• তার অাসল নাম Patricia Anne Stratigeas। ১৯৭৬ সালের ১৮ই ডিসেম্বর তিনি কানাডায় জন্মগ্রহণ করেন।
• প্রথমে মূলত একজন ম্যানেজার হওয়ার কথা ছিল তার। কখনো একজন ফুল টাইম ইন-রিং পারফর্মার হওয়ার কথা ছিল না। যাই হোক, শেষ পর্যন্ত কোম্পানীর প্রত্যাশা ভেঙ্গে তিনি সেভেন টাইম চ্যাম্পিয়ন হিসেবে Wwe তে নিজের গৌরবময় ক্যারিয়ারের ইতি টানেন।
• যদিও তিনি সব সময় রেসলিং ফ্যান ছিলেন, তবে তিনি একজন ডাক্তার হতে চেয়েছিলেন। তার ইচ্ছে ছিল ডাক্তারীকে নিজের পেশা হিসেবে বেছে নেওয়া। সে উদ্দেশ্যে তিনি জীববিজ্ঞান নিয়ে কানাডার তৃৃতীয় বৃহত্তম ইউনিভার্সিটি "York University"-তে ভর্তি হয়ে ছিলেন।
• WWF এর সাথে চুক্তি করার পরে তিনি Sully’s Gym এ ট্রেনিং নেন। তাকে ট্রেনিং করিয়েছেন কানাডার কিংবদন্তী রেসলার Ron Hutchinson, যার কাছ থেকে ট্রেনিং নিয়েছেন অনেক জগৎ বিখ্যাত রেসলার। যাদের মধ্যে অাছেন Edge, Christian, Gail Kim, Beth Phoenix সহ অারো অনেক রেসলার।
• Trish Stratus হলেন রেসলিং জগতের অন্যতম যৌন অাবেদনময়ী নারী। ২০০৬ সালে তিনি তার মাধ্যমিক বিদ্যালয়ের সুইটহার্ট "Ron Fisico" কে বিয়ে করেন। বর্তমানে তিনি ২ সন্তানের জননী।
• WWE তে বৈদেশিক নারীদের মধ্যে Trish Stratus হলেন সবচেয়ে অালোচিত-সমালোচিত বিষয় বস্তু। শিকাগো শহরের Playboy নামক একটি ম্যাগাজিনে কাজ করার জন্য তাকে অফার করা হয়েছিল। "প্লেবয়" হল অামেরিকান মানুষের লাইফ স্টাইল এবং বিনোদনমূলক একটি ম্যাগাজিন। তারা বেশিরভাগ ক্ষেত্রে "সেক্সুয়াল রেভ্যুলুশন" নিয়ে কাজ করেন।
• 'The Fan 590’ নামক কানাডার একটি রেডিও শো 'Live Audio Wrestling' এর মাধ্যমে প্রফেশনাল রেসলিং সম্পর্কে প্রথম তার বাস্তব অভিজ্ঞতা হয়। অনেক রেসলিং বিশেষজ্ঞ তাকে "Greatest Women's Champion Of All Time" বলে অাখ্যায়িত করেন।
• অনেকে তাকে স্বপ্নের রাণীও বলে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রে তিনি হিল হিসেবেই প্রসিদ্ধ। রেসলম্যানিয়ার ১৭তম অাসরে তিনি Wwe এর চেয়ারম্যান Vince McMahon এর মুখে থাপ্পর মেরেছিলেন। এর পর পরই তিনি অনেক বেশি ফ্যান ফেভারিট হয়ে যান। অল্প সময়ে তিনি অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছেন।
• ২০০৮ সালে তিনি 'Stratusphere' নামক একটি "Yoga Studio" প্রতিষ্ঠা করেন যা ২০১৩ সালে "Best Yoga Studio" অ্যাওয়ার্ড পায়। এছাড়াও ২০১০ সালে তিনি Top Choice Awards Business Woman of the Year অ্যাওয়ার্ড পেয়েছিলেন।
• ২০১৩ সালে মাত্র ৩৭ বছর বয়সে তাকে "Hall Of Fame" এ ইন্ডাক্ট করা হয়। সেদিক দিয়ে তিনি হলেন কনিষ্ঠ হল অফ ফেমার।
• Wrestling Illustrated এর স্বীকৃতি অনুযায়ী তিনি ২০০২ এবং ২০০৩ সালে ব্যাক টু ব্যাক Woman Of The Year অ্যাওয়ার্ড পান। এক বছরের ব্যবধানে ২০০৫-২০০৬ সালে তিনি পুণরায় একই অ্যাওয়ার্ড পান। পাশাপাশি Woman Of The Decade নির্বাচিত হন।
• বাস্তবে তিনি একজন দানবীর। তিনি অনেক দানশীল প্রতিষ্ঠান এবং সংগঠনের সদস্য। যাদের মধ্যে রয়েছে Ronald McDonald House, Special Olympics, Dreams Take Flight3 ইত্যাদি। রেসলিং ছাড়াও তিনি ‘Armed & Famous’ নামক একটি রিয়েলিটি শো'তে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন। '‘Bounty Hunters" নামক একটি টিভি সিরিজেও তিনি কাজ করেছেন। এছাড়াও ২০১৫ সালে "Gridlocked" নামক কানাডার একটি অ্যাকশন-থ্রিলার মুভিতে অভিনয় করেছেন তিনি। যার মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।
• Lita এর সাথে রিংয়ে তার শত্রুতা থাকলেও বাস্তবে তারা একে অপরের খুব ভালো বন্ধু।
• রেসলম্যানিয়ার ২৫তম অাসরের ‘Divalicious' ব্যাটল রয়েলের জন্য তাকে অফার করা হয়েছিল। কিন্তু তিনি এই অফার গ্রহণ করেন নি। তিনি বলেছিলেন অামি বাড়িতেই থাকতে চাই এবং একবারের জন্য অামি পরিবারের সাথে রেসলম্যানিয়া দেখতে চাই।
• তিনি একাধারে প্রফেশনাল রেসলার, মডেল, অভিনেত্রী, প্রকাশক, ডোনেটর, টিভি শো হস্টেজ এবং অভ্যর্থক ছিলেন।
• লেখক ঃ Ariful Kader