• Yes!Yes!Yes...! "Daniel Bryan"কিছু ডাক্তার দ্বারা মেডিকালি ক্লিয়ার্ড ঘোষিত হয়েছে। তিনি খুব শীঘ্রই রিং য়ে ব্যাক করতে যাচ্ছেন। কারণ মেডিকালি ক্লিয়ার নাকি সেটা "WWE" অফিসিয়ালরা চ্যাক করেছেন😊।
WWE-"Daniel Bryan"কে রিং একশনে ব্যাক করাতে চাচ্ছেন। আর "Daniel Bryan"ও রিংএকশনে রিটার্ন করতে ইচ্ছুক😍। তিনি টুইত করেছেন-"There was a time when WWE wouldn't let @RealKurtAngle compete."।
অর্থাৎ Kurt Angle ও একসময় মেডিকালি ক্লিয়ার্ড না হওয়ায় তাকে WWE-Ring একশনে রিটার্ন করান নি। তবে সে এখন রিং য়ে ব্যাক করেছেন। বুঝতেই পারছেন Daniel কি বুঝিয়েছে...😍There was a time when WWE wouldn't let @RealKurtAngle compete. Tonight he won a PPV main event in a TLC match 👏👏👏 #SoYourSayingTheresAChance— Daniel Bryan (@WWEDanielBryan) October 23, 2017
• Cm Punk Dana White এর সাথে এক সাক্ষাতকারে যাচ্ছেন UFC এর ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য :)
• এক সাম্প্রতিক ইন্টার্ভিউ তে WWE/TNA Hall of Famer, Kurt Angle, Dean Ambrose আর Seth Rollins এর সাথে টিম আপ করে The Miz, Miztourage, Kane, Braun Strowman এর বিপক্ষে ম্যাচ এ কমপিট করা নিয়ে মন্তব্য করেছেন।
তার ভাষ্যমতে, তিনি কখনো ভাবে নি যে তার রিটার্নিং ম্যাচ তিনি The Shield এর মতো পপুলার ফ্যাকশন এর অংশ হয়ে খেলবেন। তিনি The Shield এরও ভূয়সী প্রশংসা করেছেন। তার মতে The Shield, ইতিহাসের অন্যতম জনপ্রিয় একটি স্ট্যাবল। তিনি The Shield এর ফ্যান ছিলেন যখন থেকে The Shield, NXT তে ছিলো। এমনকি তিনি এই স্ট্যবল টিকে "Legendary " বলে আখ্যায়িত করেছেন।
• মুভিখোর দের জন্য এক দারুন খবর শুনা যাচ্ছে। আসছে Transformers এর নেক্সট সোলো মুভি Transformers Bumblebee তে John Cena কে লিড রোল হিসেবে কাস্ট করতে যাচ্ছে। আর এই মুভিটি রিলিজ পাবে ১৮ ডিসেম্বর, ২০১৮ তে।
• রেস্লার জনসিনার পর এবার আমরা ক্রিকেটার জনসিনা-কে দেখতে যাছি। 😂😂
WWE এর এই জনপ্রিয় রেস্লার কে আজ অস্ট্রেলিয়ান টি-২০ ফ্র্যাঞ্চাইজি লীগ বিগ ব্যাশ এর দল "সিডনি থান্ডার" এর টীম মেম্বার দের সাথে দেখা গেছে।
এক অনির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, কিছুদিন আগে রোমান রেইন্স এর কাছে পরাজিত হবার পর রেস্লিং এর প্রতি অনীহা প্রকাশ পেয়েছে। তাই খুব সম্ভবত বিগ ব্যাশ এর আগামী সিজন-এ তিনি "সিডনি থান্ডার" এর হয়ে ম্যাচ খেলবেন এবং ক্রিকেটার হিসেবে আত্মপ্রকাশ করবেন তিনি।
• New US Championship Belt Is Coming :
নতুন US Championship বেল্ট আসতেছে খুব শীঘ্রই..! TheFlorenceCivicCenter United Stated টাইটেলের জন্য একটি নতুন Design বের করেছে।😱😍
আগামী জানুয়ারি মাসের ২০ তারিখে অনুষ্টিত হতে যাওয়া একটি লাইভ ইভেন্টের পোস্টারে Corbin এর হাতে একটি নতুন US টাইটেল বেল্ট দেখা গিয়েছে। এবং সেই লাইভ ইভেন্ট যে এরিনা তে অনুষ্টিত হবে সেই এরিনার ফেইসবুক পেজেই এই পোস্টার আপলোড করা হয়েছে ✌
আগামী জানুয়ারি মাসের ২০ তারিখে অনুষ্টিত হতে যাওয়া একটি লাইভ ইভেন্টের পোস্টারে Corbin এর হাতে একটি নতুন US টাইটেল বেল্ট দেখা গিয়েছে। এবং সেই লাইভ ইভেন্ট যে এরিনা তে অনুষ্টিত হবে সেই এরিনার ফেইসবুক পেজেই এই পোস্টার আপলোড করা হয়েছে ✌
বেশ কয়েক মাসে আগেই রুমর উঠছিলো যে US টাইটেলের নতুন বেল্ট আসবে! তবে এখন এটা কনফার্ম যে খুব শীগ্রই US টাইটেলের নতুন বেল্ট রিলিজ করা হবে
• সম্প্রতি "Triple H" জানিয়েছেন India Tour এ তার ম্যাচ খেলার মূল কারণ Jinder কে Push দেওয়া। যাতে করে Future এ সে (Jinder) আরো ভালো করতে পারে।😂😂
• Lilian Garcia's Podcast এ "Brie Bella" জানিয়েছেন তার বোন "Nikki Bella" 2018 সালে আবারো রিংয়ে Return করবেন। তবে Brie র Return এর সম্ভাবনা খুব কম কারণ, তিনি তার সন্তানকে বেশি সময় দিতে চান।😎😘
• "Dave Meltzer" এর মতে, TJP (TJ Perkins) কে বর্তমানে দেখা যাচ্ছে না কারণ, WWE এর Creative প্যানেলের তাকে নিয়ে এই মুহূর্তে কোনো প্লান নেই।😥😥
• BustedOpenRadio তে Cody Rudhes জানিয়েছেন 2018 সালে ROH মেইন ইভেন্টের জন্য তিনি এবং Young Bucks অর্থ বহন করছেন। আর তিনি চান সেখানে Daniel Bryan এর সাথে একটি Championship ম্যাচ খেলতে।😮😮
• "Dave Meltzer" জানিয়েছেন WWE প্ল্যানিং করছে Next Week এ Absolution (Paige, Sonia Devil & Mandy Rose) এবং Bayley, Sasha Banks & Mickie James এর মধ্যে Rematch সেট করার।😑😑
• প্রথমে Rumor বের হয়েছিল "Brock Lesnar" Royal Rumble এ Finn Balor অথবা John Cena এদের দুজনের একজনের বিপক্ষে Title Defend করবেন। কিন্তু সম্প্রতি Wrestling বিশারদ "Dave Meltzer" বলেছেন Royal Rumble এ খুব সম্ভবত Brock তার Title Defend করবে না। এখন দেখা যাক শেষে কি হয়!😒😒
• Johnny Gargano হচ্ছেন NXT Championship এর New No1 Contender তিনি NXT Takeover Philly তে Cien Almas কে Face করবেন Title এর জন্য।😍😍
• ProWrestlingSheetRadio তে "James Mckeena" এবং "Ryan Stain" সম্প্রতি James Ellsworth কে Release করার পূর্বে তাকে নিয়ে কি Plan ছিল তা তুলে ধরেন। তারা জানান Release এর আগে Plan ছিল WM34 এ Ellsworth (v/s) Charlotte Flair হবে SD Live Women's Championship এর জন্য। আর August মাস থেকেই নাকি Creative Panel এর মাথায় এই Plan টি আসে। কিন্তু পরে তা কোনো এক কারণে Cancel হয়ে যায় এবং Ellsworth কে Release করে দেয়া হয়।😁😂
• "Stone Cold" মনে করেন Ruesv কে Smack Down Live এর টপ Guy দের মধ্যে একজন বানানো উচিত এবং তাকে (Rusev) একটি টাইটেল জেতানো উচিত। Stone Cold এর মতে, Rusev কে এই মুহূর্তে US Title এবং SummerSlam সিজনে WWE Title জেতানো উচিত। তার মতে, Rusev একজন Money Maker😮😀
• "Braun Strowman" জানিয়েছেন তিনি বর্তমানে যেভাবে Strongly Booking এবং Push পাচ্ছেন তাতে Locker Room এর অনেক Wrester নাখোশ। Braun এর মতে তারা Jealous Feel করছে। এত কিছু বললেও Braun ডিরেক্টলি কারো নাম উল্লেখ করেন নি।😎😎
• "Braun Strowman" জানিয়েছেন তিনি বর্তমানে যেভাবে Strongly Booking এবং Push পাচ্ছেন তাতে Locker Room এর অনেক Wrester নাখোশ। Braun এর মতে তারা Jealous Feel করছে। এত কিছু বললেও Braun ডিরেক্টলি কারো নাম উল্লেখ করেন নি।😎😎
• গতকাল ইসরাইল এ, Israel Football Team এর ফ্যানরা Undertaker এর ব্যানার ব্যবহার করে তাকে সন্মান প্রদর্শন করে...
• এই সপ্তাহে Smackdown Live-এ দেখতে পাওয়া যায় AJ Styles vs. Singh Brothers (2 on 1 Handicap Match)। যার মধ্যে AJ Styles জয়লাভ করেন। তারপর Jinder Mahal রেগে দিয়ে Singh Brothers দের Attack করেন।
এসব কিছুর পর Singh Brothers দের Talk is Jericho তে একটি Interview নেওয়া হয়। এই Interview-এ Singh Brothers-রা জানায়, তারা Jinder Mahal-এর সঙ্গে আর এগিয়ে যাওয়া টা পছন্দ করবেন না।
Singh Brothers-রা Interview-এ বলে, " আমাদের পরিচয় আমরা পেয়ে গিয়েছে। আমরা অনেক ভুল করেছি Jinder Mahal-এর সঙ্গে থেকে। যেহেতু আমরা Main Roster-এ পৌছে গেছি, তাই Jinder Mahal-এর সাথে আমাদের পথ এতটুকুই হতে পারে।"
যার কারণে বোঝায় যাচ্ছে, Jinder Mahal-এর সঙ্গে Singh Brothers দের Partnership শিঘ্রই ভাঙ্গতে চলেছে।
• এ বছর Wrestling Observer Hall of Fame এ AJ Styles কে ইন্ডাক্ট করা হয়েছে। এবং তার সাথে আছে Minoru Suzuki, Pedro Morales, Mark Lewin ও The Sharpe Brothers
• Dave Meltzer এর মতে Roman Wrestlemania এর আগে তার IC টাইটেল ড্রপ করবে এবং নতুন IC চ্যাম্পিয়ান হতে পারে Samoa Joe।
• Busted Open Radio তে ROH World Champion Cody Rhodes বলে, সে এবং The Young Bucks ২০১৮ সালে ROH এর যেই ইভেন্টটা আয়োজনের খরচ নিজেরা বহন করছে সেটার মেইন ইভেন্ট হিসেবে সে তার এবং Daniel Bryan এর মধ্যে ROH World Title এর ম্যাচ খেলতে চায়।
• আজকের NXT এর টিভি ট্যাপিং এ Sanity vs Undisputed Era ম্যাচ হয় ট্যাগ টিম চ্যাম্পিয়ানশীপ এর জন্য। উক্ত ম্যাচে Undisputed Era (Kyle O'Reilly and Bobby Fish) হারায় Sanity (Eric Young and Killian Dain) কে এবং হয়ে যায় আমাদের নতুন NXT Tag Team Champion
• আবার ও একটি অসাধারণ ম্যাচ দেখাগেলো আজকের NXT তে। যেখানে WWE এর UK ডিভিশন এর Tyler Bate ও Trent Seven মুখোমুখি হন WWE UK চ্যাম্পিয়ন Pete Dunne ও Mark Andrews.NXT মানেই অসাধারণ ম্যাচ উপভোগ করা 😍. কেউ দেখতে চাইলে নিচের লিংক থেকে ১০মিনিটের ফুল শো এর হাইলাইটস থেকে দেখে নিতে পারেন। MB বিফলে যাবে না।
ফুল শো এর ভিডিও ঃ
• আজকের NXT এপিসোড এ Johnny Gargano কে NXT টাইটেল এর জন্য No.1 Contender ঘোষণা করা হয়েছে। NXT Takeover Philadelphia/Philly তে NXT টাইটেল এর জন্য বর্তমান NXT চ্যাম্পিয়ন Andrade "Cien" Almas এর মুখোমুখি হবে Johnny Gargano😎
• WWE এর ইতিহাসের ১ম Women Grand Slam Champion Charlotte Flair... ।
• Happy 44th Birthday To Christian :
১৯৭৩ সালের কালকের দিনে কানাডায় জন্মগ্রহণ করেছিলেন প্রো-রেসলিংয়ের অন্যতম প্রতিভাবান এই রেসলার 👍
তার প্রো-রেসলিং ডেবিউ হয়েছিল ১৯৯৫ সালে...এবং রিটায়ার্ড নিয়েছিলেন ২০১৪ সালে! WWE ও TNA তে তিনি মোট ২২টি চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতেছিলেন! তিনি তার ক্যারিয়ারে মোট ৬ বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন ✌ তিনি WWE এর ২৩তম ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন ও ১১তম গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন! তার সিংগেলস ক্যারিয়ারে সেরা ফিউড : Vs Randy Orton(ব্যাক্তিগত চয়েস 😊) Edge এর সাথে মিলে তার একটি পোডকাস্ট ও আছে! পোডকাস্টের নামঃ- E & C Podcast 👍
জন্মদিন উপলক্ষে প্রো-রেসলিংয়ের অন্যতম গুণী এই রেসলার কে আমাদের পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অশেষ শুভকামনা..HBD Christian 👏👏
• গতকাল Smackdown Women's Division এর Naomi এর ৩০ তম জন্মদিন ছিল। Happy Birthday!
• লেখক : WWE 360, Xohirul Badol, Fahim Fam, Jahid Hossain, Siam Hossain.অন্যান্য নিউজ আপডেটএর জন্য এখানে ক্লিক করুন।