WWE বর্তমানে দুই নৌকো তে পা দিয়ে চলছে। একদিকে তাদের দরকার ভালো রেসলিং, অপরদিকে এন্টারটেইনমেন্ট। এর ফলে তারা কোনো দিকেই ভালো ভাবে মনোযোগ দিতে পারছে না। এটিটিউড এরা তে WWE, তাদের শো গুলোকে এন্টারটেইনমেন্ট বা আনন্দদায়ক করতে চেয়েছিলো এবং এজন্য বেশ সফল হয়েছিল। রুথলেস এগ্রেশন এরা তে তারা আবার রিঙ এ রেসলিং এর দিকে বেশি মনোযোগ দেয়। WWE এর মোটামুটি সিংহভাগ হার্ডকোর, ব্রুটাল রেসলিং, এক্সট্রিম মান্যুভারস, এক্সট্রিম মোমেন্ট আমরা এই তেই দেখতে পেয়েছিলাম। এতে এন্টারটেইনমেন্ট ছিলো তবে প্রধান ফোকাস ছিলো ইন-রিঙ কেমিস্ট্রি, এবিলিটি,পারফরমেন্স এর ওপর।
বর্তমানে রিয়ালিটি এরা / নিউ এরা তে WWE দু দিক তথা রেসলিং ও এন্টারটেইনমেন্ট এর প্রতি মনোযোগ দিয়েছে। যার ফলে কোনোএকটি ও যেন সঠিকভাবে উপস্থাপিত হচ্ছে না। বর্তমানের সেগমেন্ট গুলো যেন নিরস, মুভ গুলো তে যেন বৈচিত্রতা নেই। বৈচিত্র্যহীন অনুষ্ঠান দেখতে দেখতে সবাই যেন আস্তে আস্তে বিরক্তি অনুভব করছে।
New Japan Pro Wrestling কে দেখুন! বস্তুত, তারা এন্টারটেইনমেন্ট এর প্রতি কোনো দাম ই দেয় না। এতে করে কী তাদের দর্শক কমে গিয়েছে? উঁহু, তারা প্রতিবছর ধীরে ধীরে গ্লোবাল মার্কেট এ নিজেদের স্থান দখল করছে, হয়ত এজন্যই গতবছরের থেকে এ বছর তাদের ফ্ল্যাগশিপ ইভেন্ট "Wrestle Kingdom" এর টিকিট বিক্রি প্রায় 20% বেড়ে গিয়েছে। আপনি ROH কে দেখুন , CZW দেখুন, Lucha Underground দেখুন। সবাই কেবল একটি দিক ওর উপর ই ফোকাস করছে, কেউ কেউ রেসলিং এর ওপর, কেউ এন্টারটেইনমেন্ট এর ওপর। আর WWE দু- নৌকো তে পা দিতে গিয়েছে বছর বছর রেটিং হারাচ্ছে। এটিটিউড এরা তে WWE এর গড় রেটিং চার এর নিচে যাবে কেউ ভাবতে ই পারে নি। আর এখন 2.1 হচ্ছে WWE-এর গড় রেটিং। WWE তো তাদের সর্বকালের সেরা এক ট্যালেন্টেড রোস্টার পেয়েছে, তবুও কেন রেটিং এত কম? এর পেছনে কারণ বলতে গেলে সেই একটি-ই, দু-নৌকো তে পা দিয়ে চলা।
• লেখক ঃ Tasnim Wasith