"The Samoan" এক ধরনের উপকূল বা আদিবাসী টাইপের আমেরিকান। এরা সাধারণত নিগ্রো বা রেড-ইন্ডিয়ান হন। এরা যুদ্ধে পারদর্শী তবে অ্যামেরিকার Samoan বংশের ঐতিহ্যবাহী পেশা হলো রেসলিং, এই বংশের রেসলাররা: Sika, Haku, Peter, Rocky, Yokozuna, Rikishi, The Rock, Samu, Manu, Tama, Smooth, Roosey Umaga, Jey & Jimmy, Roman Reigns.etc. তাছাড়া এই বংশে নতুন যুক্ত হয়েছেন Naomi (Jimmy এর Wife হিসেবে) বুঝতেই পারছেন কত বড় ফ্যামিলি এবং তাদের রেসলিং ট্রেডিশন। এই বিশেষ রেসলারদের ফ্যামিলিকে Anoaʻi ফ্যামিলি বলা হয়।
বর্তমানে Wrestling Rumors, Ring Side News সহ বেশকিছু ওয়েওবসাইট এটা বলছে যে WWE পানক কে আবারো আনার চেষ্টা করছে। এই নিয়া ডেভ মেল্টজার তার Observer এ বলেছে ''তারা(WWE) পানকের সাথে ডিল করতে চেষ্টা করছে, যদিও পানক রিফিউজ করছে, তার প্রো-রেসলিং এ যাওয়ার কোন ইচ্ছা নেই''। তবুও আমরা আশা রাখতে পারি পানক কে ভবিষ্যতে দেখতে পারব যদি সে মত পালটায়।
সম্প্রতি AJ Lee এক ইন্টারভিউওতে বলে ''আমি রেসলিং কে খুব মিস করি, কিন্তু সে (পানক) করে না। সে আসতেও ইচ্ছুক না আর''। ESPN সম্প্রতি পানক কে এই নিয়ে জিজ্ঞাসা করলে পানক হালকা ইঙিত দেয় যে WWE তাকে আবারো আসতে অফার করেছে। কিন্তু পানক বর্তমানে তার নেক্সট UFC ফাইট নিয়ে আগ্রহ প্রকাশ করছে। পানক আপাতত নেক্সট ফাইট নিয়েই চিন্তা করছে, আর সে আর এসবে (WWE/Pro Wrestling) এ আসতে চায় না।
পানক কি তার ফ্যানদের কেউ ভুলে গেলো?? প্রো-রেসলিং এক সময় যে ছেলেটার নেশা ছিলো একমাত্র উদ্দেশ্য ছিলো সেই ছেলেটায় আজ প্রো রেসলিং এ আসতে চাই না। তাহলে বুঝা যায় কি পরিমান আঘাত পানক সহ্য করেছে ভিন্স আর WWE এর কাছ থেকে।
আমরা CM Punk আর WWE এর তিক্ত সম্পর্ক নিয়ে অনেক কিছুই জানি, কিন্তু আমরা এও জানি যে, যে চলে যায়, সে ফিরে আসেই। যেমন Hulk Hogan (WCW থেকে আবার WWE), Kurt Angle, Mauro Ronallo, Chris Hero/Ohno.
সম্প্রতি, Mauro Ronallo র আবার NXT Commentary টিমে ফিরে আসার পর ডেভ মেল্টজার এ মন্তব্য করেন, "That’s why, no matter what is said, WWE wants CM Punk back and even though CM Punk was adamant about never doing it, history tells you time heals a lot of wounds."
অর্থাৎ- "এইকারণে(রোনালোর ফিরে আসা) সে যাই বলুক না কেন, WWE সিএম পাংককে আবার আনতে চায় যদিও পাংক এবিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। কিন্তু ইতিহাস বলে যে, সময় অনেক আঘাত সাড়িয়ে দেয়"
সিএম পাংকের ইউএফসি ডেভিউ তেমন ভালো হয় নি, এটাও অনেকে এর কারণ বলছেন। কিন্তু এটা নিকট কোনো সময় হোক না হোক, হয়তো তাকে আবার Cult of Personality মিউজিকে WWE র্যাম্প এ হাটতে দেখা যাবে।
আমরা এখনো আশাই আছি, হয়ত একদিন পানক কে দেখব আবারো চার কোনা রিং এর মাঝে। 💜
CM Punk -কে নিয়ে কিছু পোস্ট-
• ক্রেডিট :-
- ** সব কিছু মিস করলে ও রেসলিং দেখা মিস করিনা **,
- ২৪ ঘন্টা রেসলিং আড্ডা -Wrestling Altyme ।
১) PWInsider এর মতে Nikki Bella এ বছরের SummerSlam এ রিটার্ন করতে পারেন। এর আগে গত বছরের SummerSlam এ সে রিটার্ন করেছিল তার neck injury থেকে।
Nikki'র রিং এ রিটার্ন SmackDown Women’s roster এর জন্য অনেক interesting হবে। যদিও সে প্রথম Women's Money In The Bank মিস করেছে, তারপরেও তার রিটা্রন women's division কে আরো অনেক boost করবে। এবং যেহেতু Carmella Ms. Money in the Bank, তাই একটা নতুন rivarly perfect হবে যদি Carmella SmackDown women's championship জিতে যায়।
২) ঘোষণা করা হয়েছে যে, SmackDown live এর show Talking Smack "Cancel" হয়েছে। এখন এটা প্রত্যেক SmackDown এর পরে শুরু হওয়ার বদলে শুধুই SmackDown এর ppv এর সময় হবে, WWE এমনটাই ঘোষণা করেছে। তারপর থেকেই Twitter এ "#SaveTalkingSmack" এখন ট্রেন্ডিং। Renne Young এই show cancel হওয়ার খবর ও Twitter এর মাধ্যমেই জানতে পারে। WWE তাকে আগে থাকতে এ বিষয়ে বলেনি।
শুধু Talking Smack ছাড়াও Renee Young এর "Unfiltered" নামের show ও cancel করা হয়েছে। যদিও একই দিনে দুটি show cancel হওয়ার কারণ এখনও জানা যায়নি।
৩) Dave Meltzer সম্প্রতি জানিয়েছে, WWE এখনো তাদের আগের প্লানে অটুট আছে যে তারা এবার SummerSlam-এ Brock Lesnar vs Roman Reigns ম্যাচ দিয়ে মেইন ইভেন্ট করবে। কারণ Vince মনে করে এতে তার লাভ হবে বেশি। মানে এই ম্যাচ মানেইইই বিশাল টাকা তার কাছে।
অন্যদিকে মেইন ইভেন্ট Triple Threat-ও হতে পারে Brock Vs Roman Vs Joe-র মধ্যে। কারণ Brock মনে করে Joe বর্তমানের WWE-র সেরা সম্পদ। আর সে কোম্পানির ফিউচার। তাই তাকে ভালভাবে বিল্ড করা উচিত। কিন্তু আমি মনে করে ম্যাচটি 4 Fatat Way হয়ে যাবে। কয মেভি আগামী সপ্তাহে Raw-তে Braun এসে Roman Vs Joe ম্যাচে ইন্টারফেয়ার করে। তাই পরে Kurt এটাকে ফোর ফেটেল ওয়ে করে দিবে।
৪) রেসলিং অবজারভার গুলার মতে WWE এখন আর থিম সং এ পাইরো(ফায়ারওয়ার্কস) ব্যবহার করবে না বিশেষ কোনো পিপিভি ছাড়া। শোনা যাচ্ছে যে মূলত এটার পিছনে যে বাড়তি অর্থ খরচ হয় তা এড়ানোর জন্যই এই সিদ্ধান্ত।
৫) Money In The Bank Ladder-এরপর থেকে শোনা যাচ্ছিল, এবারের Summerslam PPV-তে AJ Styles vs Shinsuke Nakamura-র মধ্যে একটা ম্যাচ হবে।
কিন্তু যাইহোক, সম্প্রতি Dave Meltzer তার Wrestling Observer Radio-তে যানিয়েছে Styles vs Nakamura এবছরে হবার সম্ভাবনা নেই বরং WWE চাচ্ছে এবারের SummerSlam PPV-তে আবারো গতবছরের মতো AJ Styles vs John Cena ম্যাচ সেট করতে। বর্তমানে রেস্লিং কমিউনিটির কাছে রিউমর-টি নিয়ে অনেক আলোচনা হচ্ছে।
৬) Wrestlezone এর তথ্যমতে, এবারের Summerslam এ Finn Balor Vs. Bray Wyatt এর মধ্যকার ম্যাচ এর প্ল্যানিং করতেছে WWE ক্রিয়েটিভ। কারণ, Finn এর সাথে Samson ও Bray এর সাথে Seth Rollins এর ফিউড প্রায় শেষ তাই আগামী তে Finn ও Bray এর মধ্যে ফিউড হওয়ার সম্ভাবনা আছে
৭) Sami Zayn এর উদ্যোগে তৈরি করা ফান্ডে এ পর্যন্ত ২৩,০০০ ডলার জমা হয়েছে। যার মধ্যে, Finn দিয়েছেন ১০০ ডলার, Seth দিয়েছেন ৫০০০ ডলার, Kevin দিয়েছেন ৫০০০ ডলার ও Bo Dallas দিয়েছেন ১০০০ ডলার :) উল্লেখ্য যে, এই ফান্ডে দানকৃত অর্থ দিয়ে সিরিয়ায় একটি ক্লিনিক স্থাপন এর উদ্যোগ নিয়েছেন Sami Zayn!! সিরিয়ায় যারা মেডিক্যাল ট্রিটমেন্ট পাচ্ছেনা তাদেরকে ট্রিটমেন্ট দেয়া হবে এই ক্লিনিকে..
৮) CagesideSeats -এর মতে, Wrestle Mania 34 এ WWE এর নতুন Plan অনুযায়ী, John Cena Universal Title এর জন্য Brock Lesnar অথবা Roman কে Challenge করবে।
৯) Pro Wrestling Sheet এর মতে, Shelton Benjamin এর WWE তে রির্টান নিয়ে চুক্তি প্রায় চুড়ান্ত।Shelton Benjamin রির্টান করে SmackDownLive এ যেতে পারে।
১০) Observer এর মতে Enzo Amore কে Backstage এ অনেক WWE star দের কাছ থেকে বাজে ব্যাবহার সহ্য করতে হচ্ছে। এর কারন কয়েক সপ্তাহ আগে ঘটে যাওয়া একটি ঘটনা যার ফলে Roman Reigns তাকে তাদের tour bus থেকে বের করে দেয়। Raw লকার রুমেও Enzo কে এরকম সম্যসার মুখোমুখি হতে হচ্ছে এমনকি তাকে তাদের dressing room ও ব্যাবহার করতে দেওয়া হচ্ছেনা।
১১) Alberto এর উপর নির্যাতন এর মামলা থাকায় তাকে সাময়িক ভাবে সাসপেন্ড করেছে Impact :D তবে, প্রেস কনফারেন্সে দেয়া সাক্ষাতকারে Jeff Jarret বলেছেন, Alberto এর টাইটেল ভ্যাকেট করা হবেনা এবং যতদিন পর্যন্ত তার মামলার নিষ্পত্তি হবেনা ততদিন তার সাসপেনশন চলবে!
১২) Cageside Seats এর তথ্যমতে, Raw এর আগামী লাইভ ইভেন্ট গুলো তে Finn Balor ও Dean Ambrose কে ট্যাগ টিম হিসেবে টিম-আপ করানো হয়েছে। ঐসব লাইভ ইভেন্টে তারা Sheamus ও Cesaro এর বিপক্ষে ম্যাচ খেলবে। এতে অনেকটাই ধারণা করা হচ্ছে যে, খুব শীগ্রই আমরা Dean ও Finn কে ট্যাগ টিম হিসেবে দেখতে পাব।এবং তাদের সাথে Cesaro-Sheamus এর ফিউড ও হতে পারে!!
১৩) যেহেতু, বর্তমানে Finn তেমন কোনো ফিউডের সাথে সংশ্লিষ্ট না আর Dean এর ও Miz এর সাথে IC টাইটেল ফিউড প্রায় শেষ তাহলে এবারের Summerslam এ কি আমরা Cesaro-Sheamus Vs. Dean-Finn এর মধ্যে একটি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে পাওয়া যেতে পারে।
১৪) দীর্ঘ বিরতির পর আজ NXT-তে রিটার্ন করেছে Johnny Gargano. NXT Takeover Orlando এ তাকে আক্রমণ করেছিল তারই পার্টনার Tommaso Ciampa. এর পর ইনজুরির জন্য তাকে দেখা যায়নি।
১৫) আজকে WWE এর সাবেক নেক্সাস মেম্বার & বর্তমান এর জনপ্রিয় জবার হিথ স্লেটারের ৩৪ তম জন্মদিন। ২০১০ সালে বাস্তবজীবনের হিথ মিলার ""হিথ স্লেটার"" রিংনেম এ WWE তে বিধংসী স্টেবল ""Nexus"" এর মেম্বার হয়ে ডেবু করে। এর আগে তিনি WWE এর ততকালীন ডেভেলপমেন্টাল টেরিটরি FCW এর হোমগ্রোন ট্যালেন্ট ছিলেন।
১৬) বর্তমানে Wrestling Rumors, Ring Side News সহ বেশকিছু ওয়েওবসাইট এটা বলছে যে WWE পানক কে আবারো আনার চেষ্টা করছে। এই নিয়া ডেভ মেল্টজার তার Observer এ বলেছে ''তারা(WWE) পানকের সাথে ডিল করতে চেষ্টা করছে, যদিও পানক রিফিউজ করছে, তার প্রো-রেসলিং এ যাওয়ার কোন ইচ্ছা নেই''। তবুও আমরা আশা রাখতে পারি পানক কে ভবিষ্যতে দেখতে পারব যদি সে মত পালটায়।
• ক্রেডিট :-
- ** সব কিছু মিস করলে ও রেসলিং দেখা মিস করিনা **,
- ২৪ ঘন্টা রেসলিং আড্ডা -Wrestling Altyme ।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)