"Wes Brisco" নামটি অনেকের কাছেই অপরিচিত, বিশেষ করে যারা TNA সম্পর্কে অবগত নয় তারা হয়তো কখনো তার নামও শোনেন নি। Wes Brisco হলেন একসময় TNA কাপিয়ে বেড়ানো Stable "Aces & Eights" এর সদস্য। সম্প্রতি তিনি অভিযোগ করেছেন "The Shield" এর Gimmick টি তাদের Aces & Eights থেকে Copy করা।

কিছুদিন আগে হওয়া "Pancakes & Powerslams" নামক Show এর 297 তম Episode এ তিনি উক্ত অভিযোগটি করেন। তার মতে Shield বর্তমানে যে Gimmick নিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছে সেটি তাদের থেকে নেয়া।

Brisco জানান যখন তিনি Aces & Eights এর সাথে যুক্ত ছিলেন তখন তারা অর্থাৎ তিনি ও তার Team মেম্বাররা সকল কাজ একসাথে করতেন। একসঙ্গে Hangout করতেন, একসাথে কাজ করতেন। তারা সকল কাজ Seriously করতেন যেমনটা Shield করে বা করত।

তারপর Brisco বলেন Aces & Eights তাদের কাজকে সর্বদা Success করতে চাইতেন। এরপর তিনি জানান তাদের কাছে Aces & Eights এর Gimmick টি ছিলো একটা Baby র মতো। যেটাকে তারা খুব গুরুত্ব দিতেন।

তিনি জানান তারা সবসময় ভিন্ন কিছু করতে চাইতেন। যা Shield ও চাইতো। অার তিনি মনে করেন তাদের কারণেই Shield এর শুরু।

Brisco বলেন Aces & Eights ক্রাউডদের মধ্য দিয়ে আসতো যা বর্তমানে Shield করে। Aces & Eights ডমিনেটিং ছিলো যার প্রতিচ্ছবি Shield এর মধ্যে দেখা যায়। তারপর Brisco বলেন তারা Mask ব্যবহার করতো যেটা Shield ও করেছে। অর্থাৎ তার মতে তারা (Aces & Eights) যা যা করেছে Shield নাকি Same Exact Thing করেছে।

মোটকথা Brisco র অভিযোগ একটাই যে WWE তে অামরা যে Shield দেখতে পাচ্ছি তা তাদেরকে (Aces & Eights) দেখে তৈরি করা। WWE নাকি TNA কে দেখে Gimmick Copy করেছে।
• লেখক ঃ ‎Abir Mahmud‎ , WWE 360

"The Shield" এর গিমিক কি কপি?


"Wes Brisco" নামটি অনেকের কাছেই অপরিচিত, বিশেষ করে যারা TNA সম্পর্কে অবগত নয় তারা হয়তো কখনো তার নামও শোনেন নি। Wes Brisco হলেন একসময় TNA কাপিয়ে বেড়ানো Stable "Aces & Eights" এর সদস্য। সম্প্রতি তিনি অভিযোগ করেছেন "The Shield" এর Gimmick টি তাদের Aces & Eights থেকে Copy করা।

কিছুদিন আগে হওয়া "Pancakes & Powerslams" নামক Show এর 297 তম Episode এ তিনি উক্ত অভিযোগটি করেন। তার মতে Shield বর্তমানে যে Gimmick নিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছে সেটি তাদের থেকে নেয়া।

Brisco জানান যখন তিনি Aces & Eights এর সাথে যুক্ত ছিলেন তখন তারা অর্থাৎ তিনি ও তার Team মেম্বাররা সকল কাজ একসাথে করতেন। একসঙ্গে Hangout করতেন, একসাথে কাজ করতেন। তারা সকল কাজ Seriously করতেন যেমনটা Shield করে বা করত।

তারপর Brisco বলেন Aces & Eights তাদের কাজকে সর্বদা Success করতে চাইতেন। এরপর তিনি জানান তাদের কাছে Aces & Eights এর Gimmick টি ছিলো একটা Baby র মতো। যেটাকে তারা খুব গুরুত্ব দিতেন।

তিনি জানান তারা সবসময় ভিন্ন কিছু করতে চাইতেন। যা Shield ও চাইতো। অার তিনি মনে করেন তাদের কারণেই Shield এর শুরু।

Brisco বলেন Aces & Eights ক্রাউডদের মধ্য দিয়ে আসতো যা বর্তমানে Shield করে। Aces & Eights ডমিনেটিং ছিলো যার প্রতিচ্ছবি Shield এর মধ্যে দেখা যায়। তারপর Brisco বলেন তারা Mask ব্যবহার করতো যেটা Shield ও করেছে। অর্থাৎ তার মতে তারা (Aces & Eights) যা যা করেছে Shield নাকি Same Exact Thing করেছে।

মোটকথা Brisco র অভিযোগ একটাই যে WWE তে অামরা যে Shield দেখতে পাচ্ছি তা তাদেরকে (Aces & Eights) দেখে তৈরি করা। WWE নাকি TNA কে দেখে Gimmick Copy করেছে।
• লেখক ঃ ‎Abir Mahmud‎ , WWE 360