আমরা সকলেই জানি এবং মানি,এই পৃথিবীতে কোন কিছুই পার্ফেক্ট নয়। আপনি যতই ছলা কলা-কৌশল করে পার্ফেক্ট হতে চান না কেনো, সম্পূর্ন ভাবে আপনি কখনোই পার্ফেক্ট হতে পারবেন না। তো এক্ষেত্রে আমাদের প্রিয় WWE ই বা বাদ পড়বে কেনো? দর্শক দের চাহিদার সাথে অমিল কিংবা কোম্পানির জন্য হুমকি স্বরুপ এমন অনেক কাজ ই আমাদের প্রিয় ভিন্স এবং WWE এর দ্বাড়া হয়েছে। যার ফলে তাদের বিশাল ফ্যানবেস সবথেকে বড় প্রো-রেসলিং কোম্পানি টি কেই ইম্পার্ফেশনিস্ট এর তকমা লাগিয়ে দিয়েছে। আজ আমার আলোচনার মূল বিষয় এই সম্পর্কেই। তাদের কিছু কিছু ডিসিশন গুলো এতটাই হরিবল ছিল যার জন্য এখন পর্যন্ত তাদের রিগ্রেট করতে হয়।


• "Announcing The Rock As The No.1 Contender Outta Nowhere On Raw 1000 Episode" :

অনেকে এর সাথে হয়ত সহমত না ও হতে পারেন। কিন্তু ইস্যু টা কে ক্রিটিক্যালি ঘাটলে তারাও সহমত ধারন করতে পারেন। এক্ষেত্রে সবথেকে বেশী কাজে দিবে উক্ত সিদ্ধান্তটির পরবর্তী সময়কালে কিরূপ প্রভাব পড়েছিল সে বিষয় গুলো বিবেচনার উপড়।

সময়টা ২০১২ এর ২৩ জুলাই। "মানডে নাইট র" এর ১০০০ তম এপিসোড ধুম ধামের সাথে পালিত হচ্ছে। সার্প্রাইজের পর সার্প্রাইজ। সকলেই বেজায় খুশি। তখন চলছিল CM Punk এর রাজত্ব। ডিফেন্ডিং চ্যাম্প হিসেবে মেইন ইভেন্ট তার ই করার কথা ছিল। সেই এপিসোডেই পাঙ্ক এবং ড্যানিয়েল ব্রায়ান এর সাথে এক সেগমেন্ট এ রক ইন্টারাপ্ট করেন এবং WWE ইউনিভার্স কে উদ্দেশ্য করে বলেন, "যে আগামী রয়্যাল রাম্বল(২০১৩) এর সময়কালে ডিফেন্ডিং চ্যাম্প থাকবে তাকে আমার বিপক্ষে সেই পিপিভিতেই তার টাইটেল ডিফেন্ড করতে হবে"। এতে ডিরেক্টলি কাওকে নির্দেশ না করা হলেও হার্ডকোর ফ্যান রা আচ করে ফেলে কি হতে চলেছিল। এই বিষয়ে সবার শিওরিটি আরও বিরাট আকার ধারন করে যখন সেই রাতেই রক কে পাঙ্ক আক্রমনের মাধ্যমে হীল টার্ন করেন। পাঙ্কের পাইপবম্বের থেকে অনেকেই জেনে থাকবেন যে, দি রক কে পার্সোনালি অপছন্দ করতেন পাঙ্ক।

তারপর যথারিতী পরের বছর এজ এক্সপেকটেড রয়াল রাম্বল এ হারেন পাঙ্ক। এরপর ই WWE থেকে কুইট করার সিদ্ধান্ত নেন। যদিও কিছু টার্ম এর জন্য তা আর হয়ে ওঠেনি। তবে এ না হয়ে ওঠার স্থায়িত্বকাল ছিল মাত্র এক বছর। কারন একবছর পরেই এরকম আরো কিছু বিষয়ে হতাশ হওয়ার পর ই পাঙ্ক লিভ নেন। 

তাদের উক্ত বিষয় টি কিরকম প্রভাব ফেলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা।


• "Releasing One Of The Most Promising Future Heel Muhammad Hassan" :

২০০৫-২০০৬ সাল পিরিয়ডে মুহাম্মাদ হাসান ছিলেন কোম্পানির অন্যতম টপ হিল। তাকে নিয়ে স্বয়ং ভিন্সের প্ল্যান ও ছিল খুব বড় রকমের। হবেই না বা ক্যানো? একজন হীল এর সবথেকে বেশী ট্যালেন্টের প্রকাশ ঘটে তার পাওয়া হীল হিটের মাধ্যমে। ইতিহাসে হয়তো খুব কম ব্যাক্তি তার মত হীল গেইন করতে পেরেছিল। সেই সময়কালে সে এক ইভেন্টে যে পরিমান বু পেতেন তা রোমান রেইন্সের সব বু মিলিয়ে বু এর থেকে কম(জাস্ট কিডিং)। এর অন্যতম কারন ছিল তার মুসলিম রোল প্লে করা(শালা আমেরিকান রা)। ঘটনার আগের সময়ে হাসান টেকার এর সাথে ফিউডে রত। কোন এক স্ম্যাক ডাউন এপিসোডে কয়েক জনকে নিয়ে তিনি মাস্ক পরিহিত অবস্থায় আন্ডারটেকার কে এটাক করেন(স্ক্রিপ্টেড)। এর ঠিক দুইদিন পরেই ইংল্যান্ডে একটি রেস্টুরেন্টে জংগী হামলা হয়। কিন্তু কাকতালীয় ভাবে হাসান যেই মাস্ক পড়ে টেকার কে হামলা করেছিল ঠিক সেই রকম মাস্ক পরিহিত অবস্থায় দুর্বৃত্তরা হামলা করে সেই রেস্টুরেন্ট টি তে। এ বিষয় টি সিয়াইএ সিসিটিভি ফুটেজে ধরা পড়ার ফলে জানতে পারে।

যদিও যেকোনও নরমাল বিবেকের মানুষ ই হাসান কে উক্ত হামলার জন্য দায়ী করবে না। কিন্তু USA Network হতে হাসান কে বিতর্কের মুখ হতে রিমুভ করার আদেষ দেয়া হয়। তাই WWE থেকে তাকে রিলিজ করে দেয়া হয়। ভিন্সের তাকে নিয়ে ছিল বিস্তর স্বপ্ন। হাসান কে-ই ইতিহাসের অন্যতম সেরা হিল করবার প্লান ছিল। কিন্তু তা আর হল না। যদিও পরে হাসান নির্দোষ প্রমানিত হয়। কিন্তু কলংকের দাগ সবসময়েই থেকে যায়। যার ফলে তাকে আর কোনদিন ই রিটার্ন করানো হয়নি।


• "Not Allowing Daniel Bryan Enter In the Royal Rumble Match" :

এই যাবতকালের অন্যতম সেরা টেকনিক্যাল রেসলার এবং সবথেকে পপুলার রেসলারের তকমা টা পাওয়ার অধিকারী হিসেবে নিজেকে দাবী করার ক্ষমতা রাখেন এই ব্যাক্তি টি। সময়টা ছিল ২০১৪। প্রতিটা র সিঙ্গেল এপিসোড ড্যানিয়েল ব্রায়ান চ্যান্টে মুখরিত থাকত। সেই বছর রয়াল রাম্বলের আগে ইন্টারনেটের কল্যাণে একটি গুজব ছড়ায় যে, ব্রায়ান ই জিততে পারেন রাম্বল টি। যার ফলে তার হার্ডকোড় ফ্যানরা অনেক আশা নিয়ে ইভেন্ট টি দেখতে বসে। পিপিভিটির কিক অফ শো তে একটি ম্যাচ খেলেন ওয়ায়েট ফ্যামিলির বিপক্ষে। কিন্তু মাচ টি হেরে যান। এরপর রয়াল রাম্বল ম্যাচ শুরু হলে শুরু থেকেই তার নামে চ্যান্টস শোনা যেতে থাকে। একে একে ২৯ জন এন্ট্রি নেয়ার পর সবাই ইয়েস ইয়েস চ্যান্টস করতে থাকে। কারন সবাই বুঝেছিল ব্রায়ানের এন্ট্রি নেয়া এখন কিছু মূহুর্তের ব্যাপার মাত্র। শেষ পর্যন্ত তাদের অপেক্ষা শেষ হতে চলেছে। ঘড়ির কাটা ১০,৯,৮ করতে করতে শূন্য তে এসে ঠেকলো। এখন শুধু পালা ব্রায়ানের এন্ট্রেন্স থিম টা বেজে উঠার এবং হিউজ একটা পপ দেয়ার। সবাই রেডি একটা হিস্টোরি এর অংশ হওয়ার জন্য। হঠাত শোনা গেলো Booyaka Bootaka থিম সঙ টি। ক্রাউড স্টান্ড। What just Happened? কে শোনে কার কথা। এরিনায় একটাই সাউন্ড। আর তা হল বু। বাতিস্তার রিটার্ন মাচ হলেও রেকর্ড পরিমান বু নিয়ে জিতলেন রাম্বল টি।পিপিভিটি ও হল সুপার ফ্লপ। এরপরে বাতিস্তার WWE ক্যারিয়ার কতটা বিষাদময় ছিল তা প্রতিটি রেসলিং ফ্যান জানেন।


• "Letting Roman Reigns Win The 2015 Royal Rumble" :

বর্তমান সময়ের সবথেকে বিতর্কিত রেসলার আমাদের রোমান রেইন্স। লাভার দের কাছে তিনি সর্বসেরা আর হেটার দের কাছে একজন ওভার রেটেড শিট। ২০১৫ সালের রয়াল রাম্বলের আগের র পর্যন্ত সব ঠিক ঠাক ই ছিল। ২০১৪ এর মাঝা মাঝি সময়ে ইঞ্জুড়ি তে পড়ে কিছুদিন পরে ব্যাক করে বেশ ভালো মোমেন্টামে ছিলেন। সে বছর ই স্মরনীয় বা উল্লেখযোগ্য কিছু না করেই বনে গেলেন "সুপারস্টার অফ দি ইয়ার"। কিন্ত আসল বিপত্তি ঘটল রাম্বল এ গিয়ে। এবারও কেইস টা ড্যানিয়েল ভাই কে নিয়েই। ড্যানিয়েল ব্রায়ান ম্যাচের মধ্যম সময়ে এন্ট্রি নেন। এবার সবাই বেশ আশা নিয়ে বসেছেন তাদের হিরো কে রাম্বল জিততে দেখার জন্যে। কিন্তু বিধিবাম, ব্রে ওয়ায়েট ব্রায়ানের ঠিক ৫ মিনিটের মাথায় তাকে এলিমিনেট করে দেন। ব্যাস এরপর আবার ২০১৪ সালের ঘটনার রিপিট টেলিকাস্ট।চারদিকে শুধু একটাই শব্দ। আর তা হল বু। বলা যায়, রীতিমত বু বৃষ্টি শুরু হয়ে গেলো। এরপর যখন রোমান এর এন্ট্রেন্স হিট করল মনে হল বু এর জ্বালায় এরিনার ছাদ ঊড়ে গেলো। রোমানের ভাগ্য ভালো ক্রাউড দের মধ্য দিয়ে এন্ট্রি নেয়ার সময় দর্শকদের হাতে প্যাদানির শিকার হয় নি। যাই হোক, মাথা গরম পাবলিক দের বিষয়ে কথা হচ্ছেনা। এরপরের দৃশ্যপট সবাই জানেন। এরিনায় শেষের দিকে কিছু ইন্টেরেস্টিং চ্যান্ট হয়েছিল। যেমন: We Want refunds(আমরা টাকা ফেরত চাই), Bullshit, We Want Rusev। এমনকি তাকে বু এর হাত থেকে বাচাতে পারেন নি স্বয়ং দি গ্রেট ওয়ান ও। এরপর রোমানের জন্য ক্রাউডের গলা ফাটানো চিয়ার দেখার সৌভাগ্য আমাদের আর হয়নি। সাথে সেই রাম্বলের ক্রাউড এটা ও বুঝিয়ে দিলেন যে, তারা Philadelphia এর মাল। সর্বোপরি এটি ছিল নি:সন্দেহে WWE এর অন্যতম ভুল সিলেকশন। 


• "Not Paying Headaches To The Crowd" :

প্রো-রেসলিং এর মূল চালিকা শক্তি হচ্ছে ক্রাউড। একটি প্রো-রেসলিং কোম্পানি তত বেশী সাক্সেস্ফুল যত বেশী ক্রাউড তারা সিক করতে পারে। কিন্তু যদি এমন টা হয় যে, যাদের জন্য এত আয়োজন তাদের কে-ই অবহেলা করা?

হ্যা, ভিন্সের এহেন কর্মকান্ড কারোর ই অজানা নয়। অনেকের হয়তো এ নিয়ে মাথা ব্যাথার ও শেষ নেই। কিন্তু লেট মি সে সাম। ভিন্স ডাজেন্ট গিভ আ শিট হোয়াট ইউ ডু। তিনি সম্পূর্ন তার নিজের ইচ্ছার উপড় নির্ভর করে চলেন। এই বিষয় টা আমি বুদ্ধিমান দের উপড় ছেড়ে দিলাম। কারন এখানে আমি কাউকে উল্লেখ করে কথা বলবোনা।

ভিন্স অনেক আন-ডিজার্ভিং ট্যালেন্ট কে এমন ভাবে আমাদের সামনে উপস্থিত করেছেন যাতে মনে হয় যে, প্রো-রেসলিং এর সবথেকে সেরা রেসলার টি আমাদের সামনে বর্তমান। একের পর এক আন-ডিজার্ভিং পুশ, টাইটেল উইনিং, অটো অপার্চুনিটি ইত্যাদির মাধ্যমে আমাদের জোড় করে তার ইচ্ছা গুলো হজম করানো হচ্ছে।

কিন্তু তাই বলে তার কাজের দিকে আঙুল তোলার দু:সাহস বা যোগ্যতা কোনটাই আমার হয়নি। কারন তিনি কতটা সাক্সেস্ফুল একজন বিজনেস ম্যান তা তার বর্তমান পজিশন ই বলে দেয়।

এটিটিউড এরার সময়কালে অস্টিন এবং রক কে ভিন্স পার্সোনালি পছন্দ করতেন না। যা আপনারা অনেকেই জেনে থাকবেন ক্লিক পোস্টের মাধ্যমে। কিন্তু তা-ও কেনো তারা আজ গ্রেটনেসের চরম শিখরে?

কারন তাদের বর্তমান পজিশনের পেছনে দায়ী ছিল ফ্যান দের চাহিদা। পিজি এরার ড্যানিয়েল ব্রায়ানের ফ্যান বেস ও যে এরকম চাহিদাসম্পন্ন ছিল তা-ও কারও অজানা নয়।

কিন্তু বর্তমান সময়কালে ক্রাউড কে থোরাই কেয়ার করা হয়। এরিনায় উপস্থিত হবেন না? ব্যাপার না, সিটের উপড় অন্ধকার রাখা হবে যাতে এম্পটি সিট গুলো ক্যামেরায় ধরা না পড়ে। গলা ফাটিয়ে চিয়ার করবেন না? ব্যাপার না। এইগুলা এখন ইডিটিং করা যায় ভাইজান।

মূল কথা হচ্ছে, এসব-ই কিন্তু তার ভূল সিদ্ধান্তের অন্তর্গত। যা আমার কাছে একজন সত্যিকার প্রো-রেসলিং ফ্যান হিসেবে কোনভাবেই কাম্য নয়।
• লেখক ঃ ‎Saifullah Noman‎ , WWE 360।

WWE এর করা কিছু ঐতিহাসিক ভুল!

আমরা সকলেই জানি এবং মানি,এই পৃথিবীতে কোন কিছুই পার্ফেক্ট নয়। আপনি যতই ছলা কলা-কৌশল করে পার্ফেক্ট হতে চান না কেনো, সম্পূর্ন ভাবে আপনি কখনোই পার্ফেক্ট হতে পারবেন না। তো এক্ষেত্রে আমাদের প্রিয় WWE ই বা বাদ পড়বে কেনো? দর্শক দের চাহিদার সাথে অমিল কিংবা কোম্পানির জন্য হুমকি স্বরুপ এমন অনেক কাজ ই আমাদের প্রিয় ভিন্স এবং WWE এর দ্বাড়া হয়েছে। যার ফলে তাদের বিশাল ফ্যানবেস সবথেকে বড় প্রো-রেসলিং কোম্পানি টি কেই ইম্পার্ফেশনিস্ট এর তকমা লাগিয়ে দিয়েছে। আজ আমার আলোচনার মূল বিষয় এই সম্পর্কেই। তাদের কিছু কিছু ডিসিশন গুলো এতটাই হরিবল ছিল যার জন্য এখন পর্যন্ত তাদের রিগ্রেট করতে হয়।


• "Announcing The Rock As The No.1 Contender Outta Nowhere On Raw 1000 Episode" :

অনেকে এর সাথে হয়ত সহমত না ও হতে পারেন। কিন্তু ইস্যু টা কে ক্রিটিক্যালি ঘাটলে তারাও সহমত ধারন করতে পারেন। এক্ষেত্রে সবথেকে বেশী কাজে দিবে উক্ত সিদ্ধান্তটির পরবর্তী সময়কালে কিরূপ প্রভাব পড়েছিল সে বিষয় গুলো বিবেচনার উপড়।

সময়টা ২০১২ এর ২৩ জুলাই। "মানডে নাইট র" এর ১০০০ তম এপিসোড ধুম ধামের সাথে পালিত হচ্ছে। সার্প্রাইজের পর সার্প্রাইজ। সকলেই বেজায় খুশি। তখন চলছিল CM Punk এর রাজত্ব। ডিফেন্ডিং চ্যাম্প হিসেবে মেইন ইভেন্ট তার ই করার কথা ছিল। সেই এপিসোডেই পাঙ্ক এবং ড্যানিয়েল ব্রায়ান এর সাথে এক সেগমেন্ট এ রক ইন্টারাপ্ট করেন এবং WWE ইউনিভার্স কে উদ্দেশ্য করে বলেন, "যে আগামী রয়্যাল রাম্বল(২০১৩) এর সময়কালে ডিফেন্ডিং চ্যাম্প থাকবে তাকে আমার বিপক্ষে সেই পিপিভিতেই তার টাইটেল ডিফেন্ড করতে হবে"। এতে ডিরেক্টলি কাওকে নির্দেশ না করা হলেও হার্ডকোর ফ্যান রা আচ করে ফেলে কি হতে চলেছিল। এই বিষয়ে সবার শিওরিটি আরও বিরাট আকার ধারন করে যখন সেই রাতেই রক কে পাঙ্ক আক্রমনের মাধ্যমে হীল টার্ন করেন। পাঙ্কের পাইপবম্বের থেকে অনেকেই জেনে থাকবেন যে, দি রক কে পার্সোনালি অপছন্দ করতেন পাঙ্ক।

তারপর যথারিতী পরের বছর এজ এক্সপেকটেড রয়াল রাম্বল এ হারেন পাঙ্ক। এরপর ই WWE থেকে কুইট করার সিদ্ধান্ত নেন। যদিও কিছু টার্ম এর জন্য তা আর হয়ে ওঠেনি। তবে এ না হয়ে ওঠার স্থায়িত্বকাল ছিল মাত্র এক বছর। কারন একবছর পরেই এরকম আরো কিছু বিষয়ে হতাশ হওয়ার পর ই পাঙ্ক লিভ নেন। 

তাদের উক্ত বিষয় টি কিরকম প্রভাব ফেলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা।


• "Releasing One Of The Most Promising Future Heel Muhammad Hassan" :

২০০৫-২০০৬ সাল পিরিয়ডে মুহাম্মাদ হাসান ছিলেন কোম্পানির অন্যতম টপ হিল। তাকে নিয়ে স্বয়ং ভিন্সের প্ল্যান ও ছিল খুব বড় রকমের। হবেই না বা ক্যানো? একজন হীল এর সবথেকে বেশী ট্যালেন্টের প্রকাশ ঘটে তার পাওয়া হীল হিটের মাধ্যমে। ইতিহাসে হয়তো খুব কম ব্যাক্তি তার মত হীল গেইন করতে পেরেছিল। সেই সময়কালে সে এক ইভেন্টে যে পরিমান বু পেতেন তা রোমান রেইন্সের সব বু মিলিয়ে বু এর থেকে কম(জাস্ট কিডিং)। এর অন্যতম কারন ছিল তার মুসলিম রোল প্লে করা(শালা আমেরিকান রা)। ঘটনার আগের সময়ে হাসান টেকার এর সাথে ফিউডে রত। কোন এক স্ম্যাক ডাউন এপিসোডে কয়েক জনকে নিয়ে তিনি মাস্ক পরিহিত অবস্থায় আন্ডারটেকার কে এটাক করেন(স্ক্রিপ্টেড)। এর ঠিক দুইদিন পরেই ইংল্যান্ডে একটি রেস্টুরেন্টে জংগী হামলা হয়। কিন্তু কাকতালীয় ভাবে হাসান যেই মাস্ক পড়ে টেকার কে হামলা করেছিল ঠিক সেই রকম মাস্ক পরিহিত অবস্থায় দুর্বৃত্তরা হামলা করে সেই রেস্টুরেন্ট টি তে। এ বিষয় টি সিয়াইএ সিসিটিভি ফুটেজে ধরা পড়ার ফলে জানতে পারে।

যদিও যেকোনও নরমাল বিবেকের মানুষ ই হাসান কে উক্ত হামলার জন্য দায়ী করবে না। কিন্তু USA Network হতে হাসান কে বিতর্কের মুখ হতে রিমুভ করার আদেষ দেয়া হয়। তাই WWE থেকে তাকে রিলিজ করে দেয়া হয়। ভিন্সের তাকে নিয়ে ছিল বিস্তর স্বপ্ন। হাসান কে-ই ইতিহাসের অন্যতম সেরা হিল করবার প্লান ছিল। কিন্তু তা আর হল না। যদিও পরে হাসান নির্দোষ প্রমানিত হয়। কিন্তু কলংকের দাগ সবসময়েই থেকে যায়। যার ফলে তাকে আর কোনদিন ই রিটার্ন করানো হয়নি।


• "Not Allowing Daniel Bryan Enter In the Royal Rumble Match" :

এই যাবতকালের অন্যতম সেরা টেকনিক্যাল রেসলার এবং সবথেকে পপুলার রেসলারের তকমা টা পাওয়ার অধিকারী হিসেবে নিজেকে দাবী করার ক্ষমতা রাখেন এই ব্যাক্তি টি। সময়টা ছিল ২০১৪। প্রতিটা র সিঙ্গেল এপিসোড ড্যানিয়েল ব্রায়ান চ্যান্টে মুখরিত থাকত। সেই বছর রয়াল রাম্বলের আগে ইন্টারনেটের কল্যাণে একটি গুজব ছড়ায় যে, ব্রায়ান ই জিততে পারেন রাম্বল টি। যার ফলে তার হার্ডকোড় ফ্যানরা অনেক আশা নিয়ে ইভেন্ট টি দেখতে বসে। পিপিভিটির কিক অফ শো তে একটি ম্যাচ খেলেন ওয়ায়েট ফ্যামিলির বিপক্ষে। কিন্তু মাচ টি হেরে যান। এরপর রয়াল রাম্বল ম্যাচ শুরু হলে শুরু থেকেই তার নামে চ্যান্টস শোনা যেতে থাকে। একে একে ২৯ জন এন্ট্রি নেয়ার পর সবাই ইয়েস ইয়েস চ্যান্টস করতে থাকে। কারন সবাই বুঝেছিল ব্রায়ানের এন্ট্রি নেয়া এখন কিছু মূহুর্তের ব্যাপার মাত্র। শেষ পর্যন্ত তাদের অপেক্ষা শেষ হতে চলেছে। ঘড়ির কাটা ১০,৯,৮ করতে করতে শূন্য তে এসে ঠেকলো। এখন শুধু পালা ব্রায়ানের এন্ট্রেন্স থিম টা বেজে উঠার এবং হিউজ একটা পপ দেয়ার। সবাই রেডি একটা হিস্টোরি এর অংশ হওয়ার জন্য। হঠাত শোনা গেলো Booyaka Bootaka থিম সঙ টি। ক্রাউড স্টান্ড। What just Happened? কে শোনে কার কথা। এরিনায় একটাই সাউন্ড। আর তা হল বু। বাতিস্তার রিটার্ন মাচ হলেও রেকর্ড পরিমান বু নিয়ে জিতলেন রাম্বল টি।পিপিভিটি ও হল সুপার ফ্লপ। এরপরে বাতিস্তার WWE ক্যারিয়ার কতটা বিষাদময় ছিল তা প্রতিটি রেসলিং ফ্যান জানেন।


• "Letting Roman Reigns Win The 2015 Royal Rumble" :

বর্তমান সময়ের সবথেকে বিতর্কিত রেসলার আমাদের রোমান রেইন্স। লাভার দের কাছে তিনি সর্বসেরা আর হেটার দের কাছে একজন ওভার রেটেড শিট। ২০১৫ সালের রয়াল রাম্বলের আগের র পর্যন্ত সব ঠিক ঠাক ই ছিল। ২০১৪ এর মাঝা মাঝি সময়ে ইঞ্জুড়ি তে পড়ে কিছুদিন পরে ব্যাক করে বেশ ভালো মোমেন্টামে ছিলেন। সে বছর ই স্মরনীয় বা উল্লেখযোগ্য কিছু না করেই বনে গেলেন "সুপারস্টার অফ দি ইয়ার"। কিন্ত আসল বিপত্তি ঘটল রাম্বল এ গিয়ে। এবারও কেইস টা ড্যানিয়েল ভাই কে নিয়েই। ড্যানিয়েল ব্রায়ান ম্যাচের মধ্যম সময়ে এন্ট্রি নেন। এবার সবাই বেশ আশা নিয়ে বসেছেন তাদের হিরো কে রাম্বল জিততে দেখার জন্যে। কিন্তু বিধিবাম, ব্রে ওয়ায়েট ব্রায়ানের ঠিক ৫ মিনিটের মাথায় তাকে এলিমিনেট করে দেন। ব্যাস এরপর আবার ২০১৪ সালের ঘটনার রিপিট টেলিকাস্ট।চারদিকে শুধু একটাই শব্দ। আর তা হল বু। বলা যায়, রীতিমত বু বৃষ্টি শুরু হয়ে গেলো। এরপর যখন রোমান এর এন্ট্রেন্স হিট করল মনে হল বু এর জ্বালায় এরিনার ছাদ ঊড়ে গেলো। রোমানের ভাগ্য ভালো ক্রাউড দের মধ্য দিয়ে এন্ট্রি নেয়ার সময় দর্শকদের হাতে প্যাদানির শিকার হয় নি। যাই হোক, মাথা গরম পাবলিক দের বিষয়ে কথা হচ্ছেনা। এরপরের দৃশ্যপট সবাই জানেন। এরিনায় শেষের দিকে কিছু ইন্টেরেস্টিং চ্যান্ট হয়েছিল। যেমন: We Want refunds(আমরা টাকা ফেরত চাই), Bullshit, We Want Rusev। এমনকি তাকে বু এর হাত থেকে বাচাতে পারেন নি স্বয়ং দি গ্রেট ওয়ান ও। এরপর রোমানের জন্য ক্রাউডের গলা ফাটানো চিয়ার দেখার সৌভাগ্য আমাদের আর হয়নি। সাথে সেই রাম্বলের ক্রাউড এটা ও বুঝিয়ে দিলেন যে, তারা Philadelphia এর মাল। সর্বোপরি এটি ছিল নি:সন্দেহে WWE এর অন্যতম ভুল সিলেকশন। 


• "Not Paying Headaches To The Crowd" :

প্রো-রেসলিং এর মূল চালিকা শক্তি হচ্ছে ক্রাউড। একটি প্রো-রেসলিং কোম্পানি তত বেশী সাক্সেস্ফুল যত বেশী ক্রাউড তারা সিক করতে পারে। কিন্তু যদি এমন টা হয় যে, যাদের জন্য এত আয়োজন তাদের কে-ই অবহেলা করা?

হ্যা, ভিন্সের এহেন কর্মকান্ড কারোর ই অজানা নয়। অনেকের হয়তো এ নিয়ে মাথা ব্যাথার ও শেষ নেই। কিন্তু লেট মি সে সাম। ভিন্স ডাজেন্ট গিভ আ শিট হোয়াট ইউ ডু। তিনি সম্পূর্ন তার নিজের ইচ্ছার উপড় নির্ভর করে চলেন। এই বিষয় টা আমি বুদ্ধিমান দের উপড় ছেড়ে দিলাম। কারন এখানে আমি কাউকে উল্লেখ করে কথা বলবোনা।

ভিন্স অনেক আন-ডিজার্ভিং ট্যালেন্ট কে এমন ভাবে আমাদের সামনে উপস্থিত করেছেন যাতে মনে হয় যে, প্রো-রেসলিং এর সবথেকে সেরা রেসলার টি আমাদের সামনে বর্তমান। একের পর এক আন-ডিজার্ভিং পুশ, টাইটেল উইনিং, অটো অপার্চুনিটি ইত্যাদির মাধ্যমে আমাদের জোড় করে তার ইচ্ছা গুলো হজম করানো হচ্ছে।

কিন্তু তাই বলে তার কাজের দিকে আঙুল তোলার দু:সাহস বা যোগ্যতা কোনটাই আমার হয়নি। কারন তিনি কতটা সাক্সেস্ফুল একজন বিজনেস ম্যান তা তার বর্তমান পজিশন ই বলে দেয়।

এটিটিউড এরার সময়কালে অস্টিন এবং রক কে ভিন্স পার্সোনালি পছন্দ করতেন না। যা আপনারা অনেকেই জেনে থাকবেন ক্লিক পোস্টের মাধ্যমে। কিন্তু তা-ও কেনো তারা আজ গ্রেটনেসের চরম শিখরে?

কারন তাদের বর্তমান পজিশনের পেছনে দায়ী ছিল ফ্যান দের চাহিদা। পিজি এরার ড্যানিয়েল ব্রায়ানের ফ্যান বেস ও যে এরকম চাহিদাসম্পন্ন ছিল তা-ও কারও অজানা নয়।

কিন্তু বর্তমান সময়কালে ক্রাউড কে থোরাই কেয়ার করা হয়। এরিনায় উপস্থিত হবেন না? ব্যাপার না, সিটের উপড় অন্ধকার রাখা হবে যাতে এম্পটি সিট গুলো ক্যামেরায় ধরা না পড়ে। গলা ফাটিয়ে চিয়ার করবেন না? ব্যাপার না। এইগুলা এখন ইডিটিং করা যায় ভাইজান।

মূল কথা হচ্ছে, এসব-ই কিন্তু তার ভূল সিদ্ধান্তের অন্তর্গত। যা আমার কাছে একজন সত্যিকার প্রো-রেসলিং ফ্যান হিসেবে কোনভাবেই কাম্য নয়।
• লেখক ঃ ‎Saifullah Noman‎ , WWE 360।