আমরা সকলেই জানি যে, আজ WWE এর একটি লাইভ শো অনুষ্ঠিত হল ভারতে। শো টি শুরু হয়েছিল বিকাল ৫ টাই দিল্লির IGI Stadium এ। প্রায় ১ বছর পর ইন্ডিয়াতে লাইভ ইভেন্ট হচ্ছে... মোটামাটি ফুল ক্রাউড ছিলো। তবে পুরো টিকিট বিক্রি হয়নি, ৮০% টিকিটই শুধু বিক্রি হয়েছে।
যেমনটা আমরা জানি যে, WWE তাদের লাইভ ইভেন্ট কোন টিভি চ্যানেলে সরাসরিভাবে বা রিপিট প্রচার করে না। আর এবার ও তাই হচ্ছে। এবার ও এই লাইভ ইভেন্ট কোন টিভি বা ওয়েবসাইট এ লাইভ দেখা যাবে না। এমনকি WWE Network এ ও না। তবে এই ম্যাচের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত এর ভিডিও WWE তাদের অফিশিয়াল টুইটার ও ইন্সটাগ্রাম একাউন্টে পোস্ট করবে।
এরকম একটি ভিডিও পোস্ট করেছে ভারুন ধাওয়ান, যে দ্যা রকের বিশাল ফ্যান হিসাবে পরিচিত-
Gimme a hell yeah. What an incredible crowd and brilliant matches my first time in a wwe ring thank you @WWEIndia pic.twitter.com/EPM8SzG0yi— Varun Dhawan (@Varun_dvn) December 9, 2017
♦ কি কি ম্যাচ হতে চলেছে এই লাইভ ইভেন্টে চলুন দেখে আসি -
◘ Triple H vs Jinder Mahal
◘ The Shield: Roman Reigns, Seth Rollins and Dean Ambrose vs. Samoa Joe and RAW Tag Team Champions Cesaro and Sheamus
◘ The Shield: Roman Reigns, Seth Rollins and Dean Ambrose vs. Samoa Joe and RAW Tag Team Champions Cesaro and Sheamus
◘ Braun Strowman vs. Kane
◘ Finn Balor vs Bray Wyatt
◘ RAW Women's Champion Alexa Bliss vs. Sasha Banks
◘ Jason Jordan vs Elias
◘ WWE Cruiserweight Champion Enzo Amore vs. Kalisto
◘ Apollo Crews and Titus O'Neil vs Gallows and Anderson
◘ Jeet Rama and Kishan Rafter vs The Miztourage (Bo Dallas, Curtis Axel)
♦ এবার দেখবো লাইভ ইভেন্টের রেজাল্ট, অর্থাৎ কে কাকে হারিয়েছে -
— WWE (@WWEIndia) December 9, 2017
.@finnbalor made his presence felt in front of a passionate #BálorClub in #India! #WWELiveIndia pic.twitter.com/KBUSEMb9W2— WWE (@WWEIndia) December 9, 2017
• Finn Balor হারিয়েছেন Bray Wyatt কে।
• Alexa bliss হারিয়েছেন Sasha Banks কে।
• Jason Jordan হারিয়েছেন Elias কে।
• Jeet & Kishan হারিয়েছেন Miztourage কে।
— Roman (@Fileana2) December 9, 2017• Roman Reigns Wins it for the Shield at IGI Stadium as they defeat the trio of Sheamus, Cesaro and Samoa Joe.
• Enzo Amore Defeated Kalisto
• Braun Strowman Defeated Kane By Dq
• WWE'র ইডিয়া ট্যুরে Jinder Mahal কে হারিয়েছে Triple H!!
ম্যাচের শুরুতে ২ জনই প্রচুর পপের মাধ্যমে রিংয়ে আসেন।
এরিনাতে Stephanie!!! চ্যান্ট হয়।
ম্যাচে Jinder H-কে Figure 4 দেন, কিন্তু H কিকআউট করেন।
H আবার Jinder-কে Pedigree দিয়ে বসেন কিন্তু Jinder ও কিকআউট করেন 😱.
তারপর Jinder তার সিগন্যাচার মুভ Khalas হিট করেন H-কে।
কিন্তু প্রথম রেসলার হিসাবে Khalas থেকে কিকআউট করেন H.
আর Finally উত্তেযণাপূর্ণ ম্যাচে ২য় বারের মতো Jinder-কে Pedigree হিট করেন H … And!!!.. 1..2..3!!!
ম্যাচে দুইজনই প্রচুর পপ পান, প্রায় আধ ঘন্টা যাবত চলা এই ম্যাচে Jinder এর চেয়ে বেশি চিয়ার পেয়েছে Triple H। ম্যাচশেষে Triple H প্রমো কাট করেন, তিনি ক্রাউডদের এবং Mahal-এর প্রশংসা করেন। এবং ক্রাউডদের ধন্যবাদ জানান।
তারপর Mahal & Singh Brothers দের সাথে নাচেন এবং Mahal H-কে ধন্যবাদ এবং রেসপেক্ট প্রদর্শন করেন। এবং শেষে Samir Singh-রে Pedigree দিয়ে যান😂. তারপর Jinder ধন্যাবাদ জানায় ক্রাউডদের এবং ইন্ডিয়াকে তাকে সাপোর্ট করার জন্য। সে প্রমিস করে নেক্সট টাইম যখন সে ইন্ডিয়াতে আসবে তখন সে WWE Champion হয়ে আসবে 😒😂😜। তারপর সবাইরে স্যালুট করে চলে রিং ত্যাগ করেন Mahal.
ম্যাচের শুরুতে ২ জনই প্রচুর পপের মাধ্যমে রিংয়ে আসেন।
এরিনাতে Stephanie!!! চ্যান্ট হয়।
ম্যাচে Jinder H-কে Figure 4 দেন, কিন্তু H কিকআউট করেন।
H আবার Jinder-কে Pedigree দিয়ে বসেন কিন্তু Jinder ও কিকআউট করেন 😱.
তারপর Jinder তার সিগন্যাচার মুভ Khalas হিট করেন H-কে।
কিন্তু প্রথম রেসলার হিসাবে Khalas থেকে কিকআউট করেন H.
আর Finally উত্তেযণাপূর্ণ ম্যাচে ২য় বারের মতো Jinder-কে Pedigree হিট করেন H … And!!!.. 1..2..3!!!
ম্যাচে দুইজনই প্রচুর পপ পান, প্রায় আধ ঘন্টা যাবত চলা এই ম্যাচে Jinder এর চেয়ে বেশি চিয়ার পেয়েছে Triple H। ম্যাচশেষে Triple H প্রমো কাট করেন, তিনি ক্রাউডদের এবং Mahal-এর প্রশংসা করেন। এবং ক্রাউডদের ধন্যবাদ জানান।
তারপর Mahal & Singh Brothers দের সাথে নাচেন এবং Mahal H-কে ধন্যবাদ এবং রেসপেক্ট প্রদর্শন করেন। এবং শেষে Samir Singh-রে Pedigree দিয়ে যান😂. তারপর Jinder ধন্যাবাদ জানায় ক্রাউডদের এবং ইন্ডিয়াকে তাকে সাপোর্ট করার জন্য। সে প্রমিস করে নেক্সট টাইম যখন সে ইন্ডিয়াতে আসবে তখন সে WWE Champion হয়ে আসবে 😒😂😜। তারপর সবাইরে স্যালুট করে চলে রিং ত্যাগ করেন Mahal.
ম্যাচ শেষে Jinder এর প্রশংসা করে Triple H এবং Singh Brother ও Jinder এর সাথে ইন্ডিয়ান "Bhangra" ড্যান্সও করে সে কিন্তু নাচ শেষে Sunil Singh কে Pedigree-ও দেয়। নাচের দৃশ্যটি নীচে দেওয়া হল -
And the #KingOfKings @TripleH obliged to @JinderMahal & the @SinghBrosWWE's request! #WWELiveIndia pic.twitter.com/1tJgY7KI22— WWE (@WWEIndia) December 9, 2017
ট্রিপল এইচ ইভেন্ট শেষ হবার আগে যে প্রমো কাটলেন -
#WWELiveIndia @TripleH closes the show cutting a promo on @JinderMahal (Part 1) #WWEIndia pic.twitter.com/5rLnqKcC1p— Amit Sunil (@_Amit_Sunil) December 9, 2017
♦ WWE ইন্ডিয়া ট্যুর ২০১৭ এর বিশেষ কিছু ছবি দেওয়া হল -
• লেখক ঃ Xohirul Badol, ARj Ashfac Rafsanjany, রেসলিং বাংলা।