"Wes Brisco" নামটি অনেকের কাছেই অপরিচিত, বিশেষ করে যারা TNA সম্পর্কে অবগত নয় তারা হয়তো কখনো তার নামও শোনেন নি। Wes Brisco হলেন একসময় TNA কাপিয়ে বেড়ানো Stable "Aces & Eights" এর সদস্য। সম্প্রতি তিনি অভিযোগ করেছেন "The Shield" এর Gimmick টি তাদের Aces & Eights থেকে Copy করা।
কিছুদিন আগে হওয়া "Pancakes & Powerslams" নামক Show এর 297 তম Episode এ তিনি উক্ত অভিযোগটি করেন। তার মতে Shield বর্তমানে যে Gimmick নিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছে সেটি তাদের থেকে নেয়া।
Brisco জানান যখন তিনি Aces & Eights এর সাথে যুক্ত ছিলেন তখন তারা অর্থাৎ তিনি ও তার Team মেম্বাররা সকল কাজ একসাথে করতেন। একসঙ্গে Hangout করতেন, একসাথে কাজ করতেন। তারা সকল কাজ Seriously করতেন যেমনটা Shield করে বা করত।
তারপর Brisco বলেন Aces & Eights তাদের কাজকে সর্বদা Success করতে চাইতেন। এরপর তিনি জানান তাদের কাছে Aces & Eights এর Gimmick টি ছিলো একটা Baby র মতো। যেটাকে তারা খুব গুরুত্ব দিতেন।
তিনি জানান তারা সবসময় ভিন্ন কিছু করতে চাইতেন। যা Shield ও চাইতো। অার তিনি মনে করেন তাদের কারণেই Shield এর শুরু।
Brisco বলেন Aces & Eights ক্রাউডদের মধ্য দিয়ে আসতো যা বর্তমানে Shield করে। Aces & Eights ডমিনেটিং ছিলো যার প্রতিচ্ছবি Shield এর মধ্যে দেখা যায়। তারপর Brisco বলেন তারা Mask ব্যবহার করতো যেটা Shield ও করেছে। অর্থাৎ তার মতে তারা (Aces & Eights) যা যা করেছে Shield নাকি Same Exact Thing করেছে।
মোটকথা Brisco র অভিযোগ একটাই যে WWE তে অামরা যে Shield দেখতে পাচ্ছি তা তাদেরকে (Aces & Eights) দেখে তৈরি করা। WWE নাকি TNA কে দেখে Gimmick Copy করেছে।
• লেখক ঃ Abir Mahmud , WWE 360