গতকাল Great Balls of Fire পিপিভিতে Roman Reigns vs Braun Strowman, Ambulance ম্যাচে রোমানকে অ্যাম্বুলেন্সের ভেতরে ঢুকিয়ে দরজা আটকানোর মাধ্যমে জয় তুলে নেয় স্ট্রোম্যান। আর এই কারণে ম্যাচশেষে স্ট্রোম্যানকে মারাত্মকভাবে আক্রমণ করে হতাশাগ্রস্থ রোমান। তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে ব্যাকস্টেজে যায় এবং স্ট্রোম্যান ভেতরে থাকা অবস্থায়-ই পার্কিং লটে থাকা ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ ঘটায় রোমান। পরে স্ট্রোম্যানকে রক্তাক্ত অবস্থায় বের হতে দেখা যায়। 

এভাবে স্ট্রোম্যানকে হত্যার প্রচেষ্টা করার জন্য গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় ২৫০০ মানুষ রোমানের অ্যারেস্ট দাবি করে অনলাইনে পিটিশন করেছে !

উল্লেখ্য, যে ব্যক্তি এই পিটিশন শুরু করেছে সে দাবি করেছে যে, নেহাতি মজার ছলে সে এই পিটিশন শুরু করেছে । 

• লেখকঃ #RuthlessKing®

Braun Strowman এর বিপক্ষে হেরে বদলা নিলো রোমান।



অবশেষে অত্যন্ত জাঁকজমকের সাথে অনুষ্ঠিত হয়ে গেল WWE কর্তৃক আয়োজিত নতুন একটি পিপিভি যার নাম Great Balls of Fire। পিপিভির নাম নিয়ে বহু জলঘোলা হলেও এতে আয়োজিত ম্যাচগুলোয় রেসলারদের পারফরমেন্স সবাইকে মুগ্ধ করেছে এবং বুঝিয়ে দিয়েছে যে, একটি বৃক্ষের পরিচয় তার ফলেই। যাই হোক, আসুন পিপিভির রেজাল্ট দেখা যাক-

•• Neville বনাম, Akira Tozawa [WWE Cruiserweight Championship]

পিপিভির প্রি শোতে অনুষ্ঠিত Neville vs Akira ম্যাচ নিয়ে প্রো রেসলিং লাভারদের চাহিদার কমতি না থাকলেও ম্যাচটি তাদের প্রত্যাশা পূরণে ব্যর্থই বলা যায়। মোটামুটি মানের একটি ম্যাচ ছিল এটি। উল্লেখ করার মত কিছু মুহূর্তও সৃষ্টি হয়েছে ম্যাচটিতে। যেমন, Neville'র উপরে Akira'এর দেয়া টানা দুই দুইটা Suicide Dive, Octopus Hold এর মাধ্যমে Akira'র ম্যাচটি প্রায় নিজের ঝুলিতে নেয়ার প্রচেষ্টা ইত্যাদি। ম্যাচের ফিনিশিং দেখা বোঝা যায়, তাদের ফিউডটি সামারস্ল্যাম অবধি চলতে পারে। অবশ্য এ নিয়ে কারো তেমন কোনো মাথাব্যথা নেই। ফিউডটিতে দর্শকদের তেমন আগ্রহ নেই। বরঞ্চ অস্টিন অ্যারিস থাকলে তাকে দিয়েই ফিউড এগুনো যেত। কিন্তু সে অল্পতেই ধৈর্য্য হারিয়ে চলে যাওয়ায় চিন্তাভাবনার পরিবর্তন করে এদের দিকেই মনযোগ দিতে হবে। তবে হ্যা, ফিউডটিকে সামারস্ল্যাম পর্যন্ত টানা ছাড়া ক্রিয়েটিভ প্যানেলের কিছু করারও নেই।

♦ Winner :- Neville। 
★ Rating :- 3*

WWE Great Balls of Fire রেজাল্ট, ১১/০৭/২০১৭