(১) কিছু লেটেস্ট নিউজ ও রিউমরঃ 


 •  আজকের SD Live শেষ হওয়ার পর   off air-এ ডার্ক ম্যাচে মুখোমুখি হন   গত সপ্তাহের মতো Nakamura & Dolph Ziggler. সেম্যাচে   Ziggler কে হারায় Nakamura.. খুব সম্ভবত  Ziggler- এর সাথেই আপাতত ফিউড করবেন   Nakamura.

 •  আজকের SD Live চলাকালীন   ক্রাউডরা "Fire Bradshaw" চ্যান্ট করে   ঐসময় এক দর্শককে কিক আউট করা হয় এরিনা থেকে   তারকাছে "JBL Bullied Me" Sign ছিলো বলে। বুঝলাম না   হঠাৎ করে সবাই JBL এর ওপর ক্ষেপল কে  ?  :3

 •  WWE Superstar/Leaving Legend Glenn Jacobs aka "Kane" এখন একজন পলিটিশিয়ান।
তাকে অফিসিয়ালি Knox Contry Tenn. এর Mayor হিসেবে এনাউন্স করা হয়েছে।
এনিয়ে   WWE ও তাকে Congrats. জানিয়ে স্টেটাস দেয়।

 •  SD live GM Daniel Bryan Note করেছেন যে   তিনি আরমাত্র ২-৩ সপ্তাহ পর পিতা হচ্ছেন।
ইতিমধ্যে তিনি জেনে গেছেন যে   তিনি কণ্যাশিশুর বাবা হবেন   এবং নামও ঠিক করে ফেলছেন "Birdie Joe Danielson". nice name :* 👏. আর  হয়ত ২-১ সপ্তাহ তাকে শো-তে দেখা না যেতে পারে।

 •  PWInsider-এর মতে  এসপ্তাহের "Raw"-তে Zinder Mahal এর সাথে ম্যাচের সময়   Balor ইঞ্জুরিতে পড়েন। Mahal-কে "Stiff Forearm " দেওয়ার সময় তিনি চোট পান।
তবে   চোট টা তেমন বড় না   তবে হয়ত তাকে ২-১ সপ্তাহের রেস্টে পাঠানো হতে পারে।

 •  Former ROH Star Lio Rush কে সম্ভবত  NXT- তে জয়েন করানোর প্লান করছে WWE.
PWInsider এর মতে   Rush-এর সাথে চুক্তি শেষ হইছে তার   এবং Wrestlemania Week-এর Raw-তে তাকে ব্যাকস্টেজেও দেখা গিয়েছিলো। খুব সম্ভবত   তিনি NXT- তেই জয়েন করতে চলছেন।

 •  WWE Shop এ   New Raw GM & HOF Clash of 2017 Kurt Angle এর "It's Damn True" লিখা টি-সার্ট রিলিজ করা হয়েছে।

 •  Former Sports and Entertainment Reporter Cristy Olson WWE NXT-তে as a hoster announcer backstage interviewer হিসেবে নিয়োগ করা হয়েছে  এখানে তার নাম Christy St. Cloud রাখা হয়েছে। 

 •  আপনারা যদি জেনে থাকেন   "Shake Up"-এ শুধু রেসলারদের মুভ করানো হচ্ছে তাহলে ভুল জানেন  । তারা Announcer-দেরও মুভ করাচ্ছে   Byron Saxton কে Raw থেকে SD-তে আনা হইছে আর David Otunga -কে SD-থেকে Raw-তে নেওয়া হইছে। 

 •  The Rock এর Youtube চ্যানেলে "The Fate of The Furious" এর ট্রেইলার আপলোড করা হয়েছে। ছবিটি Fast and Furious সিরিজের 8th তম মুভি এবং এটি আগামী শুক্রবার মুক্তি পাবে।

 •  আপনারা খুব সম্ভবত "The Shield" কে রি-ইউনিট হতে দেখবেন   কারণটা নিশ্চই জানা   তাদের সব মেম্বার রা এখন এক ব্রান্ডে শিফ্ট হয়েছেন।



(২) গতকাল AJ Styles কে United States চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার হিসেবে দেখে অনেকেই অবাক হয়েছেন। শোনা যাচ্ছে AJ Styles কে আপাতত United States চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার বাবানোর মূল কারন হচ্ছে WWE চ্যাম্পিয়ন Randy Orton ও Bray Wyatt এর মধ্যে ফিউড চলাকালীন Styles কে WWE চ্যাম্পিয়নশিপ থেকে সরিয়ে রাখা। মুলত WWE এর প্ল্যান অনুসারে United States চ্যাম্পিয়নশিপ জয়ের কোন সভাবনা নেই Styles এর। Payback এর কয়েক সপ্তাহ পরই Styles কে WWE চ্যাম্পিয়নশিপের জন্য ফিউডে জড়ানো হবে। খুব সম্ভবত Randy Orton এর বিপক্ষে।


(৩) গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে Dean Ambrose ও Renee Young!! নিজের টুইটারে Renee এ বিষয়টি নিশ্চিত করে। এমনকি আজকের Talking Smack-এও Kevin Owens অভিনন্দন জানায় Renee Young কে। 


(৪) *Finn Balor ইনজুরি আপডেট*

গত Raw-তে Jinder Mahal এর বিপক্ষে ম্যাচ চলাকালীন ইনজুরির শিকার হয় Balor. শোনা যাচ্ছে এর ফলে Balor-কে ২-৪ সপ্তাহের জন্য রিঙের বাইরে থাকতে হবে। Balor এর মাথায় Jinder তার Elbow দিয়ে সজোরে আঘাত করে যার ফলে ইনজুরির শিকার হয় Balor. জানা যায় মুভটি প্ল্যানের বাইরে ছিল যার ফলে এই দুর্ঘটনা ঘটে।


(৫) Wrestling Observer Newsletter এর রিপোর্টার Dave Meltzer জানিয়েছে SmackDown এর পরবর্তী PPV ইভেন্ট "Backlash" এ WWE চ্যাম্পিয়ন Randy Orton এর পরবর্তী চ্যালেঞ্জার হবে Baron Corbin. সম্ভবত SummerSlam এর আগে AJ Styles ও Randy Orton এর মধ্যে ফিউড শুরু হবে না। 
ক্রেডিটঃ প্রো-রেসলিং ইউনিভার্স - PWU ও Raihan Khan

•• WWE লেটেস্ট নিউজ : 14/04/2017 ••


আজকের SDLive শো অনুষ্টিত হয় Boston এর TD Garden এ এবং শো এর কমেন্ট্রিতে Tom Phillips আর JBL এর সাথে যোগদান করেন Byron Saxton ।

আজকের শো এর কিক-অফ করেন WWE United States Champion, Kevin Owens। তিনি রিংয়ে আসেন এবং সবাইকে তার নতুন "Kevin Owens Show" এর সাথে পরিচিত করিয়ে দেন । তিনি বলেন, তিনি এখন SDLive এ চলে এসেছেন তার US চ্যাম্পিয়নশিপ নিয়ে এবং তিনি এই শো কে আরোও আপগ্রেড করবেন। তিনি আরোও বলেন, তিনি কানাডার অধিবাসী, এবং কানাডিয়ান রা আমেরিকান হতে বেটার  :P তখন আমেরিকান ক্রাউডরা তাকে বু দিতে থাকে। ক্রাউড তখন "USA" চ্যান্ট করতে থাকে। Kevin বলেন, তিনি এই রোস্টারের সব রেসলারকে একাই হারাতে পারবেন  :v তখন, Baron Corbin এর মিউজিক হিট হয় এবং তিনি Kevin এর প্রোমোতে বাধা দেন এবং বলেন, যদিও Kevin এই রোস্টারের অনেক রেসলারকেই হারাতে পারবে তবুও সে এই "Lone Wolf" কে হারাতে পারবেনা। Omg! Sami Zayn's Music Hits :O Sami ও SDLive এ জয়েন করেন এবং সেও Kevin এর US চ্যাম্পিওনশিপ চায়!! তখন AJ Styles এর এন্ট্রান্স মিউজিক হিট হয় এবং বিশাল চিয়ার এর সহিত সে রিংয়ে আসে এবং রিংয়ে উঠলে ফ্যানরা "AJ Styles","Aj Styles" চ্যান্ট করতে থাকে। AJ প্রোমো কাটে এবং বলে, এটা Kevin Owens শো নাহ কারণ, Aj নিজেই এই SDLive শো কে নির্মাণ করেছে তাই এই রোস্টারে শুধু তার রাজই চলবে। তখন Daniel Bryan রিংয়ে আসেন এবং বলেন, আগামী Payback পিপিভিতে অনুষ্টিত হওয়া Owens বনাম, Jericho ম্যাচের বিজয়ী SDLive এ জয়েন করবে তাই এর আগে SDLive এ US চ্যাম্পিয়নশিপ টি ডিফেন্ড হবেনা। তবে তিনি আজকের রাতের মেইন ইভেন্টে US টাইটেলের জন্য No1 Contender ম্যাচ সেট করেন এবং ম্যাচটিতে লড়বে Styles, Sami এবং Corbin!! এবং এই ম্যাচের বিজয়ী Payback এর পরে US চ্যাম্পিয়নশিপ ম্যাচ পাবে  ;)

 ♦ First Match ♦ 

<<Randy Orton বনাম, Erick Rowan>>

নতুন এন্ট্রান্স মিউজিক নিয়ে রিংয়ে আসেন Rowan এবং তার পরবর্তীতে রিংয়ে আসেন WWE চ্যাম্পিয়ন Randy Orton!! ম্যাচ শুরু হয় এবং দুজনই একে অপরকে মারতে থাকে তবে টপ রোপের উপর হতে Superplex হিট করার মাধ্যমে ম্যাচের কন্ট্রোল নেয় Orton । ম্যাচের একপর্যায়ে, Orton, RKO মারতে গেলে বিগ স্ক্রিনে Bray Wyatt কে দেখা যায় এবং সে Orton কে উদ্দেশ্য করে হাসতে থাকে, তখন আবারোও লাইট চলে আসে এবং তখন Rowan কে রিংয়ের বাইরে ফ্লোরে দেখা যায়। Orton তাকে রিংয়ে আনতে গেলে Steel Steps দিয়ে তাকে আঘাত করে যার ফলে ম্যাচটি DQ এ জেতে যায় Orton ম্যাচশেষে Orton কে রিংয়ে নিয়ে আসে Rowan এবং তাকে মারতে থাকে।

• Winner : Randy Orton By DQ


 ♦ 2nd Match ♦ 

<<SmackDown Tag Team Title Match: American Alpha বনাম, The Usos>>

ম্যাচ শুরু করে Jordan এবং Jey Uso শুরুর দিকে American Alpha রা ম্যাচের কন্ট্রোল নিলেও পরবর্তীতে Jordan এর মুখে Kick মারার মাধ্যমে ম্যাচের কন্ট্রোল নেয় Usos রা। তবে, খানিক পরই Jordan, Gable কে ট্যাগ করে এবং সে এসে Jimmy কে পরপর তিনটি German Suplex এবং Jimmy এবং Jey উভয়কেই Exploder Suplex হিট করে। টপ রোপ হতে Gable তখন Moonsault হিট করে দুই কাউন্ট পায়। Gable তখন Jimmy কে সাবমিশন মুভ ধরলে Jey এসে তাকে Superkick হিট করে এবং এই সুযোগে Jimmy টপ রোপ হতে Splash হিট করে কিন্তু Gable তার হাটু দিয়ে Jimmy কে আঘাত করে এবং পিন করে দুই কাউন্ট পায়!! ম্যাচের একপর্যায়ে, Gable কে Splash হিট করার মাধ্যমে দলের পক্ষের জয় আনে Jey এবং তাদের টাইটেল রিটেইন করে। ম্যাচশেষে, Shining Stars রা SDLive এ আসে এবং তারা Jordan এবং Gable কে মারতে থাকে ।

• Winners : The Usos


 ♦ 3rd Match ♦ 

<<Jinder Mahal বনাম, Mojo Rawley>> 

ম্যাচ এর শুরুতে ডমিনেট করতে থাকে Jinder Mahal তবে ম্যাচের একপর্যায়ে ক্রাউডের মধ্যে থাকা Mojo এর বন্দ্বু Gronk, Jinder এর মুখে তার Drinks ছুড়ে দেয় এবং এই সুযোগে Running Shot মেরে ম্যাচটি জেতে যায় Mojo

• Winner : Mojo Rawley


কমার্শিয়াল ব্রেকের পর প্রচুর পপের সহিত Shane McMahon রিংয়ে আসেন এবং তিনি SDLive এর ওমেন্স ডিভিশন নিয়ে কথা বলেন। তিনি সব ফিম্যাল রেসলারকে রিংয়ে আসতে বলেন তখন একে একে Naomi, Natalya, Carmella(সাথে James Ellsworth ও ;) ) এবং Becky Lynch!! তখন Ellsworth, Shane কে ইন্টারাপ্ট করে এবং বলে, Naomi চ্যাম্প হিসেবে যোগ্য নাহ, চ্যাম্প হিসেবে Carmella যোগ্য!! তবে, Shane, Ellsworth এর কথায় তেমন পাত্তা দেয়না এবং সে SDLive এর প্রথম নতুন ফিম্যাল রেসলার কে ইন্ট্রডিউস করেন এবং Tamina Snuka আসে এবং সে SDLive এ জয়েন করে। তারপর এন্ট্রি নেয় Charlotte এবং সেও SDLive এ জয়েন করে । 

কমার্শিয়াল ব্রেকের পর কমেন্ট্রিতে এনাউন্সার রা উল্লেখ করেন যে, Rusev এবং Sin Cara ও SDLive এ জয়েন করবে। 


 ♦ 4th Match ♦ 

<<Aiden English বনাম, Tye Dillinger>>

স্বল্পদৈর্ঘের এই ম্যাচে নিজের ফিনিশার Tye-Breaker হিট করে ম্যাচটি জেতে যায় Tye Dillinger

• Winner : Tye Dillinger

কমার্শিয়াল ব্রেকের পর একটি Vignette দেখানো হয় যেখানে ইঙ্গিত করা হয় Lana,SDLive এ আসবে।

রিংয়ে Dolph Ziggler কে দেখা যায় এবং সে বলে, এই Superstar Shakeup এ সে SD তেই থাকছে এবং সে এই রোস্টারের আরোও উন্নতি করতে চায়। তখন Shinsuke Nakamura এর মিউজিক হিট হয় এবং ক্রাউডরা তাকে জোরালো চ্যান্ট দিতে থাকে । রিংয়ে আসলে তখন Ziggler বলে, সে Nakamura কে চেনে নাহ অপরদিকে, ক্রাউড "Nakamura" চ্যান্ট দিতে থাকে  :) তখন Nakamura, Ziggler কে প্রশ্ন করে তাকে চিনতে চায় কি না? ক্রাউড আবারোও জোরালো ভাবে "Nakamura" চ্যান্ট দিতে থাকে। এতে Ziggler রাগান্বিত হয়ে যায় এবং Nakamura কে Superkick মারতে যায় কিন্তু Nakamura তার পায়ে ধরে ফেলে এবং Ziggler তখন ভয়ে রিং থেকে বের হয়ে চলে যায় । তখন Nakamura এর মিউজিক হিট হয় এবং সে তার সিগনেচার পোজ দেয় ।

কমার্শিয়াল ব্রেকের উল্লেখ করা হয় New Day, খুব শীঘ্রই SDLive এ আসবে। 

______MAIN EVENT______

<<No1 Contenders Match: Sami Zayn বনাম, Baron Corbin বনাম, AJ Styles>>

সেই লেভেলের একটি ম্যাচ ছিল । ম্যাচ শুরু হয়, শুরুতে Corbin ম্যাচ ডমিনেট করতে থাকে তবে পরবর্তীতে Aj এবং Sami টিম-আপ করে Corbin কে মারতে থাকে। তারা দুজন মিলে Corbin কে Suplex দিতে গেলে সেটা কাউন্টার করে Corbin, তাদের দুজনকেই Suplex দেয় :O ম্যাচের একপর্যায়ে Sami, Moonsault দেয় Aj এবং Corbin এর উপর এবং ম্যাচের কন্ট্রোল নেয়। কিছুক্ষন পর, Sami কে Side Slam হিট করে দুই কাউন্ট এবং Aj কে Big Boot হিট করেও দুই কাউন্ট পায়।তখন পেছন থেকে Sami, Corbin কে মারতে থাকে এবং Aj কে রিংয়ের বাইরে ফেলে দেয় । Corbin ফাইট ব্যাক করতে গেলে Sami তাকে টার্নবাকলের দিকে Exploder Suplex হিট করে। এবার Sami তার ফিনিশার দিতে গেলে Aj রিংয়ে আসে এবং Sami কে Clothesline হিট করে। আবার, Corbin উঠে এসে Aj কে Clothesline হিট করে । এবার, Sami কে মারতে গেলে সে ফাইট ব্যাক করে এবং সে Aj কে Blue ThunderBomb হিট করে দুই কাউন্ট পায়। ম্যাচের একপর্যায়ে, Aj, 450 Splash হিট করে Corbin কে এবং পিন করতে গেলে Sami তা ব্রেক করে। তখন ৩ জনই রিংয়ে পড়ে থাকে। তখন Aj, Sami কে Pele Kick হিট করে এবং Styles Clash দিতে গেলে Sami তা কাউন্টার করে Aj কে এপ্রোনে ফেলে দেয়। তখন Sami, Corbin কে তার ফিনিশার Helluva Kick হিট করে আর এই সুযোগে Aj তার ফিনিশার Phenomenal Forearm হিট করে Sami এর উপর এবং পিন করে ম্যাচটি জেতে যায় এবং সেও Us টাইটেলের জন্য No1 Contender হয়ে যায় ।

• Winner : AJ Styles 

ম্যাচশেষে Aj তার জয় সেলিব্রেট করতে থাকে এবং এভাবেই শেষ হয় আজকের শো  :) 


→আজকের Superstar Shakeup এ যারা SD তে ড্রাফট হয়েছেন:

*Kevin Owens
*Sami Zayn
*Shining Stars
*Jinder Mahal
*Rusev
*Sin Cara
*Lana
*Tamina Snuka
*Charlotte
*New Day।

★ Overall Show Rating: 75/10 :)

•• লেখকঃ Aamir Hamza Salman

WWE SmackDown Live রেজাল্ট, ১২/০৪/২০১৭


Raw এর অপেনিং ভিডিও দেখানোর মাধ্যমেই আজকের শো শুরু হয়। এবং কমেন্ট্রিতে Cole আজকের শো তে কি কি ঘটবে তা নিয়ে আলোচনা করে।

শো কিক-অফ করে Miz এবং Maryse এবং তারা আবারোও Cena এবং Nikki এর রিং গিয়ার পড়ে রিংয়ে প্রবেশ করে!! তখন কমেন্ট্রিতে উল্লেখ করা হয় যে, তাদের দুজনকেই Raw তে ট্রাড করা হয়েছে। Miz, Cena কে পচাতে থাকে ক্রাউডকে উদ্দেশ্য করে বলে, তারা যখনই ইচ্ছা তখনই "Cena Sucks" চ্যান্ট করতে পারবে এবং ক্রাউডরাও তখন "Cena Sucks" চ্যান্ট করা শুরু করে :P তখন Miz এর প্রোমোতে বাধা দেয় Dean Ambrose, সে Miz-Maryse কে Cena-Nikki মনে করে প্রোমো কাটে এবং বলতে থাকে, Raw তে তারা দুজন ছাড়া আর কাউকেও ততটা চিনে নাহ এবং সে Miz কে Raw তে ড্রাফট হওয়ার জন্য অভিনন্দন জানায়। তখন সে মাইক দিয়ে Miz কে পচানো শুরু করলে সে রেগে গিয়ে তার আসল পরিচয় Dean এর কাছে প্রকাশ করে এবং তখন তাকে Dirty Deeds হিট করে Dean!! 

সুতরাং, Miz এবং Dean উভয়কেই Superstar Shakeup এর মাধ্যমে SD হতে Raw তে ট্রাড করা হয়েছে ✌

কমার্শিয়াল ব্রেকের পর Kurt Angle কে ফোনে কথা বলতে দেখা যায় যেখানে তিনি Sami Zayn এর প্রশংসা করেন এবং বলেন, Sami এর জন্য এই বছরটি খুবই সফল হবে এবং তিনি আরোও বলেন, Sami কে Raw তে রেখে ঠিকমত ব্যাবহার করতে চান। তখন Sami আসে এবং বলে, এবং সে Raw তে থেকেই তার যোগ্যতার পরিচয় দিতে চায় ।তখন তাদের কথোপকথনে বাধা দেয় Miz, যার ফলে Kurt Angle আজকের Raw তাদের দুজনের মধ্যকার ম্যাচ সেট করে ।

New Day এর এন্ট্রান্স মিউজিক হিট হয় এবং রিংয়ে প্রবেশ করে। Big E প্রোমো কাটা শুরু করে এবং তার হাতে একটি পুতুল দেখা যায়। এবং সে বলে, যতক্ষণ পর্যন্ত Kofi সুস্থ হয়ে ফিরে আসে ততক্ষন পর্যন্ত এই পুতুলের মাঝেই সে তাদের সাথে থাকবে। তখন Woods, The Revival কে আমন্ত্রণ জানায় ম্যাচের জন্য এবং The Revival রিংয়ে আসে।

 ♦ First Match ♦ 

<<New Day (Big E & Xavier Woods) বনাম, the Revival (Dash Wilder & Scott Dawson)>> 

ম্যাচ শুরু করে Woods এবং Wilder, তারা দুজনই একে অপরকে মারতে থাকে তবে Kick মেরে ফাইট ব্যাক করে Woods এবং সে Big E কে ট্যাগ করে এবং তারা দুজন টিম-আপ করে Wilder কে মারতে থাকে। তবে ফাইট ব্যাক করে Wilder এবং সে Woods কে মেরে রিংয়ে কর্ণারে ফেলে দেয় এবং তারা ম্যাচের কন্ট্রোল নেয়।তবে খানিক সময় পর Woods আবারোও ফাইট ব্যাক করে এবং Big E কে ট্যাগ করে। ম্যাচের একপর্যায়ে, Dawson এর উপর Coast To Coast Elbow Drop হিট করে দুই কাউন্ট পায় Woods!! তখন সে এবং Big E তাদের ফিনিশার Midnight Hour দিতে গেলে Wilder ইন্টারফেয়ার করে এবং Woods কে তাদের ফিনিশার Shutter Machine হিট করে ম্যাচটি জেতে যায়  ✌

• Winners : The Revival 

কমার্শিয়াল ব্রেকের পর ব্যাকস্টেজ এ Neville কে দেখা যায় এবং সে তাকে ক্রুজারওয়েট দের কিং বলে সম্বোধন করে এবং বলে ক্রুজারওয়েট ডিভিশনের কেউই তাকে হারাতে পারবেনা। তখন তার প্রোমোতে বাধা দেয় TJ Perkins, এবং সে Neville কে চ্যালেঞ্জ করে তবে Neville তার এই চ্যালেঞ্জ এক্সেপ্ট করেনা।তখন Aries আসে এবং Neville কে বলে, খুব শীগ্রই সে তাকে হারিয়ে ক্রুজারওয়েট চ্যাম্প হবে।তখন Neville বলে যেকোনো একজন তাকে চ্যাম্পিয়নশিপ এর জন্য চ্যালেঞ্জ করতে পারে এবং এ কথা বলে সে চলে যায়।

বিরতির পর Curt Hawkins কে রিংয়ে দেখা যায় এবং সে বলে সেও Raw তে ট্রাড হয়েছে।তখন তার প্রোমো তে বাধা দেয় Big Show, এবং তাকে WMD হিট করে।

কমার্শিয়াল ব্রেকের পর Neville কে কমেন্ট্রিতে জয়েন করতে দেখা যায়।

 ♦ 2nd Match ♦ 

<<Austin Aries বনাম, TJ Perkins>>

মোটামুটি ভালো ম্যাচ ছিল। ম্যাচের একপর্যায়ে Aries, Perkins কে রোপের মাঝ বরাবর Neckbreaker হিট করে এবং সে যখন আবার রিংয়ে প্রবেশ করে তখন Perkins, Small Package রোল-আপ করার মাধ্যমে ৩ কাউন্ট পেয়ে ম্যাচটি জেতে যায়। ম্যাচশেষে, সে হীল টার্ন করে এবং Aries কে মারতে থাকে!!

• Winner : TJ Perkins

কমার্শিয়াল ব্রেকের পর Seth Rollins এর এন্ট্রান্স মিউজিক হিট হয় এবং সে রিংয়ে এসে প্রোমো কাটতে থাকে। সে ফ্যানদের ধন্যবাদ জানায় তাকে সাপোর্ট দেবার জন্য এবং সে বলে তার যাত্রা সবেমাত্র শুরু এবং সে ফ্যানদের কে আরোও অনেক কিছুই উপহার দিতে চায়। তখন সে Stephanie এর ব্যাপারে কথা বলে এবং বলে যদি Stephanie তাকে সঠিক মর্যাদা না দেয় তাহলে সে SDLive এ চলে যাবে। তখন Seth এর প্রোমোতে বাধা দেয় Kurt Angle এবং সে বলে সে যেমন ভাঙা ঘাড় নিয়ে অলিম্পিকে গোল্ড মেড্যাল জিতেছিল ঠিক তেমনি Seth ও তার ভাঙা পা নিয়ে King Of Kings কে হারিয়েছে তাই সে Seth কে Raw তে থাকার অনুরোধ করে এবং তারা একে অপরের সাথে হ্যান্ডশেক করে!! তখনই Seth কে পেছন থেকে আক্রমণ করে Samoa Joe!! তবে Seth পাঞ্চ মেরে ফাইট ব্যাক করে এবং Joe কে Avada Kedavra হিট করে এবং তখন Joe রিংয়ের বাইরে চলে যায়।

ব্যাকস্টেজ এ Kevin Owens কে দেখা যায় এবং সে Superstar Shakeup নিয়ে কথা বলতে থাকে, সে বলে সে যে ব্রান্ডেই থাকুক না কেন, সে ই হবে সেখানকার টপ সুপারস্টার এবং সে বলে Dean কখনই তার Ic Championship নিয়ে এই শো তে রাজত্ব করতে পারবে নাহ কারণ এটা Kevin Owens Show এবং এখানে Us চ্যাম্পিয়নেরই রাজ চলে  ✌

 ♦ 3rd Match ♦ 

<<Charlotte বনাম, Nia Jax>>

বেশ ভালো একটি ম্যাচ ছিল। ম্যাচের একপর্যায়ে, Charlotte তার ফিনিশার Natural Selection হিট করলে Nia কিক-আউট করে এবং এই সুযোগে Nia তার ফিনিশার Samoan Drop হিট করে ম্যাচটি জেতে যায়। 

• Winner : Nia Jax

 ♦ 4th Match ♦ 

<<Finn Balor বনাম, Jinder Mahal>>

স্বল্প সময়ের এই ম্যাচে Finn তার ফিনিশার Coupe De Grace হিট করে ম্যাচ জেতে যায় ✌

• Winner :Finn Balor

Omg!! ম্যাচশেষে Bray Wyatt কে অফস্ক্রিনে দেখা যায় এবং সে বলে সে Raw তে রাজত্ব করতে এসেছে এবং আরোও বলে আগামী Payback পিপিভিতে Orton কে হারিয়ে WWE চ্যাম্পিয়ন হবে!" এবং সে, Finn কে সতর্ক করে দেয় যাতে Bray এর রাস্তায় না আসতে  :D

কমার্শিয়াল ব্রেকের পর কমেন্ট্রি তে উল্লেখ করা হয় Kalisto,Crew,Slater এবং Rhyno কে Raw তে ট্রাড করা হয়েছে 

 ♦ 5th Match ♦ 

<<Sami Zayn বনাম, the Miz>>

ম্যাচে, Victory Roll এর মাধ্যমে Miz কে পিনফলে হারায় Sami Zayn

• Winner : Sami Zayn 

কমার্শিয়াল ব্রেকের পর আজকের রাতের মেইন ইভেন্ট ম্যাচ ঘোষনা করা হয় এবং ম্যাচটিতে লড়বে Kevin Owens এবং Dean Ambrose

Michael Cole কে Roman Reigns এর ইন্টারভিউ নিতে যায় এবং Roman বলে, Taker এর বিপক্ষে জয় তার ক্যারিয়ারের সেরা ম্যাচ জয় ছিল এবং সে বলে সেই এখন Big Dog এবং WWE হচ্ছে তার আঙিনা!! তখন Braun Strowman এসে Roman কে আক্রমণ করে প্রচুর মারধর করতে থাকে!! পরে, রেফারী রা এসে Braun কে আটকায় তখন আহত Roman কে Stretcher এ করে Ambulance এ তোলা হয় কিন্তু Braun আবারোও তাকে আক্রমণ করে এবং ঐ Roman সহ ঐ Ambulance টিকে কাত করে ফেলে দেয়  :O 

 ♦ 6th Match ♦  

<<Luke Gallows, Karl Anderson, Primo and Epico বনাম, Cesaro, Sheamus, Matt Hardy & Jeff Hardy>> 

ম্যাচের একপর্যায়ে Matt, Primo কে Twist of Fate হিট করে তখন Jeff ট্যাগ ইন হয় on Primo Jeff ট্যাগ ইন হয় এবং Swanton Bomb হিট করে দলের পক্ষে জয় আনে। 

• Winners : Cesaro, Sheamus and The Hardys

ম্যাচশেষে, বিজয়ীরা তাদের জয় সেলিব্রেট করতে থাকে

ব্যাকস্টেজ এ Emma কে Dana Brooke এর সাথে দেখা যায় এবং Emma, Dana কে সাজেস্ট করে তাকে ফলো করার জন্য কিন্তু Dana মানা করে দেয় এবং সে সেখান থেকে চলে যায় 

কমার্শিয়াল ব্রেকের পর Sasha কে রিংয়ে দেখা যায় এবং সে তার বন্দ্বু Bayley কে আমন্ত্রণ জানায় কিন্তু Alexa Bliss এর মিউজিক হিট হয় এবং বিশাল পপের সহিত সে রিংয়ে আসে। তখন Bliss প্রোমো কাটতে থাকলে বাধা দেয় Mickie James এবং সেও Raw তে জয়েন করে । তখন Nia Jax আসে এবং সবাইকে মারতে থাকে তখন সেইভ করতে Bayley আসে কিন্তু Nia তাকে Samoan Drop হিট করে এবং Bayley এর ওমেন্স টাইটেল উচিয়ে ধরে!


__________MAIN EVENT________

<<Dean Ambrose বনাম, Kevin Owens>> 

বেশ ভালো একটি ম্যাচ ছিল। ম্যাচের একপর্যায়ে Dean, Owens কে Swinging Neckbreaker দেয় এবং Bulldog দিতে গেলে Owens সেটা ব্লক করে এবং টার্নবাকলের দিকে ধাক্কা দিয়ে Cannonball হিট করতে গেলে Dean সরে যায় এবং Owens রিংপোস্টে চোট পায়। তখন টপ রোপের উপর হতে রিংয়ের বাইরে Dean, Elbow Drop হিট করে এবং পরবর্তীতে সে Owens কে রিংয়ে নিয়ে যায়। তখন Owens, Pop-Up-Powerbomb মারতে Dean সেটা কাউন্টার করে Dirty Deeds মারতে যায় কিন্তু Owens সেটা ব্লক করে Superkick হিট করে। তবে, এর পরই Dean সুযোগ বুঝে তার ফিনিশার Dirty Deeds হিট করে ম্যাচ জেতে যায়  ✌

• Winner : Dean Ambrose 

ম্যাচশেষে, Chris Jericho রিংয়ে আসে এবং সে Kevin কে Codebreaker হিট করে এবং এভাবেই শেষ হয় আজকের শো  :)

→আজকের Superstar Shakeup এ যারা যারা Raw তে ড্রাফটেড হয়েছেন:

*Dean Ambrose
*Miz & Maryse
*Apollo Crews
*Kalisto
*Mickie James
*Alexa Bliss
*Slater & Rhyno
*Curt Hawkins 
*Bray Wyatt 

Overall Show Rating: 8/10 ✌ 

কমেন্টে আপনারাও আজকের শো এর রেটিং দিবেন, ধন্যবাদ  :) 

•• লেখকঃ Aamir Hamza Salman

WWE Raw রেজাল্ট, ১১/০৪/২০১৭


আমরা জানি এ বছরের Survivor Series অনুষ্ঠিত হতে যাচ্ছে Canada, Toronto তে। তবে হয়ত অনেকেই জানিনা, দীর্ঘ ১৯ বছর পর আবারো Canada তে হতে চলছে এ পে-পার ভিউ। পূর্বে ১৯৯৭ সালে Canada, Montreal, Quebec এ একবার অনুষ্ঠিত হয় SS, কিন্তু সেদিন এক দূর্ঘটনা ঘটে যে কারণে আর কানাডাতে যাওয়ার সাহস হয়নি WWE এর। যে দূর্ঘটনার শিরোনাম ছিল 'Montreal Screwjob' ।

শুরুতেই বলে নেই, এ সম্বন্ধে বিখ্যাত পোস্ট 'ক্লিক' এ অনেক পূর্বেই লেখা হয়েছে। এছাড়াও আরো অনেকে এ সম্পর্কে লিখেছেন। আসছে Survivor Series উপলক্ষে তাও আবার Canada তে। তাই আমার সামান্য চেষ্টা আবারো সেই সোনালী দিনের পেছনের ঘটনা তুলে ধরতে চাই। পোস্ট টা একটু বড় তাই সময় নিয়ে পরবেন,কারন একজন রেস্লিং ফ্যান অথবা WWE এর ফ্যান হিসেবে আমি মনে করি সবারি এই ঘটনা সম্পর্কে জানা দরকার।

Montreal Screwjob : মন্ট্রিয়াল স্ক্রুজব কি? - জেনে নিন।