বর্তমানে স্ম্যাকডাউন লাইভের দুই আলোচিত রেসলার হল স্যামি যেইন এবং কেভিন ওয়েন্স। সময়টা বেশ পুরোন না যখন স্যামি এবং কেভিন একে অপরের বিরুদ্ধ্যে অনেক অসাধারণ ম্যাচ উপহার দিয়েছেন। NXT র সময় ধরে উভয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বারবার ফিউড হয়েছে। কিন্তু কয়েকমাস আগে Hell In A Cell পিপিভিতে শেন ম্যাকমাহন এবং কেভিন ওয়েন্সের ম্যাচ চলাকালীন, এক পর্যায়ে শেন Cell এর উপর থেকে কেভিনের উপর Elbow Drop দিতে যায়! তখনই স্যামি এসে কেভিনকে সেফ করে এবং কেভিনকে ম্যাচটি জিতিয়ে দেয় এবং স্যামি হিল টার্ন করে 😱
এরপর স্যামি এবং কেভিনের নতুন করে পথচলা শুরু হয়! এবার হয়ত স্যামি পুশ পাবে, সবাইতো তাইই ভেবেছিল। কিন্তু তা আর হল না :/ !! Survivor Series এর প্রি শো তে ম্যাচ খেলেছিল স্যামি এবং কেভিন! এখন আবার Clash Of Champions পিপিভিতে র্যান্ডি অর্টন এবং শিনসুকে নাকামুরার মুখোমুখি হতে চলেছেন কেভিন এবং স্যামি! ম্যাচে দুইটি শর্ত রয়েছে, ম্যাচের গেস্ট রেফারি থাকবে শেন ম্যাকমাহন, আর স্যামি এবং কেভিন যদি ম্যাচ হারে তাহলে তাদেরকে WWE থেকে বের করে দেওয়া হবে।
নিঃসন্দেহে বলা যায়, ম্যাচটি স্যামি এবং কেভিন জিতবে এবং ম্যাচে অনেক সার্প্রাইজ থাকার সম্ভাবনা আছে! আর এই জয় থেকেই স্যামি এবং কেভিন বড় পুশ পাবে! বোনাস হিসেবে আমরা র্যান্ডি অর্টনের হিল টার্ন দেখতে পারি শিনসুকে নাকামুরার উপর। মূলত সম্পূর্ণ COC পিপিভির আকর্ষণ কেড়ে রেখেছে এই ম্যাচটি!
স্যামি এবং কেভিন হয় ট্যাগ টিম চ্যাম্পিয়নস হবে শীঘ্রই নয়ত WWE Champions!! মেইন রোস্টারে এখনও কোন টাইটেল জিতে নি স্যামি। তাই এবার সময় এসেছে। স্যামিকে WWE চ্যাম্পিয়ন করিয়ে কেভিনের সাথেই ফিউড করালে মন্দ হবে না ;) !! অথবা এই বছরের শুরুতে আমরা যা দেখেছিলাম, কেভিন এবং জেরিকো ; ইউনিভার্সাল এবং ইউনাইটেড স্ট্যাটস চ্যাম্পিয়ন ঠিক এমন হতে স্যামি এবং কেভিনের বেলায় ; WWE এবং ইউনাইটেড স্টাটস চ্যাম্পিয়ন।
আমরা জানি, স্ম্যাকডাউন লাইভ হল 'Land Of Opportunity' তাই এটা বললে ভুল হবে না যে, অতি শীঘ্রই কেভিন এবং স্যামি চ্যাম্পিয়ন হতে চলেছে 😍 !! আর এমনটা যদি সত্যিই হয় তাহলে বলব ভিন্সের মাথা ঠিক হয়েছে!
• লেখক ঃ Mahin Ahmed