• Kenny Omega Bullet Club এর নতুন T shirt, show off করেছেন।👕👌✌ ছবি দেয়া আছে।

• Happy Birthday : আজ WWE Women's Champ "Alexa Bliss" এর ২৬তম জন্মদিন।🎂🎆🎉
• The Young Bucks এর Matt Jackson চেষ্টা করে যাচ্ছেন CM Punk কে Bullet Club এ জয়েন করানোর জন্য।

• আজ John Cena & Nikki Bella celebrate করেছেন তাদের ৫ বছরের সম্পর্কের।

• আজ SD live এর ব্যাকস্টেজে Kal Penn উপস্থিত ছিলেন। তিনি Jinder এবং Shing brothers দের সাথে ছবি তোলেন।

• টুইটারে Baron Corbin, John Cena কে উদ্দেশ্য করে একটি ম্যাসেজ পাঠান।নিচে পিক দেয়া আছে।

• Pw Insider এর ভাষ্যমতে, WWE এই September এ Raw এবং SmackDownLive ব্যান্ড এর সুপারস্টার shake up করতে পারে।

• এ সপ্তাহের Raw তে Bayley তার প্রমোতে ক্রাউডদের কাছ থেকে বু পেয়েছেন। এতে করে অফিসিয়ালরা upset প্রকাশ করেছেন।

• এবারের Survivor Series এ Team Kevin Owens Vs Team Shane McMahon ম্যাচ হতে পারে। 👏👌


• SD live এ Orton vs Jinder এর ম্যাচ announce করা হয়েছে (Non Title)

• The Young Bucks এর debut এর ১৩ বছর হতে চলেছে।

• আজ অসাধারণ একটি মেইন ইভেন্টে মুখোমুখি হয়েছিলেন Strowman আর Roman. সেখানে Joe এর সাহায্যে নিয়ে জিতে যান Strowman.জিতার পর Strowman, Roman কে উদ্দেশ্য করে টুইটারে কমেন্ট করেন

• Brock lesnar কে RAW এর পরবর্তী exclusive ppv "No Mercy" এর জন্য বুকড করা হয়েছে যেটা September এ অনুষ্ঠিত হবে।তার মানে তিনি এখনই WWE থেকে লিভ নিচ্ছেন না এবং আসন্ন Summerslam এ তার universal title রিটেইন করতে যাচ্ছেন।

• WWE, SummerSlam ব্যাকগ্রাউন্ড ডিজাইন চেঞ্জ করেছে।

• Pro Wrestling Sheet এর ভাষ্যমতে,The Revival এর Scott Dawson তার হাতের right bicep এর ইনজুরিতে ভুগছেন।তিনি সম্ভবত এ বছরের SummerSlam মিস করতে পারেন।

• Fightful Podcast এর ভাষ্যমতে, Ronda Rousey খুব শিঘ্রই pro wrestling এর জন্য ট্রেনিং শুরু করতে পারেন তাও আবার The Brian Kendrick এর অধীনে।

• সামনের RAW তে Sasha Banks & Nia Jax এর মধ্যে যিনি জিতবেন তিনি আসন্ন SummerSlam এ Alexa Bliss এর বিপহ্মে title ম্যাচ পাবেন।মনে হচ্ছে Sasha ই পাবে।


• WWE announce করেছে,সামনের week এ Raw-তে Roman Reigns আর Braun Strowman, Last Man Standing Match-এ পরস্পরের মুখোমুখি হবে।

• আজ WWE এর একটি লাইভ ইভেন্টে Kevin Owens & Sami Zayn reunite হয়ে Jinder Mahal & Singh Brothers কে দোচা দেন।

• Stone Cold স্টিভ অস্টিন তার "Texas Rattlesnake" শো তে তার একটি Dream match এর কথা বলেন।ম্যাচটি হলো হাল্ক হোগান বনাম স্টিভ অস্টিন।

• আসন্ন SummerSlam ppv তে এ Finn Balor তার "Demon King" ক্যারেক্টারে ফিরে যেতে পারেন।

• গতকাল ১৭ তম বিবাহবার্ষিকী ছিল Aj Styles এর।Happy 17 year wedding anniversary to AJ Styles!

• Sami Zayn তার নতুন গিয়ার (T-shirt)পেয়েছেন। WWE Montreal Show তে সেটির ড্যাবুও ঘটেছে। গিয়ারটির ছবি নিচে দেয়া আছে।

• Rey Mysterio, WWE তে আপাতত আসছেন না। তিনি Global Force Wrestling (Impact) এ যেতে পারেন।


• Bayley Injury update : WWE doctors রা Shoulder injury তে ভোগা Bayley কে এই সোমবার পযর্ন্ত অপেহ্মা করতে বলেছেন। কারণ এর মধ্য Swelling কমে যাবার কথা।তারপর সব বুঝা যাবে।যদি Bayley, SummerSlam মিস করেন করেন তবে Sasha Banks, আসন্ন SummerSlam এ RAW Women's Titel ম্যাচে Alexa Bliss© কে face করবেন।

• Recently, Impact Wrestling এর একটি হাউজ শো তে নিজের debut ঘটিয়েছেন Johnny Mundo. (জন মরিসন)

• Eva Marie, officially WWE কে goodbye জানিয়ে দিয়েছেন।

• Eva Marie চলে যাবার পর Rusev মাচকা টুইট করেছেন, "Heat to see legends retire!"

• Travel issue এর কারনে Seth Rollins আজকের Raw এর house show টি মিস করতে চলেছেন।সেটার জন্য তিনি টুইটারে দুঃখ প্রকাশ করেছেন।

• CFO & Lee England Jr আসন্ন SummerSlam এ Shinsuke Nakamura র এর জন্য নতুন এক entrance রেডি করেছেন।


• TripleH officially NXT তে Welcomes জানিয়েছেন Former ROH Champion KyleOReilly কে।

• EC3 আজ Impact Tapping এ EC3 GFW (Impact) Grand Championship জিতেছেন।

• Barclays এ আজ SummerSlam এর Billboard উম্মুক্ত হয়েছে।নিচে ছবি দেয়া হয়েছে।

• Congratulations Ospreay!!! তিনি আজ PWA championship জিতেছেন।

• জেমস বসের এর suspension আজ শেষ হয়েছে। 
• লেখকঃ আরিয়ান রেহান

WWE লেটেস্ট নিউজ : ১০/০৮/২০১৭


আসল নাম: Kevin Yanick Steen

জন্মদিন: May 7, 1984

জন্মস্থান: Quebec, Canada

স্ত্রী: Karina Elias (2007)

উচ্চতা: 6 ft (1.83 m)

ওজন: 266 lb (121 kg)

ট্রেনারস: Carl, Jacques, Serge, Terry

বেতন: $950,000 (2017)

অভিষেক: May 7, 2000

কেভিন ইয়ানিক স্টিন হলেন একজন কানাডীয় প্রো রেসলার। যিনি বর্তমানে WWE এর সাথে সংযুক্ত রয়েছেন, এবং এখানে তিনি WWE স্ম্যাকডাউন ব্র্যান্ডে কেভিন ওয়েন্স নামে রেসলিং করেন।

ওয়েন্স ২০০০ সালে মাত্র ১৬ বছর বয়সে প্রো রেসলিং-এ অভিষেক করেন, তিনি তার জন্মদিনে প্রথম প্রো রেসলিং খেলা খেলেন। ২০১৪ সালের শেষার্ধে WWE এর সাথে সংযুক্ত হবার আগে, ২০০৭ সাল হতে তার আসল নাম কেভিন স্টিন নামে তিনি রিং অফ অনারে (ROH) রেসলিং করেছেন। সেখানে তিনি ROH ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং ROH ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেছেন।


KEVIN OWENS : কেভিন ওয়েন্স

রেসলিং ফ্যানাটিক দের ব্যবহৃত একটি জনপ্রিয় শব্দ "Era", যা কখনো কখনো নতুন রেসলিং ফ্যান দের কিছুটা কনফিউশন এ ফেলে দেয়। সেটা দূর করার উদ্দেশ্যে আজ আমার এই প্রয়াস। 

১৯৯৬-২০১৫ প্রায় ২ দশক ব্যাপী WWE রেসলিং এর যে জয়যাত্রা চলছে, সেটাকে বিভিন্ন ম্যাগাজিন, ওয়েবসাইট, জার্নালিস্টদের মতবাদ অনুযায়ী ৪ টি Eraয় বিভক্ত করা যায়। 


♦ 1. Attitude Era : 

এই Era এর আবির্ভাব নাটকীয়। WCW ছিল ততকালীন WWF এর চরম প্রতিদ্বন্দ্বী কোম্পানী। ১৯৯৫-৯৬ এর দিকে টিভি রেটিং এ তারা WWF(WWE) কে মার দিতে থাকে, ঠিক তখনি ভিন্স এর WWE কে টিন/এডাল্ট বেজড করে উপস্থাপন করে। তবে Stone Cold আর The Rock থাকায় 2000-01 এ চরম জনপ্রিয়তা পায় WWF এই এরার স্বর্ণযুগ ১৯৯৯-২০০২। ক্লাসিক রেসলিং রাইভালরি এর পাশাপাশি এই এরার কিছু জিনিস যা অন্য কোন এরা তে চিন্তা করাই সম্ভব ছিল না, সেগুলো এর মধ্যে ছিল - 

১. লিটা এর নগ্ন শরীর প্রদর্শন (পেছন সাইড) 

২. ট্রিপল এইচ- স্টেফানি- কার্ট এংগেল এর ত্রিভুজ প্রেম 

৩. নাম না জানা ২ জন ডিভার ৩০ সেকেন্ডের লেসবিয়ান কিস 

৪. ম্যানকাইন্ড অরফে মিক ফলির Hell in a Cell এর উপর থেকে পড়া। 

৫. পুরুষালী শরীরের অধিকারী চায়না এর Intercontinental Championship জয় 


♦ 2. Ruthless Aggression Era : 

মূলত Monday Night Wars এ জয়ী হবার জন্যই অঘোষিত এটিচ্যুড এরা শুরু হয়েছিল WWE তে, যে এরার মূল উপজীব্য ছিল সেক্স আর হার্ডকোর রেসলিং। ২০০১ এ WCW কে ভিন্স কিনে ফেলেন, ফলে তাদের একচেটিয়া বাজার প্রতিষ্ঠিত হয়ে যায়। এর পর তারা সেক্স আর হার্ডকোর কন্টেন্ট কমাতে শুরু করে, ফলে অন স্টেজ রেসলিং টা ব্যাপক উন্নতি লাভ করে। এটিচ্যুড এরার ভেতরেই তাই Ruthless aggression Era যাত্রা শুরু করে বলা যায়। তবে ২০০২ এ Stone Cold Steve Austin এবং ২০০৩ এ The Rock রেসলিং এ অনিয়মিত হয়ে গেলে Attidude Era এর চুড়ান্ত বিলুপ্তি ঘটে, WWE চলতে শুরু করে রুথলেস এগ্রেশন থিম এ। 

রুথলেস এগ্রেশন এরার লক্ষনীয় বৈশিষ্ট্য, এ সময়ে শারীরিক ভাবে শক্তিশালী (Brock Lesnar, Goldberg) অথবা টেকনিক্যালি স্কিল্ড রেসলার (Kurt Angle, Chris Benoit, Eddie Gurrero) দের কে নায্য পুশ দেওয়া হয়, ফলে এরা সবাই WWE/ Wrold Heavyweight Champion হওয়ার গৌরব অর্জন করে। ২০০৫ সালকে ধরা হয় এই এরার ২য় Phase কারণ Wrestlemania 21 (2005) এ একই দিনে দুই মহাতারকার (John Cena, Batista) উত্থান ঘটে, যারা ছিল পরবর্তী ৪-৫ বছরের রেসলিং এর মূল দুই আকর্ষন। 

Ruthless Aggression Era এর চিরস্মরণীয় কিছু রাইভালরি -

১. Kurt Angle vs Brock Lesnar (2003) 

২. Triple H vs Batista (2005) 

৩. DX vs The McMohans (2006) 

৪. The Undertaker vs Batista (2007) 

৫. Shawn Michaels vs Ric Flair (2008) 

মূলত রুথলেস এগ্রেশন এরা চলতে চলতেই আরেকটি নতুন এরা যাত্রা শুরু করে, যেটি হল " বিখ্যাত " PG ERA । 


♦ 3. PG Era : 

শুরুতেই আমি বলে নিতে চাই PG শব্দের মানে কি?

PG এর পূর্ণরূপ হচ্ছে Parental Guidance (প্যারেন্টাল গাইডেন্স)। এর অর্থ TV তে প্রচারিত অনুষ্ঠান টি একজন প্রাপ্তবয়স্ক অভিভাবকের উপস্থিতিতে যে কোন বয়সী শিশুর জন্য, দেখার অনুমতি রয়েছে।

এটিচ্যুড এরা এবং Ruthless Aggression Era তে WWE এর রেটিং ছিল TV -14 অর্থাৎ ১৪ বছরের নিচে এটা দেখা ছিল নিষিদ্ধ। কিন্তু এক বিশাল দর্শকই ১৪ এর নিচেই WWE দেখে থাকে। তাই সব বয়সী মানুষের দেখার বৈধতা দেওয়ার জন্য, এবং ভিন্সের স্ত্রী লিন্ডা ম্যাকম্যান এর নির্বাচনী স্বার্থে ২০১০ সালে অফিশিয়ালি PG রেটিং চালু করা হয়। আবার তার আগেই এডি গেরেরো আর ক্রিস বেনোয়া দুই জন রেসলারের মৃত্যুর কারণে WWE অনেক রিস্কি সব কাজ এবং মুভস বন্ধ করে দেয়। তাই বলা যায় ২০০৮ থেকেই পিজি এরা শুরু। সার্বজনীন গ্রহনযোগ্যতা পাওয়ায় WWE জনকল্যাণ মূলক কাজে অংশ নেওয়া শুরু করে, যেমন Make a Wish ফাউন্ডেশন এ হাজির হয়ে প্রতিবন্ধী শিশুদের সাথে দেখা করা।

অনেকে PG Era কে তুচ্ছ তাচ্ছিল্য করলেও কিছু কালজয়ী ম্যাচ এই PG Era তেই আমরা দেখতে পাই। যার মধ্যে ছিল -

১. Shawn Michaels vs Undertaker- Wrestlemania 25 ( Match of the Century by WWE ডট COM)
২. Brock Lesnar vs John Cena ( Exteme Rules 2012)
৩. Jeff HarDy vs Edge (Ladder Match for World Heavyweight Championship - eXtreme Rules 2009)
৪. CM Punk vs John Cena (WWE Championship -Money in The bank 2011)
৫. Royal Rumble Match 2009


♦ 4. Reality Era :

Reality show শব্দটা টিভিতে সে সব অনুষ্ঠান কে বোঝানো হয় , যেখানে দেখানো হয় যে "Script" বলে কিছু নেই , এবং দর্শকরা অনুষ্ঠানে প্রভাব বিস্তার করেন । উদাহরণস্বরূপ , Indian Idol বা Big Boss এর নাম বলা যায় । "Public এর ভোট এ বিজয়ী নির্ধারিত" এরকম বলা থাকলেও প্রকৃতপক্ষে নির্মাতারাই সবকিছু করে ।

৫-৬ বছর ধরে Internet Wrestling Community অর্থাত্‍ অনলাইনে রেসলিং বিষয়ক আলোচনার এক জয়যাত্রা চলছিল । কিন্তু WWE সমানুপাতিক হারে লাভবান হচ্ছিল না । ভারতীয় উপমহাদেশের ১৫০ কোটি মানুষের এক বিশাল দর্শক রেসলিং দেখতো , ৫-২৫ বছর বয়সী অনেকের মূল টিভি অনুষ্ঠানই ছিল রেসলিং ।

কিন্তু ফেসবুক , Internet , 3G ইত্যাদি বিকল্প বিনোদনের সুযোগ এসে পড়ায় কিছু হলেও WWE তার আবেদন হারিয়েছে । রেসলিংকে কেবল একটি ২ ঘন্টার শো নয় বরং সার্বক্ষনিক চিন্তা চেতনার বিষয়ে কীভাবে রূপান্তর করা যায় , সেটা প্রয়োগেই রিয়েলিটি এরার যাত্রা শুরু করে । Vince McMohan এর বিরোধী থাকলেও যুগের দাবি অনুযায়ী এটা করতে বাধ্য হন ।

Facebook এ ২০০৯ তেও WWE এর পেজ থাকলেও রিয়েলিটি এরার যাত্রা শুরু ২০১১ তে ধরা যায় । এ সময়ে রেসলারদের নামের নিচে টুইটার লিংক দেওয়া শুরু হয় । তবে ২০১৩-১৪ এ তার নাটকীয় পরিবর্তন ঘটে । আগে WWE.COM ওয়েবসাইটে Results, Photos, Videos, Poll এই অল্প কিছু জিনিস থাকলেও এখন Analysis, Editorials, Comments, ইত্যাদি যোগ হয়েছে যা আগে অন্য সাইটগুলোতেই কেবল পাওয়া যেত।

Reality Eraর অপকারিতা : Internet আর Social Media এর আগ্রাসনের কারণে স্পয়লারে ভরে যাচ্ছে রেসলিং । এছাড়াও এতদিন ম্যাচ দেখার আগেই রেজাল্ট জেনে বসে থাকতাম আমরা । তাছাড়া রেসলারদের পারসনাল লাইফের স্বাধীনতাও ক্ষুন্ন হয়েছে। 

উপকারিতা : Facebook, Website ইত্যাদিতে মানুষের লেখা . মতামত প্রভৃতিকে WWE Officials রা বিবেচনা করছে । মানুষের দাবীর কারণে তাদের Good Book এ নেই এমন রেসলার পুশ পায় । Dolph Ziggler তার বাস্তব প্রমাণ । Wrestlemania 30 এর Main Event ও Internet এর কারণেই চেন্জ হয় , আর ৫'৭" উচ্চতার Submission Specialist Daniel Bryan চ্যাম্পিয়ন হয় । আপকামিং Royal Rumble এও Roman Reigns Winner হবেনা যদি সে পজিটিভ সাপোর্ট কম পায় ।

WWE চার বিখ্যাত Era র শেষ টানলাম আজ । কেমন লাগলো বিভিন্ন বিখ্যাত এরা নিয়ে আমার বিশ্লেষণ কমেন্টে জানাবেন । Happy Watching 😇 !
• লেখক ঃ Tahmeed Shahriar Sadman

WWE's ERA (এরা) : সংক্ষেপে জেনে নিন।


Brock Lesnar, সকল রেসলার দের জন্য এক আতংকের নাম। রিঙ এর ভিতরে বরাবর ই সে প্রমাণ করেছে কেন তাকে "The Beast" বলা হয়। তার Ring Agility, Strength, Stamina তাকে বানিয়েছে ইতিহাসের অন্যতম সেরা এথলেটিক একজন এথলেট। রিঙ এ তার মতো ত্রাস সৃষ্টি করা রেসলার এখন পর্যন্ত আর একজন ও পাওয়া যায় নি।

যাক অনেক ভূমিকা দিয়ে ফেলেছি এবার মেইন টপিক বা হেডলাইন এর লাইন টিকে নিয়ে কিছু কথা বলি। ইদানীংকালে এমন অনেক কেই দেখা যাচ্ছে যারা Brock হ্যাটার বা যারা Brock কে ঘৃণা করে। একজন রেসলার কে যেহেতু আপনার পছন্দ বা অপছন্দ উভয় ই হতে পারে তাই মানলাম তারা তাকে ঘৃণা করছে। কিন্তু যদি কারণ জিজ্ঞেস করা হয় কেন তারা তাকে অপছন্দ করে, তাদের উত্তর অনেক টাই এরকম হয় : " তার মাইক স্কিল জঘন্য, Paul Heyman ছাড়া Brock কিছুই না, Paul Heyman না থাকলে Brock আজকের অবস্থানে আসতো না "। আজ Brock এর তাই মাইক স্কিল কেই বেছে নিলাম কিছু লিখার জন্য।

Brock একজন বিশালদেহী তবে তার শরীরের সাথে তার গলার কন্ঠ টা যেন মিলে যায় না। যেই যায়গায় তার কন্ঠ থাকার কথা ভীতি ধরানো, কর্কশ সেখানে তার কন্ঠ অনেকটাই মেয়েলি। এর কারণ অবশ্য আছে, তার Vocal Cord বা স্বররজ্জু তে সমস্যা রয়েছে। আমাদের সকলের অন্তত এইটুকুর জ্ঞান রয়েছে যে, আমাদের কথা বলাতে ভোকাল কর্ড এর গুরুত্ব সর্বাধিক। আর Brock এর ক্ষেত্রে তাকে এই একটা জিনিশ ই সমস্যায় ফেলে দিয়েছে এবং তা হচ্ছে তার ভোকাল কর্ড এর সমস্যা। এই জন্যেই তাকে মাইক্রোফোন এ খুব একটা কথা বলতে দেখা যায় না।

ভোকাল কর্ড এ সমস্যা থাকা সত্ত্বেও যে Brock Lesnar মাঝেমাঝে মাইক এ কথা বলেছে এটা নিশ্চয় ই প্রশংসাযোগ্য। কিন্তু খুব কম মানুষ এ আসল বিষয় টা জানে। বাকিরা সবাই তাই Brock এর মাইক স্কিল নিয়ে তার রেসলিং ক্যারিয়ার এর দিকে আঙুল তোলে যা বোকামির সামিল।

অনেকেই মনে করে যে, Paul Heyman ছাড়া Brock Lesnar কিছুই নয়। কথাটির কোনো গ্রহণযোগ্যতা আছে বলে আমি মনে করি না। যেনে অবাক হবেন যে , 2000 সালের দিকে Brock এতটাই জনপ্রিয় ক্রীড়াবিদ ছিলেন যে, অনেক গুলো রেসলিং প্রোমোশন টার সাথে ডিল করতে চেয়েছিলো। তখন তাকে মাসিক 250000$ দিয়ে চুক্তিবদ্ধ করায় Wwe । অর্থাৎ Brock এর Wwe তে আসার এবং এমন একটি ডমিনেটিং পারসোনালিটি তৈরি হওয়ার পিছনে Paul Heyman এর কোনো হাত ই নেই। হ্যা হয়ত, Paul Heyman না থাকলে আমরা Brock এর প্রতি ধীরে ধীরে বিদ্বেষী হয়ে উঠতাম কিন্তু তাও Brock তো আর হারিয়ে যেতো না। Brock ঠিক ই নিজের নাম কামাতো ; UFC ই তার প্রমাণ। যদি বলতেই হয় Paul Heyman, Brock lesnar এর একটি অংশমাত্র, কেবল একটি অংশ। আপনি মানুন আর নাই মানুন, নিজের কথা বলার দূর্বলতা কে নিজের রিঙ এ প্রদর্শন করার ক্ষমতা দিয়ে ঢেকে দেওয়া আর কোনো রেসলার পাবেন না Brock Lesnar এর মতো। বাজি ধরে বলতে পারি!

• লেখকঃ #cultOFpersonality #THE_SILENT_SNIPER

ব্রক লেসনারের মাইক স্কিলের ব্যাপারে কিছু কথা...।