Boston, Massachusetts এ অনুষ্ঠিত WWE Clash of Champions ইভেন্টে 10,335 জন উপস্থিত ছিল [প্রায়], Commentary Team এ উপস্থিত ছিলেন Corey Graves, Byron Saxton ও Tom Phillips।
• United States Championship Triple Threat Match : Dolph Ziggler Vs. Baron Corbin(c) Vs. Bobby Roode
ম্যাচটি অত্যন্ত অসাধারণ ছিল কেননা ম্যাচটিতে ছিলেন One of the best ইন রিং পারফর্মার Dolph Ziggler, The Glorious Bobby Roode & Baron Corbin! প্রথমে Dolph & Roode Attack করে Corbin কে! তারা দুজনে তাকে রিং সাইডে মারতে থাকেন! এরপর করবিন কামব্যাক করেন ও অনেক সময় ধরে একাধারে ডমিনেট করে যান Ziggler & Corbin এর উপর! এরপর রুড কামব্যাক করেন ও করবিন কে রিং সাইডে ফেলে দেন! এরপর শুরু হয় জিগলার ও রুড এর ফাইট, প্রথমে জিগলার Famouser দেন রুড কে! এরপর আবার টপ রোপ থেকে সুপারপ্লেক্স দিতে গেলে করবিন রিংসাইড হতে রিং এ এসে Powerbomb-Superplex Monster Combination দেন!
এরপর দুইজনকে পিন ধরলে দুই কাউন্ট পায়। এরপর তাদের মধ্যে আবার ফাইট চলতে থাকে। জিগলার, রুডকে সুপার কিক দিতে গেলে সেটিকে কাউন্টার করে Spinebuster দেন রুড! এরপর করবিন রুডকে Deep Six দেন। এরপর করবিন কে রিংসাইডে ফেলে দিলে রুড, জিগলারকে Glorious DDT দেন তবে ২ কাউন্টের পর রুডকে রিংসাইড থেকে বের করে নেন করবিন! এরপর রিং এ এসে রুডকে End of Days হিট করতে গেলে পিছন থেকে জিগলার তার ফিনিশার Zigzag হিট করে ও করবিন কে পিন করেন! 1,2,3! And the new United States Champion Dolph Ziggler! ম্যাচ শেষে Dolph অনেক চিয়ার্স পান! পরিশেষে বলা যায় ম্যাচটি অত্যন্ত ভাল ছিল!
◘ Winner : New WWE United States Champion Dolph Ziggler!
• WWE Smackdown Women's Championship : Charlotte Flair(c) Vs. Natalya
এটি ছিল একটি Lumberjack ম্যাচ! ম্যাচটি মোটামুটি মানের ম্যাচ ছিল। দুইজন ভাল মুভ প্রয়োগ করেন। ম্যাচ চলাকালে লাম্বারজ্যাকদের উপর টপ রোপ মুনসল্ট দেন শার্লেট! নাটালিয়া তাকে তার সাবমিশন শার্পশুটার লক ধরলেও শার্লেট রোপ টাচ করেন! ম্যাচের শেষের দিকে Figure Eight ধরে নিজের টাইটেল রিটেইন করেন Charlotte Flair!
◘ Winner : Charlotte Flair Retains!
• Tag Team Match: Kevin Owens & Sami Zayn Vs. Randy Orton & Shinsuke Nakamura! Guest Referee : Shane McMahon & Daniel Bryan
মোটামোটি ভালোই ম্যাচ ছিলো। উভয় Team ভালো ডমিনেট করে। শেষের দিকে Nakamura কে Announce Table এর উপর রেখে Frog Splash দেয় কেভিন। পরে Ring এ Sami কে RKO দেয় Randy। কিন্ত Daniel এর জন্য জয় থেকে ছিটকে পরে Randy। এরপর Shane ও Bryan এর মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়।
পরে রোল আপের মাধ্যমেজয়লাভ করে Team Sami & Kevin! ম্যাচটি অত্যন্ত মজাদার ছিল এবং বুঝা যাচ্ছে যে ব্রায়ান ইন রিং রিটার্ণ করতে চলেছে!
◘ Winner : Sami Zayn & Kevin Owens
• Fatal 4 Way Tag Team Championship : The Usos(c) Vs. Rusev & English Vs. Gable & Shelton Vs. The New Day!
প্রথমে চারটি টিম হতে চারজন রেসলার ম্যাচ শুরু করেন! ম্যাচটি অত্যন্ত জটলা পাকানো ম্যাচ ছিল! তবে ম্যাচের শেষের দিকে রুসেভ আর Big E এর ফাইট অনেক অসাধারণ ছিল! ম্যাচে ক্রাউড রিএকশন ছিল অসাধারণ! যখন রুসেভ ডমিনেট করে তখনই ক্রাউড USA! USA! Chant করে! The Usos এর সবাইকে সুপারকিক হিট করার মোমেন্টটা ছিল অসাধারণ! শেষের দিকে The Usos তার ফিনিশার হিট করে নিজেদের টাইটেল রিটেইন করেন!
◘ Winner : The Usos Retains!
•• Main Event Time ••
• WWE Championship : AJ Styles(c) Vs. Jinder Mahal!
ম্যাচের বেশিরভাগ সময় জিন্দার কে পাওয়ারফুল দেখানো হয়! ম্যাচের প্রথমে ক্রাউড স্টাইলস এবং মহল দুইজনকেই চিয়ার্স দেন! Styles বারবার Fight back করেন। তবে শেষের দিকে AJ Styles, Mahal কে পিন করতে গেলে The Singh Brothers বাধা দেয় তখন AJ Styles রিং সাইডে তাদের উপর ফ্লাইং ফোরআর্ম দেন! পরে Ring এ এসে Jinder Mahal কে Calf Crusher Submission ধরেন এবং Tap out এর মাধ্যমে জয় পান AJ Styles! পরে AJ Styles তার জয় উৎযাপন করেন। এই ভাবেই আজকের Show শেষ হয়।
◘ Winner : AJ Styles Retains!
আজকের মেইন ইভেন্ট ততটা আশানুরূপ হয় নি! বেস্ট ম্যাচ ছিল US Championship & Tag Team Championship! আর ব্রলের মধ্যে বেস্ট ছিল Sami & Owens Vs. Nakamura & Orton এর ম্যাচ! আজ এতুটুকুই! আশা করি সবার ভাল লাগবে! ধন্যবাদ সবাইকে!
• লেখক ঃ Ahnaf Ahsan, Wrestling 360, ছবি : WWE.com।WWE Clash of Champions ও অন্যান্য সময়সূচীর জন্য এখানে ক্লিক করুন।