আপনি যদি The Legend Killer, Apex Predator, The Viper, Bloody Heel টাইপ শব্দ উচ্চারণ করেন, এই শব্দগুলোর সাথে আপনার একজন ব্যক্তির নাম অবশ্যই উল্লেখ করতে হবে আর সেই ব্যক্তিটি হলেন Randy Orton। ❤

একসময় এই ব্যক্তিটি ছিল টপ গাই, ফেস/হিল উভয়ক্ষেত্রেই। উনার প্রতিটা ম্যাচই হত খুব অসাধারণ। প্রতিটা ফিউড হত চোখ ধাদানো। একটা সময় ছিল যখন WWE তে দীর্ঘসময় ধরে John Cena -র পাশাপাশি Randy Orton ও রাজত্য করে এসেছেন। John এবং Randy প্রাণ ছিলেন WWE এর। কিন্তু এখন সময়ের বদলের সাথে সাথে WWE তেও অনেক বদল এসেছে! বর্তমানে John Cena পার্ট - টাইমারে পরিণত হয়েছে এবং Randy Orton ও কোন উল্লেখযোগ্য ফিউডে থাকে না। তাহলে এভাবে আর কতদিন?

বছরের শুরুটা বেশ ভালভাবেই হয়েছিল ভাইপারের। জানুয়ারিতে রয়াল রম্বলে র‍্যান্ডি উক্ত রয়াল রম্বল ম্যাচটি জিতেছিল। এরপর ১ মাস পরেই ব্রে ওয়্যাট হয় WWE Champion, আর তখনই র‍্যান্ডি - ব্রে'র বেশ নাটকীয় ফিউডের সূত্রপাত ঘটে। রেসেল্ম্যানিয়াতে র‍্যান্ডি হয়ে যায় ১৩ বারের WWE Champion। কিন্তু বেশকিছুদিন পর, স্ম্যাকডাউন লাইভের ব্যাকল্যাশ পিপভিতে জিন্ডার মাহাল হারিয়ে দেয় র‍্যান্ডিকে,যা কেউ কল্পনাও করতে পারে নি! শুধু ১ বার নয় টানা ৩ বার জিন্ডারের কাছে র‍্যান্ডিকে হারানো হয়।

মোমেন্টাম বলতে কিছুই ছিল না র‍্যান্ডির হাতে। এরপর কোন মূখ্যফিউডেও তাকে জড়ানো হয়নি। মাঝখানে রুসেভের সাথে ছোট একটি ফিউড হয়, যা বেশ জমজমাট ছিল না (যদিও র‍্যান্ডি ফিউডটি জিতেছিল)। তাছাড়া এখন র‍্যান্ডি ফিউডে আছে কেভিন এবং স্যামির সাথে। কিন্তু এরকম খাপছাড়া ফিউডে আর কত? আমরা সবাই জানি র‍্যান্ডি অর্টন WWE এর জন্য খুবই বড় একট এসেট! কিন্তু তাকে ঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না।

অনেকে বলতে পারেন যে,র‍্যান্ডির এখন নিউ ট্যালেন্টকে পুশ দেইয়া উচিত (জন সিনার মত)। ঠিক আছে মানলাম। কিন্তু নিউ ট্যালেন্টকে পুশ দেওয়ার পূর্বে নিজের মধ্যে যে পরিমাণ মোমেন্টাম প্রয়োজন তা র‍্যান্ডির কাছ থেকে জিন্ডার দ্বারা খেয়ে নেওয়া হয়েছে -_- ! হ্যা অবশ্যই সবার মানতে হবে। র‍্যান্ডি যখন WWE Champion হয় সবাই অনেক কিছুই আশা করেছিল। বিশেষকরে অনেক মানুষ Randy Orton Vs Aj Styles -এর একটি প্রোপার ফিউড দেখতে চেয়েছিল। কিন্তু এর বদলে আমরা বোরিং,বেললেস জিন্ডারের সাথে র‍্যান্ডির ফিউড দেখতে পাই। 

এখন র‍্যান্ডিকে পূনরায় ফর্মে ফিরিয়ে আনার জন্য সবচেয়ে উত্তম হবে তাকে হিল করানো! ইয়েস! আমরা অনেকদিন ধরে সেই Viper,Apex Predator,Legend Killer কে খুব মিস করছি। ক্যারিয়ারে অন্ততপক্ষে শেষএকবারের জন্য হলেও র‍্যান্ডিকে হিল করে কিছু অসাধারণ ফিউডে জড়িয়ে আমাদেরও কিছু অসাধারণ ফিউড উপহার দেওয়া হোক। 

র‍্যান্ডি যদি শুধু United States Champion হয় তাহলেই সেও গ্র‍্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নের খাতায় নাম লেখাবে। র‍্যান্ডি যেহেতু স্ম্যাকডাউন লাইভে রয়েছে,আবার ইউএস টাইটেলও এসডিতেই, তাহলে র‍্যান্ডিকে গ্র‍্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন বানালেও মন্দ হবে। 
• লেখক : ‎Mahin Ahmed‎।

'The Viper' Randy Orton এর ভবিষ্যৎ কী?


আপনি যদি The Legend Killer, Apex Predator, The Viper, Bloody Heel টাইপ শব্দ উচ্চারণ করেন, এই শব্দগুলোর সাথে আপনার একজন ব্যক্তির নাম অবশ্যই উল্লেখ করতে হবে আর সেই ব্যক্তিটি হলেন Randy Orton। ❤

একসময় এই ব্যক্তিটি ছিল টপ গাই, ফেস/হিল উভয়ক্ষেত্রেই। উনার প্রতিটা ম্যাচই হত খুব অসাধারণ। প্রতিটা ফিউড হত চোখ ধাদানো। একটা সময় ছিল যখন WWE তে দীর্ঘসময় ধরে John Cena -র পাশাপাশি Randy Orton ও রাজত্য করে এসেছেন। John এবং Randy প্রাণ ছিলেন WWE এর। কিন্তু এখন সময়ের বদলের সাথে সাথে WWE তেও অনেক বদল এসেছে! বর্তমানে John Cena পার্ট - টাইমারে পরিণত হয়েছে এবং Randy Orton ও কোন উল্লেখযোগ্য ফিউডে থাকে না। তাহলে এভাবে আর কতদিন?

বছরের শুরুটা বেশ ভালভাবেই হয়েছিল ভাইপারের। জানুয়ারিতে রয়াল রম্বলে র‍্যান্ডি উক্ত রয়াল রম্বল ম্যাচটি জিতেছিল। এরপর ১ মাস পরেই ব্রে ওয়্যাট হয় WWE Champion, আর তখনই র‍্যান্ডি - ব্রে'র বেশ নাটকীয় ফিউডের সূত্রপাত ঘটে। রেসেল্ম্যানিয়াতে র‍্যান্ডি হয়ে যায় ১৩ বারের WWE Champion। কিন্তু বেশকিছুদিন পর, স্ম্যাকডাউন লাইভের ব্যাকল্যাশ পিপভিতে জিন্ডার মাহাল হারিয়ে দেয় র‍্যান্ডিকে,যা কেউ কল্পনাও করতে পারে নি! শুধু ১ বার নয় টানা ৩ বার জিন্ডারের কাছে র‍্যান্ডিকে হারানো হয়।

মোমেন্টাম বলতে কিছুই ছিল না র‍্যান্ডির হাতে। এরপর কোন মূখ্যফিউডেও তাকে জড়ানো হয়নি। মাঝখানে রুসেভের সাথে ছোট একটি ফিউড হয়, যা বেশ জমজমাট ছিল না (যদিও র‍্যান্ডি ফিউডটি জিতেছিল)। তাছাড়া এখন র‍্যান্ডি ফিউডে আছে কেভিন এবং স্যামির সাথে। কিন্তু এরকম খাপছাড়া ফিউডে আর কত? আমরা সবাই জানি র‍্যান্ডি অর্টন WWE এর জন্য খুবই বড় একট এসেট! কিন্তু তাকে ঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না।

অনেকে বলতে পারেন যে,র‍্যান্ডির এখন নিউ ট্যালেন্টকে পুশ দেইয়া উচিত (জন সিনার মত)। ঠিক আছে মানলাম। কিন্তু নিউ ট্যালেন্টকে পুশ দেওয়ার পূর্বে নিজের মধ্যে যে পরিমাণ মোমেন্টাম প্রয়োজন তা র‍্যান্ডির কাছ থেকে জিন্ডার দ্বারা খেয়ে নেওয়া হয়েছে -_- ! হ্যা অবশ্যই সবার মানতে হবে। র‍্যান্ডি যখন WWE Champion হয় সবাই অনেক কিছুই আশা করেছিল। বিশেষকরে অনেক মানুষ Randy Orton Vs Aj Styles -এর একটি প্রোপার ফিউড দেখতে চেয়েছিল। কিন্তু এর বদলে আমরা বোরিং,বেললেস জিন্ডারের সাথে র‍্যান্ডির ফিউড দেখতে পাই। 

এখন র‍্যান্ডিকে পূনরায় ফর্মে ফিরিয়ে আনার জন্য সবচেয়ে উত্তম হবে তাকে হিল করানো! ইয়েস! আমরা অনেকদিন ধরে সেই Viper,Apex Predator,Legend Killer কে খুব মিস করছি। ক্যারিয়ারে অন্ততপক্ষে শেষএকবারের জন্য হলেও র‍্যান্ডিকে হিল করে কিছু অসাধারণ ফিউডে জড়িয়ে আমাদেরও কিছু অসাধারণ ফিউড উপহার দেওয়া হোক। 

র‍্যান্ডি যদি শুধু United States Champion হয় তাহলেই সেও গ্র‍্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নের খাতায় নাম লেখাবে। র‍্যান্ডি যেহেতু স্ম্যাকডাউন লাইভে রয়েছে,আবার ইউএস টাইটেলও এসডিতেই, তাহলে র‍্যান্ডিকে গ্র‍্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন বানালেও মন্দ হবে। 
• লেখক : ‎Mahin Ahmed‎।