৯৫- "Shawn Michaels"- এন্ট্রি(১)।
১৯৯৬- "Shawn Michaels"- এন্ট্রি(১৮)।
১৯৯৭- "Steve Austin"- এন্ট্রি(৫)।
১৯৯৮- "Steve Austin"- এন্ট্রি(২৪)।
১৯৯৯- "Mr Mcmahon"- এন্ট্রি(২)।
২০০০- "The Rock"- এন্ট্রি(২৪)।
২০০১- "Steve Austin"- এন্ট্রি(২৭)।
২০০২- "Triple H"- এন্ট্রি(২২)।
২০০৩- "Brock Lesnar"- এন্ট্রি(২৯)।
২০০৪- "Chris Benoit"- এন্ট্রি(১)।
২০০৫- "Dave Batista"- এন্ট্রি(২৮)।
২০০৬- "Rey Mysterio"- এন্ট্রি(২)।
২০০৭- "The Undertaker"- এন্ট্রি(৩০)।
২০০৮- "John Cena"- এন্ট্রি(৩০)।
২০০৯- "Randy Orton"- এন্ট্রি(৮)।
২০১০- "Edge"- এন্ট্রি(২৯)।
২০১১- "Del Rio"- এন্ট্রি(৩৮)।
২০১২- "Sheamus"- এন্ট্রি(২২)।
২০১৩- "John Cena"- এন্ট্রি(১৯)।
২০১৪- "Dave Batista"- এন্ট্রি(২৮)।
২০১৫- "Roman Reigns"- এন্ট্রি(১৯)।
২০১৬- "Triple H"- এন্ট্রি(৩০)।
২০১৭- "Randy Orton"- এন্ট্রি(২৩)।
• মোট ৭ জন রেস্লার আছেন যারা ১ এর অধিক রাম্বল জিতেছেন। তারা হলেন:-
১) Steve Austin (৩ বার)
২) Hulk Hogan (২ বার)
৩) Shawn Michaels (২ বার)
৪) Triple H (২ বার)
৫) John Cena (২ বার)
৬) Batista (২ বার) এবং
৭) Randy Orton (২ বার)।
• এবার থাকছে প্রথম ১০ জন রেস্লার এর নাম,যারা ১টি সিঙ্গেল রাম্বল ম্যাচ-এ সবচেয়ে বেশিক্ষণ অবস্থান করেছেন।
১) Rey Mysterio :- ২০০৬ এর রয়েল রাম্বল ম্যাচ-এ "Rey Mysterio" এন্ট্রি নাম্বার ২ এ রিং এ প্রবেশ করেন। তারপর ওই ম্যাচ-এ তিনি "১ ঘন্টা ২ মিনিট ১২ সেকেন্ড" অবস্থান করেন এবং তার সাথে জিতে নেন সেইবার এর রয়েল রাম্বল ম্যাচ। এটি-ই ছিল একটি সিঙ্গেল রাম্বল ম্যাচ-এ কোন রেস্লার এর অবস্থান করা সর্বোচ্চ সময়। 😎
২) Chris Benoit :- "Chris Benoit" ২০০৪ এর রয়েল রাম্বল ম্যাচ-এ ১ নাম্বার এন্ট্রি নিয়ে রিং এ প্রবেশ করেন। তিনি ওই ম্যাচ এ "১ ঘন্টা ১ মিনিট ৩১ সেকেন্ড" সারভাইভ করেন এবং রাম্বল ম্যাচ জিতে নেন।
৩) Bob Backlund :- ১৯৯৩ এর রয়েল রাম্বলে "Bob Bucklund" ২ নাম্বার এন্ট্রিতে রাম্বল এ অংশ নেন এবং "১ ঘন্টা ১ মিনিট ১০ সেকেন্ড" ম্যাচ এ অবস্থান করেন।
ওই ম্যাচ এ তিনি "Yokozuna" এর দ্বারা ইলিমিনেট হয়ে যান।
৪) Triple H :- ২০০৬ এ "Triple H" এর মাধ্যমেই রয়েল রাম্বল ম্যাচটি শুরু হয়। "Rey Mysterio"-র হাতে ইলিমিনেট হওয়ার আগে ওই ম্যাচ এ তিনি "১ ঘন্টা ১৬ সেকেন্ড" অবস্থান করেন।
৫) Chris Jericho :- রয়েল রাম্বল এর সর্বশেষ সংস্করণ এ "GOAT" খ্যাত "Chris Jericho ২ এ এন্ট্রি নেন এবং "Roman Reigns" এর হাতে ইলিমিনেট হওয়ার পূর্ব পর্যন্ত তিনি "১ ঘন্টা ১৩ সেকেন্ড" সারভাইভ করেন।
৬) Ric Flair :- রয়েল রাম্বল ১৯৯২ এ "Ric Flair" ৩ নাম্বার এ এন্ট্রি নিয়ে "১ ঘন্টা ০২ সেকেন্ড" সারভাইভ করে ওইবারের রাম্বল বিজয়ী হন।
৭) Roman Reigns :- ২০১৬ এর রয়েল রাম্বল এ "Roman Reigns" WWE চ্যাম্পিয়ন হিসেবে রাম্বল ম্যাচ শুরু করেন এবং "৫৯ মিনিট ৫০ সেকেন্ড" ম্যাচ এ অবস্থান করার পর,সেইবারের রাম্বল বিজয়ী "Triple H" এর হাতে ইলিমিনেট হন। 😭
৮) Mr Mcmahon :- ১৯৯৯ এর ওই সংস্করণ এ WWE এর বস "Mr Mcmahon" ২ নাম্বার এন্ট্রিতে রিং এ আসেন এবং "৫৬ মিনিট ৩৮ সেকেন্ড" সারভাইভ করে "Stone Cold Steve Austin" কে ইলিমিনেট করে ওই বছরের রাম্বল বিজয়ী হন। 😜
৯) Stone Cold Steve Austin :- "Steve Austin" ও ১৯৯৯ এর রয়েল রাম্বল ম্যাচ এ "৫৬ মিনিট ৩৮ সেকেন্ড" অবস্থান করেন,যা "Mr Mcmahon" এর সমান। কিন্তু বস "Mcmahon" রাম্বল জিতায় তিনি এই লিস্ট এর ৮ এ অবস্থান করছেন আর "Austin" ৯ এ। 😞
১০) Kane :- এই লিস্ট এর ১০ নাম্বার অবস্থানে আছেন WWE এর রিয়েল ডেমন "Kane"। ২০০১ এর রয়েল রাম্বল এ তিনি "৫৩ মিনিট ৪৬ সেকেন্ড" পর্যন্ত সারভাইভ করেন।
• এইবার থাকছে এমন কয়েকজন রেস্লার এর নাম যারা ১টি সিঙ্গেল রয়েল রাম্বল ম্যাচ এ সবচেয়ে কম (Minimum 5 Second) সময় অবস্থান করেছিলেন। 😁
১) Santino Marella :- এই লিস্ট এর একদম উপরে আছেন "Santino Marella", একমাত্র পুরুষ রেস্লার যিনি ডিভাদের ব্যাটল রয়েল জিতেছিলেন। 😜 ২০০৯ এর রাম্বল ম্যাচ এ তিনি মাত্র "১ সেকেন্ড" অবস্থান করেছিলেন। 😂
২) The Worlord :- ১৯৮৯ এর রাম্বল ম্যাচ এ তিনি মাত্র "২ সেকেন্ড" এর মাথায় সেইবারের রাম্বল জয়ী "Big John Studd" এর দ্বারা ইলিমিনেট হয়ে যান।
৩) "Mo" & "Owen Hart" :- এই লিস্ট এর ৩ নাম্বারে আছেন যৌথভাবে ২ জন। তারা হলেন "Mo" এবং "Owen Hart"। তারা ২ জনেই ১৯৯৫ এর রয়েল রাম্বলে মাত্র "৩ সেকেন্ড" এর মাথায় ইলিমিনেট হয়ে যান।
৪) "Bushwhacker Luke", "Jerry Lawler" & "Titis O'Neil" :- এই হাস্যকর লিস্ট এর ৪ নাম্বারে তিনজন জায়গা করে নিয়েছেন। 😂 তারা যথাক্রমে ১৯৯১,১৯৯৭ এবং ২০১৫ এর রয়েল রাম্বল এ মাত্র "৪ সেকেন্ড" এ ইলিমিনেট হয়ে এই রেকর্ড এর ভাগিদার হন। 😎
৫) The Godfather :- "The Godfather" ২০১৩ এর রয়েল রাম্বল সংস্করণে "Dolph Ziggler" এর হাতে ইলিমিনেট হওয়ার আগে "৫ সেকেন্ড" অবস্থান করতে পেরেছিলেন।
• এখন দেখে নিবো সেরা ৫ জন রেস্লার কে যারা ১টি সিঙ্গেল রয়েল রাম্বল-এ সর্বোচ্চ সংখ্যক রেস্লারকে ইলিমিনেট করেছে।
৫) Shawn Michaels (1995 & 1996) :- ১৯৯৫ এবং ১৯৯৬ উভয় রয়েল রাম্বল এ "Shawn Michaels" ৮ করে রেস্লার কে ইলিমিনেট করেন।
৪) Stone Cold Steve Austin (1997) :- ১৯৯৭ এর রয়েল রাম্বল এ "Austin" ১০ জন রেস্লার কে ইলিমিনেট করেন।
৩) Hulk Hogan (1989) :- "Hulk Hogan" ও "Austin" এর সমান ১০ জন রেস্লারকে ইলিমিনেট করেন ১৯৮৯ এর রয়েল রাম্বল এ।
২) Kane (2001) :- এই রেকর্ড লিস্ট এর ২ নাম্বারে আছে মুনস্টার খ্যাত "Kane"। ২০০১ এর রয়েল রাম্বল এ তিনি মোট ১১ জন রেস্লার কে ইলিমিনেট করেন।
১) Roman Reigns (2014) :- ২০১৪ রয়েল রাম্বল এ "Roman Reigns" ১২ জন রেস্লার কে ইলিমিনেট করেন যা একটি সিঙ্গেল রয়েল রাম্বল এ একজন রেস্লার এর দ্বারা হওয়া সর্বোচ্চ সংখ্যক ইলিমিনেট।
• সব মিলিয়ে সবচেয়ে বেশি (minimum 30) রেস্লার ইলিমিনেট করার লিস্ট রয়েছেন
৬) Big Show :- Big Show মোট ১২ বার রয়েল রাম্বল ম্যাচ অংশ নেয় এবং এই ১২ বারে তিনি মোট ৩১ জন রেস্লার কে ইলিমিনেট করেন।
৫) Triple H :- "Triple H" রয়েল রাম্বল ম্যাচ এ তার ৯ বারের অংশগ্রহণে মোট ৩৩ জন রেস্লার কে ইলিমিনেট করেছে।
৪) Stone Cold Steve Austin :- "Austin"মোট ৬ বার রয়েল রাম্বল এ অংশ নেয়। কিন্তু এই ৬ বারেই তিনি ৩৬ জন রেস্লার কে ইলিমিনেট করেন। গড় হিসাবে যা প্রত্যেক বারে ৬ জন করে হয়। 😱
৩) Shawn Michaels :- "Mr Wresltemania" রয়েল রাম্বল ম্যাচ এ মোট ১২ বার অংশ নেন। তিনি মোট ৩৯ জন রেস্লার কে ইলিমিনেট করেন।
২) The Undertaker :- "Deadman" ১১ বার রয়েল রাম্বল ম্যাচ এ অংশ নিয়ে মোট ৩৯ জন রেস্লার কে ইলিমিনেট করে এই লিস্ট এর ২ নাম্বার পজিশন এ আছেন।
১) Kane :- এই লিস্ট এর ১ নাম্বারে আছেন "Big Red Machine" "Kane"। 😎 তিনি তার ১৯ টি রয়েল রাম্বল ম্যাচ এ ৪৪ জন রেস্লার কে ইলিমিনেট করেন। ১৯ বার রয়েল রাম্বল এ অংশ নিয়ে,রয়েল রাম্বল ম্যাচ এ সবচেয়ে বেশিবার অংশ নেয়ার রেকর্ডটি ও তিনি নিজের করে নেন।
• মোট ৩ জন নারী রেস্লার আছেন যারা রয়েল রাম্বল ম্যাচ এ অংশ নিয়েছেন।
৩) Kharma-2012
২) Beth Phoenix-2010
১) Chyna- 1999 & 2000
সমাপ্ত।
• লেখক : Wrestling 360