প্রত্যেক বছর WWE আমাদের অনেক কিছু দেওয়ার চেষ্টা করে আর এদের মধ্যে কিছু ফ্লপ আর কিছু ফ্যানদের মনে চিরন্তন থেকে যায়। রিসেন্টলি WWE তাদের ফ্যানদের বিনোদন দিতে আগেকার মতো সফল না হলেও এর মধ্যেও তারা বেশ ভালো কিছু জিনিস দেখাতে সফল হয়েছে যা WWE কে নিয়ে মানুষের আকর্ষণ এখনো ভালোই ধরে রেখেছে। আজকে পোষ্ট হবে সেই ৫টা স্ক্রিপ্ট, সিদ্ধান্ত, শো নিয়ে যা আমার কাছে WWE এর recent timeline(2014-2017) এ সেরা বলে মনে হয়েছে(কোন টপ র্যাংকিং না)।
1) Bringing back Shane McMahon :
WrestleMania 32 এর সিজনে রিটার্ন করেন করেন আমাদের সবার প্রিয় শেন মিকম্যান। তাকে এনে টেকারের সাথে ফিউড করানো হয়, ২০ ফুট উচু হতে লাফ দিতে বলা হয়, তার বাবার সাথে Love-Hate relationship এ রাখা হয়, আর অনেক কিছু পাল্টানো হয় WWE তে যা বলতে গেলে ২০১৩ থেকে WWE তে প্রথা হয়ে দাঁড়িয়েছিল। তাকে আনানো হয় ফ্যানদের নতুন কিছু দেখানোর আশায় আর তা Masterfully execute করা হয়েছে এপর্যন্ত। তাকে আনানো না হলে আমরা সম্ভবত ২০১৬ এর মার্চ মাস হতে চলমান ভালো সবকিছুর অর্ধেকটা পেতাম। শেনকে ব্যবসায় ফেরানোটা ভিন্সের নিজের ফ্যামিলির নাম ব্যবসায় রাখার পাশাপাশি পরোক্ষভাবে ফ্যানদের নিয়ে তিনি কতটুকু ভাবেন তা ফুটে উঠেছে। ভিন্স জানেন তার মাথামোটা মেয়ে ফ্যানরা কি চায় তা অনেকসময় ধরতে পারে না, তার মেয়েজামাইয়ের হাতে তিনি সবকিছু ছেড়ে দিতে চান না, তার সিংহাসন ধরে রাখতে চান কিন্তু তিনি চান না তার ফ্যানদের আশাহত করতে। বেচারা ভিন্সের বয়স হয়েছে, ফ্যানদের সাথে আগেকার মতো যোগাযোগ রাখাও সম্ভব নয় এমতাবস্থায় একমাত্র উপায় ছিল তার যোগ্য উত্তরাধিকারী Shane McMahon কে আবার পারিবারিক ব্যবসায় নিয়ে আসা। শেনও বাবার বাধ্য ছেলের মতো ফিরে আসেন আর এসেই WWE এর Landscape বদলে দেন। আমরা আবার পাই Brand Split যা অনেক রেসলারের ভাগ্য খুলে দেয় (যেমন : Braun Strowman. বিশ্বাস করুন, ব্র্যান্ড স্প্লিট না হলে তাকে টাইটাস, করবিন এদের সাথে ফিউড করতে হতো)। তাকে ফিরিয়ে এনে WWE তাদের ফ্যানদেরকে আবার পুরোনো জিনিসের স্বাদ দিতে পেরেছে।
2) The United Stated Championship Open Challenge by John Cena :
২০১৫ সম্ভত গত ১০ বছরে US title টার সেরা সময় ছিল। প্রথমে তো রুসেভের মতো একজন Anti American হীলের কাছে একটা সফল টাইটেল রান, পরে WrestleMania 31এ জন সিনার কাধে এই টাইটেল বসে আর এতেই শুধু তা থেমে থাকে নি। WWE এর মাথায় বিভিন্ন Underdog wrestlerদের, Indie wrestlerদেরকে দিয়ে এই টাইটেলের মর্যাদা বাড়ানোর কথা চিন্তা আসে এবং এর ফলস্বরূপ আমরা পাই John Cena’s US Title Open Challenge.
এতে আমরা অনেক ভালো ভালো ম্যাচ পাওয়ার পাশাপাশি যেসকল ফ্যানরা ইন্ডি রেসলারদের চিনেন না, তারা Wiki, Men’s Health, Youtube, Dailymotion ঘেটেঘেটে তাদের সম্পর্কে মোটামুটি একটা ধারণা করে নেন। ফ্যানদেরও সিনার প্রতি এক শ্রদ্ধা জাগে মনের অজান্তেই ও প্রত্যেকটা RAW, PPV র প্রধান আকর্ষণ থাকে এই ওপেন চ্যালেঞ্জ। কেউ ভাবতেই পারে নি এই Minor Title টা WWE Championship এর লেভেলে হাইপ সৃষ্টি করবে। আর সিজারো সেকশনের ৩০০ টাকার পপুলারিটি পাওয়ার জন্য ১০০ টাকাও লাগে নি।
3) AJ Styles :
Royal Rumble 2016……. হঠাৎ করে এক অচেনা এন্টান্স সং বেজে ওঠে। টাইটানট্রোনে ‘I am Phenomenal’ লেখা ভেসে ওঠার সাথে সাথেই ফ্যানদের বুঝতে আর বাকি থাকে না যে, স্বয়ং AJ Styles রিটার্ন করছেন WWEতে তাও আবার Royal Rumble match এ। এর পর থেকে শুধু AWESOMENESS এর রোলার কোস্টার রাইড শুরু। প্রতিদিন যেন এর উত্তেজনা বেড়েই চলেছে। তাকে দিয়ে ভিন্স তার চোখের মণিকে পুশ দিতে চাইলেও ও তাকে একজন মিড কার্ড রেসলার হিসেবে রেখে দিতে চাইলেও তিনি ব্যর্থ হন ও ভিন্সের মনেই এই লোকের প্রতি শ্রদ্ধা জন্মায়। ২০০২ সালে যে ব্যক্তি কি না নিজের স্ত্রীর লেখাপড়ার জন্য মিলিয়ন ডলারের WWE contract বাতিল করেছিল, সে ব্যক্তির প্রতি তার মনে ঘৃণার পরিমাণ যে কতটুকু তা ভিন্স নিজেই বলতে পারবে। কিন্তু এসকল কিছু পার করে ভিন্সের মনে এজে নিজের প্রতি শ্রদ্ধা আদায় করে নেয় আর এর বহিঃপ্রকাশ আপনারা দেখতেই পারছেন।
এজে স্টাইলস আসার পর থেকে যতবারই একজন রেসলিং ফ্যান চিন্তা করেন WWE দেখা বাদ দিতে, তার পিছুটান থেকে যায় এই এক ব্যক্তি, AJ Styles. AJ র কারণে রেসলিং ফ্যানরা এখনো ইউটিউবে গিয়ে হাইলাইটস দেখে, অনেকে ফুল শো’র কোথায় স্টাইলস আছে, তা খুঁজে দেখে নেয় আজ এই লোকটা কি করল কি না করল। দেড় বছর ধরে এই লোকটা SmackDown Live! এর হাল ধরে আছেন এবং স্ম্যাকডাউনকে আবার একটা A+ Show করার জন্য যথেষ্ঠ চেষ্টা করছেন। (লিখতে চাইলে উপন্যাস লেখা যাবে তবে এতো সময় নেই)
4) WrestleMania 31 :
Let me be serious, এটা আমার দেখা সেরা WrestleMania
Randy Orton vs Seth Rollins, The Intercontinental Championship Ladder match, HHH vs Sting, Undertaker vs Bray Wyatt, Paige and AJ vs the Bella Twins(maybe????), Ronda Rousey র প্রথম WWE এর রিঙে পদার্পন, Roman Reigns vs Brock Lesnar ম্যাচে হঠাৎ করে সেথ রলিন্সের MITB Cash In সবকিছু মিলিয়ে The Ultimate Joyride.
THIS IS WRESTLEMANIA 31
5) Breaking The Shield :
শিল্ড খুব কম সময়ে ফ্যানদের মনে জায়গা করে নিয়েছিল। ক্যাজ্যুয়াল ফ্যানদের কাছে এটা এমন ৩ ভাইয়ের এক স্টেবল যেটা ভাঙ্গবে না বলে মনের মধ্যে দৃঢ় বিশ্বাস জন্মিয়েছিল। আর এর পরেই আসে এক বড় ধাক্কা। Payback 2014 এর পরের রাতের RAWতে ট্রিপল এইচ এসে তার প্ল্যান বি নিয়ে Shield আভাস দেন। রোমান, ডিন এগিয়ে যায় কিন্তু পেছনে সেথ তার হাতের চেয়ার দিয়ে সজোরে রোমানের পিঠে আঘাত করে। ডিন নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। এরপর ডিন সেথের শিকার হয়। তাদের দুজনকে সেথ Brutally মারতে থাকে। ভেঙ্গে যায় শিল্ড আরশুরু হয় এই ৩ ব্যক্তির জীবনের নতুন অধ্যায় আর ফ্যানরা পায় অসাধারণ সব মুহুর্ত যার জন্য এই ৩ জন ফ্যানদের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। ২জন ফ্যানদের নিকট আশির্বাদস্বরূপ আর একজন ............
পরবর্তীতে সময় পেলে আরো লেখার চেষ্টা করব।
• লেখক ঃ Rigan Mahmud Chowdhury