• WWE'র ইডিয়া ট্যুরে Jinder Mahal কে হারিয়েছে Triple H. প্রায় আধা ঘন্টা যাবত চলা এই ম্যাচে Jinder এর চেয়ে বেশি চিয়ার পেয়েছে Triple H.
ম্যাচ শেষে Jinder এর প্রশংসা করে Triple H এবং Singh Brother ও Jinder এর সাথে ইন্ডিয়ান "Bhangra" ড্যান্সও করে সে কিন্তু নাচ শেষে Sunil Singh কে Pedigree-ও দেয়।
এবং ম্যাচ শেষে জিন্ডার এর অসাধারন ব্যাবহার আমাদের মুগ্ধ করলো :) আমরা তাকে হেট করি কিন্তু তার মন কেমন কেউ জানার চেষ্টা করি না :(
• আবুধাবিতে Triple H কে হারিয়ে Intercontinental চ্যাম্পিয়নশিপ সফলভাবে ডিফেন্ড করেছে Roman Reigns.
ম্যাচ শেষে Reigns কে আক্রমণ করে Samoa Joe, Cesaro ও Sheamus কিন্তু Triple H, Rollins ও Ambrose মিলে Reigns কে সাহায্য করে।
এছাড়াও আবুধাবিতে Samoa Joe কে হারিয়েছে Finn Balor.
• Triple H, Sasha Banks, Jinder Mahal ও Enzo এর সাথে বলিউড তারকা Varun Dhawan. যারা জানেন না তাদের জন্য বলছি Varun আগে থেকেই WWE-র বড় ফ্যান তার আইডল Dwayne The Rock Johnson 😎😎😎
• সম্প্রতি Dave Meltzer জানিয়েছেন, তিনি ৯০% Sure যে WWE Former Superstar "The Master Of The 619" খ্যাত Rey Mysterio 2018-এ Royal Rumble P.P.V তে তার Shocking Return ঘটাতে যাচ্ছেন। 😱😱
আপনাদের বলে রাখি, Meltzer-এর সব কথা প্রায় সত্য হয়ে থাকে। তাই এই কথাটিও সত্য হতে পারে। দেখা যাক কি হয়। Waiting For Royal Rumble 2018।
• আগামী ডিসেম্বরের ২৭ তারিখে Madison Square Garden-এর একটি লাইভ ইভেন্টে Intercontinental চ্যাম্পিয়নশিপ ম্যাচে Roman Reigns এর মুখোমুখি হতে যাচ্ছে John Cena.
• WWE, রিসেন্টলি Shadia Bseiso কে সাইন করিয়েছে । এটা মধ্যপ্রাচ্য থেকে তাদের প্রথম ফিমেল সাইনিং । উল্লেখ্য Shadia Bseiso এর মার্শাল আর্টস এক্সপিরিয়েন্স আছে এবং সৌদিআরব এ সে একজন টিভি এনাউন্সার হিসেবে কাজ করত। ''Another historic moment here in #WWEAbuDhabi as we welcome @shadiabseiso, the first woman from the Middle East and Nasser Alruwayeh the first Kuwaiti signee, to @WWE. @WWEmena pic.twitter.com/DnFbZlazQL— Triple H (@TripleH) December 8, 2017
• "Elimination Chamber" PPV টা Raw এর হলেও Universal Champion The Beast Brock Lesnar পারফর্ম করবেন না। আমরা ইতিমধ্যে জেনে গেছি তিনি Royal Rumble এর মত বড় PPV তেও Title Defend করবেন না, সোজা Wrestlemania এর Main Event. -_-
• সম্প্রতি X-Pac12360 পডক্যাস্টে Austin Aries বলেছেন যে, তাকে অাবারো Impact Wrestling থেকে অফার করা হয়েছে। তিনি এখনো খেলামেলা কিছু বলেন নি। তবে অাশ্বাস দিয়েছেন যে তিনি ঠিক একদিন Impact Wrestling এ ফিরবেন।
• WWE ইতিহাসে প্রথমবারের মতো কোনো ফিমেইল রেসলার রেসলিং করেছেন। Sasha Banks Vs Alexa Bliss For The Raw Womens Title। এই ম্যাচের মাধ্যমে ইতিহাসের প্রথম কোনো ফিমেইল রেসলার হিসেবে UAE তে রেসলিং করেছেন Sasha Banks & Alexa Bliss। ম্যাচের বিজয়ী হলেন Alexa Bliss
• Wrestling Observer Radio এর লেটেস্ট এপিসোডে Dave Meltzer বলেছেন যে, Wwe অাবারো Daniel Bryan কে রিংয়ে ফেরাতে ইচ্ছুক। ইতোমধ্যে ডেনিয়েলকে রিংয়ে ফেরার জন্য ক্লিয়ার ঘোষণা করা হয়েছে। ধারণা করা হচ্ছে ২০১৮ সালের "Summerslam" এ তাকে ইন-রিং অ্যাকশনে দেখা যাবে। যেটি অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কে।
• সম্প্রতি Sportskeeda Wrestling এর সাথে এক ইন্টারভিউতে Jinder Mahal কে Singh Brothers থেকে অালাদা হওয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন Singh Brothers সব সময় অামার অনুগত। অার তার প্রমাণ তারা সব সময় দিয়েছে। তারা কোথাও যাচ্ছে না। অামার সাথেই থাকছে।
• প্রথমবারের মতো সিংগেল ম্যাচে নেক্সট উইকে মুখোমুখি হতে যাচ্ছেন Dean Ambrose & Samoa Joe। কয়েকটি সূত্রে জানা যায় Dean Ambrose নাকি অনেক অাগে থেকেই Samoa Joe এর সাথে ম্যাচ খেলতে চেয়েছিলেন। এটি নাকি তার ড্রিম ম্যাচ।
• Clash Of Champions পিপিভিতে হতে যাওয়া Aj Styles Vs Jinder Mahal ম্যাচটি সম্ভবত Street Fight ম্যাচ হবে। অপরদিকে ট্যাগ টিম ম্যাচটি এলিমিনেশন ম্যাচ হতে পারে।
• Dave Meltzer এর রিপোর্ট অনুযায়ী কয়েক সপ্তাহের মধ্যে ডেবিউ করতে পারেন Ronda Rousey। তার ট্রেনিং প্রায় শেষ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে Wwe ইতোমধ্যে Asuka Vs Ronda Rousey ম্যাচের প্ল্যান শুরু করে দিয়েছে।
• খুব সম্ভবত নতুন করে WWE এর সাথে কন্ট্রাক্ট সাইন করবেন না Dolph Ziggler। কন্ট্রাক্ট শেষ হলে তিনি অন্য কোনো প্রমোশনে চলে যাবেন। ধারণা করা হচ্ছে তিনি তার বর্তমান অবস্থা নিয়ে মোটেও সন্তুষ্ট নন।
• Abu Dhabi তে থাকাকালীন বালির চরে :3 গাড়ি চালানোর সময় একটা সমস্যা হয়। আর সেই সমস্যাটি হল বালির নিচে গাড়ির এক চাক্কা ঢুইকা যায়। :v যার থেকে মুক্তি পেতে Cesaro, Titus O'Neil & ইলিয়াস ভাইয়ের সর্বাত্মক প্রচেষ্টা।✌️
• গতকাল ৯ ডিসেম্বর, WWE সুপারস্টার ও RAW জেনারেল ম্যানেজার Kurt Angle'র ৪৯তম জন্মদিন ছিল।
• • লেখক : প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, WWE 360, MD Habibul Hasan।অন্যান্য নিউজ আপডেট এর জন্য এখানে ক্লিক করুন।