দেখতে দেখতে ২০১৭ সাল প্রায় শেষের দিকে। পেছনে ফিরে তাকালে দেখা যাবে, এ বছর WWE তে বেশ কিছু রেসলারেরই উত্থান হয়েছে। এদের অনেকেই নিজেকে ইম্প্রুভ করতে পেরেছে, আবার অনেকেই আগের মতই আছে। তো চলুন দেখা যাক কারা নিজেদেরকে সবচেয়ে বেশি ইম্প্রুভ করতে পেরেছে:


• BREEZANGO

ইম্প্রুভ করার মানে তাদের রিং স্কিলই যে শুধু ইম্প্রুভ হয়েছে, এমনটা না। তাদের রিং স্কিল আগেই ভাল ছিল, কিন্তু এ বছর তারা ফ্যানদের মধ্যে নিজেদের জনপ্রিয়তা বাড়াতে পেরেছে। আর এজন্য তাদের “Fashion Files” সিরিজটি আর সেগমেন্টগুলা অনেক কাজে দিয়েছে। তাদের গঠনের উদ্দেশ্য ছিল "Golden Truth" নামের একটা ব্যার্থ ট্যাগ টিমের জন্ম দেওয়া আর জবিং করা, আর আজ তাদের অনেকেই ট্যাগ টিম চ্যাম্পিয়ন হতে দেখতে চায়। তাদের জনপ্রিয়তা এরকমই থাকলে হয়ত তারা একসময় Smackdown Tag Team Champions ও হয়ে যাবে।


• AIDEN ENGLISH 

নিজের ফর্মার ট্যাগ টিম পার্টনার Simon Gotch এর রিলিজের পর মনে হচ্ছিল খুব শীঘ্রই Aiden English ও হয়তো রিলিজ পাবে, অথবা জবার হয়ে থাকবে। কিন্তু সে সেই ধারণাকে ভুল প্রমাণ করে সে নিজের "opera singer" গিমিকটি ফিরিয়ে আনে এবং পরবর্তীতে সে Rusev এর সাথে টিম আপ করলে যেন তার ক্যারিয়ারে আবার প্রাণ ফিরে আসে! আর এখন সে আর Rusev SmackDown এ সবচেয়ে বেশি রিয়্যাকশন পায়। নিজেকে দর্শকদের মাঝে এভাবে জনপ্রিয় করে তোলার জন্যই Aiden কে এই লিস্টে রাখা হয়েছে।


• NEVILLE 

এক দীর্ঘসময় পর WWE তে রিটার্ন করে হিলটার্নের মাধ্যমে নিজেকে re-invent করার কারণে এবং প্রায় ৯ মাস Cruiserweight Division এ রাজত্ব করার জন্য মূলত Neville কে এই লিস্টে রাখা হয়েছে। হাই ফ্লাইং স্টাইল ছাড়াও তাকে এবার বেশ কিছু টেকনিক্যাল মুভও ব্যাবহার করতে দেখা গিয়েছে। এছাড়াও তার মাইক স্কিলেও অনেক উন্নতি হয়েছে। কিন্তু বেশ কিছু দিন ধরে তার আর WWE এর মধ্যে সমস্যা চলছে। আশা করি তা খুব তাড়াতাড়িই ঠিক হয়ে যাবে এবং সে রিংয়ে ফিরে আসবে।


• CARMELLA

গতবছর Carmella এর অত ভাল না কাটলেও এ বছর সে নিজেকে খুব ভালই ইম্প্রুভ করতে পেরেছে। রিংয়েও যেমন সে উন্নতি করেছে, তেমনি নিজের ক্যারেক্টারেও। যদিও আরও ইম্প্রুভমেন্ট দরকার। গতবছর সে লোয়ার কার্ডার হয়ে থাকলেও এ বছর সে সর্বপ্রথম women’s Money in the Bank ব্রিফকেসটি জিতে। এবং SmackDown Women’s title জেতাও তার জন্য সময়ের ব্যাপার মাত্র।


• ALEXA BLISS

২০১৬ ও ২০১৭, এ দুই বছরেই Alexa Bliss নিজেকে অনেক ইম্প্রুভ করতে পেরেছে। রিং স্কিল আর প্রোমো, দুইটাতেই তার ইম্প্রুভমেন্ট অনেক হয়েছে। আর ক্যাজুয়ালদের মধ্যেও সে নিজেকে অনেক পরিচিত করে তুলেছে। এবং গতবছর Smackdown এর মত এ বছর Raw ব্র্যান্ডের ওমেন্স ডিভিশনেও তার রাজত্ব বহাল আছে। আপনারা জেনে অবাক হবেন, মেইন রোস্টারে ডেবিউয়ের পর থেকে নিজের ক্যারিয়ারের অর্ধেকের বেশি সময় তার কাঁধে কোন না কোন টাইটেল ছিল!


• ELIAS

NXT তে জবিং করার পর সবাই মনে করেছিল মেইন রোস্টারেও তার একই পরিণতি হবে, কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে Elias এখনও দিব্যি টিকে আছে। ক্যারেক্টার, রিং স্কিল, মাইক স্কিল সবখানেই তার উন্নতি দেখার মত। আর দর্শকদের সাথেও সে খুব ভাল কানেক্ট করতে পেরেছে। হয়তোবা সে মিড কার্ডের চেয়ে বেশিদূর এগোতে পারবে না, কিন্তু NXT তে জবিং করা থেকে মেইন রোস্টারে এক ভাল করার জন্য সে এই লিস্টে আছে।


• THE USOS

২০১৬ সালে যখন তারা ফেস ছিল, তখন তাদের অনেকেই পছন্দ করত না। ড্রাফটের পরে যখন তারা হিল টার্ন করে এবং নিজেদের রিপ্যাকেজ করে, তখন সেটা তাদের ক্যারিয়ার বদলে দেয়। তাছাড়া এ বছর The New Day এর সাথে তাদের ফিউডটা এ বছরের সেরা ফিউডগুলার ১টি। তাদের প্রত্যেকটা ম্যাচই একেকটা মাস্টারপিস ছিল! আর এখন তারা Smackdown এর পুরা ট্যাগ টিম ডিভিশনকে 'lockdown' এ রেখেছে।


• JINDER MAHAL

অনেকেই আমার সাথে একমত হবে না, কিন্তু উন্নতি করার মানে শুধু রিং/মাইক স্কিলেই উন্নতি করা না। Jinder এর আগের আর এখনকার অবস্থা দেখেন, তাহলেই বুঝবেন সে কেন এ লিস্টে আছে। জবার থেকে ডাইরেক্ট WWE Champion। একদম গল্পের মত। রিং বা মাইকে তেমন উন্নতি না করতে পারলেও নিজের ক্যারেক্টারে ভালই উন্নতি করতে পেরেছে Jinder


• BRAUN STROWMAN

নিঃসন্দেহে Braun Strowman ই এ বছরের সবচেয়ে ইম্প্রুভড রেসলার। প্রথমে সবাই মনে করেছিল সে কয়েক বছর পরই WWE ছেড়ে চলে যাবে। কিন্তু এখন দেখলে মনে হয় সে ভবিষ্যতে WWE এর সেরা দানবদের একজন হবে। এক বছরের কম সময়ে সে নিজের রিং স্কিল, মাইক স্কিল, ক্যারেক্টার সবদিকেই অনেক ইম্প্রুভ করেছে এবং দর্শকদের মাঝেও তুমুল জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে। এতটাই যে তাকে বারবার পুশ দেওয়ার পরও দর্শকদের কোন মাথাব্যাথা নাই। সুতরাং বলা যেতে পারে এ বছরের Most Improved Wrestler হচ্ছে Braun Strowman

এছাড়াও এ বছর আরও অনেক রেসলাররাই নিজেদের ইম্প্রুভ করতে পেরেছে। যেমন:- Baron Corbin, Dolph Ziggler, The Bar এবং আরও অনেকে।
• লেখক ঃ Sabbir Rahman Leon

২০১৭ এর সবচেয়ে ইম্প্রুভড WWE স্টারসমূহ।


দেখতে দেখতে ২০১৭ সাল প্রায় শেষের দিকে। পেছনে ফিরে তাকালে দেখা যাবে, এ বছর WWE তে বেশ কিছু রেসলারেরই উত্থান হয়েছে। এদের অনেকেই নিজেকে ইম্প্রুভ করতে পেরেছে, আবার অনেকেই আগের মতই আছে। তো চলুন দেখা যাক কারা নিজেদেরকে সবচেয়ে বেশি ইম্প্রুভ করতে পেরেছে:


• BREEZANGO

ইম্প্রুভ করার মানে তাদের রিং স্কিলই যে শুধু ইম্প্রুভ হয়েছে, এমনটা না। তাদের রিং স্কিল আগেই ভাল ছিল, কিন্তু এ বছর তারা ফ্যানদের মধ্যে নিজেদের জনপ্রিয়তা বাড়াতে পেরেছে। আর এজন্য তাদের “Fashion Files” সিরিজটি আর সেগমেন্টগুলা অনেক কাজে দিয়েছে। তাদের গঠনের উদ্দেশ্য ছিল "Golden Truth" নামের একটা ব্যার্থ ট্যাগ টিমের জন্ম দেওয়া আর জবিং করা, আর আজ তাদের অনেকেই ট্যাগ টিম চ্যাম্পিয়ন হতে দেখতে চায়। তাদের জনপ্রিয়তা এরকমই থাকলে হয়ত তারা একসময় Smackdown Tag Team Champions ও হয়ে যাবে।


• AIDEN ENGLISH 

নিজের ফর্মার ট্যাগ টিম পার্টনার Simon Gotch এর রিলিজের পর মনে হচ্ছিল খুব শীঘ্রই Aiden English ও হয়তো রিলিজ পাবে, অথবা জবার হয়ে থাকবে। কিন্তু সে সেই ধারণাকে ভুল প্রমাণ করে সে নিজের "opera singer" গিমিকটি ফিরিয়ে আনে এবং পরবর্তীতে সে Rusev এর সাথে টিম আপ করলে যেন তার ক্যারিয়ারে আবার প্রাণ ফিরে আসে! আর এখন সে আর Rusev SmackDown এ সবচেয়ে বেশি রিয়্যাকশন পায়। নিজেকে দর্শকদের মাঝে এভাবে জনপ্রিয় করে তোলার জন্যই Aiden কে এই লিস্টে রাখা হয়েছে।


• NEVILLE 

এক দীর্ঘসময় পর WWE তে রিটার্ন করে হিলটার্নের মাধ্যমে নিজেকে re-invent করার কারণে এবং প্রায় ৯ মাস Cruiserweight Division এ রাজত্ব করার জন্য মূলত Neville কে এই লিস্টে রাখা হয়েছে। হাই ফ্লাইং স্টাইল ছাড়াও তাকে এবার বেশ কিছু টেকনিক্যাল মুভও ব্যাবহার করতে দেখা গিয়েছে। এছাড়াও তার মাইক স্কিলেও অনেক উন্নতি হয়েছে। কিন্তু বেশ কিছু দিন ধরে তার আর WWE এর মধ্যে সমস্যা চলছে। আশা করি তা খুব তাড়াতাড়িই ঠিক হয়ে যাবে এবং সে রিংয়ে ফিরে আসবে।


• CARMELLA

গতবছর Carmella এর অত ভাল না কাটলেও এ বছর সে নিজেকে খুব ভালই ইম্প্রুভ করতে পেরেছে। রিংয়েও যেমন সে উন্নতি করেছে, তেমনি নিজের ক্যারেক্টারেও। যদিও আরও ইম্প্রুভমেন্ট দরকার। গতবছর সে লোয়ার কার্ডার হয়ে থাকলেও এ বছর সে সর্বপ্রথম women’s Money in the Bank ব্রিফকেসটি জিতে। এবং SmackDown Women’s title জেতাও তার জন্য সময়ের ব্যাপার মাত্র।


• ALEXA BLISS

২০১৬ ও ২০১৭, এ দুই বছরেই Alexa Bliss নিজেকে অনেক ইম্প্রুভ করতে পেরেছে। রিং স্কিল আর প্রোমো, দুইটাতেই তার ইম্প্রুভমেন্ট অনেক হয়েছে। আর ক্যাজুয়ালদের মধ্যেও সে নিজেকে অনেক পরিচিত করে তুলেছে। এবং গতবছর Smackdown এর মত এ বছর Raw ব্র্যান্ডের ওমেন্স ডিভিশনেও তার রাজত্ব বহাল আছে। আপনারা জেনে অবাক হবেন, মেইন রোস্টারে ডেবিউয়ের পর থেকে নিজের ক্যারিয়ারের অর্ধেকের বেশি সময় তার কাঁধে কোন না কোন টাইটেল ছিল!


• ELIAS

NXT তে জবিং করার পর সবাই মনে করেছিল মেইন রোস্টারেও তার একই পরিণতি হবে, কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে Elias এখনও দিব্যি টিকে আছে। ক্যারেক্টার, রিং স্কিল, মাইক স্কিল সবখানেই তার উন্নতি দেখার মত। আর দর্শকদের সাথেও সে খুব ভাল কানেক্ট করতে পেরেছে। হয়তোবা সে মিড কার্ডের চেয়ে বেশিদূর এগোতে পারবে না, কিন্তু NXT তে জবিং করা থেকে মেইন রোস্টারে এক ভাল করার জন্য সে এই লিস্টে আছে।


• THE USOS

২০১৬ সালে যখন তারা ফেস ছিল, তখন তাদের অনেকেই পছন্দ করত না। ড্রাফটের পরে যখন তারা হিল টার্ন করে এবং নিজেদের রিপ্যাকেজ করে, তখন সেটা তাদের ক্যারিয়ার বদলে দেয়। তাছাড়া এ বছর The New Day এর সাথে তাদের ফিউডটা এ বছরের সেরা ফিউডগুলার ১টি। তাদের প্রত্যেকটা ম্যাচই একেকটা মাস্টারপিস ছিল! আর এখন তারা Smackdown এর পুরা ট্যাগ টিম ডিভিশনকে 'lockdown' এ রেখেছে।


• JINDER MAHAL

অনেকেই আমার সাথে একমত হবে না, কিন্তু উন্নতি করার মানে শুধু রিং/মাইক স্কিলেই উন্নতি করা না। Jinder এর আগের আর এখনকার অবস্থা দেখেন, তাহলেই বুঝবেন সে কেন এ লিস্টে আছে। জবার থেকে ডাইরেক্ট WWE Champion। একদম গল্পের মত। রিং বা মাইকে তেমন উন্নতি না করতে পারলেও নিজের ক্যারেক্টারে ভালই উন্নতি করতে পেরেছে Jinder


• BRAUN STROWMAN

নিঃসন্দেহে Braun Strowman ই এ বছরের সবচেয়ে ইম্প্রুভড রেসলার। প্রথমে সবাই মনে করেছিল সে কয়েক বছর পরই WWE ছেড়ে চলে যাবে। কিন্তু এখন দেখলে মনে হয় সে ভবিষ্যতে WWE এর সেরা দানবদের একজন হবে। এক বছরের কম সময়ে সে নিজের রিং স্কিল, মাইক স্কিল, ক্যারেক্টার সবদিকেই অনেক ইম্প্রুভ করেছে এবং দর্শকদের মাঝেও তুমুল জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে। এতটাই যে তাকে বারবার পুশ দেওয়ার পরও দর্শকদের কোন মাথাব্যাথা নাই। সুতরাং বলা যেতে পারে এ বছরের Most Improved Wrestler হচ্ছে Braun Strowman

এছাড়াও এ বছর আরও অনেক রেসলাররাই নিজেদের ইম্প্রুভ করতে পেরেছে। যেমন:- Baron Corbin, Dolph Ziggler, The Bar এবং আরও অনেকে।
• লেখক ঃ Sabbir Rahman Leon