রেসলিং কমিউনিটি তে অনেক রেসলিং ফ্যানরা "Talent" ও "Skill" শব্দদ্বয়কে একত্রে মিশিয়ে গুলিয়ে ফেলে। উভয় শব্দের ই যে দুটি ভিন্ন অর্থ আছে তা জানার জন্য না আছে ওদের পর্যাপ্ত জ্ঞান আর না আছে জানার আগ্রহ। কিন্তু বাস্তবে, এই দুটি শব্দের ই দুটি ভিন্ন অর্থ আছে। "Talent" শব্দটির আভিধানিক অর্থ হচ্ছে মেধা বা প্রতিভা, আর "Skill" শব্দের অর্থ হচ্ছে দক্ষতা বা নিপুণতা। আভিধানিক অর্থের মাধ্যমে ই উভয় শব্দের মধ্যকার পার্থক্য নিরুপণ করা যায়। "Talent" বা প্রতিভা হচ্ছে জন্মপ্রদত্ত, যা আমাদের সবার মধ্যেই আছে। আর "Skill" বা দক্ষতা হচ্ছে আমাদের চর্চার ফল, যে যত চর্চা করবে সেই তত দক্ষতা অর্জন করবে।

তো একটা উদাহরণ দেই, যেমন ধরুন কোনো ক্লাসের ফার্স্ট বয় আর লাস্ট বয়ের মধ্যকার দক্ষতার পার্থক্য কতটুকু? অবশ্যই, একজন দক্ষতার উচ্চ শিখরে আর অন্যজন দক্ষতার নিম্ন শিখরে। কিন্তু কেন? কারণ, দুজনের ই প্রতিভা থাকা স্বত্তেও ক্লাসের ফার্স্ট বয় যতটুকু চর্চা করেছে তার সিকিভাগ ও করেনি ক্লাসের লাস্ট বয়। তাই তাদের মধ্যকার দক্ষতার মূল পার্থক্য ই হচ্ছে চর্চায়, প্রতিভায় নয়। মূলত, যে নিজের প্রতিভা কে সবচেয়ে বেশি কাজে লাগিয়ে চর্চা করে সে ই হয় সবচেয়ে দক্ষ। হোক সে রেসলার আর হোক সে কোনো ছাত্র, এই জগতে সবার ক্ষেত্রেই উপরিউক্ত থিওরিটা প্রযোজ্য।

এবার আসা যাক মূল টপিকে, যেহেতু রেসলিং কমিউনিটি তে আছি সেহেতু রেসলিং বিষয় নিয়েই আলোচনা করা যাক। তো, অনেককেই বলতে দেখা যায় যে, Braun Strowman ট্যালেন্টেড নাহ, Roman Reigns ট্যালেন্টেড নাহ!!! অমুক ট্যালেন্টেড, তমুক ট্যালেন্টেড নাহ..ব্লা ব্লা ব্লা! কিন্তু কথা গুলি কি আদৌ যৌক্তিক? মানলাম Roman, Braun রা ট্যালেন্টেড নাহ, তো তারা যদি ট্যালেন্টেড ই না তাহলে তারা রেসলিং করতেছে কিভাবে? তাদের ট্যালেন্ট এর ভাণ্ডার যদি শূন্য ই থাকত, তাহলে তারা কখনোও রেসলার হতে পারত না। তার মানে, তাদের ট্যালেন্ট আছে অবশ্যই। হ্যা তাদের স্কিল এ কিছুটা ঘাটতি আছে, তবে এর মানে এটা নয় যে তারা ট্যালেন্টেড নাহ। তারা ট্যালেন্টেড, আর এজন্যই তারা তাদের ট্যালেন্ট কে কাজে লাগিয়ে স্কিল এর উন্নতি করতেছে। মূলত, একজন রেসলারের স্কিল নির্ভর করে তার ট্যালেন্ট এর উপর। প্রো-রেসলিংয়ে এমন অনেক রেসলার ই আছেন যাদের স্কিল তেমন ভালো নাহ, এবং এর পেছনে মূল কারণ হচ্ছে তারা তাদের ট্যালেন্ট কে ঠিকমত ব্যাবহার করতে পারেননি। আবার এমন অনেক রেসলার ও আছেন যারা অসাধারণ ট্যালেন্টের অধিকারী, AJ Styles ই হচ্ছেন একজন অসাধারণ ট্যালেন্ট বিশিষ্ট রেসলার।

বর্তমান যুগে ইন্টারনেট এর কল্যানে আমরা রেসলার দের দুটি ভাগে ভাগ করে ফেলেছি। একদল, যারা হাই-ফ্লায়িং রেসলার, তাদেরকে আমরা অতি মাত্রায় ট্যালেন্টেড বলে প্রায়সময় ই আখ্যায়িত করে থাকি। কারণ তারা হাই-ফ্লায়িং মুভ দিচ্ছে তাই তারা ট্যালেন্টেড, আর এই ধারণা টি আমাদের প্রায় অনেকেরই মগজে বদ্ধমূল। আবার আরেকদল যারা হাই-ফ্লায়িং মুভ দিতে পারেনা (বিশেষ করে, হেভিওয়েট রেসলার) তাদেরকে আমরা নন ট্যালেন্টেড হিসেবে গণ্য করছি!! কিন্তু বাস্তবে প্রতিটা রেসলারই ট্যালেন্টেড, মূল পার্থক্য হচ্ছে স্কিলে। কারোও স্কিল বেশি, আবার কারোও কম। ক্রুজারওয়েট হাই-ফ্লায়ার হলেই যে স্কিলফুল, ধারণা টি ভুল। সবার স্কিল ই নির্ভর করতেছে তার এক্সিকিউশন ও মুভ সেলিং এর উপর। হোক সে ক্রুজারওয়েট আর হোক সে হেভিওয়েট, সবার স্কিল বিবেচনার ক্ষেত্রে প্রামাণ্য হচ্ছে মুভ এক্সিকিউশন ও সেলিং। যার এক্সিকিউশন ও সেলিং যত ভালো সেই তত স্কিলফুল।

আশা করি, যাদের মনে Talent ও Skill নিয়ে ভ্রান্ত ধারণা আছে তারা এই পোস্টের মাধ্যমে বিষয় টা বুঝতে পারবেন এবং সঠিক ধারণা টি উপলব্ধি করবেন, ধন্যবাদ 🙂

• লেখক ঃ Aamir Hamza Salman

ট্যালেন্ট এবং স্কিল - ফারাক কী?


• শেন মিকম্যানের পরবর্তী ফিউড :


Shane Mcmahon মানেই এক্সাইটিং কিছু। তা হোক না স্টিল ক্যাজ এর উপর থেকে Elbow Drop বা Top Rope Shooting star press। তো তার WWE এর বড় চার পিপিভি( Wrestlemania, Summerslam,Survivor Series, Royal Rumble) এর মধ্যে যেকোনো একটিতে তার পারফর্ম করার কথা। আসন্ন Summerslam এ সে Aj Styles বনাম Kevin Owens ম্যাচ এর Guest referre হিসেবে নিয়োজিত হয়েছে। এর পিছনে কারণ হচ্ছে, Kevin Owens মনে করে যে তার সাথে অন্যায় করা হচ্ছে এবং তার ম্যাচ এই বিতর্কিত ফিনিশিং করা হচ্ছে। অনেকেই মনে করছে এই ম্যাচ টি Kevin owens বনাম Shane Mcmahon এর ফিউড এর সূচনা করবে। 

বেশ কিছুদিন ধরেই রুমর ছড়িয়েছে যে Shane Mcmahon আর Kevin Owens এর একটি ফিউড হবে কেননা প্রায় ই Kevin Owens আর Shane Mcmahon এর মধ্যে ব্যকস্টেজ এ কথা কাটাকাটি হচ্ছে। যদি তাদের এই ফিউড টি খুব দীর্ঘ হয় তাহলে হয়ত দর্শক দের খুব একটা পছন্দ হবে না তবে, Survivor Series বা Royal Rumble এর ম্যাচকার্ড এর একটি Singles ম্যাচ হিসেবে এটি কে বুক করা হলে মন্দ হবে না। Kevin Owens ক্যারিয়ার জুরেই এক্সট্রিম, ভায়োলেন্ট ম্যাচ খেলে এসেছে, আর Shane... এমন একজন যে ম্যাচ এ নিজের জীবন ও বাজি রাখতে পারে। ম্যাচ টি হয়ে একদিকে ভালো ই হবে। Kevin Owens তার ডেবিউ এর পর থেকে ম্যাক্সিমাম সময় ই টাইটেল ফিউড এ ছিলো, এই ফিউড তাকে টাইটেল থেকে কিছুদিন দূরে রাখতে সাহায্য করবে এবং Wwe এর মিড কার্ড এ আরও গভীরতা সৃষ্টি করবে।

WWE টুকরো খবর, ৩/০৮/২০১৭



• এই বছর আগস্ট মাসের ২৭ তারিখে Tupelo তে একটি লাইভ ইভেন্টের আয়োজন করা হবে যেখানে John Cena vs Samoa Joe ম্যাচটি বুক করা হয়েছে।

• আজকে WWE Live Event Detroit এ Universal চ্যাম্প Brock ফেস করেন Samao Joe কে । এবং সেই ম্যাচে Joe কে হারিয়ে Brock তার টাইটেল রিটেইন করে ।

• WWE অফিশিয়াল ভাবে এটা ঘোষণা করেছেন যে আগামী ৮ অক্টোবর SmackDown ব্যান্ডের হয়ে আয়জন করা হবে Hell In a Cell PPV টি ।

• এই বছরে "No Mercy" PPV টি আয়জন হবে ২৪ সেপ্টেম্বরে । এবং এই PPV টি এই বছরে RAW ব্যান্ডের জন্য আয়জন করার সম্ভবনা আছে ।

• Cena এবছরের সেপ্টেম্বরে RAW ব্যান্ডের "No Mercy" PPV তে এড হয়ে একটি ম্যাচ খেলতে পারে । News অনুযায়ী Cena কে এই PPV তে এড করা হয়েছে ।

• সামনের PPV "SammerSlam" এ WWE Championship টাইটেলের জন্য ট্রিপল থ্রেড ম্যাচ হওয়ার সম্ভবনা সবচেয়ে বেশি । জানা গেছে যে চ্যাম্প জিন্দার তার টাইটেল এবারের SammerSlam এ ডিফেন্ট করবেন Cena এবং Nakamura-এর বিপক্ষে ।


• আজ UFC থেকে আয়জন করা হয় UFC 214 । যেখানে UFC Light Heavyweight Champ Daniel Cormier কে হারিয়ে ২য় বারের মত UFC Light Heavyweight Champ হন Jon Jones ।
Cong, Jon Jones । :-)

• আজকে UFC 214 তে Jones UFC Light Heavyweigh টাইটেল জিতার পর তিনি UFC রিং এ ডাকেন WWE এর বর্তমান Universal চ্যাম্প Brock Lesnar কে । UFC তে হয়তো খুব তারাতাড়ি Brock এবং Jones এর মাঝে একটি ম্যাচ আয়জন করা হবে । তাছাড়াও, আজকের UFC 214 ব্যাকস্টেজে উপস্থিত ছিলেন The Rock ।

• UFC Fighter Cris Cyborg, UFC 214 তে তার নির্ধারিত ম্যাচ জিতার পর Triple H কে একটি massage দেন যে,তিনি আসন্ন SummerSlam এ Becky Lynch এর বিপহ্মে ম্যাচ খেলতে চান।

• আজকে UFC 214 নিজ ইভেন্টে জিতার পর Brock Lesnar কে Octagon এ fight এর Challenge জানান Jon Jones. পরে Brock Lesnar ও সেটার responds করেন, "Be careful what you wish for young man"


• UFC 214 এর ব্যাকস্টেজে Jon Jones এর সাথে The Rock কে দেখা গিয়েছে। UFC 214 এর ব্যাকস্টেজে তিনি উপস্থিত ছিলেন।

• GFW announces করেছে, Matt Sydal, Bobby Lashley কে ফেইস করবেন পরবর্তী ppv Destination X এ।যিনি এই ম্যাচ জিতবেন তিনি নিজের পছন্দানুযায়ী যে কোন একটা Title Shot পাবেন।

• লেখকঃ Niloy Ahmed, আরিয়ান রেহান

WWE লেটেস্ট নিউজ, ৩১/০৭/২০১৭


WWE তে অনেক রকমের টাইটেল রয়েছে। তো পুরুষদের এককে এবং ট্যাগ-টিম ডিভিশনের সকল টাইটেল যদি কোনো রেস্লার তার রানিং ক্যারিয়ারে জিতে ফেলতে পারে, তবে তাকে WWE এর ভাষায় “গ্র্যান্ডস্ল্যাম-চ্যাম্পিয়ন” বলা হবে। এটা তাদেরকে আলাদা সম্মান আর ব্যাক্তিগত শান্তি আর স্যাটিসফ্যাকশন এনে দেয়।

আমরা যদি বিগত সময়ের দিকে তাকাই তাহলে আমরা জানতে পারবো যে, বিগত সময়ে অনেক নামের টাইটেল আবিষ্কৃত হয়েছে আবার অনেক টাইটেল বিলুপ্ত হয়ে গেছে। (উদাহরন= ইউনিভার্সাল টাইটেল মডার্ন যুগে আবিষ্কৃত আর হার্ডকোর বা ইউরোপিয়ান টাইটেল গুলো মডার্ন যুগে বিলুপ্ত)

গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন কি? জেনে নিন।


পোস্ট এর শুরুতেই উল্লেখ করা যাক Hardcore Wrestling কী? 



Hardcore Wrestling, Professional Wrestling এর একটি ফর্ম যেখানে চিরাচরিত বিভিন্ন নিয়ম কে মান্য করা হয় না। Hardcore Wrestling এ কোনরূপ Disqualificatio n, Counts Out নেই। এখানে আপনি মারাত্মক সব অস্ত্র এবং মুভ এর ছড়াছড়ি দেখতে পারবেন। নিষিদ্ধতা তে পূর্ণ এই Hardcore Wrestling কে মূলত প্রাপ্ত বয়ষ্ক ছাড়া কেউ দেখে না। Hardcore Wrestling এ এমন কিছু মারাত্মক জিনিশ থাকে যা দেখে কারও চিত্ত নিমেষের মাঝেই ভয় দিয়ে পূর্ণ হয়ে যাবে। Ladders, Tables, Chairs,Thumbstacks, Barbed Wire, Light tubes, Shovels, Baseball Bats, Golf clubs, Hammers, Axes, Chains, Crowbars, Kendo Sticks, Wrenches ইত্যাদি মারাত্মক সব অস্ত্র এর রেগুলার ব্যাবহার দেখা যায় Hardcore Wrestling এ।


হার্ডকোর রেসলিং কি? বিস্তারিত জেনে নিন।