• খবর ১ :-
শোনা যাচ্ছে Lana ও Rusev কে এখন থেকে আলাদাভাবে উপস্থাপন করা হবে SmackDown Live-এ। SmackDown Women's ডিভিশনের জন্য Lana কে তৈরি করা হচ্ছে এবং তাকে ভাল পুশও দেয়া হবে। অন্যদিকে Rusev কে SmackDown Live এর মেইন ইভেন্টার হিসেবে পুশ দেয়া হবে।


• খবর ২ :-
Wrestlemania 33-তে Goldberg vs. Brock Lesnar ম্যাচে Goldberg কে শক্তিশালীভাবে উপস্থাপন করার প্ল্যানটি মূলত Lesnar এর ছিল। F4WOnline.com এর রিপোর্টে Dave Meltzer জানায়, Lesnar জানতো সে universal চ্যাম্পিয়ন হবে এবং সে চেয়েছিল ওই ম্যাচে যতটুকু সম্ভব Goldberg কে শক্তিশালী রূপে উপস্থাপন করাতে।

• খবর ৩ :-

শোনা যাচ্ছে, WWE-র জনপ্রিয় শো The Stone Cold Podcast-এর ফাইনাল/রিটার্নিং শোতে অতিথি হয়ে আসবেন The Undertaker. 



তাছাড়া আরো কিছু কিছু সুপারস্টার -New Day, The Hardy Boyz, Goldberg, Charlotte Flair, Kurt Angle and WWE Champion Randy Orton-কে শোতে দেখা জেতে পারে বলে রিপোর্ট করা হচ্ছে। 


অন্যদিকে আরো শোনা যাচ্ছে এই শো-র রিটার্ন নির্ভর করছে এতে Umdertaker অংশগ্রহণ করবে কিনা তার উপর। The Deadman এবারের #Wrestlemania-তে বিগ ডগের সাথে খেলেছে কয়েক সপ্তাহ আগে আর হেরেছেও। অনেকেরের মতেই এটাই Undertaker-এর লাস্ট ম্যাচ ছিল। 

উল্লেখ্য The Stone Cold Podcast শোটি কয়েক মাস আগে বন্ধ করে দেয়া হয়েছিল যখন Ambrose এই শো-তে গিয়ে WWE অফিসিয়াল আর রেস্লারদের নামে কিছু অপ্রীতিকর কথা বলেছিল বলে। তাই এই শো এতদিন অফ রাখা হয়েছিল। 

• খবর ৪ :-
এ সপ্তাহে #Raw-তে The Miz তার প্রমোতে বলেছিল, Ambrose-তার মোমেন্টাম হারিয়ে ফেলেছে যার জন্য তাকে এবারের #Wrestlemania-তে ভাল মতো সেটই করা হয় নাই। ফলে তাকে Intercontinental Championship ম্যাচ কিকঅফ শো-তে রাখা হয়েছিল। আর এর কারণ সে অলস ছিল।

Dave Meltzer সম্প্রতি Wrestling Observer Radio জানিয়েছে - The Miz-এর এই মন্তব্য বা স্টেটমেন্ট Miz-কে দিয়ে WWE TV-তে বলানো হয়েছে কারণ ব্যাকস্টেজের অফিশিয়ালরা অনেকেই এটা মনে করে যে Ambrose বর্তমানে নিজেকে তার জায়গা নিখুঁত বা নিজের সেরাটা দিচ্ছে বলে মনে করছে আর এটার জন্য তাকে ব্যাকস্টেজে হিটও পেতে হচ্ছে। SmackDown ড্রাফটের সময় যখন Dean Ambrose-কে আগে পিক করেছিল তখন তাদের উদ্দেশ্য এক্টাই ছিল যে Dean-কে সেখানে মেইন ফেস বানানো হবে। কিন্তু তারা তেমন উন্নতি না দেখতে পেয়ে AJ styles-এর উপর নজর দিয়েছেল যে Dean-এর পরিবর্তে কাজ করবে। 

• খবর ৫ :-
IMPACT Wrestling এবং Lucha Libre AAA একটি cross-promotional ডিল করেছে!! অর্থাৎ উভয় কোম্পানির রেসলার রা উভয় কোম্পানি তে গিয়ে রেসলিং করবে!! আর এটা মূলত করা হয়েছে তাদের আসন্ন mutual milestone এর জন্য, অর্থাৎ 15th anniversary of IMPACT Wrestling এবং 25th anniversary of Lucha Libre AAA এর PPV দ্বয়টি হিট করার উদ্দেশ্যে!
তাদের এই talent exchange টি হবে July 2 তে IMPACT Wrestling এর ১৫তম anniversary PPV Slammiversary XV তে! এই blockbuster pay-per-view eventএ AAA থেকে কিছু top talent রা আসবে।

আর অন্যদিকে AAA এর 25th Anniversary PPV Triplemania XXV তে IMPACT Wrestling এর Top স্টার রা রেসলিং করবেন এবং একটি IMPACT championship titleও ডিফেন্ড করা হবে সেখানে। আর এই দুই organizations খুব শীঘ্রই co-branded live tours করতে চলেছে US, UK এবং ASIA জুড়ে!!

• খবর ৬ :-
Tommy Dreamer জানিয়েছে, Shane-কে এখন #UFC-র সাথে কাজ করা উচিত। কারণ সে একজন "Real Badass" অ্যান্ড সে যেকেউকে খুব সহজেই পাঞ্চ মেরে নক আউট করে দিতে পারবে।

এ ব্যাপারে Bubba Dudley-ও তার সাথে একমত প্রশমন করেছে। সে বলে - Shane হলো এমন এক মন্সটার যে রিং-এ একপ্রকার চিন্তা নিয়ে ফাইট করে যেন "হারাতে হলে তাকে মারতেই হবে" আর তার ফাইটিং স্কিলও MMA-র ফাইটারদের মত। 

• খবর ৭ :-
বিয়ে করতে যাচ্ছেন "The Dangerous Woman on the planet" খ্যাত Ronda Rousey!

TMZ Sports অনুযায়ী UFC Bantamweight Star Ronda Rousey তার বয়ফ্রেন্ড UFC Heavyweight Star Travis Browne এর সাথে দুই বছর ধরে সম্পর্কে লিপ্ত আছেন। এখন শুধু ডেটিং নয় বরং তারা দুজন এখন একসাথে থাকবেন বলে জানিয়েছেন।
TMZ Sports কে Browne জানিয়েছে যে, সে নিউজিল্যান্ড এ একটি ঝর্ণার নিচে রোন্ডা কে প্রোপোজ করেছে এবং রোন্ডা তার প্রোপোজ এক্সেপ্ট করেছে। তিনি আরো বলেন, সে জায়গাটা তার জন্য উপযুক্ত বলে মনে হয়েছিলো। 

এটা Ronda Rousey এর প্রথম এবং Browne এর দ্বিতীয় বিয়ে হতে চলেছে। Browne তার প্রাক্তন স্ত্রী Jenna Renee Webb কে ২০১৫ তে অফিসিয়ালি ডিভোর্স দিয়ে দিয়েছে Ronda এবং Browne ঠিক কবে বিয়ে করছেন এ ব্যাপারে আপাতত কিছু জানা যায়নি।

• খবর ৮ :-
Former TNA Tag Team Champion Crazzy Steve খুব সম্ভবত এই কোম্পানি ছাড়তে চলেছে। তবে সে গতকালের Impact Wrestling television tapingএ উপস্থিত ছিল!! Steve তার Impact Wrestling debut করে 2014 সালের Aprilএ। সে আজ Twitterএ thankyou impact জানিয়ে একটি tweet করে।

প্রসঙ্গত, রুমর উঠেছে যে Homicideও Impact Wrestling এর সঙ্গে আর নেই কারণ সে IMPACT websiteএর Alumni সেকশনএ লিস্টেড রয়েছে। কিন্তু অনেকের মতে এটি একটি webএর error/bug কারণ Homicide গতকাল tapingsএ উপস্থিত ছিল।

আরেকদিকে বর্তমান Impact Wrestling Tag Team Champions LAX রা IMPACTএর websiteএ Tag Champions sectionএ নেই। এজন্য অনেকেরই ধারণা যে এটা webগত bug/error।
ক্রেডিটঃ 
  • প্রো-রেসলিং ইউনিভার্স - PWU
  • ২৪ ঘন্টা রেসলিং আড্ডা -Wrestling Altyme
  • Nayeem Ahmed‎

•• টুকরো খবর, 22/04/2017 ••


১) SmackdownLive এ ডেবুট করে The New Day এর The Usos দের সাথে ফিউড সেট করা হয়েছে Smackdown Tag Team Championship এর জন্যে।

২) Sports illlustured কে দেওয়া ইন্টারভিউতে Paul Heyman জানিয়েছেন,রেসলমানিয়া৩৩ এ Brock Lesnar চেয়েছিলেন যাতে Goldberg কে শক্তিশালীভাবে উপস্থাপন করা হয়।কারন Brock Lesnar জানতেন সে তিনি Universal Champion হবেন।

৩) Shinsuke Nakamura এর ১ম অফিসীয়ালী মেইন রোস্টারে ম্যাচ হবে Backlash এ Dolph Ziggler এর বিপক্ষে।

৪) Observer এর মতে, Bobby Roode এর Glorious থিম সংটি আসলে Shinsuke Nakamura কে দেওয়ার প্ল্যান ছিলো,যখন কিনা Shinsuke Nakamura এর Nxt তে ডেবুট এর কথা ছিলো।

৫) Summerslam ২০১৭ এর মেইন ইভেন্ট এ Jeff Hardy Vs Brock Lesnar এর মধ্যেকার মেইন ইভেন্ট ম্যাচ এর প্ল্যান করছে WWE,তবে এই ম্যাচ এ Jeff Hardy এ Universal Championship জিতবেনা।আর Jeff Hardy কে সিনগেল হিসেবে মেইন ইভেন্ট পুশ দেয়া হবে শ্রীঘ্রই।

৬) বর্তমান প্ল্যান মতে, Payback এ Samoa Joe Vs Seth Rollins ম্যাচ এ কে জিতবে তা এখনো অনিদিষ্ট।তবে WWE অফিসীয়ালরা চাই যাতে এ ম্যাচ উভয়ের মধ্যে কেউ না হারুক,তাই আশা করা যায় এই ম্যাচটি আমরা ডার্টি ফিনিশ হিসেবে শেষ হতে দেখতে পাবো।

৭) WWE এখন থেকে Rusev এবং Lana কে ভিন্নভাবে উপস্থাপন করবে।Smackdown Women's Division এ Lana কে পুশ দেয়া হবে এবং Rusev এর ইনজুরী সেরে ওঠার পর রির্টান করিয়ে পুশ দেয়া হবে মেইন ইভেন্ট স্কিন এ।

৮) Observer এর মতে, Baron Corbin কে Randy Orton এর সাথে Backlash এ ম্যাচ সেট করেনি কারন WWE চাই Baron Corbin কে এবছরের শেষদিকে টাইটেল পিকচার এ আনতে।এছাড়া WWE এ Baron Corbin এর এন্ট্রারেস মিউজিক পরিবর্তন করতে হবে এবং তার প্রমোগুলো ভিন্নভাবে উপস্থাপন করা হবে।Baron Corbin কে Smackdown এর টপ হিল হিসেবে উপস্থাপন করা হবে।


৯) টিএনএ'র সাথে একটি চুক্তির মাধ্যমে WWE খুব শীঘ্রই ম্যাট হর্ডির ব্রোকেন গিমিকটা ফিরিয়ে আনতে যাচ্ছে , এরপর জেফ ও ম্যাট হর্ডি দুজনই পৃথকভাবে পুশ পেতে থাকবে ।


১০) আজকে হিদিও ইতামির রিটার্নের তাকে ববি রুডের সাথে NXT চ্যাম্পিয়নশিপের জন্য ফিউড দেয়া হবে ।

১১) Former WWE Superstar Mr. Kennedy aka TNA Star Mr. Anderson এই সপ্তাহে Ring of Honor এর সঙ্গে একটি নতুন কন্ট্রাক্ট সাইন করেছে!!! PWInsider এর মতে, Ken Anderson(আসল নাম) ROH এর সঙ্গে একটি deal সাইন করেছে এবং সে তাঁর ROH টিভি debut করতে চলেছে April 28 এ!


Anderson WWEতে 2005 থেকে 2009 পর্যন্ত কাজ করেছে আর তারপর WWE তাকে fired করে দিলে সে TNA Impact Wrestlingএ রেসলিং করেছে 2010 থেকে 2016 পর্যন্ত।

১২) Pro Wrestling Tees রিসেন্টলি former WWE Superstar Simon Gotch এর জন্য দুটি T-shirt বের করেছে যেখানে তাঁর নতুন রিং নাম দেওয়া হয়েছে Simon Grimm।

গত কিছুদিন আগে WWE Gotchকে রিলিস করে দেয়। কিন্তু তার সঠিক কারণটা এখনো অজানা, যদিও কিছু সোর্সএর মতে backstage এ কিছু ঝামেলার কারণে তাকে রিলিস দিয়েছে WWE।

১৩) Former TNA Superstar Crimson গতকাল Impact Wrestling এর TV ট্যাপিং এ রিটার্ন করেছে তবে সে অন-স্ক্রিন রিটার্ন করেনি। সম্ভবত তাকে সামনের সপ্তাহে ওপেনলি রিটার্ন করানো হবে।

১৪) ববি রুডকে এ বছরের শেষদিকে মেইন রস্টার ডেব্যুট করানো হতে পারে , যেখানে তার জন্য পুশ অপেক্ষা করছে ,তাকে কোন টপ ফেসের সাথে ফিউড দেয়া হবে।

১৫) Former TNA star Sonjay Dutt গতকাল Impact Wrestling ট্যাপিংএ on-camera return করেছে। সে রিসেন্টলি WWE এর তরফ থেকে job offer পেয়েছিল এবং সে তা প্রত্যাখ্যান করে Impact Wrestlingএ full-time হিসেবে রিটার্ন করেছে।

১৬) গতকাল IMPACT টিভি ট্যাপিংএ Karen Jarrett officially announce করেছে যে GFW এবং IMPACT একত্রে মার্জ হয়ে গেছে!! আর এই জন্যই বিভিন্য former তারকারা রিটার্ন করছে।

১৭) WWE জেফ হর্ডির জন্য বিশাল পুশ তৈরি রেখেছে , ম্যাট হর্ডির ভবিষ্যতে ব্রোকেন গিমিক ব্যাবহারের সম্ভাবনা খুবই বেশি , তখন জেফকে মেইন ইভেন্ট পুশ দেয়া হবে ।

১৮) সামনের সপ্তাহের NXT তে বর্তমান ইউনাইটেড কিংডম চ্যাম্পিয়ন টাইলর বেটের সাথে জ্যাক গ্যালাহারের ইউনাইটেড কিংডম চ্যাম্পিয়নশিপের ম্যাচ হবে ।

১৯) রেসলিং প্রোমোশন AAA এর ভাইস প্রেসিডেন্ট ডোরিয়ান রোনাল জানিয়েছেন, তারা ভবিষ্যতে Lucha Underground এর সাথে চুক্তি করতে আগ্রহী , এর কারণ এ দুই প্রোমোশনেই Masked Wrestler দের প্রাধান্য দেয়া হয় বেশি , এবং এতে উভয় প্রোমোশনই Lucha Libre কে খুব ভালভাবে তুলে ধরবে , এতে দুপক্ষই লাভবান হবে ।

২০) গোল্ডবার্গের সাথে WWE এর চুক্তি শেষ হবার পরও WWE তাকে তার মার্চেন্ডাইজ বিক্রি করার অনুমতি দিয়েছে , এবং তাকে আর অদূর ভবিষ্যতে রিটার্ন করানোর সম্ভাবনা নেই , তাকে সামনের বছরের হল অফ ফেমে Induct করা হতে পারে ।

২১) NXT Star এম্বার মুন আজকে ডার্ক ম্যাচে সামান্য ইনজুরিতে পড়েছেন |`

২২) এবার Payback এ জেরিকো কেভিন ওয়েন্সের কাছে হেরে যাবেন, যেখানে পরে তার সাথে এজে স্টাইলসের সাথে ফিউডে থাকবেন ওয়েন্স , এরপর ব্যাকল্যাশে স্টাইলস বনাম ওয়েন্সের ম্যাচ হলে জেরিকোর interference এ টাইটেল হারাতে পারেন ওয়েন্স* ।


•• লেখকঃ  Miraz Rahaman Chy, Aakash Roy, Aymaan Hussain Armaan.

•• ২২ তারিখের ২২ নিউজ আপডেট, ২২/০৪/২০১৭ ••


Six-Pack challenge টি জিন্দার মাহাল জেতাতে যারা খুশি নয়, তাদের উদ্দেশ্যে আমার এই পোস্ট।
WWE সাধারণত কোনো Asian কেই তেমন মেজর পুশ দেয় না! তারমধ্যে যদি সে আবার South Asian হয় তবে তো তাকে শুধুই Jobber বানিয়ে রাখে!!

কিন্তু এই Jinder Mahal এর হটাৎ পুশ টা আমার,আপনার কেনো, গোটা Pro-Wrestling ইউনিভার্স এর কাছেই অনেকটা শকিং!! তবে গত সপ্তাহের Talking Smack এ হালকা-পাইপবম্ব দেওয়াতে Jinder এর প্রতি আমার সহ বেশ কিছু IWCianদের অ্যাটেনশন কেড়ে নিয়েছিল! কিন্তু WWE যে তাকে ঠিক তার এক সপ্তাহ পরেই এমন Opportunity দেবে তা কল্পনাতীত।

Jinder Mahal হচ্ছে WWE এর একজন অত্যন্ত আন্ডাররেটেড রেসলার। ২০১১ সালে মেইন রোস্টারে ডেবিউ করার ৩ বছর পর ২০১৪ সালে সে WWE থেকে লিভ নেয়। লিভ নেওয়ার ২ বছর পর ২০১৬ সালে সে আবার WWE তে ফিরে আসে। কিন্তু এরপরও তার সেই আগের অবস্থাতেই ফিরে যেতে হয়।

Jinder Mahal ট্যালেন্টের দিক দিয়ে Aj Styles, Sami Zayn, Dolph Ziggler এর মতো না হলেও এতটাও খারাপ না যে এত সময় ধরে জবার হিসেবে থাকবে। টপ কার্ডার না হলেও অন্তত মিড কার্ডার হিসেবে থাকতে পারে। তার WWE ক্যারিয়ারে অর্জন বলতে NXT Championship Tournament এর ফাইনালিস্ট হওয়া আর Wrestlemania 33 এর André The Giant Memorial Battle Royal এ ২য় হওয়া, এই দুইটাই আছে। তাও কেউই কখনো ২য় স্থানে থাকা মানুষদের মনে রাখেনা। অথচ ২০১১ বা তারও পরে মেইন রোস্টারে ডেবিউ করা এমনও রেসলার আছে যারা ৪-৫ বার চ্যাম্পিয়ন হয়েছে।

এত বছর পর যখন আজকের স্ম্যাকডাউনে একটি 6 pack match জিতে WWE Championship এর No. 1 Contender হলো তখনই রেসলিং কমিউনিটিগুলার কিছু মানুষের গায়ে জ্বালাপোড়া শুরু হয়ে গেল। তাদের মতে, Jinder খেলা পারেনা, যোগ্য না, অন্য কাউরে জিতানো উচিত ছিল। আচ্ছা অন্য কেউ এর মধ্যে কাকে জেতাবে? গত বছর মেইন রোস্টারে ডেবিউ করা Mojo Rawley একজন ফেস এবং কিছুদিন আগে André The Giant Memorial Battle Royal জিতল। এত তাড়াতাড়ি তাকে এত পুশ দেওয়া ঠিক হবেনা। Dolph Ziggler Shinsuke Nakamura এর সাথে ফিউড করবে। Luke Harper আর Eric Rowan Backlash এ একে অপরের সাথে ম্যাচ খেলবে। Sami Zayn একজন ফেস এবং ফ্যান ফেভারিট। Randy এর সাথে Sami ম্যাচ খেললে দেখা গেল Randy কে দর্শক বু দিচ্ছে। এই অবস্থায় Jinder Mahal ই সবচেয়ে উপযুক্ত, যদিও লোয়ার কার্ড থেকে একবারে মেইন ইভেন্টার হওয়াটা আসলেই অত্যন্ত অস্বাভাবিক। 

তাছাড়া Jinder এর মধ্যে একটা হিল লুক আছে। আর ৯০% হিলদের মতো দর্শক তাকে চিয়ারও করেনা। যার ফলে সবাই এই ফিউডের ফেস Randy কেই চিয়ার করবে। আর এমন তো না যে সে টাইটেল জিতবে। সম্ভবত Randy Orton এর সাথে হারার পর সে Bollywood Boyz এর সাথে টিমআপ করে মিডকার্ডে থাকবে। তাই এখানে এত মেজাজ খারাপ করার মতো কিছু নাই।

হয়তো Sami, Dolph, Luke এর ট্যালেন্ট Jinder এর চেয়ে বেশি। কিন্তু আপনারা এটা ভুলে গিয়েছেন যে WWE এর শো গুলা কোনো ট্যালেন্ট হান্ট শো না যেখানে সবসময় ট্যালেন্টেড রেসলারদেরই জয় হবে। WWE একটি ব্যাবসা প্রতিষ্ঠান আর তারা সেটাই করবে যেটা ব্যাবসার জন্য ভালো। তারপরেও যদি আপনার কোনো অভিযোগ থাকে তবে সেক্ষেত্রে পরিশেষে বলতে চাই,

This is SmackDown, the land of opportunities.
Where main eventers come to Mid-Card to give a chance some Jobbers!
•• লেখকঃ ‎Sabbir Rahman Leon & Aakash Roy

Jinder Mahal কে নাম্বার-১ কন্টেন্ডার করা উচিৎ?



• IMPACT প্ল্যান করছে এই summerএ কিছু tour করতে, আর তাদের এই ট্যুরএর মুখ্য ফোকাস হলো Asia.!! রুমর উঠেছে যে IMPACT Wrestling আগামী কয়েক মাসের মধ্যে Japan এ কিছু ট্যাপিং করবে এবং শেষে India ট্যুর করবে!

• Dave Meltzer এর মতে ভিন্স এখনও ROH এর contentগুলো কিনে ফেলার ইচ্ছায় রয়েছেন!! মেল্টযার বলছে যে গত কিছুদিন ধরে তাদের (ভিন্স এবং জো এর) মধ্যে কিছু negotiations চললেও তারা এখন এ বেপারে আর কিছু জানাচ্ছেনা। কিন্তু Meltzerএর মতে ROH এবং WWE এর মধ্যে এখনো কিছু কথাবার্তা চলছে ROHএর পুরোনো ভিডিও কন্টেন্ট গুলো licensing করে তাদের WWE Network এ একটা special শো শুরু করার জন্য। (কিন্তু এতে আবার ROH ঐ content গুলি নিজেরা আর ব্যবহার করতে পারবেনা।)

• Former WWE Diva AJ Lee গত সপ্তাহে Sam Roberts Wrestling Podcastএ উপস্থিত হয়েছিল, সেখানে AJ Lee কে CM Punk এর UFC ফাইট এর বেপারে জিজ্ঞেস করা হলে সে জানায় যে Mickey Gall এর সঙ্গে Punkএর UFC ফাইটএর জন্য পাঙ্ককে $1 million ডলার দেওয়া হয়েছিল..!(!!)
নিম্নে AJ Lee এর বক্তব্য টি সম্পূর্ণ রূপে দেওয়া হলো:
“I don’t think it hurt to earn a million dollars for one night, he was pretty psyched about that. He came backstage with the biggest smile on his face and was completely sweaty, which I threw myself on him, I just told him how proud I am of him. His speech afterward was so moving and I try not to get so emotional around people.”

• Former WWE Star Shelton Benjamin এই শুক্রবার Queens, NYএ BCW প্রমোশনে রিং রিটার্ন করবে! কিন্তু সে WWEতে ফিরে আসবে কি না তার বেপারে এখনো কিছু জানা যায়নি।

• PWINSIDER এর তথ্যমতে, Finn Balor আজকের Raw এর ব্যাকস্টেজে উপস্থিত থাকবেন এবং তার মেডিকেল টেস্ট করানো হবে।তবে, সম্ভবত তাকে আগামী ২ সপ্তাহের Raw তে অনুপস্থিত রাখা হবে এবং Payback এর পরবর্তীতে রিটার্ন করিয়ে Bray Wyatt এর সাথে ফিউড করানো হতে পারে!!


• WWE এর সাবেক রেসলার ও Roman Reigns এর ভাই Rosey (Matt Anoa'i) কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। 

• Jim Ross তার ব্লগে প্রকাশ করেছেন যে, যদি WWE, Bray Wyatt কে বেবিফেইস টার্ন করায় তাহলে Bray Wyatt ফ্যান ফ্যাবারিট হয়ে উঠবে এবং এতে আর্থিকভাবে WWE প্রচুর লাভবান হবে ✌ 


• Sports Illustrated কে দেওয়া সাক্ষাতকারে Jeff Hardy তার WWE রিটার্ন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন এবং তিনি সিংগেলস ম্যাচে Cesaro, Dean Ambrose, Kevin Owens এবং Seth Rollins এর বিপক্ষে ম্যাচ খেলতে ইচ্ছুক। এছাড়াও, ট্যাগ টিম ম্যাচে তিনি The Revival, American Alpha, Usos এবং D.I.Y এর বিপক্ষে ম্যাচ খেলতে চান।


• বর্তমান NXT ওমেন্স চ্যাম্প Asuka টানা ১৬৩ টি ম্যাচে অপরাজিত রয়েছেন। আর মাত্র ১১ টি ম্যাচ জেতলে তিনি Goldberg এর ১৭৩-০ স্ট্রিক ব্রেক করবেন!! :D


• Roman Reigns এর আগামী Payback পিপিভি তে ম্যাচ খেলার সম্ভাবনা কম।তবে, Extreme Rules পিপিভি তে তিনি Braun Strowman এর বিপক্ষে একটি "Ambulance Match" খেলতে পারেন।



• চোয়ালের ইনজুরিতে পড়েছে The Revival এর Dash Wilder. WWE ইনজুরির সংবাদটি অফিসিয়ালি কনফার্ম করেছে। এই ইনজুরির জন্য Wilder কে প্রায় ২ মাসের জন্য রিঙের বাইরে থাকতে হবে। 

• Dirty Sheets পোডকাস্ট এর তথ্যমতে, আগামী রেসলম্যানিয়া ৩৪ এর জন্য স্ম্যাকডাউন এর মেইন ইভেন্ট ম্যাচের পরিকল্পনা শুরু করেছে WWE, এবং প্ল্যান অনুযায়ী ম্যাচটি হতে পারে AJ Styles এবং Shinsuke Nakamura এর মধ্যে WWE ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এর জন্য!!


• সম্প্রতি  Nikki & Brie Bella তাদের YouTube Chanel-এ 500k Subscribers পূরণ করেছে। মাত্র ৬ মাসে  তারা এ মাইলফলক ছুয়েছে।  সম্প্রতি  Wrestlemania 33-এর "Cena Proposing to Nikki" ভিডিওটি Three Millions বার ভিউ হয়েছে তাদের YouTube Chanel-এ। এনিয়ে  WWE তাদের কংগ্রেটস জানায়  তাদের অফিসিয়াল ওয়েবসাইটে।


• আজকের "OTT"এর শো "Scrapper Mania lll" চলাকালীন এনাউন্স করা হয় যে  আগামী আগস্ট ৫ তারিখে তাদের একটি শো তে উপস্থিত থাকবেন Mick Foley.

শুধু একদিনের জন্য  তাকে বুক করা হয়েছে।

• Matt & Jeff Hardy তাদের MSG রিটার্ন করবেন  জুলাইয়ের ৭ তারিখে। তবে WWE live Event-এর জন্য। উক্ত লাইভ ইভেন্টে  Raw Brand-এর যাদেরকে এডভারটাইস করা হয়েছে তারা হলেন : Intercontinental champion Dean Ambrose, Roman Reigns, Seth Rollins, Samoa Joe, Bray Wyatt, The Miz, Maryse, Braun Strowman, Finn Balor, Alexa Bliss, and Raw Women's Champion Bayley. 


• প্রায় ৯ বছর পর  WWE Elmira,NY-এ রিটার্ন করছে। জুন,৫ এ SD-এর একটি লাইভ ইভেন্ট হবে ওই সিটিতে।


• গত  RAW-তে Big Show ও Braun Strowman এর "রিঙ কলাপ্স" এর পরে রেফারি John Cone ছোটখাটো ইনজুরিতে পড়ে। ম্যাচ শেষে তার ঘাড়ে বেশ কিছুক্ষন যাবত বরফ দিয়ে রাখতে হয়েছিল।


• OTT's Scrappermania lll-তে মেইন ইভেন্ট করেন Kenny Omega. তিনি Young Bucks ( Nick Jackson & Matt Jackson) এর সাথে টিমআপ করেন এবং Lio Rush, Will Ospreay & Ryan Smile-কে হারান।

• ক্রেডিটঃ -
  • ** সব কিছু মিস করলে ও রেসলিং দেখা মিস করিনা **
  • ২৪ ঘন্টা রেসলিং আড্ডা -Wrestling Altyme
  • প্রো-রেসলিং ইউনিভার্স - PWU
  • Aakash Roy

•• WWE লেটেস্ট নিউজ : 19/04/2017 ••


আজকের SDLive শো শুরু হয় Matt "Rosey" Anoa'i এর একটি স্মৃতিচারণ ভিডিও প্যাকেজ দেখানোর মাধ্যমে।উল্লেখ্য যে, Rosey হচ্ছেন একজন সাবেক WWE সুপারস্টার এবং Roman Reigns এর ভাই যিনি গত ১৭ই এপ্রিল মৃত্যুবরণ করেছেন!! 

শুরুতে রিংয়ে আসে Charlotte এবং সে প্রোমো কাটতে থাকে।সে বলে, এখন থেকে SDLive এ শুধু তার রাজত্ব চলবে এবং সে তখন SDLive ওমেন্স চ্যাম্পিয়নশিপ টাইটেল শট চায়।তার প্রোমো তে বাধা দেয় Naomi এবং রিংয়ে সে তার টাইটেল রেখে Charlotte কে ম্যাচ এর জন্য চ্যালেঞ্জ করে। তখন Shane McMahon এর মিউজিক হিট হয় এবং সে আজকের শো এর জন্য Naomi বনাম, Charlotte এর ম্যাচ ঠিক করে এবং সে আরোও বলে যদি Charlotte ম্যাচটি জিততে পারে তাহলে আগামী সপ্তাহে সে টাইটেল শট পাবে । Shane তখন চলে যায় এবং রিংয়ে তারা দুজন ব্রল করতে থাকে, ব্রলে Naomi, Charlotte কে রিংয়ের বাইরে ফেলে দেয় এবং তার টাইটেল নিয়ে পোজ দিতে থাকে। 

কমার্শিয়াল ব্রেকের পর Natalya কে Shane এর অফিসে দেখা যায় । তখন সে Charlotte কে টাইটেল শট এর সুযোগ দেয়ার জন্য আপোষ করে এবং বলে সে Charlotte এর চাইতে বেশি ডিজার্ভিং।তখন তাকে বাধা দেয় Carmella এবং Tamina, এবং তারা একে অপরের সাথে তর্কাতর্কি করতে থাকে।

WWE SmackDown Live রেজাল্ট, 19/04/2017


Brawn strawman এর ইন্ট্রান্স এর মাধ্যমে  আজকের Raw ওপেন হয়।সে রিং এ এসে রোমান রেইঞ্জ কে Destroy করা নিয়ে বলতে থাকে।kurt angle আসে এবং স্ট্রম্যানকে বলে বলে যে রোমান রেইঞ্জ তার রিভেঞ্জ নিতে চায়,তাই তিনি Payback এ রোমান VS স্ট্রোম্যান ম্যাচ ফিক্স করেছেন।brawn মাইক ফেলে দিয়ে কার্ট কে Desrespect করে চলে যায়।

WWE Raw রেজাল্ট, 17/04/2017