সপ্তাহের পর সপ্তাহ The Miz নিজের ট্যালেন্ট সবার কাছে প্রমাণ করে আসছে যে সে বর্তমানে WWE রোস্টারের সেরা। সে কোম্পানিতে একের পর এক ভাল ফিউডের পাশাপাশি বেস্ট প্রমো দিয়ে যাচ্ছে! সে কখনো ইঞ্জুরিতে পড়েনি। ক্যাররিয়ারের বেশিরভাগ সময় মিড কার্ডেই তার অবস্থান। কিন্তু Miz তার থেকে বেশি পুশ পাওয়া টপ আর স্পটলাইটে থাকা গাই গুলার থেকে বেশি ক্যারিজমেটিক আর তারা মাইক্রোফোনে The Miz-এর সামনে আসতে পারবে নাহ।
The Miz-এর একটি অন্যতম গুণ হলো সে তার ফিউড গুলোকে একদম রিয়েল ভাবে গড়ে তুলাতে পারে নিজের মাইক স্কিলের মাধ্যমে। বলতে গেলে একটা সময় স্ক্রিপ্টেড স্টোরিলাইনও রিয়েল লাগতে থাকে। কারণ বাস্তবতা তার প্রতিনিধিত্ব করে।
মাঝে মাঝে CM Punk-এর সাথে The Miz-এর আমি অনেক মিল খুজে পাই প্রমো কাটিং-এ। Pipebomb-এ যেমন CM Punk কিছু অপ্রিয় সত্য সবার সামনে তুলে ধরেছিল। ঠিক তেমনি The Miz-কে আমার কাছে বর্তমান সময়ের Punk লাগে। The Miz-এর মাঝে সেই Ass Kicking Attitude পাওয়া যায়। ভাল মতো কাজে লাগাতে পারলে Miz হীল গিকিকের পাশাপাশি Anti-Hero গিমিক টাও যে খুব সন্দর ভাবে প্লে করতে পারবে আর আর বলার বাকি নেই!!!
The Miz সম্প্রতি সময়ে ২টটি এপিক প্রমো করেছে। প্রমো ২টার সবগুলো কথা সত্যি আর যুক্তিসম্মত। চলুন একটু মনে করিয়ে দেই।