২০ বছর আগে WWE তে 'The Demon' Kane ডেবিউ করে। এখন যদি পেছনে ফিরে তার সম্পূর্ণ WWE ক্যারিয়ারের দিকে তাকানো হয়, তবে দেখা যাবে যে সে বেশ ভালোই একটা সময় কাটিয়েছে WWE তে, যদিও সেটা আরও ভাল হওয়া উচিত ছিল। এই ২০ বছরে সে বেশ কিছু টাইটেল জিতে, যার মধ্যে কয়েকটি ওয়ার্ল্ড টাইটেলও আছে, এবং সেই সাথে সে অনেকগুলো রেকর্ডেরও সৃষ্টি করে। The Big Red Machine এর WWE তে গড়া এরকম ৫টি রেকর্ডের কথাই এখানে বলা হবে। 


৫) WWE তে KANE সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে।

আপনারা শুনলে অবাক হবেন যে, এ পর্যন্ত Kane, WWE তে ১৬০০টিরও বেশি ম্যাচ খেলেছে। মানে প্রতিবছর গড়ে ৮০টিরও বেশি ম্যাচ। আর তার পেছনে ২য় স্থানে যে রেসলারটি আছে সে হচ্ছে The Big Show। সে ১৪০০টিরও বেশি ম্যাচ খেলেছে, Kane এর চেয়ে ২০০ বা তারও কম! আর John Cena এই লিস্টের তৃতীয় স্থানে আছে প্রায় ১৩০০টি ম্যাচ নিয়ে। আর Kane এর অন-স্ক্রিন ভাই, The Undertaker মোট ৭৯৩ টি ম্যাচ খেলেছে, যা Kane এর অর্ধেকেরও কম! সে হিসেবে আপনারা বলতে পারেন যে, WWE তে Kane তার সময়কার সবচেয়ে পরিশ্রমী রেসলার ছিল। কিন্তু তার পরিবর্তে সে খুব কমই পেয়েছে।


৪) KANE সবচেয়ে বেশিবার ROYAL RUMBLE ম্যাচগুলোতে অংশগ্রহন করেছে।

Kane এর ভাই, The Undertaker যেমন সবচেয়ে বেশিবার WrestleMania তে অংশগ্রহন করেছে, তেমনি Kane সবচেয়ে বেশিবার Traditional Royal Rumble ম্যাচে অংশগ্রহন করেছে, কিন্তু দুঃখজনকভাবে সে কখনো ম্যাচটি জিততে পারে নি। কিন্তু সে মোট ১৯ বার ম্যাচটিতে অংশগ্রহন করেছে। তার ঠিক পেছনে যে রেসলারটি আছে, সে হচ্ছে Shawn Michaels। সে মোট ১৩টি Traditional Royal Rumble ম্যাচে অংশগ্রহন করেছে। যা Kane এর চেয়ে ৬টি কম।


৩) TRADITIONAL ROYAL RUMBLE ম্যাচগুলোতে সর্বমোট সবচেয়ে বেশি এলিমিনেশনের রেকর্ডটাও তারই।

Kane, Traditional Royal Rumble ম্যাচগুলোতে সর্বমোট ৪২ জনকে এলিমিনেট করেছে। এখানেও তার ঠিক পেছনে আছে Shawn Michaels। সে সর্বমোট ৩৯ জনকে এলিমিনেট করেছে, মাত্র তিনটি এলিমিনেশনের পার্থক্য তাদের মধ্যে!

২০১৪ এর আগ পর্যন্ত Kane এর একটি সিংগেল Royal Rumble ম্যাচে সবচেয়ে বেশি এলিমিনেশনেরও রেকর্ড ছিল। সে একবার একটি ম্যাচেই মোট ১১ জনকে এলিমিনেট করে দেয়! কিন্তু ২০১৪ সালে Roman Reigns ১২ জন রেসলারকে এলিমিনেট করে তার রেকর্ডটি ভেঙ্গে ফেলে!


২) TRADITIONAL ROYAL RUMBLE ম্যাচগুলোতে সব মিলিয়ে সবচেয়ে বেশি সময় টিকে থাকার রেকর্ডটাও KANE এর ঝুলিতেই আছে।

Kane এর Royal Rumble এর রেকর্ড এখানেই শেষ নয়। সে সব মিলিয়ে মোট ১১১৫ মিনিট এবং ২৮ সেকেন্ড রিংয়ে টিকে ছিল। প্রতি ম্যাচে সে গড়ে ৫৮ মিনিটেরও বেশি সময় টিকেছিল। এবং অন্যদের সাথে তুলনা করলে এ রেকর্ডটা আরও ইম্প্রেসিভ দেখায়। মজার বিষয় হলো, এখানেও তার ঠিক পেছনে আছে Shawn Michaels! সে সর্বমোট ৭৭৩ মিনিট এবং ৫৬ সেকেন্ড রিংয়ে টিকেছিল, যা Kane এর চেয়ে ৩০০ মিনিটেরও কম। প্রতি ম্যাচে সে গড়ে ৫৯ মিনিটেরও বেশি সময় টিকেছিল।


১) KANE সবচেয়ে বেশি পে-পার-ভিউতে অংশগ্রহন করেছে।

সবচেয়ে বেশি ম্যাচ খেলার এবং সবচেয়ে বেশিবার Royal Rumble ম্যাচে অংশগ্রহন করা ছাড়াও 'The Big Red Monster' Kane এর সবচেয়ে বেশি পে-পার-ভিউতে ম্যাচ খেলারও রেকর্ড আছে। সে মোট ১৭১ টি পে-পার-ভিউতে ম্যাচ খেলেছে। ২য় স্থানে আছে তার ভাই, The Undertaker (১৬৬টি), ৩য় স্থানে Triple H (১৬৩টি) এবং চতুর্থ স্থানে Big Match John AKA John Cena (১৫৩ টি)। অর্থাৎ খুব শীঘ্রই এ রেকর্ডটি ভেঙ্গে যেতে পারে।


WWE এর ইতিহাসের সর্বকালের সেরা রেসলারদের ব্যাপারে আলোচনা করা হলে প্রায়ই Kane এর নাম এড়িয়ে যাওয়া হয়। কিন্তু উপরের রেকর্ডগুলা দেখলেই বোঝা যায় যে সে কতটা পরিশ্রমী এবং ডেডিকেটেড। এমনকি ভিন্ন ভিন্ন এরাতেও সে নিজেকে স্পটলাইটে ধরে রাখতে পেরেছে, যেটা কিনা খুব কম রেসলাররাই পারে। সে হিসেবে Kane কে আন্ডাররেটেডই বলা যায়।

• লেখক ঃ Sabbir Rahman Leon।

WWE তে Kane এর ৫ টি রেকর্ড !


২০ বছর আগে WWE তে 'The Demon' Kane ডেবিউ করে। এখন যদি পেছনে ফিরে তার সম্পূর্ণ WWE ক্যারিয়ারের দিকে তাকানো হয়, তবে দেখা যাবে যে সে বেশ ভালোই একটা সময় কাটিয়েছে WWE তে, যদিও সেটা আরও ভাল হওয়া উচিত ছিল। এই ২০ বছরে সে বেশ কিছু টাইটেল জিতে, যার মধ্যে কয়েকটি ওয়ার্ল্ড টাইটেলও আছে, এবং সেই সাথে সে অনেকগুলো রেকর্ডেরও সৃষ্টি করে। The Big Red Machine এর WWE তে গড়া এরকম ৫টি রেকর্ডের কথাই এখানে বলা হবে। 


৫) WWE তে KANE সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে।

আপনারা শুনলে অবাক হবেন যে, এ পর্যন্ত Kane, WWE তে ১৬০০টিরও বেশি ম্যাচ খেলেছে। মানে প্রতিবছর গড়ে ৮০টিরও বেশি ম্যাচ। আর তার পেছনে ২য় স্থানে যে রেসলারটি আছে সে হচ্ছে The Big Show। সে ১৪০০টিরও বেশি ম্যাচ খেলেছে, Kane এর চেয়ে ২০০ বা তারও কম! আর John Cena এই লিস্টের তৃতীয় স্থানে আছে প্রায় ১৩০০টি ম্যাচ নিয়ে। আর Kane এর অন-স্ক্রিন ভাই, The Undertaker মোট ৭৯৩ টি ম্যাচ খেলেছে, যা Kane এর অর্ধেকেরও কম! সে হিসেবে আপনারা বলতে পারেন যে, WWE তে Kane তার সময়কার সবচেয়ে পরিশ্রমী রেসলার ছিল। কিন্তু তার পরিবর্তে সে খুব কমই পেয়েছে।


৪) KANE সবচেয়ে বেশিবার ROYAL RUMBLE ম্যাচগুলোতে অংশগ্রহন করেছে।

Kane এর ভাই, The Undertaker যেমন সবচেয়ে বেশিবার WrestleMania তে অংশগ্রহন করেছে, তেমনি Kane সবচেয়ে বেশিবার Traditional Royal Rumble ম্যাচে অংশগ্রহন করেছে, কিন্তু দুঃখজনকভাবে সে কখনো ম্যাচটি জিততে পারে নি। কিন্তু সে মোট ১৯ বার ম্যাচটিতে অংশগ্রহন করেছে। তার ঠিক পেছনে যে রেসলারটি আছে, সে হচ্ছে Shawn Michaels। সে মোট ১৩টি Traditional Royal Rumble ম্যাচে অংশগ্রহন করেছে। যা Kane এর চেয়ে ৬টি কম।


৩) TRADITIONAL ROYAL RUMBLE ম্যাচগুলোতে সর্বমোট সবচেয়ে বেশি এলিমিনেশনের রেকর্ডটাও তারই।

Kane, Traditional Royal Rumble ম্যাচগুলোতে সর্বমোট ৪২ জনকে এলিমিনেট করেছে। এখানেও তার ঠিক পেছনে আছে Shawn Michaels। সে সর্বমোট ৩৯ জনকে এলিমিনেট করেছে, মাত্র তিনটি এলিমিনেশনের পার্থক্য তাদের মধ্যে!

২০১৪ এর আগ পর্যন্ত Kane এর একটি সিংগেল Royal Rumble ম্যাচে সবচেয়ে বেশি এলিমিনেশনেরও রেকর্ড ছিল। সে একবার একটি ম্যাচেই মোট ১১ জনকে এলিমিনেট করে দেয়! কিন্তু ২০১৪ সালে Roman Reigns ১২ জন রেসলারকে এলিমিনেট করে তার রেকর্ডটি ভেঙ্গে ফেলে!


২) TRADITIONAL ROYAL RUMBLE ম্যাচগুলোতে সব মিলিয়ে সবচেয়ে বেশি সময় টিকে থাকার রেকর্ডটাও KANE এর ঝুলিতেই আছে।

Kane এর Royal Rumble এর রেকর্ড এখানেই শেষ নয়। সে সব মিলিয়ে মোট ১১১৫ মিনিট এবং ২৮ সেকেন্ড রিংয়ে টিকে ছিল। প্রতি ম্যাচে সে গড়ে ৫৮ মিনিটেরও বেশি সময় টিকেছিল। এবং অন্যদের সাথে তুলনা করলে এ রেকর্ডটা আরও ইম্প্রেসিভ দেখায়। মজার বিষয় হলো, এখানেও তার ঠিক পেছনে আছে Shawn Michaels! সে সর্বমোট ৭৭৩ মিনিট এবং ৫৬ সেকেন্ড রিংয়ে টিকেছিল, যা Kane এর চেয়ে ৩০০ মিনিটেরও কম। প্রতি ম্যাচে সে গড়ে ৫৯ মিনিটেরও বেশি সময় টিকেছিল।


১) KANE সবচেয়ে বেশি পে-পার-ভিউতে অংশগ্রহন করেছে।

সবচেয়ে বেশি ম্যাচ খেলার এবং সবচেয়ে বেশিবার Royal Rumble ম্যাচে অংশগ্রহন করা ছাড়াও 'The Big Red Monster' Kane এর সবচেয়ে বেশি পে-পার-ভিউতে ম্যাচ খেলারও রেকর্ড আছে। সে মোট ১৭১ টি পে-পার-ভিউতে ম্যাচ খেলেছে। ২য় স্থানে আছে তার ভাই, The Undertaker (১৬৬টি), ৩য় স্থানে Triple H (১৬৩টি) এবং চতুর্থ স্থানে Big Match John AKA John Cena (১৫৩ টি)। অর্থাৎ খুব শীঘ্রই এ রেকর্ডটি ভেঙ্গে যেতে পারে।


WWE এর ইতিহাসের সর্বকালের সেরা রেসলারদের ব্যাপারে আলোচনা করা হলে প্রায়ই Kane এর নাম এড়িয়ে যাওয়া হয়। কিন্তু উপরের রেকর্ডগুলা দেখলেই বোঝা যায় যে সে কতটা পরিশ্রমী এবং ডেডিকেটেড। এমনকি ভিন্ন ভিন্ন এরাতেও সে নিজেকে স্পটলাইটে ধরে রাখতে পেরেছে, যেটা কিনা খুব কম রেসলাররাই পারে। সে হিসেবে Kane কে আন্ডাররেটেডই বলা যায়।

• লেখক ঃ Sabbir Rahman Leon।