• WWE তাদের ওয়েবসাইটে জানিয়েছে ট্রাইসেপের ইনজুরিতে ভুগছে Dean Ambrose। গতকাল RAW-তেও তাকে হাতে প্রতিরক্ষামূলক গার্ড পড়ে থাকতে দেখা যায়, মূলত Ambrose এর ট্রাইসেপের পেশী ছিঁড়ে গিয়েছে। WWE আরও জানিয়েছে এই ইনজুরির জন্য আগামীবছর WrestleMania মিস করতে যাচ্ছে Ambrose। 


• আগামী বছর থেকে সীমিত শিডিউলে কাজ করবে Randy Orton। বিভিন্ন রিপোর্ট অনুসারে ২০১৮ এর পুরো ফেব্রুয়ারি ও মার্চ মাস রিঙের বাইরে থাকবে Orton। 


• WWE Superstar "John Cena" সম্প্রতি এক Interview তে জানিয়েছেন 5 Time Ballon D'Or বিজয়ী "Cristiano Ronaldo" হচ্ছেন তার Favourite Footballer

Cena বলেন যদি তাকে কোনো Footballer এর নাম বলতে বলা হয় তাহলে তিনি শুরু এবং শেষ দুটোই করবেন Cristiano Ronaldo র নাম দিয়ে। আর Cena এই কথা গুলো জানান Football Expert "Mark Lowrenson" কে BBC এর এক Interview তে।

এরপর Cena কথা বলেন Premier League নিয়ে এবং জানান Premier League এর কোনো ম্যাচই তিনি এখন পর্যন্ত Live দেখতে পারেন নি। এরপর Cena 2008 সালে একবার Tottenham Ground এ গিয়েছিলেন তার স্মৃতিচারণা করেন।


• গত Raw তে Raw এর কমিশনার Stephanie McMahon জানিয়ে দেন, যে WWE এর নেক্সট PPV RR এ 1st Ever Women's Battle Royal ম্যাচ হবে। এখন Prediction অনুযায়ী ম্যাচটি জিততে পারেন Asuka / Paige। 

Rumors মতে, Royal rumble এর Battle Royal ম্যাচে রিটার্ন করতে পারেন Bella Twins। তাছাড়া ম্যাচটিতে রিটার্ন করার সম্ভাবনা আছে Kharma রো (TNA's Awesome Kong)।


• বিভিন্ন রিপোর্ট অনুসারে পুরুষদের মতো Women's Royal Rumble এও ৩০ জন প্রতিযোগী থাকবে। Dave Meltzer এর মতে, UFC স্টার Ronda Rousey এই ম্যাচের অংশ হতে পারে। 


• বিভিন্ন বেটিং সাইটের মতে এইবারের Royal Rumble জেতার দৌড়ে এগিয়ে আছে John Cena, Roman Reigns, Shinsuke Nakamura, AJ Styles এবং Seth Rollins। 


• গত RAW-তে অভিষেক হয়েছে Hideo Itami'র। Finn Balor কে The Miztourage আক্রমণ করলে Hideo আসে এবং Balor কে সাহায্য করে। পরে Tag Team ম্যাচে Miztourage কে হারায় Balor ও Itami.


• রিউমরগুলি সত্য প্রমাণিত করে, Royal Rumble এ Triple Threat ম্যাচে Kane ও Braun Strowman এর বিপক্ষে Universal চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করবে Brock Lesnar.


• খুব সম্ভবত The Demon Kane এইবার Wrestle Mania তেই খেলতে পারেন তার Career এর শেষ ম্যাচ। আর তার প্রতিপক্ষ হবে Braun Strowman। এই জন্য তাদের ফিউডকে Mania পর্যন্ত লম্বা করা হচ্ছে। আর তার Wrestling Career এর সমাপ্তির কারন হলো সামনে তার Political Career ও বয়স।


• গত SmackDown Live এপিসোডের এক সেগমেন্টে Dolph Ziggler তার ইউএস টাইটেল রিংয়ে রেখে চলে যায়, এতে অনেকে মনে করছে Dolph চলে গেছে WWE ছেড়ে!

কিন্তু রুমোর অনুযায়ী, দুই-এক সপ্তাহের মধ্যেই নতুন ডিজাইন করা ইউএস টাইটেল ও সম্পূর্ণ নতুন থিম সং নিয়ে হাজির হবে Dolph Ziggler । The new Dolph era is gonna begin baybay, সেইসঙ্গে টাইটেলের ডিজাইনটাও কিন্তু সুন্দর <3 ।


• রিসেন্টলি Dave Meltzer Wrestling Observer Radio তে বলেন যে ফরমার ROH Tag Team Champions "War Machine" কে কিছুদিন আগে মেডিকাল টেস্ট করতে দেখা গেছে WWE এর সাথে সাইন করার জন্য।

কিন্তু তারা কখন ডেবিউ করবে তা এখনো জানা যায় নি। কিন্তু একটা বেপার ক্লিয়ার যে তারা প্রথমে NXT তে Join করবে এবং এটা আশা করা যায় যে আমরা আরেকবার তাদের সাথে Kyle O'Reilly and Bobby Fish দের ফেস অফ দেখতে পারবো 😍


• Charlotte কে টপকে Alexa Bliss আজ হয়ে গিয়েছে longest reigning Raw Women's Champion.


• গত WWE 205 Live এ একটি ম্যাচে রিং সাইড থেকে Kalisto এর মুখ বরাবর একটি পানি ভর্তি বোতল ছুড়া হয়, এতে করে বড় কোন দুর্ঘটনা ঘটে যেতে পারতো। এটি যে কোন WWE fan এরই কাজ হবে।

• High-grade triceps tendon injury তে পড়েছেন Dean Ambrose । তাকে সার্জারি করাতে হবে। এর জন্য বেশ কিছুূদিন তিনি রিং একশনের বাইরে থাকবেন। মিস করতে পারেন WM ও 😞। আশা করি তিনি দ্রুত আরোগ্য লাভ করবেন।

• Charlotte কে পিছনে ফেলে Alexa Bliss এখন longest reigning Raw Women's Champion

• Mixed Match এর জন্য Charlotte এখনো তার পার্টনার চুস করেন নি। তবে Aj Styles / Boby Roode এর মধ্যে একজন হবে তার পার্টনার।

• Hideo Itami আজ 205 live এ Debut করেছেন। Debut Match এ তিনি Colin Delaney কে হারিয়েছেন।


• অাজকের Monday Night Raw তে অ্যানাউন্স করা হয়েছে যে, "Brock Lesnar" অাগামী Royal Rumble পিপিভিতে একটি ট্রিপল থ্রেট ম্যাচে তার ইউনিভার্সাল টাইটেল ডিফেন্ড করবেন। ম্যাচের বাকি দু'জন হলেন Kane এবং Braun Strowman। 👏👏

• ২০১৮ সালের রয়েল রাম্বল পিপিভিতে Wwe ইতিহাসে প্রথমবারের মতো "Women's Royal Rumble" ম্যাচ অনুষ্ঠিত হবে। Stephanie McMahon অফিশিয়ালি অাজকের Monday Night Raw তে বিষয়টি অ্যানাউন্স করেন। গুজব ছড়িয়েছে যে এই ম্যাচে রিটার্ন করতে পারেন The Queen Of Queens খ্যাত Trish Stratus😍😍 অপরদিকে Paige তার টুইটারে এক টুইটের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে, এই ম্যাচে তিনি জিতবেন। 

• নেক্সট মানডে নাইট Raw তে রিটার্ন করতে চলেছেন The Champ John Cena। ☺☺

• প্রথম ব্যক্তি হিসেবে ২০১৮ সালের রয়েল রাম্বল ম্যাচে নিজের এন্ট্রি অ্যানাউন্স করেছেন Elias

• Cagesite Seats এর তথ্যমতে, Mojo Rawley কে পুশ দিতে ইচ্ছুক ক্রিয়েটিভ প্যানেল। শুনা যাচ্ছে মিড কার্ডে বড় ধরনের কোনো পুশ দেওয়া হবে তাকে।

• অাজকের মানডে নাইট Raw তে ইঞ্জুরিতে পড়েছেন Dean Ambrose। PWinsider এর সূত্রমতে, অনেক অাগে থেকে তার কনুইতে (Elbow) সমস্যা ছিল। অাজকে তিনি তার ডান বাহুতে অাঘাত পেয়েছেন। অাপাতত তাকে একটি লোকাল মেডিকেলে ভর্তি করানো হয়েছে। এক্স-রে করার পর জানা যাবে যে তার ইঞ্জুরি কতটা গুরুতর। 😰🔫

• সম্প্রতি WSVN-TV এর সাথে এক ইন্টারভিউতে Goldberg অাবারো Wwe তে অাসার ইচ্ছে জানান। তিনি বলেন, অামি অন্তত অার একবারের জন্য হলেও Wwe তে ম্যাচ খেলতে চাই। ইন্টারভিউতে তিনি বলেন ২০১৬ সালের সারভাইভর সিরিজ পিপিভিতে অরিজিনাল প্ল্যান ছিল ব্রক লেসনারকে জেতানো। অার হেরে গোল্ডবার্গ কিছুদিন Wwe এর বাইরে থাকবেন। কিন্তু গোল্ডবার্গ Wwe এর বাইরে থাকতে ইচ্ছুক ছিলেন না। যার কারণে এই ম্যাচে গোল্ডবার্গকে জেতানো হয়েছিল।

• Clash Of Champions পিপিভিতে Women's Championship ম্যাচে হারার পর অনেক গুজব ছড়িয়েছে যে Natalya তার ক্যারিয়ারের ইতি টানবেন। কিন্তু Natalya তার টুইটারে ইঙ্গিত দিয়েছেন যে তিনি অবসর নিচ্ছেন না। 

• নতুন থিম সং পেতে যাচ্ছেন Tamina Snuka। তার নতুন থিম সং এর নাম "What You Think"। অামেরিকান সময় অনুযায়ী ২১শে ডিসেম্বর এই থিম সংটি রিলিজ হবে।

• অাজকের NJPW প্রেস কনফারেন্সে NJPW এর চেয়ারম্যান Naoki Sugabayashi জানিয়েছেন যে, Wrestle Kingdom 12 তে হতে যাওয়া Jericho Vs Omega ম্যাচটি হবে একটি No DQ ম্যাচ।

• রেসলম্যানিয়ার ৩৪তম অাসরের জন্য The Viper Randy Orton কে নিয়ে কোনো প্ল্যান করা হয় নি। সর্বশেষ ১২ই ফেব্রুয়ারী ২০১৮ সালের এক লাইভ ইভেন্টের সিডিউলে তাকে রাখা হয়েছে। এর পরবর্তী কোনো ইভেন্ট বা ম্যাচের জন্য তাকে সংযুক্ত করা হয় নি। তার মানে এটাই যে, The Viper Randy Orton এবারের রেসলম্যানিয়া মিস করতে পারেন।  😒😰

• সম্প্রতি Ryback তার পডক্যাস্টে বলেছেন যে, Wwe তাকে উল্টা-পাল্টাভাবে ইউজ করেছিল। কখনো Goldberg, অাবার কখনো বা Brock Lesnar এর মতো করতে চেয়েছিল। অপরদিকে তিনি চেয়েছিলেন পরবর্তী বেবি ফেইস রেসলার হতে। কিন্তু নির্দিষ্ট কোনো বুকিং না দিয়ে উল্টা-পাল্টাভাবে ইউজ করায় তিনি নিজেকে প্রমাণ করার সুযোগ পান নি। ✌👌


• Stone Cold এর শো তে এ সপ্তাহের গেস্ট হয়ে আসছেন ELIAS! Austin এই Elias এর একজন huge fan.😎

• HHH আজ Hideo Itami কে main roster এ welcome জানিয়েছেন।👌

• PWInsider তথ্যমতে, Ricochet, ২০১৮ তে WWE এর চুক্তি সাইন করতে পারেন।

• Triple H নিজের টুইটারে Women's Royal Rumble Match নিয়ে কমেন্ট করেছেন।

• নিজের টুইটারে Paige বলেছেন, তিনি হতে চলেছেন ১ম নারী RR বিজয়ী।😂

• ধারণা করা হচ্ছে এবারের women’s Royal Rumble এ সারপ্রাইজ এন্ট্রি নিতে পারেন Ronda Rousey। 😍


• Rolling Stone ম্যাগাজিন The Miz কে ২০১৭ সালের সেরা WWE রেসলার হিসেবে আখ্যায়িত করেছে। চলুন এক নজরে দেখে নিই তাদের ২০১৭ সালের নির্বাচিত তালিকাটি =>

The Best of the Rest:

◘  Wrestler of the Year for 2017 - Miz

◘ Runner-Up Wrestler of the Year (Male)-Braun Strowman

◘ Runner-Up Wrestler of the Year (Female)- Pick 'Em – Alexa Bliss

◘ Tag Team of the Year-The Usos

◘ Comeback of the Year- Jinder Mahal

◘ One-Night-Only Face Turn of the Year-Neville

◘ Overdue Title Run of the Year- Natalya

◘ Most Overdue Yet-to-Be Title Holder of the Year -Nia Jax

◘ Most Welcome Loss of Sanity of the Year-Matt Hardy

◘ Best Fake Onscreen Authority of the Year-Stephanie McMahon

◘ Gamesmanship of the Year- The Ascension

◘ Most Promising Youngster of the Year-Chad Gable

◘ Eeriest Entrance of the Year- Asuka

◘ Most Bittersweet Exit of the Year-James Ellsworth

◘ Most Improbably Awesome Match of the Year- Survivor Series' Team Angle Vs. Team McMahon

◘ Actual Match of the Year-New Day vs. The Usos

◘ Best Posture- Kurt Angle
• লেখক : প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, আরিয়ান রেহান, Ariful Kader Ak, Al Mobin Shanto‎, Wrestling 360।
অন্যান্য নিউজ আপডেট দেখতে এখানে ক্লিক করুন। 

WWE রেসলিং খবর, ২১/১২/২০১৭


• WWE তাদের ওয়েবসাইটে জানিয়েছে ট্রাইসেপের ইনজুরিতে ভুগছে Dean Ambrose। গতকাল RAW-তেও তাকে হাতে প্রতিরক্ষামূলক গার্ড পড়ে থাকতে দেখা যায়, মূলত Ambrose এর ট্রাইসেপের পেশী ছিঁড়ে গিয়েছে। WWE আরও জানিয়েছে এই ইনজুরির জন্য আগামীবছর WrestleMania মিস করতে যাচ্ছে Ambrose। 


• আগামী বছর থেকে সীমিত শিডিউলে কাজ করবে Randy Orton। বিভিন্ন রিপোর্ট অনুসারে ২০১৮ এর পুরো ফেব্রুয়ারি ও মার্চ মাস রিঙের বাইরে থাকবে Orton। 


• WWE Superstar "John Cena" সম্প্রতি এক Interview তে জানিয়েছেন 5 Time Ballon D'Or বিজয়ী "Cristiano Ronaldo" হচ্ছেন তার Favourite Footballer

Cena বলেন যদি তাকে কোনো Footballer এর নাম বলতে বলা হয় তাহলে তিনি শুরু এবং শেষ দুটোই করবেন Cristiano Ronaldo র নাম দিয়ে। আর Cena এই কথা গুলো জানান Football Expert "Mark Lowrenson" কে BBC এর এক Interview তে।

এরপর Cena কথা বলেন Premier League নিয়ে এবং জানান Premier League এর কোনো ম্যাচই তিনি এখন পর্যন্ত Live দেখতে পারেন নি। এরপর Cena 2008 সালে একবার Tottenham Ground এ গিয়েছিলেন তার স্মৃতিচারণা করেন।


• গত Raw তে Raw এর কমিশনার Stephanie McMahon জানিয়ে দেন, যে WWE এর নেক্সট PPV RR এ 1st Ever Women's Battle Royal ম্যাচ হবে। এখন Prediction অনুযায়ী ম্যাচটি জিততে পারেন Asuka / Paige। 

Rumors মতে, Royal rumble এর Battle Royal ম্যাচে রিটার্ন করতে পারেন Bella Twins। তাছাড়া ম্যাচটিতে রিটার্ন করার সম্ভাবনা আছে Kharma রো (TNA's Awesome Kong)।


• বিভিন্ন রিপোর্ট অনুসারে পুরুষদের মতো Women's Royal Rumble এও ৩০ জন প্রতিযোগী থাকবে। Dave Meltzer এর মতে, UFC স্টার Ronda Rousey এই ম্যাচের অংশ হতে পারে। 


• বিভিন্ন বেটিং সাইটের মতে এইবারের Royal Rumble জেতার দৌড়ে এগিয়ে আছে John Cena, Roman Reigns, Shinsuke Nakamura, AJ Styles এবং Seth Rollins। 


• গত RAW-তে অভিষেক হয়েছে Hideo Itami'র। Finn Balor কে The Miztourage আক্রমণ করলে Hideo আসে এবং Balor কে সাহায্য করে। পরে Tag Team ম্যাচে Miztourage কে হারায় Balor ও Itami.


• রিউমরগুলি সত্য প্রমাণিত করে, Royal Rumble এ Triple Threat ম্যাচে Kane ও Braun Strowman এর বিপক্ষে Universal চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করবে Brock Lesnar.


• খুব সম্ভবত The Demon Kane এইবার Wrestle Mania তেই খেলতে পারেন তার Career এর শেষ ম্যাচ। আর তার প্রতিপক্ষ হবে Braun Strowman। এই জন্য তাদের ফিউডকে Mania পর্যন্ত লম্বা করা হচ্ছে। আর তার Wrestling Career এর সমাপ্তির কারন হলো সামনে তার Political Career ও বয়স।


• গত SmackDown Live এপিসোডের এক সেগমেন্টে Dolph Ziggler তার ইউএস টাইটেল রিংয়ে রেখে চলে যায়, এতে অনেকে মনে করছে Dolph চলে গেছে WWE ছেড়ে!

কিন্তু রুমোর অনুযায়ী, দুই-এক সপ্তাহের মধ্যেই নতুন ডিজাইন করা ইউএস টাইটেল ও সম্পূর্ণ নতুন থিম সং নিয়ে হাজির হবে Dolph Ziggler । The new Dolph era is gonna begin baybay, সেইসঙ্গে টাইটেলের ডিজাইনটাও কিন্তু সুন্দর <3 ।


• রিসেন্টলি Dave Meltzer Wrestling Observer Radio তে বলেন যে ফরমার ROH Tag Team Champions "War Machine" কে কিছুদিন আগে মেডিকাল টেস্ট করতে দেখা গেছে WWE এর সাথে সাইন করার জন্য।

কিন্তু তারা কখন ডেবিউ করবে তা এখনো জানা যায় নি। কিন্তু একটা বেপার ক্লিয়ার যে তারা প্রথমে NXT তে Join করবে এবং এটা আশা করা যায় যে আমরা আরেকবার তাদের সাথে Kyle O'Reilly and Bobby Fish দের ফেস অফ দেখতে পারবো 😍


• Charlotte কে টপকে Alexa Bliss আজ হয়ে গিয়েছে longest reigning Raw Women's Champion.


• গত WWE 205 Live এ একটি ম্যাচে রিং সাইড থেকে Kalisto এর মুখ বরাবর একটি পানি ভর্তি বোতল ছুড়া হয়, এতে করে বড় কোন দুর্ঘটনা ঘটে যেতে পারতো। এটি যে কোন WWE fan এরই কাজ হবে।

• High-grade triceps tendon injury তে পড়েছেন Dean Ambrose । তাকে সার্জারি করাতে হবে। এর জন্য বেশ কিছুূদিন তিনি রিং একশনের বাইরে থাকবেন। মিস করতে পারেন WM ও 😞। আশা করি তিনি দ্রুত আরোগ্য লাভ করবেন।

• Charlotte কে পিছনে ফেলে Alexa Bliss এখন longest reigning Raw Women's Champion

• Mixed Match এর জন্য Charlotte এখনো তার পার্টনার চুস করেন নি। তবে Aj Styles / Boby Roode এর মধ্যে একজন হবে তার পার্টনার।

• Hideo Itami আজ 205 live এ Debut করেছেন। Debut Match এ তিনি Colin Delaney কে হারিয়েছেন।


• অাজকের Monday Night Raw তে অ্যানাউন্স করা হয়েছে যে, "Brock Lesnar" অাগামী Royal Rumble পিপিভিতে একটি ট্রিপল থ্রেট ম্যাচে তার ইউনিভার্সাল টাইটেল ডিফেন্ড করবেন। ম্যাচের বাকি দু'জন হলেন Kane এবং Braun Strowman। 👏👏

• ২০১৮ সালের রয়েল রাম্বল পিপিভিতে Wwe ইতিহাসে প্রথমবারের মতো "Women's Royal Rumble" ম্যাচ অনুষ্ঠিত হবে। Stephanie McMahon অফিশিয়ালি অাজকের Monday Night Raw তে বিষয়টি অ্যানাউন্স করেন। গুজব ছড়িয়েছে যে এই ম্যাচে রিটার্ন করতে পারেন The Queen Of Queens খ্যাত Trish Stratus😍😍 অপরদিকে Paige তার টুইটারে এক টুইটের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে, এই ম্যাচে তিনি জিতবেন। 

• নেক্সট মানডে নাইট Raw তে রিটার্ন করতে চলেছেন The Champ John Cena। ☺☺

• প্রথম ব্যক্তি হিসেবে ২০১৮ সালের রয়েল রাম্বল ম্যাচে নিজের এন্ট্রি অ্যানাউন্স করেছেন Elias

• Cagesite Seats এর তথ্যমতে, Mojo Rawley কে পুশ দিতে ইচ্ছুক ক্রিয়েটিভ প্যানেল। শুনা যাচ্ছে মিড কার্ডে বড় ধরনের কোনো পুশ দেওয়া হবে তাকে।

• অাজকের মানডে নাইট Raw তে ইঞ্জুরিতে পড়েছেন Dean Ambrose। PWinsider এর সূত্রমতে, অনেক অাগে থেকে তার কনুইতে (Elbow) সমস্যা ছিল। অাজকে তিনি তার ডান বাহুতে অাঘাত পেয়েছেন। অাপাতত তাকে একটি লোকাল মেডিকেলে ভর্তি করানো হয়েছে। এক্স-রে করার পর জানা যাবে যে তার ইঞ্জুরি কতটা গুরুতর। 😰🔫

• সম্প্রতি WSVN-TV এর সাথে এক ইন্টারভিউতে Goldberg অাবারো Wwe তে অাসার ইচ্ছে জানান। তিনি বলেন, অামি অন্তত অার একবারের জন্য হলেও Wwe তে ম্যাচ খেলতে চাই। ইন্টারভিউতে তিনি বলেন ২০১৬ সালের সারভাইভর সিরিজ পিপিভিতে অরিজিনাল প্ল্যান ছিল ব্রক লেসনারকে জেতানো। অার হেরে গোল্ডবার্গ কিছুদিন Wwe এর বাইরে থাকবেন। কিন্তু গোল্ডবার্গ Wwe এর বাইরে থাকতে ইচ্ছুক ছিলেন না। যার কারণে এই ম্যাচে গোল্ডবার্গকে জেতানো হয়েছিল।

• Clash Of Champions পিপিভিতে Women's Championship ম্যাচে হারার পর অনেক গুজব ছড়িয়েছে যে Natalya তার ক্যারিয়ারের ইতি টানবেন। কিন্তু Natalya তার টুইটারে ইঙ্গিত দিয়েছেন যে তিনি অবসর নিচ্ছেন না। 

• নতুন থিম সং পেতে যাচ্ছেন Tamina Snuka। তার নতুন থিম সং এর নাম "What You Think"। অামেরিকান সময় অনুযায়ী ২১শে ডিসেম্বর এই থিম সংটি রিলিজ হবে।

• অাজকের NJPW প্রেস কনফারেন্সে NJPW এর চেয়ারম্যান Naoki Sugabayashi জানিয়েছেন যে, Wrestle Kingdom 12 তে হতে যাওয়া Jericho Vs Omega ম্যাচটি হবে একটি No DQ ম্যাচ।

• রেসলম্যানিয়ার ৩৪তম অাসরের জন্য The Viper Randy Orton কে নিয়ে কোনো প্ল্যান করা হয় নি। সর্বশেষ ১২ই ফেব্রুয়ারী ২০১৮ সালের এক লাইভ ইভেন্টের সিডিউলে তাকে রাখা হয়েছে। এর পরবর্তী কোনো ইভেন্ট বা ম্যাচের জন্য তাকে সংযুক্ত করা হয় নি। তার মানে এটাই যে, The Viper Randy Orton এবারের রেসলম্যানিয়া মিস করতে পারেন।  😒😰

• সম্প্রতি Ryback তার পডক্যাস্টে বলেছেন যে, Wwe তাকে উল্টা-পাল্টাভাবে ইউজ করেছিল। কখনো Goldberg, অাবার কখনো বা Brock Lesnar এর মতো করতে চেয়েছিল। অপরদিকে তিনি চেয়েছিলেন পরবর্তী বেবি ফেইস রেসলার হতে। কিন্তু নির্দিষ্ট কোনো বুকিং না দিয়ে উল্টা-পাল্টাভাবে ইউজ করায় তিনি নিজেকে প্রমাণ করার সুযোগ পান নি। ✌👌


• Stone Cold এর শো তে এ সপ্তাহের গেস্ট হয়ে আসছেন ELIAS! Austin এই Elias এর একজন huge fan.😎

• HHH আজ Hideo Itami কে main roster এ welcome জানিয়েছেন।👌

• PWInsider তথ্যমতে, Ricochet, ২০১৮ তে WWE এর চুক্তি সাইন করতে পারেন।

• Triple H নিজের টুইটারে Women's Royal Rumble Match নিয়ে কমেন্ট করেছেন।

• নিজের টুইটারে Paige বলেছেন, তিনি হতে চলেছেন ১ম নারী RR বিজয়ী।😂

• ধারণা করা হচ্ছে এবারের women’s Royal Rumble এ সারপ্রাইজ এন্ট্রি নিতে পারেন Ronda Rousey। 😍


• Rolling Stone ম্যাগাজিন The Miz কে ২০১৭ সালের সেরা WWE রেসলার হিসেবে আখ্যায়িত করেছে। চলুন এক নজরে দেখে নিই তাদের ২০১৭ সালের নির্বাচিত তালিকাটি =>

The Best of the Rest:

◘  Wrestler of the Year for 2017 - Miz

◘ Runner-Up Wrestler of the Year (Male)-Braun Strowman

◘ Runner-Up Wrestler of the Year (Female)- Pick 'Em – Alexa Bliss

◘ Tag Team of the Year-The Usos

◘ Comeback of the Year- Jinder Mahal

◘ One-Night-Only Face Turn of the Year-Neville

◘ Overdue Title Run of the Year- Natalya

◘ Most Overdue Yet-to-Be Title Holder of the Year -Nia Jax

◘ Most Welcome Loss of Sanity of the Year-Matt Hardy

◘ Best Fake Onscreen Authority of the Year-Stephanie McMahon

◘ Gamesmanship of the Year- The Ascension

◘ Most Promising Youngster of the Year-Chad Gable

◘ Eeriest Entrance of the Year- Asuka

◘ Most Bittersweet Exit of the Year-James Ellsworth

◘ Most Improbably Awesome Match of the Year- Survivor Series' Team Angle Vs. Team McMahon

◘ Actual Match of the Year-New Day vs. The Usos

◘ Best Posture- Kurt Angle
• লেখক : প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, আরিয়ান রেহান, Ariful Kader Ak, Al Mobin Shanto‎, Wrestling 360।
অন্যান্য নিউজ আপডেট দেখতে এখানে ক্লিক করুন।