• যেমনটি আমরা জানি, সম্প্রতি News প্রকাশ হয়েছে Dean Ambrose তার চলতি Injury এর কারণে দীর্ঘ ছয় মাস WWE থেকে বাহির থাকবেন। যেহেতু Mid Card এ Seth Rollins & Dean Ambrose Vs The Bar এর Feud ছিল Tag Team Championship এর জন্য। তার উপর নিউজ আসছে Ambrose এর Role Play হিসেবে WWE আরেকজন কে Choice করছে।
শেষ খবর অনুসারে এখন থেকে Roman Reigns এবং Seth Rollins এর Partner হবে Jason Jordan। আবার এটাও নয় যে Jordan Shield এর সঙ্গে পুরপুরি যুক্ত হবে। Jordan শুধু Ambrose এর না আসা পর্যন্ত Shield এর সাথে থাকবে। তাছাড়া Seth এবং Dean কে একসাথে যত গুলো ম্যাচ খেলার ছিল তার মধ্যে, Dean এর জায়গায় Jordan থাকতে পারে।
এর সাথে Madison Squire এ যে Live Event টি হতে ছিল তার মধ্যে এখন, Seth & Jordan Vs The Bar ম্যাচ হবে। আমার মতে, Jordan WWE এর পক্ষ থেকে ভালো Replacement না। কেননা, সে Ambrose এর সঙ্গে Rivalry করার চেষ্টা করে ছিল Seth Vs Joe এর ম্যাচের মাধ্যমে। তারপর আবার Jordan vs Seth এর ম্যাচ হয়। যার কারণে Jordan কে এমন সময় Add করা ভালো Move হয়নি।
কিন্তু এখনকার নিউজ অনুযায়ি এটাই যে, Jordan Dean এর জায়গা নিবে।
• আমরা জানি, Clash Of Champions PPV তে Dolph Ziggler New US Champion হন। তারপর এর পরের দিন Smacksdown Live এ US Title Drop-ও করেন। হতে পারে তিনি কিছু দিনের জন্য WWE থেকে বাহির থাকতে পারেন। যদি এমনটি হয় তাহলে, একটি Feel আসবে যে Dolph WWE থেকে লিভ নিয়েছে।
তাছাড়া Dolph কিন্তু Live Event গুলোতে নিশ্চয় উপস্থিত থাকবে। তাই বোঝা যাচ্ছে, Dolph WWE থেকে এতো তারাতারি Leave নিচ্ছে না। কেননা কোনো Superstar যদি লিভ নেয় তাহলে, এতো Show Of হয় না।
কিছু Rumor এর ভাস্য মতে, আমরা শিঘ্রই US Title এর এক নতুন Design দেখতে পারি। Maybe একটি নতুন Title এর প্রজন্ম হতে পারে। যদিও New Title এর রূপ দেখাটা অনেক কঠিন বিষয়। কিন্তু US Title হওয়ার ক্ষেত্রে সেটি ভিন্ন। কেননা, Dolph সম্প্রতি US Title টি Drop করেছেন এবং সেটি এখন কারো কাছে নেই।
• লেখক ঃ Raf Ahmed