• Dave Meltzer এর মতে, Batista তার WWE রিটার্ন নিয়ে খুবই সিরিয়াস এবং সে তার WWE ক্যারিয়ার একজন ফুল-টাইমার রেসলার হিসেবে শেষ করতে চাইছে। প্রথমে Batista কে এবছরের হল ফ ফেমার হিসেবে অন্তর্ভুক্ত করার কথা থাকলেও তা আর হচ্ছে না কারন Batista আবারও WWE-তে রিটার্ন করতে চাচ্ছে। 


• Wrestling Observer এর রিপোর্ট অনুসারে, WWE Horsewomen এবং UFC Horsewomen এর মধ্যকার ম্যাচের পরিকল্পনাটি বাতিল করেছে WWE. 


• গত সপ্তাহের 205 Live এ ম্যাচ শেষে Kalisto'র মুখে জলভর্তি বোতল ছুঁড়ে মারে উপস্থিত কোন এক দর্শক। বোতল মুখে মারার কারনে Kalisto'র মুখে সেলাই করতে হয়েছে। Kalisto'র স্ত্রী বিষয়টি ইনস্টাগ্রামে জানায়। 


• PWInsider এর রিপোর্ট অনুসারে আগামী কয়েক সপ্তাহ Dolph Ziggler কে Smackdown Live এ দেখা যাবে না, তবে সে লাইভ ইভেন্টগুলোতে কাজ করবে।

উল্লেখ্য, গতকাল Smackdown Live এ নিজের United States চ্যাম্পিয়নশিপ Vacant করে দেয় Ziggler.


• PWinsider তাদের রিপোর্ট এ জানিয়েছে যে, প্রথমে Womens Royal Rumble এ প্রতিযোগীর সংখ্যা 15 করার চিন্তাভাবনা করেছিলো WWE যা এখন 20 এ উন্নীত করা হয়েছে। অর্থাৎ 30 Womens Royal Rumble ম্যাচ হবে না বললেই চলে।

WWE তাদের সাবেক ডিভা Kaitlyn কে আবার সাইন করিয়েছে। তার মানে Royal Rumble এ তার এন্ট্রি প্রায় কনফার্ম :)


• Dean Ambrose এর হাতের Triceps সার্জারি সফল হয়েছে।বর্তমানে তিনি রিহ্যাবে আছেন; তবে কখন তিনি রিটার্ন করবেন তা জানা যায়নি। তার রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করবেন Jason Jordan.

• সম্প্রতি Rolling Stone, The Miz কে তাদের Wrestler of the Year for 2017 মনোনীত করেছে।

• এবারের ওমেন্স RR জিততে পারেন Ronda Rousey. WM তে Asuka vs Ronda Rousey এর মধ্যে ম্যাচের প্ল্যান চলছে।

•  WWE তে জবার Austin Aries Defiant Wrestling এ এখন Dual Champion😂

• Brock Lesnar & John Cena কে Raw এর 25th Anniversary এর episode এড করা হয়েছে।

• Latest rumor বেরিয়েছে, WWE চায়ছে Dolph কে Rumble এ জিতাতে এবং সে WM তে WWE champion কে face করবে।😱


• সম্প্রতি একটি Rumor Release হয়েছে, যে আমাদের প্রিয় Best Pro Wrestling Ever WWE কে বিক্রি করতে চাচ্ছে Vince Mcmahon। জিহে Vince Mcmahon যিনি WWE এর মালিক তার জন্য Rumor আসছে, তিনি WWE কে বিক্রি করতে Interstate।

এটি হওয়ার কারণ হতে পারে, ২০১৬ এ UFC এর Parent Company Zufa বিক্রি হয়ে গিয়েছিল। তারপর UFC এর ভালো নাম হয়েছিল। তো Maybe এমন কিছু করার জন্য হয়তো Vince WWE কে বিক্রি করার চিন্তা করছে। তিনি যদি বিক্রিও করেন তাহলে কার কাছে করবে? আমার মনে হয় না যে Stephanie Mcmahon এবং Shane Mcmahon Company পাচ্ছে।

হতে পারে WWE এর দায়িত্ব Triple H এর কাধে আসতে পারে। আবার এটাও হতে পারে, ভালো কোনো Businessman WWE কে কিনতে পারে। Maybe Deesni! কারণ আগে থেকেই সবাই জানত Deesni WWE কে কিনতে ইচ্ছুক। তাহলে দেখাটা বিষ্ময় হবে, যে WWE অন্য কারো হাতে গেলে কেমন হয়।

• Well! John Cena সম্পর্কে প্রথমে Rumor আসছিল তিনি Return করতে পারেন RAW এর 25 Anniversary তে। যেটি Chrismas Day Special Episode হবে। কিন্তু এখন এটি Conform হয়ে গিয়েছে যে, 25 December Raw তে The Olympic Gold Medalist Kurt Angle, John Cena, Roman Reigns এবং The Miz এর মতো Star Add করা হয়েছে।

তাছাড়া আশা রয়েছে, এই দিনে John Cena Vs Roman Reigns ম্যাচ দেখতে পাওয়া যাবে। আর এটি হবে IC Championship ম্যাচ।

• যেমন টি আমরা জানি, Dean Ambrose সম্প্রতি একটি Injury তে ভুগছেন। যার ভিত্তিতে তার একটি সার্জারি করা হয় এবং তা Successful হয়। Wrestling Observer এর Report অনুযায়ি, Ambrose এর ড্রাইসাস পুরো ভাবে Damage হয় নি। Report এ বলা হয়েছে, যদি পুরো ড্রাইসাস Damage হয়ে যেত তাহলে Ambrose এর Recovery-তে ছয় মাস লাগত।

যার ফলে এটা তো পরিষ্কার হয় Ambrose ছয় মাসের জন্য WWE থেকে দূরে থাকছে না। তাছাড়া Good News এই যে, Ambrose WM 34 Miss করবে না।

• WWE-এর Plan অনেক আগে থেকেই ছিল যে, 2018 এ আমরা Women's Royal Rumble ম্যাচ দেখতে পাব। নবেম্বর এ WWE এর Plan ছিল 15 Women's Royal Rumble ম্যাচ নিয়ে। কিন্তু এখন জানা যাচ্ছে একটু ব্যতিক্রম হয়ে 1st Ever Women's Royal Rumble ম্যাচে 20 Women's অংশ নিবে। 


• গতকাল NXT সুপারস্টার Oney Lorcan ( Christopher Chris Girad ) এর 32 তম জন্মদিন ছিল। সেই দিনে 1985 সালে তিনি জন্মগ্রহণ করেন। তার রেসলিং ক্যারিয়ার 2008 সালে শুরু হয়। সে "Killer Kowalski's School of Pro Wrestling" হতে ট্রেনিং প্রাপ্ত। সে এখন পর্যন্ত অনেক গুলো ইন্ডিপেনডেন্ট প্রোমোশন এ রেসলিং করেছেন যেমিনযেমন : Evolve, Dragon Gate, Westside Xtreme নামক প্রোমোশন এ সে রেসলিং করে এসেছে। সে একবারের CZW world heavyweight চ্যাম্পিয়ন। তার হার্ডকোর + ব্রটাল ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তার আগামী জীবনের জন্য অনেক শুভকামনা রইল।


২১ ডিসেম্বর, ২০১৫ :

এই দিনে RAW-তে Superstar of the Year Slammy এ্যাওয়ার্ড জিতেছিল Seth Rollins এবং Diva of the Year Slammy এ্যাওয়ার্ড জিতেছিল Nikki Bella.


২০১৭ সালের সেরা ২৫ ম্যাচের লিস্ট প্রকাশ করেছে WWE:- 

২৫) Roman Reigns vs. Cesaro (Intercontinental চ্যাম্পিয়নশিপঃ Raw, ডিসেম্বর ১১)

২৪) Kevin Owens vs. AJ Styles vs. Chris Jericho (United States চ্যাম্পিয়নশিপঃ SmackDown LIVE, জুলাই ২৫)

২৩) Bobby Roode vs. Shinsuke Nakamura (NXT চ্যাম্পিয়নশিপঃ NXT TakeOver Orlando)

২২) John Cena vs. AJ Styles vs. Bray Wyatt vs. Dean Ambrose vs. The Miz vs. Baron Corbin (WWE চ্যাম্পিয়নশিপঃ Elimination Chamber)

২১) Charlotte Flair vs. Bayley — Raw Women’s চ্যাম্পিয়নশিপঃ Raw, ফেব্রুয়ারি ১৩)

২০) Gentleman Jack Gallagher vs. TJP vs. Cedric Alexander vs. Mustafa Ali vs. Noam Dar (Fatal 5-Way এলিমিনেশন ম্যাচঃ 205 Live, ফেব্রুয়ারি ৭)

১৯) Kevin Owens vs. Roman Reigns (Universal চ্যাম্পিয়নশিপঃ Royal Rumble)

১৮) SAnitY vs. The Undisputed ERA vs. The Authors of Pain & Roderick Strong (WarGames ম্যাচঃ NXT TakeOver: WarGames)

১৭) Finn Bálor vs. Roman Reigns vs. Samoa Joe vs. Seth Rollins vs. Bray Wyatt (Fatal 5-Way ম্যাচঃ Extreme Rules)

১৬) Aleister Black vs. The Velveteen Dream (NXT TakeOver: WarGames)

১৫) Goldberg vs. Brock Lesnar (Universal চ্যাম্পিয়নশিপঃ WrestleMania)

১৪) Roman Reigns vs. Seth Rollins (Raw, মে ২৯)

১৩) Dean Ambrose & Seth Rollins vs. Cesaro & Sheamus (Raw Tag Team চ্যাম্পিয়নশিপঃ No Mercy)

১২) Shane McMahon vs. AJ Styles (WrestleMania 33)

১১) The Usos vs. The New Day (SmackDown Tag Team চ্যাম্পিয়নশিপঃ WWE Battleground)

১০) Finn Bálor vs. Seth Rollins vs. The Miz (Raw, মে ১)

৯) Big Show vs. Braun Strowman (Raw, ফেব্রুয়ারি ২০)

৮) The Authors of Pain vs. #DIY vs. The Revival (NXT Tag Team চ্যাম্পিয়নশিপঃ NXT TakeOver Orlando)

৭) “The Demon” Finn Bálor vs. AJ Styles (WWE TLC)

৬) Asuka vs. Ember Moon (NXT Women’s চ্যাম্পিয়নশিপঃ NXT TakeOver Brooklyn)

৫) Brock Lesnar vs. AJ Styles (Survivor Series)

৪) The New Day vs. The Usos (SmackDown Tag Team চ্যাম্পিয়নশিপঃ SummerSlam)

৩) Tyler Bate vs. Pete Dunne (United Kingdom চ্যাম্পিয়নশিপঃ NXT TakeOver Chicago)

২) Brock Lesnar vs. Roman Reigns vs. Samoa Joe vs. Braun Strowman (Universal চ্যাম্পিয়নশিপঃ SummerSlam)

১) AJ Styles vs. John Cena (WWE চ্যাম্পিয়নশিপঃ Royal Rumble)
• লেখক : প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, WWE 360, Raf Ahmed।
এইধরনের আরও নিউজ দেখার জন্য এখানে ক্লিক করুন।

WWE নিউজ আপডেট, ২৩/১২/২০১৭


• Dave Meltzer এর মতে, Batista তার WWE রিটার্ন নিয়ে খুবই সিরিয়াস এবং সে তার WWE ক্যারিয়ার একজন ফুল-টাইমার রেসলার হিসেবে শেষ করতে চাইছে। প্রথমে Batista কে এবছরের হল ফ ফেমার হিসেবে অন্তর্ভুক্ত করার কথা থাকলেও তা আর হচ্ছে না কারন Batista আবারও WWE-তে রিটার্ন করতে চাচ্ছে। 


• Wrestling Observer এর রিপোর্ট অনুসারে, WWE Horsewomen এবং UFC Horsewomen এর মধ্যকার ম্যাচের পরিকল্পনাটি বাতিল করেছে WWE. 


• গত সপ্তাহের 205 Live এ ম্যাচ শেষে Kalisto'র মুখে জলভর্তি বোতল ছুঁড়ে মারে উপস্থিত কোন এক দর্শক। বোতল মুখে মারার কারনে Kalisto'র মুখে সেলাই করতে হয়েছে। Kalisto'র স্ত্রী বিষয়টি ইনস্টাগ্রামে জানায়। 


• PWInsider এর রিপোর্ট অনুসারে আগামী কয়েক সপ্তাহ Dolph Ziggler কে Smackdown Live এ দেখা যাবে না, তবে সে লাইভ ইভেন্টগুলোতে কাজ করবে।

উল্লেখ্য, গতকাল Smackdown Live এ নিজের United States চ্যাম্পিয়নশিপ Vacant করে দেয় Ziggler.


• PWinsider তাদের রিপোর্ট এ জানিয়েছে যে, প্রথমে Womens Royal Rumble এ প্রতিযোগীর সংখ্যা 15 করার চিন্তাভাবনা করেছিলো WWE যা এখন 20 এ উন্নীত করা হয়েছে। অর্থাৎ 30 Womens Royal Rumble ম্যাচ হবে না বললেই চলে।

WWE তাদের সাবেক ডিভা Kaitlyn কে আবার সাইন করিয়েছে। তার মানে Royal Rumble এ তার এন্ট্রি প্রায় কনফার্ম :)


• Dean Ambrose এর হাতের Triceps সার্জারি সফল হয়েছে।বর্তমানে তিনি রিহ্যাবে আছেন; তবে কখন তিনি রিটার্ন করবেন তা জানা যায়নি। তার রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করবেন Jason Jordan.

• সম্প্রতি Rolling Stone, The Miz কে তাদের Wrestler of the Year for 2017 মনোনীত করেছে।

• এবারের ওমেন্স RR জিততে পারেন Ronda Rousey. WM তে Asuka vs Ronda Rousey এর মধ্যে ম্যাচের প্ল্যান চলছে।

•  WWE তে জবার Austin Aries Defiant Wrestling এ এখন Dual Champion😂

• Brock Lesnar & John Cena কে Raw এর 25th Anniversary এর episode এড করা হয়েছে।

• Latest rumor বেরিয়েছে, WWE চায়ছে Dolph কে Rumble এ জিতাতে এবং সে WM তে WWE champion কে face করবে।😱


• সম্প্রতি একটি Rumor Release হয়েছে, যে আমাদের প্রিয় Best Pro Wrestling Ever WWE কে বিক্রি করতে চাচ্ছে Vince Mcmahon। জিহে Vince Mcmahon যিনি WWE এর মালিক তার জন্য Rumor আসছে, তিনি WWE কে বিক্রি করতে Interstate।

এটি হওয়ার কারণ হতে পারে, ২০১৬ এ UFC এর Parent Company Zufa বিক্রি হয়ে গিয়েছিল। তারপর UFC এর ভালো নাম হয়েছিল। তো Maybe এমন কিছু করার জন্য হয়তো Vince WWE কে বিক্রি করার চিন্তা করছে। তিনি যদি বিক্রিও করেন তাহলে কার কাছে করবে? আমার মনে হয় না যে Stephanie Mcmahon এবং Shane Mcmahon Company পাচ্ছে।

হতে পারে WWE এর দায়িত্ব Triple H এর কাধে আসতে পারে। আবার এটাও হতে পারে, ভালো কোনো Businessman WWE কে কিনতে পারে। Maybe Deesni! কারণ আগে থেকেই সবাই জানত Deesni WWE কে কিনতে ইচ্ছুক। তাহলে দেখাটা বিষ্ময় হবে, যে WWE অন্য কারো হাতে গেলে কেমন হয়।

• Well! John Cena সম্পর্কে প্রথমে Rumor আসছিল তিনি Return করতে পারেন RAW এর 25 Anniversary তে। যেটি Chrismas Day Special Episode হবে। কিন্তু এখন এটি Conform হয়ে গিয়েছে যে, 25 December Raw তে The Olympic Gold Medalist Kurt Angle, John Cena, Roman Reigns এবং The Miz এর মতো Star Add করা হয়েছে।

তাছাড়া আশা রয়েছে, এই দিনে John Cena Vs Roman Reigns ম্যাচ দেখতে পাওয়া যাবে। আর এটি হবে IC Championship ম্যাচ।

• যেমন টি আমরা জানি, Dean Ambrose সম্প্রতি একটি Injury তে ভুগছেন। যার ভিত্তিতে তার একটি সার্জারি করা হয় এবং তা Successful হয়। Wrestling Observer এর Report অনুযায়ি, Ambrose এর ড্রাইসাস পুরো ভাবে Damage হয় নি। Report এ বলা হয়েছে, যদি পুরো ড্রাইসাস Damage হয়ে যেত তাহলে Ambrose এর Recovery-তে ছয় মাস লাগত।

যার ফলে এটা তো পরিষ্কার হয় Ambrose ছয় মাসের জন্য WWE থেকে দূরে থাকছে না। তাছাড়া Good News এই যে, Ambrose WM 34 Miss করবে না।

• WWE-এর Plan অনেক আগে থেকেই ছিল যে, 2018 এ আমরা Women's Royal Rumble ম্যাচ দেখতে পাব। নবেম্বর এ WWE এর Plan ছিল 15 Women's Royal Rumble ম্যাচ নিয়ে। কিন্তু এখন জানা যাচ্ছে একটু ব্যতিক্রম হয়ে 1st Ever Women's Royal Rumble ম্যাচে 20 Women's অংশ নিবে। 


• গতকাল NXT সুপারস্টার Oney Lorcan ( Christopher Chris Girad ) এর 32 তম জন্মদিন ছিল। সেই দিনে 1985 সালে তিনি জন্মগ্রহণ করেন। তার রেসলিং ক্যারিয়ার 2008 সালে শুরু হয়। সে "Killer Kowalski's School of Pro Wrestling" হতে ট্রেনিং প্রাপ্ত। সে এখন পর্যন্ত অনেক গুলো ইন্ডিপেনডেন্ট প্রোমোশন এ রেসলিং করেছেন যেমিনযেমন : Evolve, Dragon Gate, Westside Xtreme নামক প্রোমোশন এ সে রেসলিং করে এসেছে। সে একবারের CZW world heavyweight চ্যাম্পিয়ন। তার হার্ডকোর + ব্রটাল ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তার আগামী জীবনের জন্য অনেক শুভকামনা রইল।


২১ ডিসেম্বর, ২০১৫ :

এই দিনে RAW-তে Superstar of the Year Slammy এ্যাওয়ার্ড জিতেছিল Seth Rollins এবং Diva of the Year Slammy এ্যাওয়ার্ড জিতেছিল Nikki Bella.


২০১৭ সালের সেরা ২৫ ম্যাচের লিস্ট প্রকাশ করেছে WWE:- 

২৫) Roman Reigns vs. Cesaro (Intercontinental চ্যাম্পিয়নশিপঃ Raw, ডিসেম্বর ১১)

২৪) Kevin Owens vs. AJ Styles vs. Chris Jericho (United States চ্যাম্পিয়নশিপঃ SmackDown LIVE, জুলাই ২৫)

২৩) Bobby Roode vs. Shinsuke Nakamura (NXT চ্যাম্পিয়নশিপঃ NXT TakeOver Orlando)

২২) John Cena vs. AJ Styles vs. Bray Wyatt vs. Dean Ambrose vs. The Miz vs. Baron Corbin (WWE চ্যাম্পিয়নশিপঃ Elimination Chamber)

২১) Charlotte Flair vs. Bayley — Raw Women’s চ্যাম্পিয়নশিপঃ Raw, ফেব্রুয়ারি ১৩)

২০) Gentleman Jack Gallagher vs. TJP vs. Cedric Alexander vs. Mustafa Ali vs. Noam Dar (Fatal 5-Way এলিমিনেশন ম্যাচঃ 205 Live, ফেব্রুয়ারি ৭)

১৯) Kevin Owens vs. Roman Reigns (Universal চ্যাম্পিয়নশিপঃ Royal Rumble)

১৮) SAnitY vs. The Undisputed ERA vs. The Authors of Pain & Roderick Strong (WarGames ম্যাচঃ NXT TakeOver: WarGames)

১৭) Finn Bálor vs. Roman Reigns vs. Samoa Joe vs. Seth Rollins vs. Bray Wyatt (Fatal 5-Way ম্যাচঃ Extreme Rules)

১৬) Aleister Black vs. The Velveteen Dream (NXT TakeOver: WarGames)

১৫) Goldberg vs. Brock Lesnar (Universal চ্যাম্পিয়নশিপঃ WrestleMania)

১৪) Roman Reigns vs. Seth Rollins (Raw, মে ২৯)

১৩) Dean Ambrose & Seth Rollins vs. Cesaro & Sheamus (Raw Tag Team চ্যাম্পিয়নশিপঃ No Mercy)

১২) Shane McMahon vs. AJ Styles (WrestleMania 33)

১১) The Usos vs. The New Day (SmackDown Tag Team চ্যাম্পিয়নশিপঃ WWE Battleground)

১০) Finn Bálor vs. Seth Rollins vs. The Miz (Raw, মে ১)

৯) Big Show vs. Braun Strowman (Raw, ফেব্রুয়ারি ২০)

৮) The Authors of Pain vs. #DIY vs. The Revival (NXT Tag Team চ্যাম্পিয়নশিপঃ NXT TakeOver Orlando)

৭) “The Demon” Finn Bálor vs. AJ Styles (WWE TLC)

৬) Asuka vs. Ember Moon (NXT Women’s চ্যাম্পিয়নশিপঃ NXT TakeOver Brooklyn)

৫) Brock Lesnar vs. AJ Styles (Survivor Series)

৪) The New Day vs. The Usos (SmackDown Tag Team চ্যাম্পিয়নশিপঃ SummerSlam)

৩) Tyler Bate vs. Pete Dunne (United Kingdom চ্যাম্পিয়নশিপঃ NXT TakeOver Chicago)

২) Brock Lesnar vs. Roman Reigns vs. Samoa Joe vs. Braun Strowman (Universal চ্যাম্পিয়নশিপঃ SummerSlam)

১) AJ Styles vs. John Cena (WWE চ্যাম্পিয়নশিপঃ Royal Rumble)
• লেখক : প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, WWE 360, Raf Ahmed।
এইধরনের আরও নিউজ দেখার জন্য এখানে ক্লিক করুন।