• Christmas edition of Raw-তে ব্যাক করতে পারেন John Cena. সম্প্রতি তাকে এডভারটাইস করা হচ্ছে সে RAW-এর জন্য।
• স্পোর্টস্কিডা রেস্লিংকে দেয়া এক সাক্ষাতকারে জিন্দার মহল বলেছে যে, বর্তমান সময়ের সেরা মেল প্রো রেস্লার হল এজে স্টাইলস এবং সেরা ফিমেল প্রো রেস্লার শার্লট ফ্লেয়ার!
অবশ্য আমিও সেটাই মনে করি, অন্ততপক্ষে কমপ্লিট প্যাকেজ বিবেচনায় তারাই সেরা। যেমন ভাল তাদের মাইক স্কিল, তেমনি ভাল তাদের ইন রিং স্কিল! কুদুস টু জিন্দার, সত্যটা অনায়াসে স্বীকার করার জন্য।
• NJPW World Tag League এ আজ উপস্থিত হয় Chris Jericho এবং Codebreaker দেয় Kenny Omega কে। এরপর Omega কে আক্রমণ করে রক্তাক্ত করে।
শেষে Omega কে এবং রিঙ এনাউন্সার Halliburton Cowboy কেও Codebreaker দেয় Jericho.
• Bray Wyatt vs. "Woken" Matt Hardy ম্যাচটির জন্য "The Wyatt Family Compound" ফিরিয়ে আনছে WWE.
এর আগে "The Wyatt Family Compound" এ মুখোমুখি হয়েছিল The Wyatt Family এবং The New Day.
• WWE cruiserweight superstar, Rich Swann (আসল নাম Richard Swann) কে বহিষ্কার করেছে WWE । প্রায় 12 ঘন্টা আগে তাকে বহিষ্কার করা হয়। Rich Swann কে তার আগে এরেস্ট করা হয়েছিলো "Domestic Violence"," Battery", "Kidnapping" এর জন্য। এক্ষেত্রে ভিকটিম বা আক্রান্ত ব্যক্তি হচ্ছে তার স্বীয় স্ত্রী। এ ঘটনা রটে যাওয়ার পর পরই তাকে বহিষ্কার করেছে WWE।
• গুজব উঠেছে যে ক্রুজারওয়েট ডিভিশনে ডেবিউয়ের পরপরই Hideo Itami একটা বড় পুশ পেতে পারে। এমনকি এটাও শোনা যাচ্ছে যে Rich Swann এর পরিবর্তে Cruiserweight Championship এর No. 1 Contenders ম্যাচে তাকে অ্যাড করা হতে পারে। ✌️
• সাম্প্রতিক এক ইন্টারভিউতে Wade Barrett তার 'Bad News' গিমিকটি ছাড়ার কারণটি উল্লেখ করে। সে বলে, "আমাকে নির্দিষ্টভাবে এই কারণটি দেখানো হয়েছিল যে, আমাকে আমার ক্যাচফ্রেস ‘I’m afraid I’ve got some bad news’ টি আর ব্যাবহার করতে দেওয়া হবে না। কারণ আমি তখন একজন হিল ছিলাম কিন্তু দর্শকরা আমাকে চিয়ার করত।"
"আমি ব্যাক্তিগতভাবে এ যুক্তিটার সাথে একমত না। আমার মতে তারা যদি আমাকে চিয়ার করে, তাহলে তাই হোক। আমি আগে কখনো বেবিফেস ক্যারেক্টার প্লে করিনি। কিন্তু এ সিদ্ধান্তটি আমার ক্ষমতার ঊর্ধ্বে ছিল কিন্তু সেটা কোন ব্যাপার ছিল না। তারপরেও আমি Bad News Barrett ছিলাম কিন্তু আমি কোন প্রোমো কাট করে কোন খারাপ খবর দিতাম না। তো আমি ভাবতে থাকি, কোন খারাপ খবর না দেওয়ার পরেও কেন আমাকে Bad News Barrett বলা হয়? সেটাই আমার ক্যারেক্টার পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়।"
• গতকাল ১১ ডিসেম্বর, সাবেক WWE ও বর্তমান Lucha Underground সুপারস্টার Rey Mysterio'র ৪৩তম জন্মদিন ছিল। তিনি মেক্সিকান প্রমোশন AAA ও Lucha Underground এর বর্তমানে রেগুলার রেসলিং করছেন। ধারণা করা হচ্ছে তিনি আগামী রয়্যাল রাম্বলে সারপ্রাইজ এন্ট্রি করতে পারেন! যদি এরকম হয় তাহলে সেটা নিশ্চই প্রো-রেস্লিং লাভারদের জন্য এক অসাধারণ মূহুর্ত হবে! অনেকদিন পর আবারোও তার রেসলিং জাদু দেখবে গোটা রেসলিং বিশ্ব!!
• WWE Clash of Champions আপডেট ম্যাচকার্ড
(অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর, ২০১৭)
১. WWE চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ AJ Styles (c) vs. Jinder Mahal.
২. Women's চ্যাম্পিয়নশিপ Lumberjill ম্যাচঃ Charlotte Flair (c) vs. Natalya.
৩. United States চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ Baron Corbin (c) vs. Bobby Rodde vs. Dolph Ziggler.
৪. Tag Team চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ The Usos (c) vs. The New Day vs. Shelton Benjamin ও Chad Gable vs. Rusev ও Aiden English
৫. Tag Team ম্যাচঃ Randy Orton ও Shinsuke Nakamura vs. Kevin Owens ও Sami Zayn
(গেস্ট রেফারীঃ Shane McMahon; Owens ও Sami হারলে তাদের বহিস্কার করা হবে।)
• "Top 5 Draft Rumor যেগুলা ২০১৮ তে হওয়ার সম্ভাবনা রয়েছে" :
◘ "Jindar Mahal" 'Raw' তে ড্রাফট হতে পারে এবং "Vince" মনে করেন যে, "Jinder" 'Raw' তে আরো বড় কিছু অর্জন করবে। 😛
◘ "Brawn Stowman" কে "SD Live" এ ড্রাফট করা হবে। যদিও সে এখন পর্যন্ত "Universal Title" জিতে নি কিন্তু "Vince"চাচ্ছেন তাকে "WWE Champ" বানানোর জন্য। ☺
◘ "Jeff Hardy" ২০১৮ এর এপ্রিল এর কাছাকাছি সময়ে ব্যাক করবে। ক্রিয়েটিভ প্যানেল তাকে "SD Live" এ ড্রাফট করার চিন্তাভাবনা করছে কিন্তু "Matt Hardy" 'Raw' তেই থাকবে। 😷
◘ "Roman Reigns" কে গত এপ্রিল এ "SD Live" এ মুভ করানোর কথা ছিল কিন্তু পরে এই সিদ্ধান্ত বাতিল হয়। কিন্তু "WWE'' এইবার তাকে "SD Live" এ ড্রাফট করার প্লানিং করছে। আর এটা হলে "The Shield" আবার ভাঙ্গত্তে যাচ্ছে। 😞
◘ বর্তমানে "SD Live" এ বলতে গেলে "AJ Styles" এর ই আধিপত্য চলছে। কিন্তু "Vince" তাকে "Raw" তে ট্রান্সফার করতে চাচ্ছে। 😒
• লেখক : প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, WWE 360, Ratul Islam Antor, Siam Hossain।সমস্ত নিউজ আপডেট দেখতে এখানে ক্লিক করুন।