প্রো-রেসলিংয়ের অন্যতম কর্ণধার হচ্ছে জাপানীজ প্রো-রেসলিং। আজকের পোস্টটিতে জাপানীজ প্রো-রেসলিং নিয়ে আলোচনা করাই আমার মূখ্য উদ্দেশ্য। সাথে থাকছে NJPW এর ব্যাপারে কয়েকটি অজানা তথ্য। তাহলে শুরু করা যাক -
সূর্যোদয়ের দেশ জাপান। জাতি হিসেবে তারা খুবই কর্মঠ, অধ্যবসায়ী এবং সীমাহীন ধৈর্যের অধিকারী। Wrestling, Mixed Martial Art এবং Karate তাদের ঐতিহ্য, এগুলো তাদের রক্তের সাথে একাকার। যদিও প্রো-রেসলিং এখনোও স্পোর্টস হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি, কিন্তু জাপানীরা প্রো-রেসলিংয়ের সাথে বিভিন্ন ধরণের Combat Sports যেমন: Muay Thai, Mixed Martial Art, Sambo, Boxing, Jiu-Jit su এর সংমিশ্রণ ঘটিয়ে প্রো-রেসলিংকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। মূলত, এই কারণেই জাপানীজ প্রো-রেসলিং, আমেরিকান প্রো-রেসলিং হতে নিজেদের আলাদা করে রেখেছে।
জাপানী ভাষায় প্রো-রেসলিংকে সংক্ষিপ্ত রূপে "Puroresu" বলা হয়। তবে জাপানীরা এই Puroresu শব্দের মাধ্যমে বিশ্বের সব প্রো-রেসলিং কোম্পানিকেই বোঝায় । এক্ষেত্রে Puroresu শব্দটির মাধ্যমে যেমন জাপানী প্রোমো গুলোকে বুঝানো হয় ঠিক তেমনি এর মাধ্যমে আমেরিকান প্রোমো গুলোকেও বুঝানো হয়।