• সম্প্রতি এক ইন্টার্ভিউতে "স্টিং" জানান যে, তিনি তার Life এ একটা শেষ Match খেলতে চান Against "The Undertaker"।
• Dave Metlzer এর রিপোর্ট অনুসারে, WWE বর্তমানে Asuka vs. Ronda Rousey ম্যাচের পরিকল্পনা করছে।
• According to USA Today- Ronda Rousey তার প্রো-রেসলিং ক্যারিয়ারের ট্রেনিং এর শেষ পর্যায়ে আছেন। আশা করা যায়... খুব শীঘ্রই তাকে অনস্ক্রিনে দেখা যাবে WWE-এর রিংয়ে ফাইট করতে।
বর্তমানে তিনি পার্ফরম্যান্স সেন্টারে আছেন... সেখানে তিনি অনেক ট্রেইনার থেকে ট্রেনিং নিচ্ছেন... এমনকি Natalya- কে দেখা গেছে তাকে ট্রেনিং দিতে।✌😊
• আজকের দিনে 13 বছর আগে RAW তে সর্বপ্রথম Womens main event দেখা যায়। এ ম্যাচ এ Lita জয়লাভ করে এবং WWE womens championship টাইটেল জিতে যায়।
• Cageside Seats এর মতে, Shane McMahon কে হিল বানানোর পরিকল্পনা করছে WWE. Kevin Owens ও Sami Zayn এর সাথে Shane এর বর্তমান ফিউডটি সেদিকেই ইঙ্গিত করছে।
অন্যদিকে Daniel Bryan কে ডাক্তাররা রিঙে ফেরা অনুমতি দিয়েছে। শোনা যাচ্ছে WrestleMania 34-এ Shane vs. Bryan এর পরিকল্পনা করা হচ্ছে। এখন শুধু Bryan কে WWE'র ডাক্তাররা মেডিক্যালি ক্লিয়ার করলেই এই ম্যাচ দেখা যাবে।
• Sheamus বর্তমানে Spinal stenosis এ ভুগছে যেটা মেরুদন্ডে প্রচন্ড চাপ প্রয়োগ করে ও ব্যাথার সৃষ্টি করে। পিঠের নিচের দিকে ও ঘাড়ে বারবার আঘাতের কারণে এমনটা হয়। এই একই কারণে Stone Cold Steve Austin আর Edge এর অকালে রিটায়ার করতে হয়। 😢
বেচারা Sheamus এর ক্যারিয়ারের সেরা সময় চলছে এখন। এভাবে আরেকটা ক্যারিয়ার অকালে ঝরে গেলে সেটাতে পুরো রেসলিং বিশ্বেরই দুর্ভাগ্য! 😞...
• Sports Illustrated কে দেওয়া এক ইন্টার্ভিউ তে Vince McMahon জানান সে Broken Hardy'র অনেক বড় একজন ফ্যান এবং সে এর জন্যই Broken Hardy গিমিক কে রিটার্ন করায়, আর বিশেষ একটি আকর্ষণ আছে এখানে যে Vince Matt Hardy কে Official ভাবে creative control দিয়েছেন।
• অাগামী শুক্রবার Live Event এ অনুষ্ঠিত হতে চলা "Roman Reigns (v/s) Triple H" ম্যাচটি একটি Street Fight ম্যাচ হতে যাচ্ছে। আর ধারণা করা হচ্ছে ম্যাচটি Intercontinental Championship এর জন্য হবে।
• Jonathan Good (Dean Ambrose) 1985 সালের ৭ ডিসেম্বর অর্থাৎ কালকের দিনে জন্মগ্রহণ করেন তিনি। এই বছরের এপ্রিলে Renee Young এর সাথে গাঁটছড়া বাধেন। French Fries খেতে পছন্দকারী ব্যক্তিটির গতকাল ৩২ তম জন্মদিন ছিল। 2012 সালে মেইন রোস্টারে debut করেন। তিনি একবারের United States Champion, দুইবারের Intercontinental Champion, একবারের WWE champion, একবারের Raw tag team champion. তিনি ২০১৬ সালের Money In The Bank এর বিজয়ী। Shield member দের মধ্যে প্রথম Grand Slam Champion. এছাড়াও তিনি দুইবারের CZW world heavyweight champion.
রেসলিং ছাড়া অভিনয়েও তিনি দারুন পারদর্শী। 2015 সালে তিনি 12 Rounds 3: Lockdown মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেন। WWE তে তাকে যেমন দেখানো হয়, বাস্তবে তিনি কিন্তু সম্পূর্ণ বিপরীত। তিনি কথা কম বলতে পছন্দ করেন। ছোটবেলা থেকে অনেক struggle করে বড় হয়েছেন এবং নিজের পরিবারকে অসম্ভব ভালোবাসেন। জন্মদিনে তার জন্য রইল অনেক শুভকামনা।
• PWI 500 এর মতে Top Ten Wrestlers of 2017 : -
1) Kazuchika Okada
2) AJ Styles
3) Kevin Owens
4) Roman Reigns
5) Kenny Omega
6) Shinsuke Nakamura
7) Dean Ambrose
8) Samoa Joe
9) Bobby Roode
10) The Miz
• According to PWInsider, WWE NXT Superstars Aleister Black & No Way Jose ইঞ্জুরিতে পড়েন একটি NXT Live Event Show তে পারফর্ম করার সময়। এবং ধারণা করা হচ্ছে, তাদের এই ইঞ্জুরি রিকভারী করতে কিছুটা সময় লাগবে।
• Austin Aries অবশেষে Indie Promotion এ Debut করল। & Also Bullet Club এর সম্মুখীন হয়।
• লেখক : প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, Siam Hossain, Wrestling 360, Abraham Khan।অন্যান্য নিউজ আপডেট দেখতে এখানে ক্লিক করুন।