• শুধু WWE বলাটা ভুল হবে, সকল প্রো-রেসলিং কোম্পানির এক অন্যতম অংশ হচ্ছে এই Tag Team Division । প্রো-রেসলিং ইতিহাসের প্রায় শুরু থেকেই এই Tag Team অংশটি জুড়ে আছে এবং আমাদের এক অন্য ভাবে বিনোদন দিয়ে যাচ্ছে । কিন্তু বর্তমান সময়ে অন্য সকল কোম্পানির তুলনায় WWE তাদের এই Division-টি আস্তে আস্তে এক বিরক্তিকর ডিভিশনে পরিনত করতে চলেছে ।
কোথায় সেই Attitude Era এবং Ruthless Era এর সেরা সেরা Tag Teams এবং Stables । যারা এরিনায় প্রবেশ করেই রিং কে মাতিয়ে রাখতো আর দর্শকরা উল্লাসে ফেটে চিল্লাতো আর কোথায় এখন New Era এর Comedyan সকল Tag Teams যারা এরিনায় আসলে হয়তো বাচ্চারা একটু হেসে উঠে কিন্তু বাকি সকলে প্রায় বিরক্ত হয়ে বসে থাকে ।
• এমন অবস্থা কেন এই Division এর?
WWE এর কাছে কি তাহলে ভাল কিছু ট্যালেন্টেড Tag Team নাই? অবশ্যই আছে । এরিনাকে জমজমাট করে দর্শকদের ফাটিয়ে পরা সেই আগের উল্লাসকে ফিরিয়ে আনার মত যথেষ্ট ভাল Tag Team আছে কিন্তু তবুও এখন এটা ১টা Boring Division । আসলে এটার জন্য দায়ি হচ্ছে WWE এর ক্রিয়েটিভ প্যানেল । যারা আস্তে আস্তে এই Division এর উপর থেকে গুরুত্ব কমিয়ে দিচ্ছে এবং ঠিক এটাই কারণ এই Division-টাকে একটা Boring এ পরিণত করার ।
• আর এভাবেই যদি চলতে থাকে তাহলে সামনের দিনের নতুন রেসলিং ভক্তরা কখনই এটা বুঝতে পারবে না যে, এই Tag Team Division এর গুরুত্বটা ঠিক কতটুকু এবং এই Division টা আসলে কতটা মজাদার । তারা এটাকে শুরু থেকেই একটা Boring টপিক হিসেবেই গ্রহণ করবে/করছে যা পরবর্তিতে একটি মজাদার টপিকে পরিণত করা অনেকটাই কষ্টকর । এবং এটার অবশেষ ফল এসে কি দাড়াবে?
এটার অবশেষ ফল এটাই দাড়াবে যে, সামনের দিনে দর্শকদের কাছে এই Tag Team Division বিরক্তি লাগার কারণে আমরা আমাদের এই প্রিয় Division কে হারিয়ে ফেলতে পারি । কষ্ট দায়ক হলেও এটা কিন্তু একটা বাস্তব সত্য ।
• অতিতেও কি WWE এর এই Tag Team Division টি এতটা Boring ছিল?
কখনই না, চলুন তাহলে অতীতের দিকে একটু চোখ বুলিয়ে আসি ।
• Attitude Era :
WWE এর সবচেয়ে সফল Era বলা হয় এটাকে । কেননা এই Era এর মাধ্যমেই WWE আজ বিশ্বের মধ্যে একটি অন্যতম জনপ্রিয় রেসলিং কোম্পানি হিসেবে খেতাব অর্জন করতে পেরেছে । এই Era কে জনপ্রিয় করতে অন্য সকল Division যেমনটা গুরুত্ব রেখেছিল ঠিক তেমনি গুরুত্ব রেখেছিল ঐ Era এর Tag Team Division গুলো ।
Attitude Era এর জনপ্রিয় কিছু Tag Team হলো :
1) Edge & Chrirtian
2) Hardy BoyZ
3) DX
4) Brothers Of Destruction
5) Dudley BoyZ
সে সময়ের সেরা এই ৫টি Tag Team এরিনায় এসে যেভাবে রিং কাঁপিয়েছে, অসাধারণ কিছু ফিউড দিয়েছে এটা যারা দেখেছেন তারাই বলতে পারবেন ।
WWE ইতিহাসের সেরা এইসব লিজেন্ডারি Tag Team ঐ সময় দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় কিছু ফিউড এবং অসংখ্য সেরা সেরা ম্যাচ । যা কখনই ভুলার নয় ।
• Ruthless Era :
WWE এর আরেকটি জনপ্রিয় Era হচ্ছে এটি । অনেক লিজেন্ডারি Tag Team এই Era তে নিজের ট্যালেন্ট দেখিয়েছেন । এবং নিজের ট্যালেন্ট অনুযায়ী সঠিক পুশ পেয়ে সেই সময়ের Tag Team Division কে নিয়ে গেছেন এক অন্যতম উচ্চতায় ।
এই Eraকে জমজমাট করতে Rated-RKO এর মত কিছু সেরা Team এবং Evolution এর মত কিছু Dengerous Stables অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন । সেই সময়ে তৈরি করা তাদের ফিউড গুলো
এবং খেলা কিছু সেরা ম্যাচ যা এখনো ইতিহাসের পাতায় অমর হয়ে আছে । কোনো সত্যিকারের রেসলিং ভক্তদের কাছে এসব কিছুই ভুলার নয় ।
চলুন এক নজরে একটু Attitude Era এবং Ruthless Era-র কিছু সেরা সেরা Tag Team Match গুলো একটু দেখে নেই । যা ইতিহাসে সেরা ম্যাচের খেতাব পেয়ে রেসলিং ভক্তদের মনে চির অমর হয়ে আছে ।
1) SummerSlam 00
Edge & Christain VS Dudly
BoyZ VS Hardy BoyZ
2) WrestleMania 17
Edge & Christain VS Dudly
BoyZ VS Hardy BoyZ
3) Revolution 07
DX VS Rated Rko
4) Summerslam 09
DX VS The Legacy
5) No Dq Match 01 in Smackdown
Brothers Of Destruction VS
Edge & Cristain
এগুলো ছাড়া আরো অনেক অসাধারণ ম্যাচ আছে । আমার ব্যাক্তিগত পছন্দের কিছু সেরা ম্যাচ গুলোই আপনাদের সামনে তুলে ধরলাম ।
• New Era :
আর বর্তমানে WWE এর এই Tag Team Division অবস্থা খুবই খারাপ । কিন্তু তারা চাইলে এই Division এর মাঝে পরিবর্তন আনতে পারবে ।
New Day
The Usos
Hardy BoyZ
The Revival
এর মত ট্যালেন্টেড কিছু Tag Team আছে । শুধু তাদেরকে সঠিক ভাবে ব্যবহার করতে হবে । আর এভাবেই যদি তারা এই Division থেকে গুরুত্ব কমিয়ে দিতে থাকে তাহলে এক সময় এই Division আমাদের মাঝে থেকে হারিয়ে যাবে ।
পোষ্টটি এতক্ষণ কষ্টকরে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।
• লেখক ঃ Niloy Ahmed