• Dwayne The Rock Johnson গড়লেন তার ৫ম Guinness World Record :
এর আগেও The Rock রেকর্ড করেছেন, কিন্তু এটা একটু ব্যতিক্রম!! সম্প্রতি Dwayne Johnson এর প্রোডাকশন কোম্পানি Seven Bucks Digital Studios তৈরি করে 3,006 টি Cereal Box দিয়ে Dominoes আকারে। যার মাধ্যমে সব বাক্স এক লাইনে রেখে এবং সবগুলোকে ফেলে দেয় এক ধাক্কায়। যা হয়ে উঠে নতুন এক রেকর্ড!
এর আগের রেকর্ড ছিল 2,686 বাক্সের The Rock তার টুইটারে জানান তার অসাধারণ অর্জনের কথা -
Yessss! Let’s go Carey High School! I want to see you guys break our @SevenBucksProd Guinness World Record we set last week. I’m working in Paris but I’m there in spirit rooting you on! 👏🏾🙌🏾https://t.co/gCGMD5nCRK— Dwayne Johnson (@TheRock) December 4, 2017
• সম্প্রতি Singh Brothers-এর Member Samir Singh তার জীবণের একটি গুরুত্ব Story WWE Fans দের সামনে রাখেন। তিনি একটি ভিডিও প্রকাশ করেন। যার মধ্যে তিনি Bollywood Star Akshay Kumar কে লক্ষ্য করে অনেক গুলো কথা জানান।
Samir Singh ভিডিও টিতে বলেন: "আমি প্রায় ৫ বছর ধরে WWE-এর জন্য Trial ম্যাচ খেলতে চলেছিলাম। তারপর আমার কাছে একটি সময় আসে, যখন আমি Triple H-এর সঙ্গে দেখা করতে পারি। কিন্তু আমার এই কাজে তিনি একটুও খুশি ছিলেন না। যার কারণে HHH আমাকে পরামর্শ দেন Bollywood-এ যেতে। আমি যেখানে যায়, কিন্তু কারো দেখা পায় না। মানুষের ঘরে ঘরে গিয়ে কাজ চায়, তাও কেউ আমাকে কাজ দিতে রাজি হয় নি। তখন আমার দেখা Akshay Sir-এর সাথে হয়। তিনি আমাকে তার Movie Brothers-এ নেন। তারপর আমি তাকে আমার Story জানায় এবং তিনি আমাকে বলেন, আমার জায়গা WWE-এর মধ্যেই। তার এই কথা শুনে আমি WWE তে আবার আসি এবং Main Roster-এ আমার জায়গা বানায়। তাই Akshay Sir Thanks A Lot ।
• "WWE" সুপারস্টার "Roman Reigns" মনে করেন-তিনি বর্তমানের সেরা রিং পার্ফমার।Corey Gaves তার থেকে এক ইন্টারভিউ নিলে সেখানে তিনি বলেন-
"তুমি জানো আমি এখন বর্তমানের সেরা রিং পার্ফমার। তোমার যদি বিশ্বাস না হয় তুমি আমার বিগত তিন বছরের ম্যাচ গুলো দেখো..তাহলে তুমি বুঝতে পারবা আমি একজন বোকা বা হয়ত তুমি বুঝতে পারবা আমি ঠিক কথা বলেছি।"
• The UK Sun তাদের একটি আর্টিকেলে জানিয়েছে Daniel Bryan কে রিঙে পারফর্ম করার অনুমতি দিয়েছে ডাক্তাররা। তাদের মতে, Royal Rumble এ রিঙে ফিরতে পারে Bryan.
তবে Dave Meltzer জানিয়েছে WWE'র ডাক্তার Joseph Maroon এখনো Bryan কে রিঙে পারফর্ম করার অনুমতি দেয়নি।
• অবশেষে নিজের গিমিক ফিরে পেয়েছে Matt Hardy. তবে "Broken" এর পরিবর্তে "Woken" নামটি ব্যবহার করবে Matt Hardy ও WWE. Matt এর প্রথম ফিউড হবে Bray Wyatt এর সাথে।
"WOKEN" Matt Hardy!!!!!!
Delete!! Delete!! Delete!!
• Cagesideseats.com এর তথ্য মতে, ডিসেম্বরের ২৭ তারিখ Smackdown Live-এ WWE Championship ম্যাচ সেট করা হয়েছে। যার মধ্যে Denial Bryan Special Guest Referee-এর ভূমিকা পালন করবেন 😍😍। ম্যাচ টি কে কে খেলবে তা এখনও জানা যায় নি 😒।
• সম্প্রতি Tazz's Podcast-এ Chris Jericho জানিয়েছেন যে, তার Kevin Owens-এর সাথে পূর্ব চলতি Feud-এর মধ্যে Universal Championship-টি ঢুকানো উচিত ছিল। তাছাড়া Jericho দাবি করেন, তাদের এই ম্যাচ টি WM 33-এ হওয়ার দরকার ছিল। পরবর্তি তে তিনি Universal Title টি Next P.P.V তে Brock Lesnar-এর বিরুদ্ধে ড্রপ করতেন। 😂😂
• Chris Jericho আগামী বছরের ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া Royal Rumble এ অনুপস্থিত থাকবেন। কারণ Jericho-র ব্যান্ড FOZZY-র ট্যুর ডেট ঠিক করা হয়েছে সামনের বছরের ২৮ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
আজকে FOZZY announce করে যে, 2018 তে তাদের আরো ট্যুর আছে, এবং যার ফলে ক্লিয়ার যে Jericho WrestleMania 34 মিস করবে। Chris Jericho এবং FOZZY ৮ এপ্রিল perform করবে, এবং WrestleMania ও সেইদিন।
• পূর্বে নোট করা হয়েছে যে, The Miz এবং Becky Lynch কিছুদিনের জন্য WWE-র সকল সাপ্তাহিক প্রোগ্রামিং থেকে দূরে রয়েছে "The Marine" এর আগামী ইন্সটলমেন্টের শ্যুটিং এর জন্য। Shawn Michaels তার টুইটারে জানান যে, মুভিটির শ্যুটিং এখনও তিন সপ্তাহ বাকি আছে। যার মানে The Miz এবং Becky Lynch সেই সময় পর্যন্ত WWE television থেকে দূরে থাকবে। যার ফলে তাদের রিটার্ন ডেট হতে পারে December 25th RAW এবং December 26th SmackDown Live events এ।
• সম্প্রতি "Konnan’s podcast" এ Alberto El Patron বা আমরা যাকে Alberto Del Rio নামে চিনি, তিনি এক্সপ্লেইন করেন কেন তিনি আর পেইজ তাদের রিলেশনশিপ আর জলে ভাসায় নি মানে, আর এগোই নি!!! 😁
তিনি সেখানে বেশ কয়েকটি কারণ তুলে ধরেন। মূল কারণ তুলে ধরেন, WWE এর বিভ্রান্তিকর ট্যুর এর ব্যাপারটি। বিশ্বসেরা প্রো রেসলিং কোম্পানি হওয়াই এটাই স্বাভাবিক যে, বিভিন্ন দেশে তা পরিবেশন করিয়ে ব্যাবসা টাকে আরো সফলকামী করা।
পাশাপাশি, আরো একটি কারণ দেখিয়ে তিনি বলেন, WWE নাকি চাচ্ছে না Paige "San Antonio" তে অবস্থান করে। আর পেইজের স্ক্যান্ডালের কথাও তুলে ধরে, সাথে এই নিয়ে মিডিয়ার ঝায় ঝামেলা সব মিলিয়ে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করে!
পেইজের সাথে আলবের্তোর পিরীতি নিউজ শুনে যারা এই ব্যাক্তির হেটার হয়ে গেছিলেন, তারা আরেকবার তার ফ্যান হওয়ার জন্য ভেবে দেখতে পারেন অবশ্যি!
• "Samoa Joe" জানিয়েছেন তিনি সামনের RAW তে Roman এর ঐ অবস্থা করবেন যেমনটা তিনি গত RAW তে করেছিলেন।😂😂
• "Jason Jordan" Next Week এর RAW তে একটি Intercontinental Championship ম্যাচের জন্য "Roman Reigns" কে Challenge করেছেন। এখন দেখার বিষয় Roman তা Accept করে কি না।😀😀
• Recently এক সাক্ষাতকারে "Sheamus" জানিয়েছেন তিনি প্রায় 6 মাস ধরে Neck ইনজুরিতে ভুগছেন এবং ঐ অবস্থাতেই Wrestle করে যাচ্ছেন।😍😍
• "Vince McMahon" সম্প্রতি জানিয়েছেন তিনি "Bray Wyatt" এর বর্তমান In Ring পারফর্মেন্স নিয়ে খুশি নন। তার মতে Bray শারীরিক ভাবে ক্লান্ত।😂🐸
• Stone Cold Podcast এর Next Guest হতে চলেছেন "Sasha Banks" 😊😊
• গতকাল WWE এর Tag Team "The Ascension" এর "Viktor এর 37 তম জন্মদিন ছিল। শুভ হোক তার আগামীর পথচলা।🎂🎉
• "Chris Jericho" র মতে, তার আর "Kenny Omega" র ম্যাচটি হবে Wrestle Kingdom এর True Main Event😍😍
• লেখক : WWE 360, Maria Hussain, Shariar Abir, Fahim Fam, প্রো-রেসলিং ইউনিভার্স - PWU।সমস্ত নিউজ আপডেট দেখার জন্য এখানে ক্লিক করুন।