গতকাল Great Balls of Fire পিপিভিতে Roman Reigns vs Braun Strowman, Ambulance ম্যাচে রোমানকে অ্যাম্বুলেন্সের ভেতরে ঢুকিয়ে দরজা আটকানোর মাধ্যমে জয় তুলে নেয় স্ট্রোম্যান। আর এই কারণে ম্যাচশেষে স্ট্রোম্যানকে মারাত্মকভাবে আক্রমণ করে হতাশাগ্রস্থ রোমান। তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে ব্যাকস্টেজে যায় এবং স্ট্রোম্যান ভেতরে থাকা অবস্থায়-ই পার্কিং লটে থাকা ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ ঘটায় রোমান। পরে স্ট্রোম্যানকে রক্তাক্ত অবস্থায় বের হতে দেখা যায়।
এভাবে স্ট্রোম্যানকে হত্যার প্রচেষ্টা করার জন্য গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় ২৫০০ মানুষ রোমানের অ্যারেস্ট দাবি করে অনলাইনে পিটিশন করেছে !
উল্লেখ্য, যে ব্যক্তি এই পিটিশন শুরু করেছে সে দাবি করেছে যে, নেহাতি মজার ছলে সে এই পিটিশন শুরু করেছে ।
• লেখকঃ #RuthlessKing®