কিছুদিন আগে প্লে-স্টোরে একটি নতুন WWE রিলেটেড গেম রিলিজ হয়েছে। গেমটির নাম হলো - WWE Mayhem , গেমটি অনেকটা WWE Tap Mania এর মতো,তবে গ্রাফিক্স এবং ফীচার গুলো অনেকটা উচ্চমানের।
•• সুবিধাসমুহ ••
• গেমটির সাইজ প্রায় ২৮২ এম্বি এবং গেমটি অনলাইন বেস্ড গেম। গেমটি ডাউনলোড করার পর আপনি যখন সেটা খেলতে চাইবেন তখন আপনাকে ডাটা অন করে খেলতে হবে।
• গেমটি ওপেন করলেই আপনাকে কি করতে হবে তা একটি টিউটোরিয়ালের মাধ্যমে জেনে যাবেন। গেম ওপেন করার করার পর একটি সুপারস্টার পাবেন এবং তাকে নিয়েই আপনার গেম খেলা শুরু হবে।
• গেমটিতে সুপারস্টার গুলো অনেকটাই রিয়ালিস্টিক এবং গ্রাফিক্স অন্যান্য এন্ড্রোইড WWE গেম এর চেয়ে অনেকটাই উন্নত।
• গেম এর মধ্যে অনেকগুলি সুপারস্টার আছে তার মধ্যে অন্যতম হলো - The Rock , Undertaker , Sting প্রমুখ। এবং গেমের মধ্যে তাদের ক্যারেক্টর সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে।
• প্রতিটি সুপারস্টারের সিগনেচার মুভ , স্পেশাল মুভ এছাড়াও অনেক মুভ অ্যাড করা হয়েছে এবং সুপারস্টারদের সাবমিশন মুভও অ্যাড করা হয়েছে।
• গেম এর মধ্যে নো-ডিস্কোয়ালিফিকেশন ম্যাচ , ট্যাগ-টীম ম্যাচ সহ বিভিন্ন ধরণের ম্যাচ অ্যাড করা হয়েছে। এবং ম্যাচ এর মধ্যে চেয়ার , টেবিল, স্টেয়ার প্রভৃতি জিনিসের ব্যবহার অ্যাড করা হয়েছে।
•আপনি অন্যান্য গ্লোবাল প্লেয়ারদের সাথে ম্যাচ খেলতে পারবেন। তবে এই ফিচার টি আনলক করতে আপনাকে স্টোরি মোড খেলে লেভেল ৩ এ পৌঁছাতে হবে। যা গামেটিকে একটি আকর্ষনীয়তা প্রদান করেছে।
• গেমটিকে রিয়েল ইভেন্টের সাথে যুক্ত করা হয়েছে , অর্থাৎ WWE তে যখন কোনো স্পেশাল ইভেন্ট অনুষ্ঠিত হবে তখন তা আপনি গেম এর মধ্যে খেলতে পারবেন।
• গেমটির মধ্যে বেশ কয়েকটি চিয়ার্স অ্যাড করা হয়েছে। যেমন- Suplex City, Lets Go Cena ছাড়া আরো বেশ কতগুলি চিয়ার্স অ্যাড করা হয়েছে।
• গেম এর মধ্যে বিভিন্ন বুস্টার প্যাক অ্যাড করা হয়েছে যেমন -Xp Booster, Healing pack,Etc,। এই প্যাক গুলি আপনার গেম বুস্ট করতে এবং সুপাস্টার কে হিল করতে সাহায্য করবে।
• প্রতি ৪ ঘন্টা পর পর আপনি একটা করে Mayhem Box পাবেন , যা থেকে সুপারস্টার সহ বুস্টার প্যাক পেতে পারেন। এছাড়াও Premium Box , Versus Box অ্যাড করা হয়েছে।
•• অসুবিধাসমুহ ••
গেমটির অনেকগুলো প্রব্লেম এবং খারাপ দিক রয়েছে। হয়তো তারা ভবিষ্যতে আপডেট করে তা ঠিক করে নিবে তবে আপাতত যেগুলি আছে সেগুলি হলো -
• গেমটির সার্ভার প্রব্লেম আছে। গেম চলতে চলতে লিখা উঠবে Network Error , আপনার নেট থাকা সত্ত্বেও এই প্রব্লেমটি হবে কারণ এটা গেম এর প্রব্লেম। আর গেম এর মধ্যে সবথেকে বড়ো প্রব্লেম।
• গেম এর মধ্যে সুপারস্টার দের এন্ট্রি নেওয়ার কোনো ফীচার অ্যাড করা হয়নি। সুপারস্টার এন্ট্রি নেওয়ার ফীচার অ্যাড করার দরকার ছিল গেমটিতে।
• ম্যাচ জিতার পর সুপারস্টারদের সেলেব্রেশন করার যে ফীচার অ্যাড করা হয়েছে , তা সব সুপারস্টারের ক্ষেত্রেই প্রায় একই। এবং ম্যাচ শেষে তাদের মিউজিক ও একই আলাদা কোনো মিউজিক নেয়।
• Wrestling Revolution এর মতো গেমটি অতটা ওপেন এবংমজাদার নয়, আপনাকে ম্যাচের শুরুতে রিঙের মধ্যে রাখা হবে এবং ম্যাচ শেষেও রিঙের মধ্যেই। যা গেমটিকে বোরিং করে তুলেছে।
• এই গেমে এমন কোনো ফীচার নেয় যার দ্বারা আপনি কোনো সুপারস্টার কে এডিট বা আপনি নিজে একটি সুপারস্টার কে প্রতিষ্ঠিত করতে পারবেন।
•• মতামত ••
একটি নতুন এন্ড্রোইড WWEর হাই গ্রাফিক্স গেমের মজা নিতে চাইলে আপনি গেমটি ইনস্টল করতে পারেন। তবে আমার মতে এই গেমটির গ্রাফিক্স অনেকটা উন্নত হলেও ফীচার এর দিক দিয়ে Wrestling Revolution এর ধারে কাছেও যেতে পারবেনা।
ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
•• ডাউনলোড লিঙ্ক ••
ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
• লেখক ঃ Sumon SK