• টুইটারে বলিউড সুপারস্টার Shah Rukh Khan এর প্রশংসা করেছে WWE সুপারস্টার John Cena, তাদের মধ্যে মজার কথা হয়।

সম্প্রতি Shah Rukh Khan, TED talk এ তার বলিউড যাত্রা নিয়ে কথা বলে। Cena সেই টক শো'র লিংক নিজের টুইটারে শেয়ার করে এবং SRK'র প্রশংসাও করে। SRK ও মজা করে Cena'র টুইটের রিপ্লাই দেয়। নীচে তাদের ট্যুইট দেওয়া হল-



• আজকের Raw তেই রিটার্ন করছেন "সিনেশন লিডার" খ্যাত John Cena 😎 :

ধারণা করা হচ্ছে Reigns এর IC Championship ওপেন চ্যালেঞ্জ গ্রহণের মাধ্যমে রিটার্ন করবেন ও ম্যাচ খেলবেন! তবে এরকম নাও হতে পারে! হয়তবা সে রিংয়ে আসবে..মাইকে দু চারটে কথা বলবে..ও সবশেষে রয়্যাল রাম্বলে এন্ট্রির ঘোষণা দিয়ে চলে যাবে 😃, দেখা যাক কি হয়..। 



• Marine এর শুটিং শেষ করেছে The Miz. শোনা যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই WWE-তে ফিরতে যাচ্ছে সে। 



• New York Post কে দেয়া সাক্ষাৎকারে Kane জানিয়েছে এবারের Royal Rumble এর ম্যাচটিই হতে পারে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। অর্থাৎ আগামীবছর যদি Kane আমেরিকার নক্স কান্ট্রির মেয়র হিসেবে নির্বাচিত হয় তাহলে এবারের Royal Rumble-এই শেষবারের মতো WWE-তে দেখা যাবে Kane কে।



• ভিন্স WWE এর শেয়ার Fund Alpha Ent. এর কাছে 100 million দামে বিক্রি করেছে। ভিন্স এর চোখ এখন ফুটবলে আর খুব শীঘ্রয় XFL রির্টান করতে যাচ্ছে। তাহলে WWE র কি হবে? আরে ভয় পাবেন না। ভিন্স শুধু তার কোম্পানির 3,340,000 টি শেয়ার বিক্রয় করেছে যা কোম্পানির মাত্র 4.3%. Vince এর কাছে এখনও তার কোম্পানির উপর পাওয়ার আছে 82.8%. 



• Pro Wrestling Sheet এর রিপোর্ট অনুসারে, Ronda Rousey এখনো WWE'র সাথে কোন চুক্তি করেনি যারে ফলে Women's Royal Rumble এ তার দেখা পাওয়াটা এখন অনেকটাই অনিশ্চিত।

Romnda বর্তমানে "Mile 22" নামক ছবির শুটিং-এ ব্যস্ত, শুটিং শেষেই WWE'র সাথে চুক্তি করতে পারে বলে শোনা যাচ্ছে।



• একটি Q&A video তে কিছু প্রশ্নের উত্তর দেবার সময়, Ric Flair কে জিগ্যাসা করা হয় যে বর্তমানের কোন WWE Superstars দের সাথে সে কাজ করতে চায় যদি তাকে WWE-র হয়ে একটি লাস্ট ম্যাচ খেলতে দেওয়া হয়।

Ric Flair তখন Roman Reigns, Seth Rollins এবং Dean Ambrose এর নাম উল্লেখ করেন।



• আগামী ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচে সারপ্রাইজ রিটার্ন করতে পারেন সাবেক WWE ডিভা Kaitlyn.. 👌👌

রিউমর অনুযায়ী, ৪ বছর পর WWE এর সাথে আবারোও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি! এবং ইতোমধ্যেই রিংয়ে রিটার্নের জন্য ট্রেনিং শুরু করেছেন তিনি ✌ 



• Wrestling Observer তাদের রিপোর্ট জানিয়েছে, খুব শীঘ্রই Batista'র রিটার্ন হতে যাচ্ছে WWE-তে। মূলত, ছয় মাসের জন্য WWE-তে ফিরতে যাচ্ছে Batista এবং WWE-তেই ক্যারিয়ারের সমাপ্তি ঘটাবে সে। 



• ESPN কে দেয়া একটি সাক্ষাৎকারে, Rey Mysterio জানিয়েছে সে তার ক্যারিয়ার WWE-তেই শেষ করতে চায় এবং WWE ফ্যানদের সঠিকভাবে বিদায় জানিয়ে নিজের ক্যারিয়ারের সমাপ্তি ঘটাতে চায়।



• রেসলম্যানিয়া ৩৪ এ John Cena ও Braun Strowman এর মধ্যকার ম্যাচের প্ল্যানিং করছে WWE.. 😱😱👏 



• সম্প্রতি এক পোডকাস্টে সাবেক WWE সুপারস্টার Ryback বর্তমান WWE US চ্যাম্পিয়ন Dolph Ziggler কে নিয়ে কথা বলেন। তার মতে জিগ্লার এর উচিৎ কিছুদিন WWE থেকে বিরতি নিয়ে অবকাশ কাটানো। সেটা ৬ মাস এর মত হলেই নাকি চলবে। এবং খুব সম্ভবত রিউমার অনুযায়ী জিগ্লার আগামী কয়েকটি SDLive এ অনুপস্থিত থাকবেন। তার মানে আবার ও WWE রাইব্যাক এর আইডিয়া চুরি করছে বা ফলো করছে 😂😂😂.



• গতকাল অর্থাৎ, ২৫ ডিসেম্বর, WWE সুপারস্টার Rusev'র ৩৩তম জন্মদিন ছিল।

১৯৮৪ সালের আজকের এইদিনে Bulgaria তে জন্মগ্রহণ করেন তিনি। তিনি WWE-র একমাত্র বুলগেরিয়ান রেসলার। ২০১৪ সালে মেইন রোস্টারে debut করেন। তিনি দুইবারের WWE United States Champion. ২০১৬ সালে Lana (Catherine Perry) এর সঙ্গে গাঁটছড়া বাধেন। 
Happy Birthday Rusev!🎂
"Happy Rusev Day"



• গত ২৪ ডিসেম্বর NXT superstar, Kassius Ohno A.K.A Chris Hero (Birth name : Chris Spadlin) এর 38 তম জন্মদিন ছিল। 1979 সালে সেই দিনে তিনি Dayton,Ohio,USA তে জন্মগ্রহণ করেন। তিনি সারাবিশ্ব জুড়েই রেসলিং করেছেন। তিনি একবারের CZW ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, একবারের ROH ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। তার রেসলিং ক্যারিয়ার এ সে 37 টি টাইটেল এ পর্যন্ত জয় করেছে ✌। S.H.I.E.L.D এ অরিজিনাল প্ল্যান অনুযায়ী Roman Reigns এর স্থলে তার জায়গা হওয়ার কথা ছিলো। জন্মদিন এ আমাদের পরিবারের পক্ষ থেকে তার জন্য অজস্র শুভকামনা :)


• ক্রিসমাস এখন ফিন ব্যালেরের ঘরে,,,, Too Sweet.😍ছবিতে দেখুন।

• Kurt Angle predict করছেন এই বছর first Women's Royal Rumble Match জিততে পারেন Nia Jax.


• Kevin Owens & Sami Zayn, SD কমিশনার Shane McMahon কে একটি massage পাঠিয়েছেন যেখানে তারা বলেন যে," the Yep Movement " যে Strong এটি তারা proved করেছেন,এবং তারা হচ্ছেন আজকের দিনে WWE এর দুজন best talents.✌

• Becky Lynch পরবর্তী কিছু সপ্তাহের মধ্যেই Smackdown Live এ রিটার্ন করতে পারেন।

• WWE Former Superstar Stone Cold তার podcast এ বলেন তিনি NXT Tag Team" The Authors of Pain" কে Raw তে দেখতে চান।তারা RAW Tag Team Division কে হেল্প করতে পারবে।

• WWE officials রা আশাবাদী যে, Dean Ambrose আগামী ৩ মাসের মধ্যেই রিং একশ্যনে ব্যাক করার মত সুস্থ হয়ে উঠবেন।আশা করা যায়,WM34 তিনি মিস করবেন না।

• Fund Alpha Ent. এর কাছে Vince, WWE এর শেয়ার 100 million দামে বিক্রি করেছেন।চিন্তার কিছু নেই, এটা একদম নগন্য।

• সম্প্রতি ESPN কে দেয়া এক interview তে Rey Mysterio তার WWE তে ব্যাক করা নিয়ে পজেটিভ ইঙ্গিত দেন।


This Weeks Raw & SDLive Viewership :

◘ Raw: এ সপ্তাহের Raw এর গড় ভিউয়ারশিপ ছিল 2.786 মিলিয়ন, যা গত সপ্তাহের চাইতে 0.102 মিলিয়ন বেশি! ক্যাবল নেটওয়ার্কে Raw এর অবস্থান ছিল ৪র্থ স্থানে 👍 

◘ SDLive: এ সপ্তাহের SDLive এর গড় ভিউয়ারশিপ ছিল 2.578 মিলিয়ন, যা গত সপ্তাহের চাইতে 0.097 মিলিয়ন বেশি! ক্যাবল নেটওয়ার্কে SDLive এর অবস্থান ছিল ৫ম স্থানে 👍



• একনজরে দেখে নিন ২০১৭ সালজুড়ে কারা কতদিন WWE Champion হিসেবে ছিলেন |
• লেখক : প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, WWE 360, Xohirul Badol, Maria Hussain, Jahid Hossain। 
সমস্ত নিউজ আপডেট এর জন্য এখানে ক্লিক করুন। 

WWE রেসলিং নিউজ, ২৬/১২/২০১৭


• টুইটারে বলিউড সুপারস্টার Shah Rukh Khan এর প্রশংসা করেছে WWE সুপারস্টার John Cena, তাদের মধ্যে মজার কথা হয়।

সম্প্রতি Shah Rukh Khan, TED talk এ তার বলিউড যাত্রা নিয়ে কথা বলে। Cena সেই টক শো'র লিংক নিজের টুইটারে শেয়ার করে এবং SRK'র প্রশংসাও করে। SRK ও মজা করে Cena'র টুইটের রিপ্লাই দেয়। নীচে তাদের ট্যুইট দেওয়া হল-



• আজকের Raw তেই রিটার্ন করছেন "সিনেশন লিডার" খ্যাত John Cena 😎 :

ধারণা করা হচ্ছে Reigns এর IC Championship ওপেন চ্যালেঞ্জ গ্রহণের মাধ্যমে রিটার্ন করবেন ও ম্যাচ খেলবেন! তবে এরকম নাও হতে পারে! হয়তবা সে রিংয়ে আসবে..মাইকে দু চারটে কথা বলবে..ও সবশেষে রয়্যাল রাম্বলে এন্ট্রির ঘোষণা দিয়ে চলে যাবে 😃, দেখা যাক কি হয়..। 



• Marine এর শুটিং শেষ করেছে The Miz. শোনা যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই WWE-তে ফিরতে যাচ্ছে সে। 



• New York Post কে দেয়া সাক্ষাৎকারে Kane জানিয়েছে এবারের Royal Rumble এর ম্যাচটিই হতে পারে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। অর্থাৎ আগামীবছর যদি Kane আমেরিকার নক্স কান্ট্রির মেয়র হিসেবে নির্বাচিত হয় তাহলে এবারের Royal Rumble-এই শেষবারের মতো WWE-তে দেখা যাবে Kane কে।



• ভিন্স WWE এর শেয়ার Fund Alpha Ent. এর কাছে 100 million দামে বিক্রি করেছে। ভিন্স এর চোখ এখন ফুটবলে আর খুব শীঘ্রয় XFL রির্টান করতে যাচ্ছে। তাহলে WWE র কি হবে? আরে ভয় পাবেন না। ভিন্স শুধু তার কোম্পানির 3,340,000 টি শেয়ার বিক্রয় করেছে যা কোম্পানির মাত্র 4.3%. Vince এর কাছে এখনও তার কোম্পানির উপর পাওয়ার আছে 82.8%. 



• Pro Wrestling Sheet এর রিপোর্ট অনুসারে, Ronda Rousey এখনো WWE'র সাথে কোন চুক্তি করেনি যারে ফলে Women's Royal Rumble এ তার দেখা পাওয়াটা এখন অনেকটাই অনিশ্চিত।

Romnda বর্তমানে "Mile 22" নামক ছবির শুটিং-এ ব্যস্ত, শুটিং শেষেই WWE'র সাথে চুক্তি করতে পারে বলে শোনা যাচ্ছে।



• একটি Q&A video তে কিছু প্রশ্নের উত্তর দেবার সময়, Ric Flair কে জিগ্যাসা করা হয় যে বর্তমানের কোন WWE Superstars দের সাথে সে কাজ করতে চায় যদি তাকে WWE-র হয়ে একটি লাস্ট ম্যাচ খেলতে দেওয়া হয়।

Ric Flair তখন Roman Reigns, Seth Rollins এবং Dean Ambrose এর নাম উল্লেখ করেন।



• আগামী ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচে সারপ্রাইজ রিটার্ন করতে পারেন সাবেক WWE ডিভা Kaitlyn.. 👌👌

রিউমর অনুযায়ী, ৪ বছর পর WWE এর সাথে আবারোও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি! এবং ইতোমধ্যেই রিংয়ে রিটার্নের জন্য ট্রেনিং শুরু করেছেন তিনি ✌ 



• Wrestling Observer তাদের রিপোর্ট জানিয়েছে, খুব শীঘ্রই Batista'র রিটার্ন হতে যাচ্ছে WWE-তে। মূলত, ছয় মাসের জন্য WWE-তে ফিরতে যাচ্ছে Batista এবং WWE-তেই ক্যারিয়ারের সমাপ্তি ঘটাবে সে। 



• ESPN কে দেয়া একটি সাক্ষাৎকারে, Rey Mysterio জানিয়েছে সে তার ক্যারিয়ার WWE-তেই শেষ করতে চায় এবং WWE ফ্যানদের সঠিকভাবে বিদায় জানিয়ে নিজের ক্যারিয়ারের সমাপ্তি ঘটাতে চায়।



• রেসলম্যানিয়া ৩৪ এ John Cena ও Braun Strowman এর মধ্যকার ম্যাচের প্ল্যানিং করছে WWE.. 😱😱👏 



• সম্প্রতি এক পোডকাস্টে সাবেক WWE সুপারস্টার Ryback বর্তমান WWE US চ্যাম্পিয়ন Dolph Ziggler কে নিয়ে কথা বলেন। তার মতে জিগ্লার এর উচিৎ কিছুদিন WWE থেকে বিরতি নিয়ে অবকাশ কাটানো। সেটা ৬ মাস এর মত হলেই নাকি চলবে। এবং খুব সম্ভবত রিউমার অনুযায়ী জিগ্লার আগামী কয়েকটি SDLive এ অনুপস্থিত থাকবেন। তার মানে আবার ও WWE রাইব্যাক এর আইডিয়া চুরি করছে বা ফলো করছে 😂😂😂.



• গতকাল অর্থাৎ, ২৫ ডিসেম্বর, WWE সুপারস্টার Rusev'র ৩৩তম জন্মদিন ছিল।

১৯৮৪ সালের আজকের এইদিনে Bulgaria তে জন্মগ্রহণ করেন তিনি। তিনি WWE-র একমাত্র বুলগেরিয়ান রেসলার। ২০১৪ সালে মেইন রোস্টারে debut করেন। তিনি দুইবারের WWE United States Champion. ২০১৬ সালে Lana (Catherine Perry) এর সঙ্গে গাঁটছড়া বাধেন। 
Happy Birthday Rusev!🎂
"Happy Rusev Day"



• গত ২৪ ডিসেম্বর NXT superstar, Kassius Ohno A.K.A Chris Hero (Birth name : Chris Spadlin) এর 38 তম জন্মদিন ছিল। 1979 সালে সেই দিনে তিনি Dayton,Ohio,USA তে জন্মগ্রহণ করেন। তিনি সারাবিশ্ব জুড়েই রেসলিং করেছেন। তিনি একবারের CZW ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, একবারের ROH ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। তার রেসলিং ক্যারিয়ার এ সে 37 টি টাইটেল এ পর্যন্ত জয় করেছে ✌। S.H.I.E.L.D এ অরিজিনাল প্ল্যান অনুযায়ী Roman Reigns এর স্থলে তার জায়গা হওয়ার কথা ছিলো। জন্মদিন এ আমাদের পরিবারের পক্ষ থেকে তার জন্য অজস্র শুভকামনা :)


• ক্রিসমাস এখন ফিন ব্যালেরের ঘরে,,,, Too Sweet.😍ছবিতে দেখুন।

• Kurt Angle predict করছেন এই বছর first Women's Royal Rumble Match জিততে পারেন Nia Jax.


• Kevin Owens & Sami Zayn, SD কমিশনার Shane McMahon কে একটি massage পাঠিয়েছেন যেখানে তারা বলেন যে," the Yep Movement " যে Strong এটি তারা proved করেছেন,এবং তারা হচ্ছেন আজকের দিনে WWE এর দুজন best talents.✌

• Becky Lynch পরবর্তী কিছু সপ্তাহের মধ্যেই Smackdown Live এ রিটার্ন করতে পারেন।

• WWE Former Superstar Stone Cold তার podcast এ বলেন তিনি NXT Tag Team" The Authors of Pain" কে Raw তে দেখতে চান।তারা RAW Tag Team Division কে হেল্প করতে পারবে।

• WWE officials রা আশাবাদী যে, Dean Ambrose আগামী ৩ মাসের মধ্যেই রিং একশ্যনে ব্যাক করার মত সুস্থ হয়ে উঠবেন।আশা করা যায়,WM34 তিনি মিস করবেন না।

• Fund Alpha Ent. এর কাছে Vince, WWE এর শেয়ার 100 million দামে বিক্রি করেছেন।চিন্তার কিছু নেই, এটা একদম নগন্য।

• সম্প্রতি ESPN কে দেয়া এক interview তে Rey Mysterio তার WWE তে ব্যাক করা নিয়ে পজেটিভ ইঙ্গিত দেন।


This Weeks Raw & SDLive Viewership :

◘ Raw: এ সপ্তাহের Raw এর গড় ভিউয়ারশিপ ছিল 2.786 মিলিয়ন, যা গত সপ্তাহের চাইতে 0.102 মিলিয়ন বেশি! ক্যাবল নেটওয়ার্কে Raw এর অবস্থান ছিল ৪র্থ স্থানে 👍 

◘ SDLive: এ সপ্তাহের SDLive এর গড় ভিউয়ারশিপ ছিল 2.578 মিলিয়ন, যা গত সপ্তাহের চাইতে 0.097 মিলিয়ন বেশি! ক্যাবল নেটওয়ার্কে SDLive এর অবস্থান ছিল ৫ম স্থানে 👍



• একনজরে দেখে নিন ২০১৭ সালজুড়ে কারা কতদিন WWE Champion হিসেবে ছিলেন |
• লেখক : প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, WWE 360, Xohirul Badol, Maria Hussain, Jahid Hossain। 
সমস্ত নিউজ আপডেট এর জন্য এখানে ক্লিক করুন।