• Brock Lesner's Next In Royal Rumble :
আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে,আমাদের "Brock Lesner" পরের বছর "Royal Rumble"পিপিভিতে টাইটেল ডিফেন্ড করতে যাচ্ছেন। আর এই ব্যাপারটা গতকাল "র" তেই এনাউন্স হয়ে গিয়েছে।
যাই হোক,গতকাল "র" তে Braun Stroman V/S Kane ম্যাচ হয়েছিল। যেখানে Kurt Angle এনাউন্স করেছিল যে ম্যাচটি যে জিতবে সে Royal Rumble-এ Brock এর সাথে Universal Title এর জন্য খেলবে। কিন্তু ম্যাচটি Double-Count Out এর মাধ্যমে শেষ হয়। ফলে Lesner এর অপনেন্ট এখনো ঠিক হয় নি।
কিন্তু বর্তমানে WWE PLAN করছে যে Royal Rumble এ Triple Threat Match আয়োজন করতে। আর সেই ম্যাচটি Brock Vs Kane Vs Stroman। আর এটিই এখন ভিন্স দাদুর প্ল্যান। তবে আমাদের ভিন্স দাদু যেকোনো মূহুর্তে আবার তার প্ল্যান পরিবর্তন করতে পারে।
• Steve Austin Praised about Roman vs Cesaro :
আজকের RAW তে আমরা দেখি যে, WWE IC চ্যাম্পিয়ন Roman Reigns vs WWE Tag Team চ্যাম্পিয়ন Cesaro ম্যাচ হয় Intercontinental টাইটেল এর জন্য। বলাবাহুল্য যে এই ম্যাচটি বেশ ভালো ছিলো এবং ম্যাচটিতে সিজারোকে স্পেয়ার মারার মাধ্যমে রোমান জয়লাভ করে।
কিন্তু ম্যাচ শেষে সাবেক WWE সুপারস্টার Steve Austin তাদের প্রশংসা করে টুইটারে এক টুইটের মাধ্যমে।
— Steve Austin (@steveaustinBSR) December 12, 2017
তাছাড়া রোমান এক টুইটের মাধ্যমে সিজারোকে ধন্যবাদ দেয় এত সুন্দর ম্যাচ উপহার দেয়ার জন্য।
Say what you want about @WWECesaro but the man is one of a kind in the ring.— Roman Reigns (@WWERomanReigns) December 12, 2017
Mad respect for the fight he brought tonight. Def #SteppedUp but not enough to #TakeIt... #AndStill #Raw
• PW Insider তাদের রিপোর্টে জানিয়েছে, সাবেক TNA স্টার Rockstar Spud আগামী সপ্তাহ থেকে WWE-তে তার ক্যারিয়ার শুরু করতে যাচ্ছে।
• Clash of Champions এ Randy Orton ও Shinsuke Nakamura vs. Kevin Owens ও Sami Zayn ম্যাচে স্পেশাল গেস্ট রেফারী হিসাবে থাকবে Shane McMahon ও Daniel Bryan.
এই ম্যাচে Owens ও Sami হেরে গেলে তাদের WWE বহিস্কার করা হবে।
• Dave Meltzer জানিয়েছে Royal Rumble এ Braun Strowman এবং Kane এর বিপক্ষে Universal চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করবে Brock Lesnar. Kane কে এই ম্যাচে অন্তর্ভুক্ত করার মূল কারন হচ্ছে যাতে Kane কে পিন করে Lesnar ম্যাচ জিততে পারে। কারন Vince McMahon চায় না Strowman কে দ্বিতীয়বারের মতো পিন করে Brock ম্যাচ জিতুক।
• খুব শীঘ্রই Watchman এর একটা টিভি সিরিজ আসতে চলেছে আর রুমর শুনা যাচ্ছে যে এতে ড. ম্যানহ্যাটন এর রোল প্লে করবে John Cena. কিছুদিন ধরে সিনা তার সোশ্যাল অ্যাকাউন্টে এ বিষয় নিয়ে কিছুটা ইঙ্গিত দিয়ে আসছে। ☺☺
• কয়েক সপ্তাহ আগে WWE Facebook Live এ যেই রেসলিং শো করতে চেয়েছিল সেটা একটা Mixed Tag Match Challenge হবে। অর্থাৎ এক টিমে একজন মহিলা ও একজন পুরুষ থাকবে। এভাবে তারা রেসলিং করবে। মহিলা-পুরুষ একে-অপরের বিপক্ষে খেলতে পারবে না।
আপনার এরকম একটা ড্রিম টিমের নাম বলেন যেখানে একজন পুরুষ আর একজন মহিলা রেসলার থাকবে। আমরটা:- Braun Strowman আর Nia Jax
• সম্প্রতি Chasing Glory With Lilian Garcia এ Paige জানায়, ইন্টারনেটে তার আপত্তিকর ছবি এবং ভিডিও প্রকাশ পাওয়ার পর সে আত্মহত্যার পরিকল্পনা করেছিল।
Paige কে সম্প্রতি Lilian Garcia's এর ইন্টারভিউ তে দেখা যায়। ইন্টারভিউ টি প্রায় ৯০ মিনিটের ও উপরে ছিল। তাকে প্রশ্ন করা হয় তিনি কেমন বোধ করেছেন যখন তার সেক্স ভিডিও + পিক লিক হয়েছে। তখন তিনি বলেন তিনি খুব কষ্ট পেয়েছেন। এগুলা বার হউয়ার পর তিনি নানা রকম আতংকে ছিলেন। তার পরিবার বন্ধুরা আত্মীয় রা তাকে ফোনে টেক্সট + ইমেইল করে লজ্জা দিয়েছিলেন।
• Times Of India র Recently এক Interview তে WWE Superstar এবং Intercontinental Champion "Roman Reigns" কে প্রশ্ন করা হয় Shield Brothers দের মধ্যে কে বেশি তার আপন? "Dean Ambrose" নাকি "Seth Rollins"?
তখন Roman এক কথায় উত্তর দেন যে Ambrose কে তিনি তার প্রকৃত বন্ধু মনে করেন। তখন তাকে আবারো Question করা হয় যে তিনি Ambrose কে কেন নিজের আপনজন মনে করেন এবং Seth কে কেনো নয়? প্রতিউত্তরে Roman যা বলেছিল তা ছিল সত্যই অদ্ভুত এবং মজাদার!-
অবশ্যই Ambrose কে আমি আমার কাছের মানুষের মধ্যে একজন মনে করি। এতে কোনো সন্দেহ নেই। কারণ, Ambrose তো আর আমাকে Chair দিয়ে মারে নি!
• Dainik Jagran এর মতে WWE অতি তাড়াতাড়ি India তে ১টা wrestling academy খুলতে পারে। রেসলার হবার ইচ্ছা আছে যার যার এখনই রেডি হন। :p
• ঐশ্বরিয়া রায় বচ্চনের প্রতি দুর্বল জিন্দার মহল :
সম্প্রতি একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন জিন্দার। এ সময় তিনি জানান, উঠতি বয়সে অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রেমে পড়েছিলেন তিনি। জিন্দার মহল বলেন, ‘আমি উঠতি বয়সে ঐশ্বরিয়ার প্রতি অনেক দুর্বল ছিলাম। আমি তার তাল (১৯৯৯) সিনেমাটি দেখতাম এবং এখনো প্রায়ই দেখি। জুনিয়র বচ্চন (অভিষেক বচ্চন) অনেক ভাগ্যবান একজন ব্যক্তি।’
রেসলিং রিংয়ে সঙ্গী হিসেবে বলিউডের কাউকে বেছে নিতে হলে অক্ষয় কুমারকে চান তিনি। ‘বলিউডের নায়করাও সব অসাধারণ। হৃতিক রোশান, অক্ষয় কুমার, টাইগার শ্রফ এবং সালমান খানের শারীরিক গড়ন অনেক সুন্দর এবং আমি তাদের সম্মান করি। যদি কখনো তাদের কাউকে এক ম্যাচে সঙ্গী হিসেবে নিতে হয় তা হলে অক্ষয়কে বেছে নিব, কারণ তিনি অনেক ফিট এবং তার মার্শাল আর্ট জানা আছে। রিংয়ের মধ্যে তিনি অনেক ভালো করবেন’ -বলেন এই রেসলার 😃
• PWMania এর তথ্যমতে Lince Dorado কে কয়েক সপ্তাহ আগে প্রায় রিলিজ করে দেওয়া হয়েছিল। কারণ তার বিরুদ্ধে ১জন creative staff member অভিযোগ করেছিল যে storyline এর ব্যাপারে Lince এর দেওয়া কিছু আইডিয়া সে রিজেক্ট করার কারণে সে তাকে হুমকি দেয়। 😂
• WWE 2K18 খেলার পর কয়েকজন রেসলারের রেটিং নিয়ে Rusev এর মতামত:
"আমার রেটিং ৮৪? ১ বছর ধরে অপরাজিত একজন স্টার কিভাবে ৮৪ রেটিং পায়? আমি ট্যাংকে চড়ে Wrestlemania তে John Cena এর বিপক্ষে ম্যাচ খেলেছি।" 👍
"Sami Zayn এর আমার চেয়ে বেশি রেটিং পেয়েছে। যে কিনা নিজের পেটের লোম রেজর দিয়ে পরিষ্কার করে তার আমার থেকে বেশি রেটিং পাওয়া উচিত না।" 😂
"Shane McMahon আর আমার রেটিং সমান, কেন? সে বছরে শুধুমাত্র ১২বার রেসলিং করে" 😀
"Enzo এর রেটিং ৭৪?? তার যোগ্যতা অনুযায়ী ৭৪ অনেক। এমনিতেও তার কখনো রেসলিং করা উচিত না।" 😆
"Aiden English এর রেটিং মাত্র ৭৫? Rusev Day এর সমর্থনের জন্য তার রেটিং অন্তত ৮৫ থাকা উচিত।" 👏
• Noam Dar knee injury তে ভুগছে। এটা ঠিক হতে কয়েক সপ্তাহ লাগবে।
• Chris Jericho কনফারেন্সে এসে বলেন সে Kenny Omega কে হারিয়ে দিবেন Wrestle Kingdom 12 তে এবং এটিই হবে kenny এর শেষ ম্যাচ। _ Holy Shit 😲 তারপর Kenny Omega Jericho কে এট্যাক করেন।
• NJPW Wrestle Kingdom 12 Matchcard :
January 4 2018 তে হবে #NJPW-এর বছরের সবচেয়ে বড় এই Pay-per-view-টি এবং সেটি হবে Tokyo Dome-এ at Tokyo Japan
◘ IWGP Heavyweight Championship:
- Kazuchika Okada© vs Tetsuya Naito
◘ IWGP United States Championship:
- Kenny Omega© vs Chris Jericho
◘ IWGP Intercontinental Championship:
- Hiroshi Tanahashi© vs Jay White
◘ IWGP Tag Team Championship:
- Killer Elite Squad© (Davey Boy Smith Jr & Lance Archer) vs NEVER Openweight Six-Man Tag Team Champions Los Ingobernables de Japon (Evil & Sanada)
◘ IWGP Junior Heavyweight Championship:
(fatal four way match)
- Marty Scurll© vs Hiromu Takahashi vs Kushida vs Will Osprea
◘ IWGP Junior Heavyweight Tag Team Championship:
Roppongi 3K© (Sho & Yoh) vs Young Bucks (Matt Jackson & Nick Jackson)
◘ ROH World Championship:
Cody Rhodes© vs Kota Ibushi
• লেখক : প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, WWE 360, Siam Hossain, ** সব কিছু মিস করলে ও রেসলিং দেখা মিস করিনা **।অন্যান্য নিউজ আপডেট দেখতে এখানে ক্লিক করুন।