• John Cena-এর উপর একটি Company মামলা করেছে। এই Company-টির নাম হলো Ford এবং এটি অনেক নাম করা একটি Company। Ford হলো একটি অটো Mobil Company। তার থেকে John Cena একটি Car কিনেছিলেন এবং সেটি অনেক Rare ছিল।
Car-টি দাম প্রায় ৫ লাখ ডলার। এইরকম Car সুধু ভাগ্য উপরেই পাওয়া যায়। যার মধ্যে একটি নাম John Cena-র ও রয়েছে। Cena-এর উপর Sued করার কারণ ছিল, তিনি গাড়ি টি কিনতেই বিক্রি করে দেন। গাড়ির Contract-এ লেখা ছিল কিনার পর John Cena-র কম থেকে ২ বছর গাড়ি টি তার কাছে রাখতে হবে।
এইসবের উত্তরে John Cena বলেন, "গাড়িটি আমি বিক্রি করেছি কারণ, আমার কিছু বিল প্রে করার ছিল।"
• Brock Lesnar Return Date Announced :
আমরা The Beast খ্যাত "Brock Lesnar"কে শেষ "Survivor Series"এ দেখেছিলাম।যেখানে তিনি "Aj Styles"এর সাথে একটি অসাধারণ ম্যাচ খেলেন।এরপর তিনি অফ টিভি তে রয়েছে।
Wrestling Observer এর তথ্যমতে জানা গিয়েছে-"WWE"-"Brock Lesnar"কে ডিসেম্বর মাস অর্থাৎ এই মাসের ১৯তারিখ শিডিউলে রেখেছে।তিনি "Royal Rumble" পিপিভিতে থাকছেন যে সেটা পুরোপুরি কনফার্ম।তবে তিনি টাইটেল ডিফেন্ড করবেন নাকি তা সিউর না।এই নিয়ে অনেক কনফিউস সৃষ্টি হয়েছে।তবে বিভিন ওয়েবসাইট দাবি করছে,Brock ১৯তারিখ রিটার্ন করার পর সব ক্লিন হয়ে যাবে।
• Cageside Seats এর মতে, Royal Rumble এ Brock Lesnar এর জন্য এখনো যোগ্য প্রতিপক্ষ নির্ধারণ করতে পারেনি WWE যার ফলে আসন্ন Royal Rumble এ Lesnar পারফর্ম করলেও সেখানে Universal চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করার সম্ভাবনা নেই।
• সম্প্রতি Australia তে WWE এর একটি Live Event হয়। সেই সময় এক ফাকে Garry, Tim & Hamish Show তে অংশ নেন RAW এর GM "Kurt Angle". তখন সেখানে তার Interview নেয়া হলে Kurt WWE র বিভিন্ন বিষয় নিয়ে অালোচনা করেন যার মধ্যে উল্লেখযোগ্য ছিলো Vince McMahon কে নিয়ে অালোচনা।
এরপর Kurt ঐ বিষয়টি সবার সাথে Share করেন যে বিষয়ে তিনি Vince কে Question করেছিলেন। প্রশ্নটি ছিলো এইরকম যদি Vince মারা যায় তবে Future এ WWE এর কি হবে? . . Kurt জানান তিনি যখন Vince কে ঐ প্রশ্নটি করেন তখন Vince এর উত্তরটি ছিলো সত্যিই অদ্ভুত। প্রতিউত্তরে Vince বলেছিলেন "তিনি কখনো মৃত্যুবরণ করবেন না"। . . Vince McMahon মনে করেন তিনি কখনো মরবেন না এবং মজার বিষয় হচ্ছে Kurt Angle ও তা Believe করেন।
• বিভিন্ন ওয়েবসাইটের তথ্যানুসারে, এবার Royal Rumble জিততে পারে ;The King Of Strong Style' Shinsuke Nakamura। এবং, AJ Styles vs. Shinsuke Nakamura Wrestlemaniaতে Main-Eventএ একে অপরে WWE Championship এর জন্য ফেস করতে পারে।
• Paige vs. Sasha Banks নেক্সট Raw এর জন্য অফিসিয়াল করা হয়েছে। উল্লেখ্য, জুলাই ২০১৬ এর পর এই প্রথম Paige, singles ম্যাচ খেলবে।
• WWE অনেক আগেই AJ Styles vs. Jinder Mahal For WWE Championship ম্যাচ সেট করেছিল।
কিন্তু সম্প্রতি WWE আরো কয়েকটি Championship ম্যাচ সেট করেছে। আর সেগুলো হলো:
1/ US Championship: Baron Corbin© vs. Bobby Roode vs. Dolph Ziggler
2/ SD Live Women's Championship: Charlotte Flair© vs. Natalya
3/ SD Live Tag Team Championship: The Usos© vs. New Day vs. Gable & Benjamin
Clash Of Champion এমন একটি P.P.V যার মধ্যে সব রকমের Title Defend করা হয়। তাই এইবারও করা হয়েছে। অন্যবার থেকে এইবারের Match Card গুলো কম নয়। আমার মতে, কেউ এই P.P.V টি দেখতে মিস করবেন না। কারণ বছরের শেষ P.P.V বলে নিশ্চয় Special কিছু থাকবে।
• Modern Day Maharaja Said, He Wants To Face The Cenation Leader At Wrestlemania For The WWE Championship 😱😱😂
মেক্সিকো তে দেয়া একটি সাক্ষাতকারে Jinder Mahal বলেছেন, তার বর্তমান লক্ষ্য হচ্ছে AJ কে হারিয়ে WWE Championship পুনরুদ্ধার করা এবং এর পর তার লক্ষ্য হচ্ছে রেসলম্যানিয়া তে John Cena এর বিপক্ষে WWE Championship ম্যাচ খেলা 😃😃
• সম্প্রতি Edge ও Christian এর "E & C Podcast" এ গেস্ট ছিলেন Dolph Ziggler... ✌
সেই পোডকাস্টে তিনি বলেছেন, ২ বছর আগে যখন WWE এর সাথে তার কন্ট্রাক্ট এর মেয়াদ শেষ হয়ে গিয়েছিল তখন তিনি কোম্পানি ছেড়ে চলে যেতে চেয়েছিলেন! কিন্তু তখন WWE তাকে বুঝিয়ে শুনিয়ে তার কন্ট্রাক্ট রিনিউ করেছিল...!!
কিন্তু এবার আর WWE তে থাকতে চান না তিনি! সেই পোডকাস্টে বলেছেন, এবার যখন তার সাথে WWE এর কন্ট্রাক্ট শেষ হবে তখন তিনি আর তার কন্ট্রাক্ট রিনিউ করবেন না!! অর্থাৎ কন্ট্রাক্ট এর মেয়াদ শেষ হলে WWE হতে লিভ নিবেন Ziggler 😒😒
• Jim Johnston কে WWE রিলিজ করে দেয়। Jim Johnston কে তো কেউ চিনেই না, সে WWE তে ৪৩ বছর ধরে কাজ করছে, সে একজন Song writer। Stone Cold, The Rock, Brock Lesnar, Undertaker, Chris Jericho, Vince McMahon ও আরো অনেকের এন্ট্রি সং বানিয়েছে Jim Johnston। Best of luck Johnston।
• The Rock তার নতুন ট্যাটুর ছবি পোস্ট করেছেন, পুরনো বনাম বর্তমান অবস্থা।
• আজ The Rock তার টুইটার একাউন্টে Vince McMahon এর প্রশংসা করে বলেছেন, " তার ক্যারিয়ার গঠনের পেছনে Vince এর অবদান অনস্বীকার্য! এজন্য Vince এর প্রতি কৃতজ্ঞতা ও প্রকাশ করেছেন The Rock.. 😊😊First shook hands w/ Vince when I was 11yrs old.— Dwayne Johnson (@TheRock) December 2, 2017
At 25, he offered me the bare minimum @WWE contract. Said, “You can go to WCW for more money but here you’ll earn every dollar”
To this day, Vince is one of my greatest mentors & trusted advisors. #FullCircle #Ohana 🙏🏾🤙🏾 https://t.co/YB2rBHHe8L
• WWE Network এ Cory Graves এর নতুন শো "Straight To The Source" এর প্রিমিয়াম হবে আগামী মানডে নাইট Raw শেষ হওয়ার পরে। প্রথম শো তে গেস্ট হিসেবে থাকছেন Roman Reigns 👍
• WWE Network এর আরেক শো " 365" এর ২য় ইপোসোড অনুষ্টিত হবে আগামী Royal Rumble পিপিভি শেষ হওয়ার ঠিক পরে! সেই ইপোসোডে গেস্ট হিসেবে থাকছেন AJ Styles 👍
• TNA Impact এর সাথে ১ বছরের কন্ট্রাক্ট সাইন করেছেন Matt Sydal... ✌
• আগামী কয়েক সপ্তাহের Raw তে Kane কে দেখা যাবে না...!! কারণ গত সপ্তাহে ব্রণের এট্যাক এর প্রভাব দেখানোর কারণে সে কিছুদিন অনুপস্থিত থাকবে.. 😃
• Natalya এর সাথে প্রো-রেসলিং ট্রেনিং শুরু করেছেন Ronda Rousey...অর্থাৎ খুব শীঘ্রই তাকে WWE তে রেসলিং করতে দেখা যাবে ✋
• ২০১৯ সালে রিটায়ার নিবেন Alberto Del Rio!! WrestlingInc কে দেয়া সাক্ষাতকারে এমনটাই জানান তিনি!!
• আগামী জানুয়ারি মাসের ২২ তারিখে অনুষ্টিত হতে যাওয়া Raw এর ২৫তম বার্ষিকী তে উপস্থিত থাকতে পারেন Bret Hart.. 👏👏
•আগামী মঙ্গলবারের জন্য প্রস্তুত থাকুন! ব্রোকেন গিমিক হয়তো ফিরেই আসছে! এবার মনেহয় সত্যিই ম্যাট হর্ডির #Broken gimmick ফিরে আসবে,
- ম্যাট ও জেফ হর্ডির টুইটার এ্যাকাউন্টের নাম বদলে তাতে #Broken নাম যুক্ত করা হয়েছে,
- সম্প্রতি এক টুইটে ম্যাট হর্ডিকে তার #BrokenMattHardy রিং গিয়ারে দেখ গেছে,
-এমনকি জেফ হর্ডি ইনস্টাগ্রামে তার ব্রোকেন রিং গিয়ারের ছবিও পোস্ট করেছেন,
আমরা সবাই মোটামুটি কনফার্ম ছিলাম যে ২০১৭ সালের শেষ দিক নাগাদ কিংবা ২০১৮ 'র শুরুর দিকে ম্যাট হর্ডিকে ব্রোকেন গিমিক দেয়া হবে,
তবে তা আগামী মঙ্গলবারই কেনো নয়? ;)
• Dave Meltzer এর মতে, EC3 ও Bobby Lashley TNA এর সাথে তাদের কন্ট্রাক্ট রিনিউ না ও করতে পারে!!
• প্রো-রেসলিংয়ের বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় স্ট্যাবল "The Bullet Club", গত ৪ মাসে মোট ৪ লাখ ১৭ হাজার ৪৩০টি বুলেট ক্লাব টি-শার্ট বিক্রি করেছে 😱😱👌👌
WWE তে না এসেও যে ওরা এত্ত পপুলার, তা ওদের মার্চেন্ডাইজ সেলিং এর হিসাব দেখলেই বুঝা যায় , টি-শার্ট হতে সম্ভাব্য আয়:- "The Pro Wrestling Tees" সাইট ঘুরে জানতে পারলাম বুলেট ক্লাবের প্রতি টি-শার্টের মূল্য ২৪.৯৯ ডলার! অর্থাৎ প্রতি টি-শার্টের মূল্য প্রায় ২৫ ডলার...
বুলেট ক্লাবের প্ল্যান হচ্ছে আগামী বছর তারা ROH প্রমোশনে একটি ইভেন্টের আয়োজন করবে। সেই ইভেন্টে প্রায় ১০ হাজার দর্শক থাকবে ও সেই ইভেন্টের সব খরচ এর দায়িত্ব বুলেট ক্লাবের! তারা নিজ হতেই এই উদ্যোগ নিয়েছে 👍
• This Weeks Raw & SDLive Viewership :
Raw:- এ সপ্তাহের Raw এর গড় ভিউয়ারশিপ ছিল 2.759 মিলিয়ন! যা গত সপ্তাহের চাইতে ১০% কম। উল্লেখ্য যে গত সপ্তাহের Raw এর গড় ভিউয়ারশিপ ছিল 3.074 মিলিয়ন! ক্যাবল নেটওয়ার্কে Raw এর অবস্থান ছিল ৫ম স্থানে 👍
SDLive:- এ সপ্তাহের SDLive এর গড় ভিউয়ারশিপ ছিল 2.680 মিলিয়ন! যা গত সপ্তাহের চাইতে কিছুটা বেশি। উল্লেখ্য যে গত সপ্তাহের SDLive এর গড় ভিউয়ারশিপ ছিল 2.662 মিলিয়ন! ক্যাবল নেটওয়ার্কে SDLive এর অবস্থান ছিল ৬ষ্ট স্থানে 👍
এ সপ্তাহের ভিউয়ারশিপ তুলনা করলে দেখা যায়...
(i) Raw এর ভিউয়ারশিপ গত সপ্তাহ থেকে হ্রাস পেয়েছে।
(ii) SDLive এর ভিউয়ারশিপ গত সপ্তাহ থেকে বৃদ্ধি পেয়েছে।
(iii) ফ্ল্যাগশিপ শো Raw এর ভিউয়ারশিপ এর সাথে বেশ ভালোই টক্কর দিচ্ছে SDLive! Raw এর ভিউয়ারশিপ, SD এর চাইতে মাত্র 0.079 মিলিয়ন বেশি!
(iv) AJ Styles এর WWE Championship জেতার পর প্রতিটা SD শো এর ভিউয়ারশিপ ই ক্রমাগত বেড়েছে 😃😊
• গতকাল অর্থাৎ, ৩ ডিসেম্বর, NXT সুপারস্টার Wolfgang'র ৩১তম জন্মদিন ছিল।
• লেখক : WWE 360, Jahid Hossain।অন্যান্য নিউজ আপডেট দেখতে এখানে ক্লিক করুন।