২০১৮ সালে যে ম্যাচটি NJPW এর সবচেয়ে আলোচিত ম্যাচ হবে, সেটি হচ্ছে ঐ কোম্পানীর বৃহত্তম ইভেন্ট Wrestle Kingdom 12 এ হওয়া Chris Jericho vs। Kenny Omega ম্যাচটি। ইতিমধ্যেই ঐ ম্যাচটা নিয়ে এত হইচই শুরু হয়ে গিয়েছে যে, ঐ একই পিপিভির মেইন ইভেন্টে হওয়া Tetsuya Naito vs। Kazuchika Okada (IWGP Heavyweight Championship) ম্যাচটা নিয়ে কেউই কোন কথা বলছে না। যদিও ঐ ম্যাচটাও নিঃসন্দেহে ভালই হবে। কিন্তু তারপরেও 'The GOAT' Chris Jericho এর জনপ্রিয়তার সামনে এ ম্যাচটার কোন পাত্তাই নেই!

একজন প্রো রেসলারের কাজের অন্যতম একটি অংশ হচ্ছে নিজের দিকে দর্শকদের অ্যাটেনশন ধরে রাখা। কী মনে হয় কীজন্য John Cena, The Rock, The Undertaker রা আজ এত সফল? কীজন্যইবা WWE, Roman Reigns কে এত পুশ দিচ্ছে কিন্তু Dolph Ziggler এর মত ট্যালেন্টেড রেসলারদের পুশ দিচ্ছে না? কারণ তারা নিজেদের দিকে দর্শকদের আকর্ষণ ধরে রাখতে পেরেছে, তা নেগেটিভভাবেই হোক না কেন। বিগত বছরগুলোতে অনেক ট্যালেন্টেড রেসলাররা আসলেও তাদের অনেকেই নিজের দিকে বেশিদিন সকলের আকর্ষণ ধরে রাখতে পারে নি। তাই তারা পুশও পায় নি। অবশ্য সব দোষ যে তাদের, এমনটাও ঠিক না, ক্রিয়েটিভেরও দোষ আছে।

দীর্ঘদিন দর্শকদের অ্যাটেনশন ধরে রাখতে পারা এরকম একজন রেসলার হচ্ছে Chris Jericho। যে কিনা নিজের ক্যারিয়ারের শেষের দিকে এসেও দর্শকদের এন্টারটেইন করে যাচ্ছে। WWE তাকে পুশ মেশিন হিসেবে ব্যাবহার করলেও সে Goldust, Big Show দের মত সাইডে সরাতে পারেনি। নিজ যোগ্যতায়ই সে নিজেকে স্পটলাইটে ধরে রাখতে পেরেছে, যা খুব কম রেসলাররাই পারে। কখনো লম্বা চুল রেখে, কখনো চুলে ঝুটি বেঁধে, কখনো চুল ছোট করে, কখনো একটা লিস্ট, স্কার্ফ, জ্যাকেট এনে, এভাবে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্নভাবে সে নিজেকে সবার সামনে উপস্থাপন করতে পেরেছে বলেই কেউই তাকে দেখে বোরিং অনুভব করে না। আর ৪৭ বছর বয়সেও তাকে রেসলিং করতে দেখলে মনে হবে যেন একজন ৩০ বছর বয়সী যুবক রেসলিং করছে। বলতে গেলে, Chris Jericho যেন timeless!

এবার আসি Kenny Omega এর প্রসঙ্গে। বর্তমানে যে অল্প কয়জন রেসলার WWE এর সাহায্য ছাড়াই সারাবিশ্বে জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে, তাদের মধ্যে Kenny Omega অন্যতম। বর্তমান সময়কার সেরা ইন রিং পারফর্মারদের তালিকায় তাকে রাখা হয়। আর বর্তমানে রেসলিং ফ্যানদের আলোচনার এক অন্যতম বিষয়ও সে।

বেশ কিছুদিন ধরেই টুইটারে তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। তখনই অনেকে এই ম্যাচটার পূর্বাভাস পেয়ে গিয়েছিল। কিন্তু কেউ কোনদিন স্বপ্নেও ভাবতে পারে নি যে এই ম্যাচটা NJPW এর গ্র্যান্ডেস্ট স্টেজ, Wrestle Kingdom এ হবে। আর Chris Jericho এর প্রতিচ্ছবিও যেভাবে হঠাৎ করে NJPW এর এক এপিসোডে বড় স্ক্রিনে ভেসে ওঠে, তাতে সকলের এক্সাইটমেন্ট আরো সহস্রগুণ বেড়ে যায়। কারণ কেউ কোনদিনও ভাবতে পারে নি যে Jericho, NJPW তে কাজ করবে। যদিও সেখানে এটা তার প্রথম ম্যাচ না। WWE বাদে অন্যান্য কোম্পানীর রেসলিং দেখা স্মার্টনেস হবার অনেক আগে থেকেই Jericho সেখানে রেসলিং করত। এবং অনেক বছর পর নিজের পূর্বের বাড়িতে সে ফিরে এসেই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য এখনকার একজন টপ স্টারের প্রতি চ্যালেন্জ ছুড়ে দিল।

এবার আসি ম্যাচটির প্রসঙ্গে, ম্যাচটির একদিকে আছে ৩৪ বছর বয়সী 'The Cleaner' Kenny Omega, যাকে কিনা বর্তমান যুগের সেরা রেসলারদের একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তিনি এখন নিজের ক্যারিয়ারের সেরা সময় উপভোগ করছে। আর ২০১৭ সালটাও তার খুব ভালই কেটেছে। এবং অন্যদিকে আছে ৪৭ বছর বয়সী 'The GOAT' Chris Jericho, যে কিনা সর্বকালের সেরা রেসলারদের একজন। নিজের ক্যারিয়ারের সেরা সময় অনেক পেছনে ফেলে আসলেও Jericho এর এখনো নিজ যোগ্যতায় একটা ভাল ম্যাচ খেলার মত ক্ষমতা আছে। তাই যারা মনে করে যে পুরা ম্যাচটিকে Kenny Omega নিজেই ক্যারি করবে, তারা ভুল। WWE তেই এ বয়সে Jericho কত ভাল ভাল ম্যাচ দিয়েছে, আর NJPW তে তো তার কোন মুভ ব্যান করা থাকবে না, ম্যাচের সময়েরও কোন লিমিটেশন থাকবে না। তাদেরকে ৪০-৬০ মিনিট সময় দিলে ম্যাচটা তথাকথিত ৬* কোয়ালিটির ম্যাচ না হলেও এমন একটা দেখার মত ম্যাচ হবে যেটা নিয়ে বছরের পর বছর ধরে অনেক ফ্যানরা কথা বলবে।

আর এ ম্যাচটা দুজনের জন্যই অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হবে। কারণ Kenny Omega কে এ যুগের সেরা রেসলারদের একজন ধরা হয়, আর Chris Jericho সম্পূর্ণ ভিন্ন এক যুগের সেরা রেসলারদের একজন ছিল। তাই একদিকে যেমন Jericho এটা প্রমাণ করতে পারবে যে কেন সে সর্বকালের সেরা রেসলারদের একজন, এবং এ যুগের সেরা রেসলারদের সাথেও সে সমান তালে চলতে পারে, তেমনি Kenny ও Jericho এর মত একজন উচ্চ লেভেলের মেগাস্টারের সাথে ম্যাচ খেলার সৌভাগ্য অর্জন করতে পারবে। তাছাড়া ১৯৯৯ সালের পর এ প্রথমবার WWE এর বাইরে Jericho কোন ম্যাচ খেলছে। কিন্তু সব মিলিয়ে এতে Kenny আর NJPW এরই লাভ। Jericho এর পপুলারিটির সুবাদে NJPW এর প্রতি আরও দর্শকদের চোখ পড়বে এবং তারা এটা বুঝবে যে WWE এর বাইরেও প্রো রেসলিংয়ের এক বিশাল জগৎ আছে। ফলে NJPW এর জনপ্রিয়তাও বাড়বে।

কিন্তু যত যাই হোক না কেন, ভবিষ্যতে এ ম্যাচটা NJPW এর ইতিহাসের সেরা ম্যাচগুলোর একটি হিসেবে বিবেচিত হবে। ভালো বিল্ডআপ পেলে এ ম্যাচটি WWE এর Hulk Hogan vs। The Rock এর ম্যাচের মত গ্রেটনেস অর্জন করতে পারবে। ভিন্ন দুই যুগের টপ রেসলাররা নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য একে-অপরের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে, শুনলেই কত রোমাঞ্চকর মনে হয়! আপনার শুধুমাত্র WWE ভালো লাগতেই পারে, এবং আপনি WWE বাদে অন্য কোন রেসলিং প্রমোশন ফলো না করতেই পারেন, কিন্তু একজন WWE ফ্যান হিসেবে, Chris Jericho এর ফ্যান হিসেবে এ ম্যাচটা দেখার জন্য আহ্বান রইল। ৪ জানুয়ারি ২০১৮; তারিখটা মনে রাখবেন। কারণ ঐদিন NJPW তে ইতিহাস সৃষ্টি করা হবে। 
• লেখক ঃ Sabbir Rahman Leon‎

কেনি ওমেগা Vs ক্রিস জেরিকো ম্যাচের কিছু কথা।


২০১৮ সালে যে ম্যাচটি NJPW এর সবচেয়ে আলোচিত ম্যাচ হবে, সেটি হচ্ছে ঐ কোম্পানীর বৃহত্তম ইভেন্ট Wrestle Kingdom 12 এ হওয়া Chris Jericho vs। Kenny Omega ম্যাচটি। ইতিমধ্যেই ঐ ম্যাচটা নিয়ে এত হইচই শুরু হয়ে গিয়েছে যে, ঐ একই পিপিভির মেইন ইভেন্টে হওয়া Tetsuya Naito vs। Kazuchika Okada (IWGP Heavyweight Championship) ম্যাচটা নিয়ে কেউই কোন কথা বলছে না। যদিও ঐ ম্যাচটাও নিঃসন্দেহে ভালই হবে। কিন্তু তারপরেও 'The GOAT' Chris Jericho এর জনপ্রিয়তার সামনে এ ম্যাচটার কোন পাত্তাই নেই!

একজন প্রো রেসলারের কাজের অন্যতম একটি অংশ হচ্ছে নিজের দিকে দর্শকদের অ্যাটেনশন ধরে রাখা। কী মনে হয় কীজন্য John Cena, The Rock, The Undertaker রা আজ এত সফল? কীজন্যইবা WWE, Roman Reigns কে এত পুশ দিচ্ছে কিন্তু Dolph Ziggler এর মত ট্যালেন্টেড রেসলারদের পুশ দিচ্ছে না? কারণ তারা নিজেদের দিকে দর্শকদের আকর্ষণ ধরে রাখতে পেরেছে, তা নেগেটিভভাবেই হোক না কেন। বিগত বছরগুলোতে অনেক ট্যালেন্টেড রেসলাররা আসলেও তাদের অনেকেই নিজের দিকে বেশিদিন সকলের আকর্ষণ ধরে রাখতে পারে নি। তাই তারা পুশও পায় নি। অবশ্য সব দোষ যে তাদের, এমনটাও ঠিক না, ক্রিয়েটিভেরও দোষ আছে।

দীর্ঘদিন দর্শকদের অ্যাটেনশন ধরে রাখতে পারা এরকম একজন রেসলার হচ্ছে Chris Jericho। যে কিনা নিজের ক্যারিয়ারের শেষের দিকে এসেও দর্শকদের এন্টারটেইন করে যাচ্ছে। WWE তাকে পুশ মেশিন হিসেবে ব্যাবহার করলেও সে Goldust, Big Show দের মত সাইডে সরাতে পারেনি। নিজ যোগ্যতায়ই সে নিজেকে স্পটলাইটে ধরে রাখতে পেরেছে, যা খুব কম রেসলাররাই পারে। কখনো লম্বা চুল রেখে, কখনো চুলে ঝুটি বেঁধে, কখনো চুল ছোট করে, কখনো একটা লিস্ট, স্কার্ফ, জ্যাকেট এনে, এভাবে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্নভাবে সে নিজেকে সবার সামনে উপস্থাপন করতে পেরেছে বলেই কেউই তাকে দেখে বোরিং অনুভব করে না। আর ৪৭ বছর বয়সেও তাকে রেসলিং করতে দেখলে মনে হবে যেন একজন ৩০ বছর বয়সী যুবক রেসলিং করছে। বলতে গেলে, Chris Jericho যেন timeless!

এবার আসি Kenny Omega এর প্রসঙ্গে। বর্তমানে যে অল্প কয়জন রেসলার WWE এর সাহায্য ছাড়াই সারাবিশ্বে জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে, তাদের মধ্যে Kenny Omega অন্যতম। বর্তমান সময়কার সেরা ইন রিং পারফর্মারদের তালিকায় তাকে রাখা হয়। আর বর্তমানে রেসলিং ফ্যানদের আলোচনার এক অন্যতম বিষয়ও সে।

বেশ কিছুদিন ধরেই টুইটারে তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। তখনই অনেকে এই ম্যাচটার পূর্বাভাস পেয়ে গিয়েছিল। কিন্তু কেউ কোনদিন স্বপ্নেও ভাবতে পারে নি যে এই ম্যাচটা NJPW এর গ্র্যান্ডেস্ট স্টেজ, Wrestle Kingdom এ হবে। আর Chris Jericho এর প্রতিচ্ছবিও যেভাবে হঠাৎ করে NJPW এর এক এপিসোডে বড় স্ক্রিনে ভেসে ওঠে, তাতে সকলের এক্সাইটমেন্ট আরো সহস্রগুণ বেড়ে যায়। কারণ কেউ কোনদিনও ভাবতে পারে নি যে Jericho, NJPW তে কাজ করবে। যদিও সেখানে এটা তার প্রথম ম্যাচ না। WWE বাদে অন্যান্য কোম্পানীর রেসলিং দেখা স্মার্টনেস হবার অনেক আগে থেকেই Jericho সেখানে রেসলিং করত। এবং অনেক বছর পর নিজের পূর্বের বাড়িতে সে ফিরে এসেই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য এখনকার একজন টপ স্টারের প্রতি চ্যালেন্জ ছুড়ে দিল।

এবার আসি ম্যাচটির প্রসঙ্গে, ম্যাচটির একদিকে আছে ৩৪ বছর বয়সী 'The Cleaner' Kenny Omega, যাকে কিনা বর্তমান যুগের সেরা রেসলারদের একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তিনি এখন নিজের ক্যারিয়ারের সেরা সময় উপভোগ করছে। আর ২০১৭ সালটাও তার খুব ভালই কেটেছে। এবং অন্যদিকে আছে ৪৭ বছর বয়সী 'The GOAT' Chris Jericho, যে কিনা সর্বকালের সেরা রেসলারদের একজন। নিজের ক্যারিয়ারের সেরা সময় অনেক পেছনে ফেলে আসলেও Jericho এর এখনো নিজ যোগ্যতায় একটা ভাল ম্যাচ খেলার মত ক্ষমতা আছে। তাই যারা মনে করে যে পুরা ম্যাচটিকে Kenny Omega নিজেই ক্যারি করবে, তারা ভুল। WWE তেই এ বয়সে Jericho কত ভাল ভাল ম্যাচ দিয়েছে, আর NJPW তে তো তার কোন মুভ ব্যান করা থাকবে না, ম্যাচের সময়েরও কোন লিমিটেশন থাকবে না। তাদেরকে ৪০-৬০ মিনিট সময় দিলে ম্যাচটা তথাকথিত ৬* কোয়ালিটির ম্যাচ না হলেও এমন একটা দেখার মত ম্যাচ হবে যেটা নিয়ে বছরের পর বছর ধরে অনেক ফ্যানরা কথা বলবে।

আর এ ম্যাচটা দুজনের জন্যই অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হবে। কারণ Kenny Omega কে এ যুগের সেরা রেসলারদের একজন ধরা হয়, আর Chris Jericho সম্পূর্ণ ভিন্ন এক যুগের সেরা রেসলারদের একজন ছিল। তাই একদিকে যেমন Jericho এটা প্রমাণ করতে পারবে যে কেন সে সর্বকালের সেরা রেসলারদের একজন, এবং এ যুগের সেরা রেসলারদের সাথেও সে সমান তালে চলতে পারে, তেমনি Kenny ও Jericho এর মত একজন উচ্চ লেভেলের মেগাস্টারের সাথে ম্যাচ খেলার সৌভাগ্য অর্জন করতে পারবে। তাছাড়া ১৯৯৯ সালের পর এ প্রথমবার WWE এর বাইরে Jericho কোন ম্যাচ খেলছে। কিন্তু সব মিলিয়ে এতে Kenny আর NJPW এরই লাভ। Jericho এর পপুলারিটির সুবাদে NJPW এর প্রতি আরও দর্শকদের চোখ পড়বে এবং তারা এটা বুঝবে যে WWE এর বাইরেও প্রো রেসলিংয়ের এক বিশাল জগৎ আছে। ফলে NJPW এর জনপ্রিয়তাও বাড়বে।

কিন্তু যত যাই হোক না কেন, ভবিষ্যতে এ ম্যাচটা NJPW এর ইতিহাসের সেরা ম্যাচগুলোর একটি হিসেবে বিবেচিত হবে। ভালো বিল্ডআপ পেলে এ ম্যাচটি WWE এর Hulk Hogan vs। The Rock এর ম্যাচের মত গ্রেটনেস অর্জন করতে পারবে। ভিন্ন দুই যুগের টপ রেসলাররা নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য একে-অপরের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে, শুনলেই কত রোমাঞ্চকর মনে হয়! আপনার শুধুমাত্র WWE ভালো লাগতেই পারে, এবং আপনি WWE বাদে অন্য কোন রেসলিং প্রমোশন ফলো না করতেই পারেন, কিন্তু একজন WWE ফ্যান হিসেবে, Chris Jericho এর ফ্যান হিসেবে এ ম্যাচটা দেখার জন্য আহ্বান রইল। ৪ জানুয়ারি ২০১৮; তারিখটা মনে রাখবেন। কারণ ঐদিন NJPW তে ইতিহাস সৃষ্টি করা হবে। 
• লেখক ঃ Sabbir Rahman Leon‎