প্রথমেই আপনাদের সকলকে জানাই বড় দিনের শুভেচ্ছা, Merry Christmas everyone. 🎅🎅🎄🎄🎇🎉🎉

পোস্টের হেডলাইন দেখেই হয়তো বুঝতে পারছেন আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হুম, ঠিকই ধরেছেন :) আজ আপনাদের মাঝে তুলে ধরবো WWE ইতিহাসের বুকে অন্যতম একটি Dominating Stable The Shield এর কিছু জানা - অজানা তথ্যসমূহ। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক :-

•• THE SHIELD ••

• S= Sierra 
• H= Hotel
• I= India 
• E= Echo
• L= Lima 
• D= Delta

#HoundsOfJustice ছিলো তখন সবার মনে প্রাণে। চলুন প্রথমে জেনে নিই, WWE ইতিহাসে The Shield কী ও কেমন ছিলো?

কীভাবে এবং কার হাত ধরে এর আবির্ভাব হয়েছে? 😕😕


WWE ইতিহাসে The Shield কী এবং কেমন ছিলো? 

• WWE ইতিহাসে Shield এমন একটি স্টেবল ছিলো যার নাম শুনলে অধিকাংশই আতংকিত হয়ে যেত। সে সময়কার Jobber থেকে শুরু করে Legend পর্যন্ত সবাই এই Shield এর কাছে প্রতিহত হয়েছে। তখনকার সময়ে Shield ছিলো টপ হিল টিমের মাঝে একটি, এমন কোন রেসলার বাকি ছিলো না যারা তাদের শিকার হয় নি। যেমনঃ John Cena, Ryback, Bray Wyatt, Daniel Bryan, Kane, Titus O'Neill, Triple- H, Randy Orton, Batista এমনকি The Deadman খ্যাত Undertaker'ও রক্ষা পায় নি তাদের ধ্বংসযজ্ঞ থেকে। সুতরাং, সবাই বুঝতেই পারছেন তখন কেমন ছিলো The Shield। তখন Shield হিল থাকলেও তাদের ফ্যানবেজ ছিলো দেখার মতো 👌👌

আর তখন The Shield মেম্বার্স ছিলো বর্তমানের টপ বেবিফেস Roman Reigns 👌, The Kingslayer খ্যাত Seth Rollins 👿 এবং The Unstable Ambrose ✌

The Shield কার হাত ধরে এবং কীভাবে WWE তে আবির্ভাব ঘটায়? 

• মূলত, Shield গঠন হয়েছে CM Punk এর হাত ধরেই। সে চেয়েছিলো এমন তিনজনকে দিয়ে স্টেবলটি গঠন করা হবে যেখানে সবাই থাকবে The Destroyer এর ন্যায়, আর ঠিক তেমনই হয়েছে কেননা প্রতি সপ্তাহেই The Shield একেক জনকে Destroy করতো। তারা দুজন রেসলারকে ফিক্সড করেছিলো, তারা হলো Seth & Dean। তাহলে প্রশ্ন Reigns কি করে এখানে আসলো? 

প্রথমে Punk তার বন্ধু Chris Hero কে এই টিমের অন্তর্ভুক্ত করতে চেয়েছিলো। কিন্তু তার এই প্লান নাকজ করে দেয় HHH কেননা পরেই সে এই স্টেবলের অন্তর্ভুক্ত করে The Big Dog কে। আর তারপরেই আগমন ঘটে এই স্টেবলটির। 

সময়টা ছিলো, ২০১২ সালের নভেম্বর মাস ইভেন্টটি ছিলো Survivor Series, মেইন ইভেন্ট চলাকালীন হঠাৎ WWE ইউনিভার্স এর ভেতর দিয়ে কালো পোশাকধারী তিনজন ব্যক্তির আগমন ঘটে। এসেই Ryback কে রিং এর ভিতর অ্যাটাক করে তারা পরে অ্যানাউন্স টেবিলের ওপর একটি Triple Powerbomb। পরে Punk কে টাইটেল রিটেইন করানো, আর সেই তিনজন ই ছিলো The Shield'র কর্ণধার।

এরপর থেকেই শুরু হয় The Shield ধ্বংসযজ্ঞ, একে একে তারা ফিউড করে The Wyatt Family, Team Hell No, Cena, Ryback সহ আরো অনেকের সাথে তবে তাদের সবচেয়ে এন্টারটেইনিং ফিউড ছিলো The Evolution এর সাথে। তখন The Evolution এ ছিলো Triple-H, Randy Orton ও Batista। এই দুই টিমের ফিউডটি ছিলো WWE ইতিহাসের অন্যতম একটি ফিউড। একসময় তো পুরো লকার রুমও আটকাতে পারে নি The Shield কে। যা আপনারা তাদের ম্যাচগুলো দেখলে বুঝতে পারবেন।

অবশেষে, সেই সকল রেসলারদের মাঝে এসেছিলো সস্তি কেননা ২০১৪ সালে ব্রেক করানো হয় এই ভয়ংকর স্টেবলের। আর তার মূল ক্রেডিটটি ছিলো Triple-H এর কেননা সে Seth Rollins কে নিজের দলে ভিড়িয়ে ব্রেক করিয়ে দেয় The Shield এর। 😭😭 

তাহলে চলুন এবার জেনে নেয়া যাক তাদের কিছু জানা - অজানা তথ্য :-

◘ FACT 01 :- The Shield এর এন্টারেন্সে প্রথমেই তাদের টিমের ফুল মিনিং টি বলা হয়ে থাকে। উক্ত শব্দগুলো তাদের (Roman Reigns, Seth Rollins & Dean Ambrose) এর মুখ থেকেই নির্গত হয়। তারা সবাই দুটি করে শব্দ বলে থাকে!
Sierra → Seth Rollins
Hotel → Dean Ambrose
India → Roman Reigns
Echo → Seth Rollins
Lima → Dean Ambrose
Delta → Roman Reigns

◘ FACT 02 :- The Shield এর তিনজন মেম্বারই WWE World Heavyweight Title জিতেছে! একমাত্র Dean Ambrose ছাড়া Seth & Reigns উভয়েই WrestleMania তে জিতেছে এই টাইটেল! 

◘ FACT 03 :- Shield মেম্বারদের মাঝে সবার প্রথমে John Cena কে হারায় Dean Ambrose Hell In A Cell পিপিভি। তে Contract On A Poll ম্যাচে। পরে এই কৃতিত্ব অর্জন করে Seth Rollins এবং এ বছরের No Mercy তে Roman Reigns ও হারায় Cena কে। অর্থাৎ The Shield এর সকলেই John Cena কে One On One ম্যাচে হারিয়েছে!

◘ FACT 04 :- WrestleMania 31 এ The Shield এর সকল মেম্বারই ম্যাচে পরাজয় লাভ করে। উল্লেখ্য, Seth Rollins হেরেছিলো Randy Orton এর সাথে একটি One On One ম্যাচে! Dean Ambrose হারে IC Title Ladder Match এ এবং Roman Reigns হেরেছিলো সেই WrestleMania এর মেইন ইভেন্টে! কিন্তু মজার ব্যাপার, মেইন ইভেন্ট চলাকালীন নিজের MITB ক্যাশ ইন করে সেই ম্যাচে জয় পেয়েছিলো Seth Rollins 😊

◘ FACT 05 :- The Shield মোট দুইটি ম্যাচ খেলেছিলো WrestleMania তে। দুই ম্যাচেই জয় পেয়েছিলো তারা! উল্লেখ্য, তারা WrestleMania 30 তে হারিয়েছিলো New Age Outlaws & Kane কে। অর্থাৎ, WrestleMania তে The Shield হচ্ছে Undefeated এবং তাদের Winning Percentage 100%

◘ FACT 06 :- The Shield এর একজনই মাত্র একবার Brock Lesnar কে হারিয়েছে! সে হচ্ছে Seth Rollins। উল্লেখ্য যে, WrestleMania 31 এ নিজের MITB ক্যাশ ইন করে World Title ম্যাচে অ্যাড হয়ে সেখানে জয়লাভ করেছিলো সে। আর Dean Ambrose WM 32 তে এবং Roman Reigns WM 31 এ Lesnar এর ফেস করে কিন্তু হারাতে পারে না।

◘ FACT 07 :- Seth Rollins ই একমাত্র ব্যক্তি যে পিন & ট্যাপ দুইভাবেই ম্যাচ হেরেছে! উল্লেখ্য যে, জুলাই মাসের ২৪ তারিখে SmackDown এ Daniel Bryan এর বিপক্ষে ম্যাচ খেলে Seth সেখানে ট্যাপের মাধ্যমে জয় পেয়েছিলো Daniel

◘ FACT 08 :- Seth Rollins ব্যতীত The Shield এর উভয় মেম্বার Roman Reigns & Dean Ambrose হচ্ছে Grand Slam Champion। কেননা তারা একে একে হাসিল করেছে WWE United States Title, WWE Tag Team Championship, WWE Intercontinental Title & WWE World Heavyweight Championship

◘ FACT 09 :- The Shield যতই ম্যাচ জিতুক তারা কখনই Elimination Chamber & King Of The Ring এ ম্যাচ জিততে পারে নি! উভয় পিপিভি। তেই তাদের Wining Percentage 0%

◘ FACT 10 :- The Shield একমাত্র টিম যার সকল মেম্বার'রাই একই রাতে টাইটেল জিতেছিলো! উল্লেখ্য যে, Extreme Rules পিপিভি। তে Dean Ambrose জিতেছিলো US Title সে হারিয়েছিলো Kofi Kingston কে। অন্যদিকে, Seth Rollins & Roman Reigns Team Hell No কে হারিয়ে জিতেছিলো Tag Team Championship

◘ FACT 11 :- Roman Reigns ই হলো একমাত্র রেসলার ( The Shield এর ভিতর) যে One On One ম্যাচে The Undertaker কে হারিয়েছে। কারণ জানা আছে, WrestleMania 33 তে Reigns জয় তুলে নেয় Taker এর বিপক্ষে!

◘ FACT 12 :- The Shield এর তিনজনের মাঝেই বহুবার Showdowns হয়েছিলো! বেশকিছু ইন্টারেস্টিং মুহূর্ত জায়গা পেয়েছিলো এই Showdowns এ। এর মাঝে Top The Shield Showdowns হচ্ছে The Shield Breaking!

◘ FACT 13 :- The Shield দুইবার রিইউনিট না হয়েও অন্যকে Powerbomb হিট করেছিলো! একবার করেছিলো AJ Styles কে গতবারের Survivor Series এ! আরেকবার করেছিলো ২০১৫ সালের Payback পিপিভি। তে যেখানে Randy কে Powerbomb হিট করেছিলো তারা।

◘ FACT 14 :- The Shield এর সবথেকে সেরা এন্টারেন্স টি কবে হয়েছিলো?
The Shield এর Grandest Enterance হয়েছিলো WrestleMania 30 তে! যেটি তাদের সেরা এন্টারেন্স হিসেবে WWE এর খাতায় উল্লেখিত!

◘ FACT 15 :- The Shield এর ডেবিউটি ছিলো WWE ইতিহাসের অন্যতম একটি মুহূর্ত! আর সে সময়ে এসে তারা তাদের প্রথম Triple Powerbomb হিট করে Ryback কে! যেটি তাদের সেরা অর্থাৎ Top Powerbomb হিসেবে খ্যাতি পেয়েছে।


• 6 Legends Who Eliminated By The Shield :

WWE এর সকল ধ্বংসাত্মক স্টেবলের মাঝে Shield অন্যতম একটি স্টেবল। তারা তখনকার সময়ে সকলের উপরই বেশ ভালোভাবেই চড়াও হতো! আগেই বলেছি, Jobber থেকে শুরু করে Legends সবাই তাদের হাতে প্রতিহত হয়েছে! তাহলে চলুন জেনে নেয়া যাক এমন ৬ জন Legend এর নাম যারা Shield এর হাতে প্রতিহত হয়েছিলো :-

◘ Ryback & Team Hell No :- The Shield যখন WWE তে ডেবিউ করে ঠিক তখনই তাদের প্রথম টার্গেট ছিলো Ryback & Team Hell No। উল্লেখ্য যে, Ryback সবথেকে বেশি Triple Powerbomb খেয়েছে The Shield এর হাতে 😂! অন্যদিকে, Team Hell No কে হারিয়ে তারা হয়ে গিয়েছিলো Tag Team Champions

◘ Ric Flair :- WWE এর সাপ্তাহিক টিভি টেপিং এর মাঝে একটি RAW। সেখানে এসে প্রমো কাটিং করে Two Time Hall Of Famer Ric Flair। পরে সেখানে আসে The Shield এসে রিং এর চারপাশে ঘিরে ধরে তাকে পরে তার উপর চড়াও হয় তারা! কিন্তু পরেই রিটার্ন করে Ryback এবং সেভ করে Flair কে। এর ফলে Triple Powerbomb এর হাত থেকে বেচে যায় Ric Flair

◘ The Rock :- তখনকার সময়ের WWE Champion ছিলো The Rock। Royal Rumble এর এক সপ্তাহ আগের Raw। সেখানে এসে প্রমো কাটিং করতে থাকে The Rock হঠাৎ করেই লাইট অফ হয়ে যায়! যখন লাইট অন করা হয় তখন দেখা যায় রিং এ The Rock কে অ্যাট্যাক করে Shield। পরে তাকে Triple Powerbomb দেয়া হয়!

◘ John Cena & Sheamus :- Royal Rumble এর পরের সপ্তাহের ঘটনা এটি! Royal Rumble Winner ছিলো John Cena। যখন সে রিং এ দাঁড়িয়ে প্রমো কাটে ঠিক তখনই আসে The Shield আর তার উপর চড়াও হয়। তাকে সেভ করার জন্য আসে Sheamus কিন্তু সেও ব্যর্থ হয়।

◘ The Undertaker :- SmackDown এ নিজের লাস্ট ম্যাচে The Undertaker হারিয়েছিলো Dean Ambrose কে। ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই Taker কে অ্যাটাক করে বসে Shield। আর নিজেদের সেরা Powerbomb এর একটি তাকে হিট করা হয়!

◘ The Authority :- The Shield এর এক অন্যতম ফিউড ছিলো The Authority এর সাথে। প্রথমে Authority তাদের অফার করে তাদের সাথে কাজ করার জন্য কিন্তু তারা রাজি হয় না বরং তাদের ওপর বেশ ভালোভাবেই চড়াও হয় তারা। New Age Outlaws, Kane, Randy, Batista & Triple H সবাইকেই চ্যাংদোলা করেছিলো The Shield

The Shield এর কোন দিকটি কিংবা তাদের কোন মুহূর্তটি আপনার সবথেকে ভালো লেগেছিলো তা আমাকে জানান কমেন্ট করে! কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন 😊

ALWAYS STAY CONNECTED :)
• লেখক ঃ ‎Shah Tanvir Islam Shuvo‎

THE SHIELD এর ব্যাপারে অজানা তথ্য।


প্রথমেই আপনাদের সকলকে জানাই বড় দিনের শুভেচ্ছা, Merry Christmas everyone. 🎅🎅🎄🎄🎇🎉🎉

পোস্টের হেডলাইন দেখেই হয়তো বুঝতে পারছেন আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হুম, ঠিকই ধরেছেন :) আজ আপনাদের মাঝে তুলে ধরবো WWE ইতিহাসের বুকে অন্যতম একটি Dominating Stable The Shield এর কিছু জানা - অজানা তথ্যসমূহ। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক :-

•• THE SHIELD ••

• S= Sierra 
• H= Hotel
• I= India 
• E= Echo
• L= Lima 
• D= Delta

#HoundsOfJustice ছিলো তখন সবার মনে প্রাণে। চলুন প্রথমে জেনে নিই, WWE ইতিহাসে The Shield কী ও কেমন ছিলো?

কীভাবে এবং কার হাত ধরে এর আবির্ভাব হয়েছে? 😕😕


WWE ইতিহাসে The Shield কী এবং কেমন ছিলো? 

• WWE ইতিহাসে Shield এমন একটি স্টেবল ছিলো যার নাম শুনলে অধিকাংশই আতংকিত হয়ে যেত। সে সময়কার Jobber থেকে শুরু করে Legend পর্যন্ত সবাই এই Shield এর কাছে প্রতিহত হয়েছে। তখনকার সময়ে Shield ছিলো টপ হিল টিমের মাঝে একটি, এমন কোন রেসলার বাকি ছিলো না যারা তাদের শিকার হয় নি। যেমনঃ John Cena, Ryback, Bray Wyatt, Daniel Bryan, Kane, Titus O'Neill, Triple- H, Randy Orton, Batista এমনকি The Deadman খ্যাত Undertaker'ও রক্ষা পায় নি তাদের ধ্বংসযজ্ঞ থেকে। সুতরাং, সবাই বুঝতেই পারছেন তখন কেমন ছিলো The Shield। তখন Shield হিল থাকলেও তাদের ফ্যানবেজ ছিলো দেখার মতো 👌👌

আর তখন The Shield মেম্বার্স ছিলো বর্তমানের টপ বেবিফেস Roman Reigns 👌, The Kingslayer খ্যাত Seth Rollins 👿 এবং The Unstable Ambrose ✌

The Shield কার হাত ধরে এবং কীভাবে WWE তে আবির্ভাব ঘটায়? 

• মূলত, Shield গঠন হয়েছে CM Punk এর হাত ধরেই। সে চেয়েছিলো এমন তিনজনকে দিয়ে স্টেবলটি গঠন করা হবে যেখানে সবাই থাকবে The Destroyer এর ন্যায়, আর ঠিক তেমনই হয়েছে কেননা প্রতি সপ্তাহেই The Shield একেক জনকে Destroy করতো। তারা দুজন রেসলারকে ফিক্সড করেছিলো, তারা হলো Seth & Dean। তাহলে প্রশ্ন Reigns কি করে এখানে আসলো? 

প্রথমে Punk তার বন্ধু Chris Hero কে এই টিমের অন্তর্ভুক্ত করতে চেয়েছিলো। কিন্তু তার এই প্লান নাকজ করে দেয় HHH কেননা পরেই সে এই স্টেবলের অন্তর্ভুক্ত করে The Big Dog কে। আর তারপরেই আগমন ঘটে এই স্টেবলটির। 

সময়টা ছিলো, ২০১২ সালের নভেম্বর মাস ইভেন্টটি ছিলো Survivor Series, মেইন ইভেন্ট চলাকালীন হঠাৎ WWE ইউনিভার্স এর ভেতর দিয়ে কালো পোশাকধারী তিনজন ব্যক্তির আগমন ঘটে। এসেই Ryback কে রিং এর ভিতর অ্যাটাক করে তারা পরে অ্যানাউন্স টেবিলের ওপর একটি Triple Powerbomb। পরে Punk কে টাইটেল রিটেইন করানো, আর সেই তিনজন ই ছিলো The Shield'র কর্ণধার।

এরপর থেকেই শুরু হয় The Shield ধ্বংসযজ্ঞ, একে একে তারা ফিউড করে The Wyatt Family, Team Hell No, Cena, Ryback সহ আরো অনেকের সাথে তবে তাদের সবচেয়ে এন্টারটেইনিং ফিউড ছিলো The Evolution এর সাথে। তখন The Evolution এ ছিলো Triple-H, Randy Orton ও Batista। এই দুই টিমের ফিউডটি ছিলো WWE ইতিহাসের অন্যতম একটি ফিউড। একসময় তো পুরো লকার রুমও আটকাতে পারে নি The Shield কে। যা আপনারা তাদের ম্যাচগুলো দেখলে বুঝতে পারবেন।

অবশেষে, সেই সকল রেসলারদের মাঝে এসেছিলো সস্তি কেননা ২০১৪ সালে ব্রেক করানো হয় এই ভয়ংকর স্টেবলের। আর তার মূল ক্রেডিটটি ছিলো Triple-H এর কেননা সে Seth Rollins কে নিজের দলে ভিড়িয়ে ব্রেক করিয়ে দেয় The Shield এর। 😭😭 

তাহলে চলুন এবার জেনে নেয়া যাক তাদের কিছু জানা - অজানা তথ্য :-

◘ FACT 01 :- The Shield এর এন্টারেন্সে প্রথমেই তাদের টিমের ফুল মিনিং টি বলা হয়ে থাকে। উক্ত শব্দগুলো তাদের (Roman Reigns, Seth Rollins & Dean Ambrose) এর মুখ থেকেই নির্গত হয়। তারা সবাই দুটি করে শব্দ বলে থাকে!
Sierra → Seth Rollins
Hotel → Dean Ambrose
India → Roman Reigns
Echo → Seth Rollins
Lima → Dean Ambrose
Delta → Roman Reigns

◘ FACT 02 :- The Shield এর তিনজন মেম্বারই WWE World Heavyweight Title জিতেছে! একমাত্র Dean Ambrose ছাড়া Seth & Reigns উভয়েই WrestleMania তে জিতেছে এই টাইটেল! 

◘ FACT 03 :- Shield মেম্বারদের মাঝে সবার প্রথমে John Cena কে হারায় Dean Ambrose Hell In A Cell পিপিভি। তে Contract On A Poll ম্যাচে। পরে এই কৃতিত্ব অর্জন করে Seth Rollins এবং এ বছরের No Mercy তে Roman Reigns ও হারায় Cena কে। অর্থাৎ The Shield এর সকলেই John Cena কে One On One ম্যাচে হারিয়েছে!

◘ FACT 04 :- WrestleMania 31 এ The Shield এর সকল মেম্বারই ম্যাচে পরাজয় লাভ করে। উল্লেখ্য, Seth Rollins হেরেছিলো Randy Orton এর সাথে একটি One On One ম্যাচে! Dean Ambrose হারে IC Title Ladder Match এ এবং Roman Reigns হেরেছিলো সেই WrestleMania এর মেইন ইভেন্টে! কিন্তু মজার ব্যাপার, মেইন ইভেন্ট চলাকালীন নিজের MITB ক্যাশ ইন করে সেই ম্যাচে জয় পেয়েছিলো Seth Rollins 😊

◘ FACT 05 :- The Shield মোট দুইটি ম্যাচ খেলেছিলো WrestleMania তে। দুই ম্যাচেই জয় পেয়েছিলো তারা! উল্লেখ্য, তারা WrestleMania 30 তে হারিয়েছিলো New Age Outlaws & Kane কে। অর্থাৎ, WrestleMania তে The Shield হচ্ছে Undefeated এবং তাদের Winning Percentage 100%

◘ FACT 06 :- The Shield এর একজনই মাত্র একবার Brock Lesnar কে হারিয়েছে! সে হচ্ছে Seth Rollins। উল্লেখ্য যে, WrestleMania 31 এ নিজের MITB ক্যাশ ইন করে World Title ম্যাচে অ্যাড হয়ে সেখানে জয়লাভ করেছিলো সে। আর Dean Ambrose WM 32 তে এবং Roman Reigns WM 31 এ Lesnar এর ফেস করে কিন্তু হারাতে পারে না।

◘ FACT 07 :- Seth Rollins ই একমাত্র ব্যক্তি যে পিন & ট্যাপ দুইভাবেই ম্যাচ হেরেছে! উল্লেখ্য যে, জুলাই মাসের ২৪ তারিখে SmackDown এ Daniel Bryan এর বিপক্ষে ম্যাচ খেলে Seth সেখানে ট্যাপের মাধ্যমে জয় পেয়েছিলো Daniel

◘ FACT 08 :- Seth Rollins ব্যতীত The Shield এর উভয় মেম্বার Roman Reigns & Dean Ambrose হচ্ছে Grand Slam Champion। কেননা তারা একে একে হাসিল করেছে WWE United States Title, WWE Tag Team Championship, WWE Intercontinental Title & WWE World Heavyweight Championship

◘ FACT 09 :- The Shield যতই ম্যাচ জিতুক তারা কখনই Elimination Chamber & King Of The Ring এ ম্যাচ জিততে পারে নি! উভয় পিপিভি। তেই তাদের Wining Percentage 0%

◘ FACT 10 :- The Shield একমাত্র টিম যার সকল মেম্বার'রাই একই রাতে টাইটেল জিতেছিলো! উল্লেখ্য যে, Extreme Rules পিপিভি। তে Dean Ambrose জিতেছিলো US Title সে হারিয়েছিলো Kofi Kingston কে। অন্যদিকে, Seth Rollins & Roman Reigns Team Hell No কে হারিয়ে জিতেছিলো Tag Team Championship

◘ FACT 11 :- Roman Reigns ই হলো একমাত্র রেসলার ( The Shield এর ভিতর) যে One On One ম্যাচে The Undertaker কে হারিয়েছে। কারণ জানা আছে, WrestleMania 33 তে Reigns জয় তুলে নেয় Taker এর বিপক্ষে!

◘ FACT 12 :- The Shield এর তিনজনের মাঝেই বহুবার Showdowns হয়েছিলো! বেশকিছু ইন্টারেস্টিং মুহূর্ত জায়গা পেয়েছিলো এই Showdowns এ। এর মাঝে Top The Shield Showdowns হচ্ছে The Shield Breaking!

◘ FACT 13 :- The Shield দুইবার রিইউনিট না হয়েও অন্যকে Powerbomb হিট করেছিলো! একবার করেছিলো AJ Styles কে গতবারের Survivor Series এ! আরেকবার করেছিলো ২০১৫ সালের Payback পিপিভি। তে যেখানে Randy কে Powerbomb হিট করেছিলো তারা।

◘ FACT 14 :- The Shield এর সবথেকে সেরা এন্টারেন্স টি কবে হয়েছিলো?
The Shield এর Grandest Enterance হয়েছিলো WrestleMania 30 তে! যেটি তাদের সেরা এন্টারেন্স হিসেবে WWE এর খাতায় উল্লেখিত!

◘ FACT 15 :- The Shield এর ডেবিউটি ছিলো WWE ইতিহাসের অন্যতম একটি মুহূর্ত! আর সে সময়ে এসে তারা তাদের প্রথম Triple Powerbomb হিট করে Ryback কে! যেটি তাদের সেরা অর্থাৎ Top Powerbomb হিসেবে খ্যাতি পেয়েছে।


• 6 Legends Who Eliminated By The Shield :

WWE এর সকল ধ্বংসাত্মক স্টেবলের মাঝে Shield অন্যতম একটি স্টেবল। তারা তখনকার সময়ে সকলের উপরই বেশ ভালোভাবেই চড়াও হতো! আগেই বলেছি, Jobber থেকে শুরু করে Legends সবাই তাদের হাতে প্রতিহত হয়েছে! তাহলে চলুন জেনে নেয়া যাক এমন ৬ জন Legend এর নাম যারা Shield এর হাতে প্রতিহত হয়েছিলো :-

◘ Ryback & Team Hell No :- The Shield যখন WWE তে ডেবিউ করে ঠিক তখনই তাদের প্রথম টার্গেট ছিলো Ryback & Team Hell No। উল্লেখ্য যে, Ryback সবথেকে বেশি Triple Powerbomb খেয়েছে The Shield এর হাতে 😂! অন্যদিকে, Team Hell No কে হারিয়ে তারা হয়ে গিয়েছিলো Tag Team Champions

◘ Ric Flair :- WWE এর সাপ্তাহিক টিভি টেপিং এর মাঝে একটি RAW। সেখানে এসে প্রমো কাটিং করে Two Time Hall Of Famer Ric Flair। পরে সেখানে আসে The Shield এসে রিং এর চারপাশে ঘিরে ধরে তাকে পরে তার উপর চড়াও হয় তারা! কিন্তু পরেই রিটার্ন করে Ryback এবং সেভ করে Flair কে। এর ফলে Triple Powerbomb এর হাত থেকে বেচে যায় Ric Flair

◘ The Rock :- তখনকার সময়ের WWE Champion ছিলো The Rock। Royal Rumble এর এক সপ্তাহ আগের Raw। সেখানে এসে প্রমো কাটিং করতে থাকে The Rock হঠাৎ করেই লাইট অফ হয়ে যায়! যখন লাইট অন করা হয় তখন দেখা যায় রিং এ The Rock কে অ্যাট্যাক করে Shield। পরে তাকে Triple Powerbomb দেয়া হয়!

◘ John Cena & Sheamus :- Royal Rumble এর পরের সপ্তাহের ঘটনা এটি! Royal Rumble Winner ছিলো John Cena। যখন সে রিং এ দাঁড়িয়ে প্রমো কাটে ঠিক তখনই আসে The Shield আর তার উপর চড়াও হয়। তাকে সেভ করার জন্য আসে Sheamus কিন্তু সেও ব্যর্থ হয়।

◘ The Undertaker :- SmackDown এ নিজের লাস্ট ম্যাচে The Undertaker হারিয়েছিলো Dean Ambrose কে। ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই Taker কে অ্যাটাক করে বসে Shield। আর নিজেদের সেরা Powerbomb এর একটি তাকে হিট করা হয়!

◘ The Authority :- The Shield এর এক অন্যতম ফিউড ছিলো The Authority এর সাথে। প্রথমে Authority তাদের অফার করে তাদের সাথে কাজ করার জন্য কিন্তু তারা রাজি হয় না বরং তাদের ওপর বেশ ভালোভাবেই চড়াও হয় তারা। New Age Outlaws, Kane, Randy, Batista & Triple H সবাইকেই চ্যাংদোলা করেছিলো The Shield

The Shield এর কোন দিকটি কিংবা তাদের কোন মুহূর্তটি আপনার সবথেকে ভালো লেগেছিলো তা আমাকে জানান কমেন্ট করে! কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন 😊

ALWAYS STAY CONNECTED :)
• লেখক ঃ ‎Shah Tanvir Islam Shuvo‎