1. Observer এর মতে, Mike Kenellis এর প্রথম ফিউড হতে চলেছে Sami Zayn এর সাথে এবং তাদের মধ্যেকার ম্যাচ হবে Battleground পিপিভিতে।
2. Alexa Bliss Vs Nia Jax এর মধ্যেকার Summerslam পিপিভিতে ম্যাচ হতে পারে।কারন বুঝাই যাচ্ছে যে, Raw তে Gauntlet ম্যাচ এ Nia Jax কে কতোটা শক্তিশালী দেখানো হয়েছে।
3. শোনা যাচ্ছে যে রোমোর, কমেন্টেটর Mauro Ranallo বর্তমানে WWE এর সাথে ২ বছরের চুক্তি করেছে।
4. Samoa Joe এ বর্তমানে Brock Lesnar এর সাথে ফিউডে ব্যাকস্টেজ অফিসীয়ালদের Impressed করতে পেরেছেন,তাই শোনা যাচ্ছে Great Balls Of Fire পিপিভিতে Brock Lesnar এর কাছে হারার পর তার জন্যে বড় ধরনের পুশ অপেক্ষা করছে।
5. Tyson Kidd এবং Rusev এ সপ্তাহের SmackDownLive এর ব্যাকস্টেজ এ উপস্থিত ছিলেন,শোনা যাচ্ছে,Tyson Kidd কে খুব শ্রীঘ্রই নন-রেসলিং ক্যারেক্টার এ দেখা যাবে WWE তে।
6. Stone Cold Steve Austin কে নিয়ে Raw তে কোন শিডিউল করা হয়নি এ সপ্তাহে।আর তাকে যেকোন সময় ইউস করা নিয়ে WWE এর এমন কোন প্ল্যান নেই।
7. Superluchas.com এর তথ্য মতে, Epico এবং Primo এ WWE এর কাছে অনুরোধ করেছেন যাতে তাদের WWE কন্ট্রাক থেকে রিলিসড দেয়।
8. Observer এর মতে,WWE এর Summerslam পিপিভিতে বর্তমান প্ল্যান হলো Roman Reigns Vs Brock Lesnar এর মধ্যেকার WWE Universal Championship ম্যাচ আয়োজন করা।আর John Cena Vs Roman Reigns হতে চলেছে রেসলমানিয়া৩৪ এর মেইন ইভেন্ট।
9. The 434 এর reported rumor অনুযায়ী , Summerslam এ Brock Lesnar Vs. Roman Reigns match অনুষ্ঠিত হবে আর এই ম্যাচ এ Roman Reigns universal champ হবেন । আর এই rumor এর সূত্র ধরে আরও একটা brand new rumor রয়েছে যে- Wrestlemania 34 এ Roman, John Cena এর কাছে এই title drop করবেন
10. NXT'র একটি লাইভ ইভেন্টে আজ সাবেক TNA সুপারস্টার Gunner এর অভিষেক হয়। অভিষেক ম্যাচে সে No Way Jose এর মুখোমুখি হয়।
11. Singapore এ অনুষ্ঠিতব্য RAW লাইভ ইভেন্টে রিটার্ন করে Chris Jericho. রিটার্নিং ম্যাচে Jericho মুখোমুখি হয় NXT সুপারস্টার Hideo Itami এর এবং GTS দিয়ে Itami ম্যাচটি জিতে নেয়। ১৪, ১৫ ও ১৬-ই সেপ্টেম্বর তারিখে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য WWE লাইভ ইভেন্টে দেখা যাবে Chris Jericho কে।
12. "Buddy Games" মুভিতে কাজ করতে যাচ্ছে WWE সুপারস্টার Sheamus যার জন্য কিছুদিনের জন্য WWE থেকে দূরে থাকবে সে। খুব সম্ভবত ৬ সপ্তাহ বা তারচেয়ে বেশিদিনের জন্য রিঙ থেকে দূরে থাকবে Sheamus.
13. WWE Great Balls of Fire আপডেট কার্ড -
১) Universal চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ Brock Lesnar (c) vs. Samoa Joe
২) Ambulance ম্যাচঃ Roman Reigns vs. Braun Strowman
৩) Cruiserweight চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ Neville (c) vs. Akira Tozawa
৪) RAW Women's চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ Alexa Bliss (c) vs. Sasha Banks
৫) Singles ম্যাচঃ Seth Rollins vs. Bray Wyatt
(Great Balls of Fire অনুষ্ঠিত হবে ১০ জুলাই, ২০১৭ তারিখে)
15. “TNA” বা “IMPACT Wrestling” এর নাম হচ্ছে “GFW: Impact!" গত Decemberএ ANTHEM Sports এর মালিক Ed Nordholm এই TNA প্রমোশন কে কিনে ফেলার পর থেকেই weekly Impact শো তে TNA কথা টা বলা বন্ধ করে দিয়েছিল, এমনকি TNA এর Facebook, Twitter, Instagram, YouTube এর নাম সহ নিজেদের Brand Logo টাও চেঞ্জ করে দিয়েছিল!!
• ক্রেডিটঃ Miraz Rahaman Chy, প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, ২৪ ঘন্টা রেসলিং আড্ডা -Wrestling Altyme.