সম্প্রতি WWE এবারের Wrestlemania-এর যা যা রেকর্ড সেট হয়েছে তা প্রকাশ করেছে।

• এবারের Wrestlemania-এর Attendance ছিলো 75,245 জন। যা, Orlando Citrus Bowl-এ হওয়া যেকোনো Attendance রেকর্ড থেকে বেশী।

• এবং এই Stadium History-এর Highest Sellouts Record ও ব্রেক হয়েছে।
এবারের Wrestlemania-এর টিকিট থেকে আয় হয়েছে প্রায় 14.5 Millions Dollar. যা Stadium-এর যেকোনো রেকর্ড থেকে বেশী।

• তাছাড়া,এবারের Wrestlemania-এ Merchandise বিক্রিতেও রেকর্ড হয়েছে।

• সপ্তাহজুড়ে Wrestlemania-এর Celebration-এ প্রায় ৬ দিনের হওয়া Citrus Bowl & Amway Center-এর শো-গুলোতে (Wrestlemania Axxess,Hall of Fame,NXT Takeover: Orlando, Wrestlemania, Raw,Smackdown Live) এর Total Attendance ছিলো 165,000.

• Wrestlemania 33 ছিলো WWE ইতিহাসের মোস্ট Social Event..
Nielsen Social-এর মতে, এবারের Wrestlemania-এর Facebook & Twitter মিলিয়ে Total Interaction ছিলো 5.19 Million. তাছাড়া, Wrestlemania-কে নিয়ে ওইদিন 2.8 Million Tweet করা হয়েছিলো।

• Wrestlemania 33 ছিলো Sunday,April 2-এর সব Social TV Interaction এর মধ্যে সর্বোচ্চ 30% ছিলো।ওইদিনের অন্যান্য শো গুলো, the Country Music Awards (13 percent), The Walking Dead Season Finale (10 percent) and MLB Opening Day on ESPN – Chicago Cubs vs. St. Louis Cardinals (10 percent). Social TV Interaction ছিলো।

• তাছাড়াও, Wrestlemania 33 Week-এ WWE Related Content/Video 490 Million এর চেয়েও বেশী ভিউ হয়েছিলো, WWE. Com,WWE App এবং Social Media মিলে।
যা যেকোনো বছরের তুলনায় ৯৬% বেশী ছিলো।

• Wrestlemania 33 বিশ্বব্যাপী 1.95 Million পর্যন্ত Reach করেছে WWE Network-এর সাবস্ক্রিশনে।
এবং, WWE Network-এ এটি ছিলো Most Watched Wrestlemania in History.

• WWE Network Subscribers-রা Wrestlemania week-এ Total 22.5 Million Hours ভিউ করেছেন। মানে, প্রতি সাবস্ক্রিভাররা ১ সপ্তাহে ১৩ ঘন্টা করে ভিউ করেছেন। যা গত বছরের তুলনায় 4% বেশী, গত বছরের ভিউয়ার্স ছিলো 21.7 Million.

• WWE প্রায় 3.7 Million Dollar আয় করেছে, Wrestlemania Merchandise সেইল করে। যেটি, Orlando-তে হওয়া Wrestlemania 24 থেকে 164% বেশী,  Wrestlemania 24-এ যা ছিলো 2.3 Million.

• এছাড়াও, এটি ছিলো WWE ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ Wrestlemania Merchandise সেইল আয়.. এর ওপরে আছে শুধু Wrestlemania 32 এর সেলিং টা, যেটি Dallas-এ হয়েছিলো।

• লেখকঃ Farhad Ahmed

রেসেলমেনিয়া ৩৩ : রেকর্ডসমূহ



(1) NXT চ্যাম্পিয়ন Bobby Roode এর পরবর্তী প্রতিপক্ষ হতে যাচ্ছে Hideo Itami. আজকের NXT শো'তে রিটার্ন করে Hideo Itami. সে Bobby Roode কে NXT চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে এবং শেষে GTS দেয়।

(2) Wrestling Observer Newsletter এর Dave Meltzer জানিয়েছে WWE চাইছে WrestleMania 34-এ একটি ম্যাচের জন্য Goldberg কে ফিরিয়ে আনতে। কারন Goldberg রিটার্ন করার পর তার মার্চেন্ডাইজ বিক্রি খুব ভাল ছিল এবং তার ক্যারেক্টারটিও অনেক উত্তাপ ছড়াতে পেরেছিল যার ফলে চাইছিল না Goldberg চলে যাক। এখন পর্যন্ত অজানা WrestleMania 34-এ কে Goldberg এর প্রতিপক্ষ হবে। তবে Kurt Angle (যদি মেডিক্যাল টেস্টে পাস করে) ও Triple H কে তার প্রতিপক্ষ হিসেবে প্ল্যান করছে WWE.

(3) সম্প্রতি WWE এর সাথে চুক্তি সম্পাদন করেছে Drew McIntyre. শোনা যাচ্ছে WWE এর সাথে তার চুক্তি করানোর পিছনে Triple H এর বিরাট বড় ভূমিকা আছে। Drew কে WWE-তে ফিরিয়ে আনার জন্য Vince McMahon কে অনুরোধ করেছিল Triple H. কারন Shinsuke Nakamura মেইন রোস্টারে চলে যাওয়ায় Triple H চাচ্ছে Drew McIntyre কে NXT'র টপ বেবিফেস বানাতে।

(4) শোনা যাচ্ছে আসন্ন Payback ইভেন্টে উপস্থিত থাকবে না Universal চ্যাম্পিয়ন Brock Lesnar. তবে তাকে আগামী জুনে Extreme Rules বা জুলাই মাসের Bad Blood ইভেন্টে টাইটেল ডিফেন্ড করতে দেখা যাবে Braun Strowman বা Roman Reigns এর বিপক্ষে। তবে এখন পর্যন্ত এই দৌড়ে এগিয়ে আছে Braun Strowman.


(5) WrestleMania 33-তে Matt ও Jeff Hardy এর রিটার্নের ভিডিওটি ইউটিউবে ৪ দিনে ১০ মিলিয়ন "View" অর্জন করেছে।

(6) বিভিন্ন সূত্র জানিয়েছেন Payback-এ Roman Reigns কে হারিয়ে Universal চ্যাম্পিয়নশিপের জন্য Lesnar এর মুখোমুখি হবে Braun Strowman. 


(7) The Vaudevillians টিমের Simon Gotch-কে রিলিজ করে দিয়েছে WWE. WWE তাদের ওয়েবসাইটে জানায় পারস্পরিক সমঝোতার মাধ্যমেই তারা এই সিদ্ধান্তে এসেছে। 


(8) SmackDown Live-এ WWE চ্যাম্পিয়ন Randy Orton কে "House of Horrors" ম্যাচে WWE চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে Bray Wyatt. "House of Horrors" ম্যাচের নিয়ম কি তা এখনো অজানা তবে এখন পর্যন্ত যা মনে হচ্ছে এটি একটি Cage ম্যাচ যা কিছুটা Asylum ম্যাচের মতো।

(9) SmackDown Live-এ মেইন রোস্টারে অভিষেক হয়েছে দুইবারের NXT চ্যাম্পিয়ন "King Of Strong Style" Shinsuke Nakamura'র।

• ক্রেডিট ঃ >| Undisclosed Demon |< প্রো-রেসলিং ইউনিভার্স - PWU

•• WWE লেটেস্ট নিউজ : 07/04/2017 ••

আসল নাম

Michael Shawn Hickenbottom

জন্মদিন

২২ জুলাই, ১৯৬৫

জন্মস্থান

Chandler, Arizona, US

বাসস্থান

San Antonio, Texas, US

উচ্চতা

৬ ফুট ১ ইঞ্চি (১.৮৫ মি)

ওজন

১০২ কেজি (২২৫ পাউন্ড)

ট্রেনার

José Lothario

অভিষেক

১০ অক্টোবর, ১৯৮৪

অবসর

২৮ মার্চ ২০১০, ২ নভেম্বর ২০১৮


১৯৬৫ সালের ২২ জুলাই Arizona তে জন্মগ্রহণ করেছন “হার্টব্রেক কিড”, ‘সেক্সি বয়” খ্যাত এই অন্যতম সেরা রেসলার। তার আসল নাম Micheal Shawn Hickenbottom। তিনি ৬ বার World Champion. ১st Elimination Chember Champion,২ time Royal Rumble Champion। তাছাড়া বেশ কয়েকবার ট্যাগটিম, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। তিনি সর্বপ্রথম Hell in a Cell ম্যাচের প্রতিযোগী ছিলেন। তিনি ক্যারিয়ারে বহু ব্রুটাল ম্যাচ খেলেছেন। 

রেসলিং শ্রেষ্ঠত্ব নিয়ে যখনই কোথাও কোন আলোচনা হয়, অনিবার্যভাবেই এসে যায় শন মাইকেলসের নাম। ডব্লিউডব্লিউই-এর ইতিহাসে সবগুলো শিরোপা অর্জন করা তথা গ্রান্ড স্লাম চ্যাম্পিয়ন শন মাইকেলস। কাজেই বোঝা যাচ্ছে, রেসলিংয়ের প্রায় প্রতিটি শাখাতেই একাধিকবার বিশ্বসেরা হিসেবে কৃতিত্ব দেখিয়েছেন তিনি। 

Shawn Michaels : শন মাইকেলস


প্রো রেস্লিং এ একটা সময় ছিল যখন আমেরিকান প্রো রেস্লিং ছাড়া বিশ্ব আর কিছুই বুঝতোনা হোক সেটা WWE আর WCW । সে সময়ে না ছিল পন্ডিত গণ না ছিল জ্ঞানের পাহাড়। তারা শুধু রেস্লিং কে উপভোগ করতো। স্টোরিলাইন এর উপর, গিমিকের উপর যা দেখতো তা নিয়েই উতসাহি থাকতো।

ধীরে ধীরে ইন্টারনেটের কৃপায় পুরো বিশ্বের জাপান থেকে মেক্সিকো এর প্রো রেস্লিং ও আজ আমরা দেখছি নিমিষেই। স্ক্রিপ্ট, পুশ, বুকিং, ইন রিং স্কিল, মাইক স্কিল ইত্যাদি প্রতিটি নিখুঁত বিষয় আমরা সঠিক ভাবে ধরে ফেলছি। কোন রেস্লারের মাইক স্কিল ভালো, কার রিং স্কিল ভালো সবকিছুই এখন মোটামুটি ইন্টারনেট ব্যবহারকারী দের অধিকাংশের আয়ত্তে।

এখন সকলে শুধু ফেস-হিল দেখে সাপোর্ট দেয়না এখন সকলে দেখে স্কিল। ইতিহাসে প্রো রেস্লিং এর সবচেয়ে প্রধান কিছু ব্যপার গুলো হল, স্টোরিটেলিং, ইন রিং সাইকোলোজি, মুভ সেটস, এক্সিকিউশন, সেলিংস। বর্তমান জেনারশনের প্রায় সকল রেস্লার ই এখন রিং স্কিলে পাকাপোক্ত।

একটা সময়ে জাপানেও ছিল এরকম রিং স্কিলে পাকাপোক্ত রেস্লার এখন যার সংখ্যা ত্রিগুণ। আমেরিকান রেস্লিং এর মধ্যেও এখন গিমিক+স্টোরিলাইন এর সাথে রিং স্কিল এর ব্যপার টি বিশাল হয়ে দাড়িয়েছে। সবাই এখন দারুণ রেস্লিং ম্যাচ চায়।

মজার ব্যপার হলেও সত্যি আমার প্রিয় চাইল্ডহুড রেস্লিং হিরোরা এর থেকেও ছিল বহুদূর বহুদূর আগানো। রেস্লিং করা শুধু রিং স্কিল দিয়ে হয়তবা বর্তমানে ইন্ডি-জাপানীজ-আমেরিকা-মেক্সিকো প্রায় সকল জায়গায় ই সাধারণ।

কিন্তু এই রেসলারের ব্যপার স্যপার ছিল সবকিছু থেকে আলাদা। ড্রামা, ইন্টেন্স, হার্ট বিটিং থিংস ,গ্রেটেস্ট মোমেন্টস, ক্রিয়েটিং হিস্টোরি, ইমোশন, স্টোরিটেলিং, ক্রাউড সেলিং এসবকিছু তে এনার ধারে কাছেও কেউ কোনোদিন আসতে পারবে কিনা সন্দেহ।

রেস্লিং শুধু মুভ সেলিং, এক্সিকিউশন দিয়েই হয়না। যার কারণে বর্তমানে আমেরিকান প্রমোশন গুলোতে এতো আধুনিক সব দারুণ প্রো রেস্লার থাকা সত্যেও তারা দর্শক গণ এর চাহিদা মেটাতে পারছেনা।

পিউর রেস্লিং এবং সেলার হিসেবে Aj Styles, Seth Rollins, Kevin OWens, Samoa Joe, Sami Zayn রা থাকলেও, হাই ভোল্টেজ ক্রাউড নয়েজ ক্রিয়েট করার জন্য Roman Reigns এর মত রেস্লার থাকলেও Money Making Machine হিসেবে Brock Lesnar, John Cena রা থাকলেও, মাইকে দর্শক দের মাতানো The Miz, Dean Ambrose, Kevin Owens এর মত রেস্লার রা থাকলেও, ইমোশন, ম্যাডনেস, ক্রেজি ক্রাউডস, গড গিফটেড লেজেন্ডস ক্রিয়েট করতে তাদের সময় লেগে যাবে ঢেড়।

তাদের মত ইমোশন, স্টোরিটেলার, ক্রাউড মাতানো Austin, Cm Punk, Daniel Bryan ইত্যাদি কিছু রেস্লার গণ থাকলেও তাদের স্থায়িত্ব ছিল সীমিত তাদের রাজত্বের দৈর্ঘ্য ছিল স্বল্প সময়ের।

এই ব্যক্তি রেস্লার ছিলেন না। তিনি ছিলেন ইতিহাসের একজন গল্প, একজন ইমোশন, একজন গল্প রচয়িতা, একজন এমনকিছু যা ভাষায় প্রকাশ করা যাবেনা। ২০১৭ সালে Wrestlemania 33 এ GOD of Wrestlemania তার সর্বশেষ ম্যাচ খেলে দর্শক দের থেকে বিদায় নিয়ে ক্যারিয়ারের ইতি টানলেন।

কাঁদিয়ে গেলেন পুরো রেস্লিং বিশ্বকে। ক্যারিয়ারের শেষ ম্যাচগুলোতেও তাঁর প্রমো, শেষ ফিজিক্যালি টাফ ফাইট দেওয়ার চেষ্টা, স্টোরিটেলিং ছিল চোখ ধাঁধানো।

উদাহরণস্বরূপ - Undertaker এর রোমান কে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে প্রথমে "My Yard Ha" তারপর আবারো ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে "Still My Yard" বলার দৃশ্য দেখে হাসি দিয়ে চিৎকার করা ছাড়া দর্শক দের আর কোনো গতি ছিলনা। 🙂

বিদায় কিংবদন্তী।।
চিরকাল মনে থাকবে তোমায়।।

• লেখকঃ Raihan Khan


বিঃদ্রঃ পোস্টটি আসলে দুইজনকে নিয়ে ছিল, টেকারের শ্রদ্ধাতে HBK কে বাদ দেওয়ার জন্য ক্ষমাপ্রার্থী। 

বিদায় কিংবদন্তী : চিরকাল মনে থাকবে তোমায়।