• জন সিনার জন্য বড় প্লান :
John Cena এর রেসলম্যানিয়া অপোনেন্ট কে হবে...এই নিয়ে প্রো-রেসলিং দুনিয়ায় বেশ কিছুদিন ধরেই রিউমর চলছে! রিউমর এর তালিকায় Styles, Strowman দের নাম উঠছে! তবে Dave Meltzer এর তথ্যমতে,WWE, Cena কে নিয়ে রেসলম্যানিয়া তে বড়সড় প্ল্যান করে রেখেছে...অর্থাৎ রেসলম্যানিয়া তে Cena এর অপোনেন্ট হতে পারেন কোনো বড়মানের তারকা!! এক্ষেত্রে Meltzer এর মতে যে ৪ জন Cena এর রেসলম্যানিয়া অপোনেন্ট হতে পারেনঃ-
◘ Batista
◘ Hulk Hogan
◘ Goldberg
◘ Undertaker 😱
এছাড়াও Meltzer ধারণা করেছেন, আগামী ২২শে জানুয়ারি তে অনুষ্ঠিত হতে যাওয়া Raw এর ২৫তম বার্ষিকী তে একটা বড়মানের ফিউড এর সূত্রপাত হতে পারে 👍
উল্লেখ্য যে, Raw এর বার্ষিকী তে গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন Undertaker, Shawn Michaels, Kevin Nash, Scott Hall...এছাড়াও উপস্থিত থাকতে পারেন Goldberg, Hogan দের মত রাঘব বোয়াল রাও.. 👏👏
• WWE ২০১৭ সালের শীর্ষ "YouTube Disliked" ভিডিও প্রকাশ করেছে। এই লিস্টে সবার শীর্ষে অবস্থান করছে WrestleMania 33-এর পরের RAW-তে হওয়া Roman Reigns এর "This is My Yard Now" সেগমেন্টটি। (বিস্তারিত দেখুন)
• Did You Know?
২০১৭ সালে WWE তে মাত্র ১৩ টি ম্যাচ খেলেই Brock Lesnar আয় করেছেন ১২ মিলিয়ন ডলার 😱😱 যা Roman Reigns ও John Cena এর মিলিত আয়ের চেয়েও বেশি... 😃
উল্লেখ্য যে, Reigns এর বার্ষিক আয় ৩.৫ মিলিয়ন ডলার ও Cena এর বার্ষিক আয় ৮ মিলিয়ন ডলার 👍 ব্রক লেজনার ২০১৭ সালে ১২ টি One on One ম্যাচ খেলেছেন এবং তিনি এবছর প্রতিটি ম্যাচেই জয় পেয়েছেন! *.*
• RAW জেনারেল ম্যানেজার Kurt Angle ঘোষণা করেছে ২০১৮ সালের প্রথম RAW-তে Samoa Joe এর বিপক্ষে নিজের Intercontinental চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করবে Roman Reigns. যদি Roman Reigns এই ম্যাচে ডিসকোয়ালিফাই হয় তাহলেও সে তার চ্যাম্পিয়নশিপ হারাবে।
• US Championship টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ অনুষ্টিত হবে আগামী Royal Rumble পিপিভি তে...!!ধারণা করা হচ্ছে, ফাইনালে Bobby Roode Vs Jinder Mahal এর মধ্যে US Championship ম্যাচ হতে পারে!!
কেমন হয় যদি Jinder, US চ্যাম্প হয়ে যায়? 😃 আমার মতে, বেশ ভালোই হবে! নন-আমেরিকান হওয়ায় US চ্যাম্পিয়ন হিসেবে ক্রাউডের কাছ থেকে ভালোই হীল হিট পাবে সে 👍
• Aj Styles তার টাইটেল ২০১৭ সালে শেষ বার এর মত ডিফেন্ড করবেন Triple Threat Match With JohnCena & Jinder Mohal এর বিরুদ্ধে ৩০ শে ডিসেম্বর Thampa Florida তে।
• PWINSIDER এর তথ্যমতে, Dean Ambrose ইঞ্জুরড হওয়ার পর Finn Balor কে Seth এর ট্যাগ টিম পার্টনার করার প্রাথমিক প্ল্যান করেছিল ক্রিয়েটিভ! কিন্তু ক্রিয়েটিভ রা Balor কে একজন সিংগেল কম্পিটিটর হিসেবেই রাখতে চায়...আর তাই তারা এই প্ল্যান টি বাস্তবায়িত করেনি 😒😒 যার ফলে পরবর্তীতে Jordan কেই Seth এর পার্টনার হিসেবে সিলেক্ট করে!!
• The Maestro of Music, The Shakespeare of Song খ্যাত Aiden English, প্রয়াত গ্রেট রেসলার Eddie Guerrero-র মেয়ের সাথে বিবাহবন্ধন এ আবদ্ধ।
Lets wish them, a happpppy marrrrige life :)
• ESPN এবারের Popular Wrestler Of Year হিসেবে "AJ Styles" নাম Declare করেছে।
• Forbes Magazine এর Report অনুযায়ী Universal Champion "Brock Lesnar" এবছর WWE তে মাত্র 13 টি ম্যাচ খেলেছেন এবং অায় করেছেন 12 Million USB
• এই বছর Youtube এ "Roman Reigns" এর বলা "This Is My Yard Now" প্রোমোটি 2017 সালে WWE র সবচেয়ে বেশি Dislike পাওয়া Video র খেতাব পেয়েছে। Video টি প্রায় 35k+ Dislike পেয়েছে।
• PWInsider এর তথ্যানুযায়ী, WWE এর Original Plan ছিলো গত RAW তে "Dean Ambrose" এর Replacement হিসেবে "Finn Balor" কে "Seth Rollins" কে Tag Team Championship ম্যাচে Add করা। কিন্তু শেষ মুহূর্তে এসে Plan টি বাতিল হয়ে যায় এবং ম্যাচে "Jason Jordan" কে Add করা হয়।
• সম্প্রতি The Charismatic Enigma "Jeff Hardy" জানিয়েছেন সুযোগ পেলে তিনি WM34 এ The Big Dog "Roman Reigns" এর সাথে একটি ম্যাচ খেলতে চান।
• Sports Magazine #Rolling Stone "The Miz" কে 2017 এর Best Wrestler হিসেবে Select করেছে।
• অন্যান্য Magazine এবং Website এর মতো #PWInsider ও তাদের Top 10 Wrestler দের তালিকা প্রকাশ করেছে। তারা হলেন→
i) Kenny Omega
ii) AJ Styles
iii) Roman Reigns
iv) John Cena
v) Braun Strowman
vi) Kazuchika Okada
vii) Kevin Owens
viii) Matt Riddle
ix) Cody Rhodes
x) Keith Lee
• "Xavier Woods" জানিয়েছেন Royal Rumble এ তিনি US Title জিতবেন এবং US Title এর মর্যাদা ফিরিয়ে আনবেন।
• "Curt Hawkins" এর Match হারার Record এখন 0-150) অাশা করি খুব শীঘ্রই তিনি 200 টি ম্যাচ হারার Record করবেন।
• "Aiden English" জানিয়েছেন তিনিই হবেন Next United States Champion এবং Rusev হবে Royal Rumble 2018 Winner
• ২০১৭ সালে সবচেয়ে বেশি (অফিসিয়াল) ম্যাচে জয় পাওয়া শীর্ষ ৫ WWE রেসলারঃ
৫. Finn Balor (২৪ ম্যাচে জয়)
৪. Roman Reigns (২৪ ম্যাচে জয়)
৩. Sasha Banks (২৫ ম্যাচে জয়)
২. AJ Styles (২৬ ম্যাচে জয়)
১. Seth Rollins (২৭ ম্যাচে জয়)
• ২০১৭ সালের সেরা ১০ সুপারস্টারের নাম ঘোষনা করেছে WWE-
১০. Enzo Amore
৯. Brock Lesnar
৮. The Shield
৭. Kevin Owens
৬. The Miz
৫. Jinder Mahal
৪. The Usos ও The New Day (টাই)
৩. Alexa Bliss
২. Braun Strowman
১. AJ Styles
বিভিন্ন রেসলারদের জীবনী দেখার জন্য এখানে ক্লিক করুন।
• লেখক : প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, WWE 360, Aamir Hamza Salman।