প্রোফেশনাল রেসলিংয়ে, ইন্ডি/ইন্ডিপেন্ডেন্ট প্রমোশন বলতে বোঝায় অনেক গুলো ইন্ডিপেনডেন্ট প্রমোশন বা অনেক গুলো ইন্ডি শো/প্রমোশন-এর যৌথ রুপ যেগুলা খুব একটা জনপ্রিয় না অথবা টিভিতে সম্প্রচার করা হয়না। । ইন্ডি শো গুলো WWE বা Impact Wrestling -এর থেকে পরিসরে ছোট।
যারা ইন্ডি শো তে রেস্লিং করে তাদের বলা হয় ইন্ডি রেস্লার। আবার, যারা শুধু একটি ইন্ডি শো -তে রেস্লিং করে তাদের বলা হয়, "working the indies" আর যারা একাধিক ইন্ডি শো-তে রেস্লিং করে তাদের বলা হয়, "working the indie circuit"
ইন্ডি শোগুলি হয় ছোট স্টেডিয়াম-এ, খোলা মাঠে, গ্যারেজ-এ কিংবা চার্চে। ইন্ডি শো গুলো কখনো-কখনো শুধু একটা নিদিষ্ট স্থানে হয়। কখনো আবার বিভিন্ন শহর ঘুরে ঘুরে হয়। মনে করেন, লন্ডনে কোন ইন্ডি শো হল। তারপর তার আশে-পাশে যে শহর গুলো আছে সেই শহর গুলো-তে তারা শো করবে।