WM33 এর পর থেকেই এই নিউজটা একরকম কনফার্ম হয়েছিল যে দ্যা লিজেন্ডারী আন্ডারটেকার রিটায়ার করেছেন। এমনকি বিষয়টা আরো স্পষ্টতর হতে থাকে বিভিন্ন্য রেসলার, কমেন্টেররদের মেনশন করা নিয়ে। তার অনেক ফ্যানরাও ''He's Done'' কথাটাতেই বেশী স্বাছন্দ্যবোধ করছিল। টেকারের মত একজন রেস্লারের ইন রিং পার্ফম কিংবা প্রমো এমনকি তার ঢং শব্দে করা এনট্রান্সও আমরা সবসময় দেখতে মুখিয়ে থাকি। তার রিটার্ন/ফিরে আসা সবসময় আমাদের অন্যরকম আনন্দ দেয়। অন্যদের ব্যাপারে জানি না তবে আমি লাইভ শো দেখা বন্ধ করেছি ১বছর হবে। শুধুমাত্র WM, SS, RR, SS এইসব লাইভ দেখি। সেই আমি ই যখন শুনি আমার প্রিয় রেসলারটি ব্যাক করতে যাচ্ছে সম্ভাব্য তারিখের সে র কিংবা স্মাকডাউন শুরুর আগেই আমি ঘুম হারাম করে উঠে টিভি সেটের সামনে আনন্দের সাথে তাকিয়ে থাকি। আমি শুধুমাত্র আমার হাইপটুকু আপনাদের বলেছি। যে মানুষটি রেসলিং এর 'র' এর মানে জানে না সেও টেকারের ম্যাচ/প্রমো/এন্ট্রান্সে চোখের পলক ফেলে না। টেকারের রিটার্ন সবসময় একটি হাইলি প্যাকেজ হিসেবে কাজ করে সবদিক থেকেই।

এবার মুল প্রসংগে আসা যাক,  রোমানের সাথে বিতর্কিত হারের পর সবাই ধারনা করেছে এবং অনেকটা শিউরও হয়ে নিয়েছে যে টেকার আর রিং একশনে ব্যাক করবেন না। আসন্ন ২০১৮ এর HOF এ হয়ত তিনি ইন্ডাক্ট হবেন। তবে বাজিং টা যখন আন্ডারটেকারকে নিয়ে সেখানে সবসময় একটা 'আশার' বাতি জ্বলে। যেমনটা ম্যানিয়ার ৩মাস পর আবারো জ্বলতে শুরু করেছে। টেকার ব্যাক করবেন One Last Match.. End Of The Last Era ম্যাচ খেলবেন। বিভিন্ন্য নামিদামী ওয়েবসাইট, ব্লগ, রেসলিং বিশরদরাও ব্যাপারটা নিয়ে আশা প্রকাশ করেছেন। তবে প্রশ্ন টা হলো,  যাকে নিয়ে এতটা হাইপ, বাজিং, রিউমর চলছে সেই মানুষটি কতটুকু ফিট আছেন? তিনি আদৌ কি আসবেন? তার শারীরিক অবস্থা কি বলছে? কেনই বা আসবেন? এইসব নিয়ে আমাদের বিন্দুমাত্র চিন্তা নেই যেখানে প্রথমেই আমাদের এইসব নিয়ে ভাবা উচিৎ।

পারসোনালি বলতে গেলে আমার মনটা ভীষণ খারাপ টেকারের রিটার্ন ইস্যু নিয়ে। কেননা আমি চিন্তা করছি তার অভারকাম নিয়ে,  মাস দুয়েক আগে তিনি হিপ সার্জারী করেছেন (যতটুকু জানি),  এছাড়াও ম্যানিয়া হারের পর তার বিদায় নেওয়াটাও ছিল 'শেষ বিদায়' টাইপের। প্রায় ওয়েবসাইট বলছে টেকার এসে রোমানের সাথে রিম্যাচ খেলবে নয়ত জন সিনার সাথে ফিউড করবে। আবার এটাও বলছে নো মার্সির পর সিনা বেশ কয়েকমাস WWE তে থাকবেন না। তাইলে ইন্ডাইরেক্টলি টেকারের সাথে ফিউড হচ্ছে রোমানের সাথে (যদি রিটার্ন করে) শিট ম্যান, আমি চাইনা রোমান টেকার আবারো হোক। তাও টেকারের শেষ ম্যাচ? নাহ,  একদম ই ব্যাপারটা খাপ-খাওয়াচ্ছে না। টেকারের লাস্ট ম্যাচটি অবশ্যই ইউনিভার্সের মনমত হওয়া দরকার। আর আধুরা ম্যাচ রয়ে গেছে Sting & Cena এর সাথে। স্টিং এর আশাটা করা না গেলেও সিনার আশাটা করা যায়। আর সেই হিসেবে নো মার্সির পর HIAC এবং এরপর Survivor Series. যেখানে আজ থেকে ২৭ বছর আগে টেকার ডেভিউ করেছিল। 

সুতারাং সবকিছুই পজিটিভ আছে, কিন্তু টেকার কতটুকু পজিটিভিটিতে আছে সেটা মুল বিষয়। রিসেন্টলি মিশেল মিককুল টেকারের সাথে একটি ছবি ইন্সটাগ্রামে পোষ্ট করেছে,  সেখানে টেকার কে কিছুটা ওল্ড টাইপের ই লেগেছে। যদিও রিং রিটার্নের আগে তিনি চুল/দাড়ি কলপ করেন। সুতারাং সবকিছু ঠিকঠাক থাকলে একটি ম্যাচের জন্য রিটার্ন করা যায় তবে সেটা অনেকটাই খারাপ দেখায়। তবুও টেকারের একজন ফ্যান হিসেবে সবার ই চাওয়া থাকতে পারে,  কেননা ম্যানিয়া ম্যাচটি সবার মনঃপুত হয়নি। আর ২০১৩ এর পর টেকার ভালো ম্যাচ উপহার দিতে পারেননি,  অতিরিক্ত হেলথ ইস্যুর কারনে। সুতারাং সিনার সাথে ম্যাচ হলেও সেটার পুর্নতা আসবে না। কি কারনে সেটা বলেই দিয়েছি। আর আমি পারসোনালি চাই না টেকার ব্যাক করুক।
• লেখক ঃ Mohammad Shagor Islam

টেকারের রিটার্ন সংক্রান্ত আপডেট।


WWE এর Current Top Guy Roman Reigns!তিনি এই New Era কে অনেকদূর এগিয়ে নিয়ে যাবেন। তাই তিনি অন্যসব Wrestler দের থেকে একটু বেশিই Push পেতেন। তবে অবাক করা বিষয় হলো Roman Reigns ২০০ দিনেরও বেশিসময় ধরে Title বিহীন রয়েছেন!এটার কারণ ঠিক কি তা আমিও জানি না। তবে আমার মনে হচ্ছে যে এইসবের মূলে রয়েছে Kurt Angle!অনেকেরই এখন প্রশ্ন জাগতে পারে আমি এমনটা কেনো বলছি। Okay... ব্যাপারটা Clear করছি!

Kurt Angle যখন Monday Night Raw এর নতুন General Manager হলো তখন একবার এক Interview তে তাকে Roman Reigns এর Push সমন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে -Roman কে খুব তাড়াতাড়ি Push দেওয়া হচ্ছে। তাকে ধীরে ধীরে Push দেওয়া উচিৎ ছিল ইত্যাদি । এছাড়াও তিনি Roman Reigns কে Poor Kid বলেও আখ্যায়িত করেন। 

• তার ভাষায় -“Yeah that poor kid, he got the short end of the stick. When it comes down to it, it’s really not his fault. I’m not discrediting the WWE, I think they’ve done a fabulous job of pushing this kid. But I think the fans like to see the 'going through the ringer'. US Title, Intercontinental Title, King Of The Ring, then the WWE Title. I think Roman kind of stepped up there right away and became the main eventer, main evented Wrestlemania literally a year after The Shield broke up. I think it was partly that, but you can’t deny his talent. The kid's great in the ring!”

এখন সবার কাছে Maybe বিষয়টি Clear হয়ে গিয়েছে। তিনি Roman Reigns এর খুব জলদি Push পাওয়ায় Negative Reaction দিয়েছেন। তাই হয়তোবা Kurt Angle এর জন্যই Roman Reigns আগের থেকে কম Push পাচ্ছে। কারণ তিনি বর্তমানে Raw এর General Manager। Stephenie McMahon এর অনুপস্থিতে তিনি পুরো RAW Control করেছেন। Kurt Angle চাচ্ছেন যে Roman Reigns কে কিছুদিন Title Reign থেকে এবং PPV এর ম্যাচে জিতে যাওয়ার থেকেও দূরে রেখে Boo টা কমানো (Maybe)!যদি এমনটা হয়ে থাকে তাহলে বলতেই হবে Kurt Angle Business এ অনেক সফল!

এই ব্যাপারে কোনো News বেড়িয়েছে কিনা জানিনা। সম্পূর্ণ আমার মতামতটি প্রকাশ করলাম। আজকের জন্য 'Good Bye'!
• লেখক ঃ ‎Tasfik Hasan

Roman Reigns আগের থেকে কম পুশ পাচ্ছেন কেন ?


★ ১৯৭৪ সালের আজকের এই দিনে আমেরিকার একটি শহরে জন্ম গহণ করেন Matt Hardy, আজ উনার ৪৩ তম জন্মদিন। 

Many Many Happy Returns Of The Day Matt Hardy

চলুন উনার জন্মদিন উপলক্ষে উনার জীবনের কিছু অংশ গুলো একটু চোখ বুলিয়ে নেই-

• বিশ্বের সকল রেসলিং ভক্ত উনাকে উনার রিং নেম 'Matt Hardy' নামেই চিনেন। উনার রিয়েল নেম হচ্ছে 'Matthew Moore Hardy'। 

• উনি উনার রেসলিং ক্যারিয়ারের শুরুটা করেন ১৯৯২ সালে নিজের ছোট ভাই 'Jeff Hardy' কে সাথে নিয়ে। তারপর কিছু দিন ইন্ডি প্রমোশনে, কিছুদিন WCW তে এবং অবশেষে ১৯৯৪ সাল উনি উনার ভাই Jeff কে সাথে নিয়ে WWE এর সাথে চুক্তিবদ্ধ হন। এরপর TNA, ROH সহ আরো প্রমোশনে তিনি রেসলিং করে গেছেন। 

• উনি নিজের রেসলিং ক্যারেয়ারে একজন সফল ট্যাগ পার্টনার এবং ব্যাক্তিগত সিঙ্গেল ভাবেও একজন সফল রেসলার। উনি উনার সম্পূর্ণ ক্যারিয়ার মোট ৪৪ বার টাইটেল জিতেছেন, এর মধ্যে সকল রেসলিং প্রোমোশনে মোট ১২ বার ট্যাগ টাইটেল জিতেছেন। 
এছাড়াও তিনি হচ্ছেন Former ECW & TNA ওয়াল্ড চাম্পিয়ন। 

• উনি উনার ক্যারিয়ারে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন WWE & TNA থাকা অবস্থায়। WWE এর Attitude Era তে উনাদের ২ ভাইয়ের তৈরি 'The Hardy BoyZ' ছিল ট্যাগ ডিভিশনের প্রধান প্রাণ। ঐ সময় উনারা WWE এর ট্যাগ ডিভিশন মাতিয়ে রেখে বিশ্বের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন। তারপর TNA তে থাকা অবস্থায় সিঙ্গেল ভাবে উনার 'Broken' গিমিক খুবই জনপ্রিয়তা অর্জন করেন। এরই সাথে Matt জিতেন "বর্ষ সেরা গিমিক ২০০২, ২০১৬"। 

• Matt তার ক্যারিয়ারে অনেক অসংখ্য সুন্দর ফিউড এবং সুন্দর ম্যাচ আমাদের উপহার দিয়েছেন। 
Wrestlemania ১৭,১৮ তে খেলেছেন বর্ষ সেরা ম্যাচ। 
এবং ২০০৫ সালে EDGE এর বিপক্ষে উপহার দিয়েছেন বর্ষ সেরা ফিউড। 

• ১৯৯৯ এর দিকে Matt এবং উনার ভাই Jeff মিলে নিজেস্ব একটি রেসলিং প্রমোশন ক্রিয়েট করেন। প্রমোশনটির নাম হচ্ছে OMEGA Wrestling। 
• লেখকঃ Niloy Ahmed

শুভ জন্মদিন : Matt Hardy


প্রো রেসলিংয়ের সাথে সামোয়ানদের অনেক পুরানো সম্পর্ক আছে। সামোয়ান বংশের মধ্যে থেকে আগেও অনেক জনপ্রিয় ও সফল রেসলাররা এসেছে, এবং বর্তমানেও অনেক সামোয়ানরা সারা বিশ্বের বিভিন্ন রেসলিং প্রমোশনে রাজত্ব করছে। আগের এবং বর্তমানের কিছু জনপ্রিয় রেসলারদের নাম হচ্ছে: The Rock, Rikishi, Yokozuna, Umaga, The Usos, Samoa Joe, Roman Reigns 

প্রো রেসলিং, রাগবি, ফুটবল এ ধরনের স্পোর্টসের জন্য সামোয়ানদের জিন একদম পার্ফেক্ট। তারা বংশগতভাবেই অনেক শক্তিশালী এবং দীর্ঘদেহী হয়। এবং সামোয়ান বংশ থেকে যেমন অনেক সফল রেসলাররা এসেছে, তেমনি অনেক সফল রাগবি এবং ফুটবল খেলোয়াররাও এসেছে। কিন্তু সবকিছুরই একটা ভালো এবং খারাপ দিক থাকে, যেটা সামোয়ানদের ক্ষেত্রেও প্রযোজ্য। শক্তি বেশি হবার পাশাপাশি তাদের বংশে একপ্রকার অভিশাপও আছে, যেটা হচ্ছে অতিরিক্ত মোটাত্ব।

এক গবেষণায় প্রায় ৫০০০ সামোয়ানদের উপর গবেষণা করে গবেষকরা তাদের দেহে একটা বিশেষ জিন খুজে পায়, যেটা তাদের দেহে অতিরিক্ত মোটাত্বের জন্য দায়ী। তারা এটাও জানতে পারে যে, এই বিশেষ জিনটির ফলে তাদের ওজন বৃদ্ধির হার অন্যদের থেকে প্রায় দেড় গুণ বেশি হয়! অর্থাৎ একজন ৩০ বর বয়সী, ৬ ফুট উচ্চতার ১২০ কেজি ওজনের সাধারণ মানুষ যে পরিমাণ খাবার গ্রহন করলে তার ওজন কয়েক মাসের মধ্যে ১০ কেজি বৃদ্ধি পাবে, একই বয়সের, একই উচ্চতার এবং একই ওজনের একজন সামোয়ান সেই পরিমাণ খাবার গ্রহন করলে ঐ একই সময়ের মধ্যে তার ওজন ১৫ কেজি বৃদ্ধি পাবে!

আর এ বাড়তি ওজনবৃদ্ধির হার নিয়ে নিজের শরীরের আকৃতি ঠিক রাখা সামোয়ানদের জন্য অনেক চ্যালেন্জিং একটা কাজ, ফলে সামোয়ানদের মধ্যে থেকে আমরা অনেক ভাল ভাল অ্যাথলেট পেলেও খুব বেশি বডিবিল্ডার পাইনি। আমার জানা মতে একমাত্র The Rock এর বডি শেপই খুব ভাল। তাও সে যেই মারাত্বক ডায়েটিং প্ল্যান অনুসরণ করে, তা সবাই অনুসরণ করতে পারবে না।

Rikishi, Umaga, Yokozuna, Samoa Joe, Sika এরা সবাই স্বাভাবিকের তুলনায় অনেক বেশি মোটা। The Usos, Haku, Roman Reigns ও খুব বেশি ভালো বডি শেপের অধিকারী না। তাদের দেহ স্লিম, কিন্তু খুব সুগঠিত না। এখন আমি এটা বলবনা যে এ কারণেই Roman, Shield এ থাকাকালীন বুলেটপ্রুফ ভেস্টের মত দেখতে যে জিনিসটা পরতে, সেটা এখনও পরে, কারণ সেটা মূল কারণ না। তবে এটা ঠিক যে Roman এর বডি শেপ John Cena, Hulk Hogan, The Rock এর মত অতটা সুগঠিতও না।

তবে বডি শেপ ভাল না হওয়াটাই যদি একমাত্র সমস্যা হত, তাহলেও ভালই ছিল। কিন্তু এর ফলে তাদের স্বাস্থ্যের খুব ক্ষতি হচ্ছে এবং মৃত্যুঝুঁকি বেড়ে গিয়েছে। জিনগত সমস্যার কারণে তাদের BMI এর মান অন্যদের তুলনায় খুব বেশি হয়। BMI হচ্ছে দেহের ওজন ও উচ্চতার একটা অনুপাত, এমান একটা সীমা অতিক্রম করলে একজন মানুষের মৃত্যঝুঁকি অনেক বেড়ে যায়, যার ফলে তারা অল্প বয়সে মৃত্যুবরণ করে। Yokozuna, Umaga এবং সর্বশেষ Rosey একমাত্র এই কারণেই মৃত্যুবরণ করে। অন্যদিকে Nia Jax, Rikishi, Samoa Joe এরাও অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ওজন কমাতে না পারলে তাদের প্রাণগুলাও খুব শীঘ্রই ঝড়ে যাবে।

এই একটি কারণেই অনেক সামোয়ানরাই তাদের ৪০তম জন্মদিন পর্যন্তও বেঁচে থাকতে পারে না, এর আগেই তারা মারা যায়। Yokozona ও Umaga দুটি অন্যতম উদাহরণ। যেখানে কিছু রেসলাররা ৫০ বছর বয়সেও রেসলিং করে, সেখানে হতভাগা কিছু সামোয়ানরা ৪০ বছর পূর্ণ করার আগেই মারা যায়। আমাদের আনন্দ দিতে তারা নিজেদেরকে এভাবে ঝুঁকির মুখে ফেলে দেয়, আর তারা ৪০ বছরও বেঁচে থাকে না। ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক।
• লেখকঃ Sabbir Rahman Leon‎

সামোয়ান বংশের অভিশাপ : স্থুলকায়তা !


আমরা সবাই জানি যে, WWE তে একটা বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে (ছিলো)। বিভিন্ন ক্যাটাগরিতে সুপারস্টার আর ডিভাদের এ্যাওয়ার্ড দেয়া হয়। এর জন্য সারা বছর জুড়ে বিভিন্ন পারফর্মেন্স এর ভিত্তিতে এই পুরস্কার গুলো দেয়া হয়। এই অনুষ্ঠান হচ্ছে ফ্যানদের ইন্টারেস্ট আর ইন্টারটেইনমেন্ট এর শীর্ষে।

বলা ভালো,
"বিগ-ফোর" (রয়েল-রাম্বল > রেসেল্ম্যানিয়া > সামারস্ল্যাম > সারভাইভার-সিরিজ)

এবং "ইলাস্ট্রেটেড-ফাইভ" (মানি-ইন-দা-ব্যাংক > টি-এল-সি > এক্সট্রিম-রুলস > ইলিমিনেশন-চেম্বার > হেল-ইন-দা-সেল)

- এর পরই ফ্যানদের আগ্রহের কেন্দ্রে থাকে ২টা জিনিস যথাঃ

১. WWE ড্রাফট বা সুপারস্টার শেক-আপ।
২. WWE স্ল্যামি এ্যাওয়ার্ডস।

সুতরাং বুঝতেই পারছেন যে স্ল্যামি এ্যাওয়ার্ডের ব্যাপারটা কেমন ফ্যানদের কাছে কিংবা সুপারস্টারদের কাছে। সুপারস্টার দের রেকর্ডের মাঝে কিন্তু হাইলাইট করা হয় যে, কে কয়টা স্ল্যামি এ্যাওয়ার্ড পেয়েছে, তাই এটার গুরুত্ব বেশি। আর ফ্যানরাও মজা পায় যে, তাদের পছন্দের তারকারা এ্যাওয়ার্ড জিতে তাদের আনন্দ দেয়। আর বছরের শেষের দিকে বেশকিছু ফ্ল্যাশব্যাক দেখতে পেয়ে মজাও পায় সবাই।

তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে গত ২০১৬ থেকে এই স্ল্যামি এ্যাওয়ার্ড প্রোগ্রামটা হচ্ছেনা (এবার বা আগামিতে হবে কিনা জানি না)। ব্র্যান্ড আলাদা করায় বেশ কিছু পিপিভি বেড়ে গেছে, আর তাই ডিসেম্বরেও অনেক বেশি বিজি থাকে তাই স্ল্যামি এ্যাওয়ার্ড এপিসোড বানানোর সুযোগ মিলছেনা।
(হয়তো অফ এয়ারে বা ব্যাকস্টেজে দিয়ে দেয়া হয়, তবে সবার সেটা জানার চান্স হয়না)।

তাই আমার মনে হয়, এটা চালু রাখা উচিত ডিসেম্বরের লাস্ট উইকের “র আর স্ম্যাকডাউনে”। একটা পিপিভি কমিয়ে হলেও এটা চালু রাখা উচিত, কারন পিপিভি তো কতই হয় আবার সেটা পজিটিভ হয়না, ফলে রিম্যাচ দেয়াই লাগে। তার থেকে এটাই আমরা আবার দেখতে চাই।
• লেখকঃ Rafiq Jahid‎

প্রসঙ্গ : WWE Slammy Awards


(1) খুব শীঘ্রই রিটার্ন করতে চলেছেন Paige! প্রথমে রুমোর শোনা গেলেও বর্তমানে এটা কনফার্ম। Paige তার টুইটার একাউন্টে টুইট করেও জানিয়েছেন যে, সে পার্ফমেন্স সেন্টারে ট্রেইনিং করছে। খুব সম্ভবত তাকে Smackdown Live ব্র‍্যান্ডে দেওয়া হবে! কারণ Asuka Raw তে যাবে। নীচে সেটি দেওয়া হল-

(2) Undertaker তার ক্যারিয়ার এর শেষ ম্যাচটি John Cena এর বিপক্ষে খেলার জন্য শেষ বারের মত No Mercy তে Return করতে পারেন এবং যেখান থেকে তার Legendary ক্যারিয়ার এর শুরু করেছিলেন(Survivor Series) সেখানেই তার ক্যারিয়ার এর সমাপ্তি ঘটাবেন।

(3) Hell In A Cell PPV তে Kevin Owens Face Turn করতে পারেন এবং Sami Zayn এর সাথে Team Up বা Reunite হতে পারেন।

(4) শুধু মাত্র Live Event গুলাতেই Aj Styles তার Musk ব্যবহার করতে পারবেন এবং Jeff Hardy তার Face Print ব্যবহার করতে পারবেন। এ কেমন বিচার 😞

(5) Dolph Ziggler কে এতো Lame Gimmick এ রাখার কারন হচ্ছে তার কন্ট্রাক্ট এর মেয়াদ প্রায় শেষ পর্যায়ে এবং সে আর কন্ট্রাক্ট Renew করবেনা। (WWE ছেড়ে চলে যাবে তাই তাকে নিয়ে শুধু টাইমপাস করা হচ্ছে।)

(6) Asuka খুব শিগ্রই Raw তে Debut করবে এবং Alexa Bliss, Nia Zax,Bayley এর যেকোন একজনের সাথে ফিউডে জড়াবে।

(7) Authors Of Pain ও খুব শিগ্রই Smackdown Live এ Debut করবে☺

(8) Randy Orton Survivor Series এর পরে বা আগে হয়ত Raw Brand এ ট্রান্সপার হবেন এবং Samoa Joe Smackdown Live এ ট্রান্সপার হবেন☺

(9) Hell in A Cell PPV তে Smackdown Live Women Champion হতে পারেন Charlotte Flair এবং Women MITB Cash In করে Champion হতে পারেন Carmela.

(10) WWE Championship Match এ Tittle হাতবদল হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে।

(মোট কথা Hell In A Cell এ প্রায় সব টাইটেল হাতবদল হবে)

(No Mercy তে Ic Tittle ছাড়া অন্য কোন টাইটেক হাতবদল হবার সম্ভাবনা নেই)

(১১) No Mercy অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর, ২০১৭ তারিখ, WWE No Mercy ম্যাচকার্ড :

• Universal চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ Brock Lesnar (c) vs. Braun Strowman
• RAW Women's চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ Alexa Bliss (c) vs. Sasha Banks vs. Bayley vs. Nia Jax vs. Emma 
• RAW Tag Team চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ Dean Ambrose & Seth Rollins (c) vs. Cesaro & Sheamus
• Intercontinental চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ The Miz (c) vs. Jason Jordan
• Finn Bálor vs. Bray Wyatt
• John Cena vs. Roman Reigns
• Cruiserweight চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ Neville (c) vs. Enzo Amore


(১২) এ সপ্তাহের RAW টি ছিল No Mercy পিপিভির পূর্বে শেষ RAW। যেহেতু এটি ছিল গো হোম শো, স্বভাবতই সবার নজর ছিল এর উপর, পিপিভির আগে ক্রিয়েটিভ প্যানেল কি চমক দেয়। 

আসুন এ সপ্তাহের ভিউয়ার শিপের দিকে একবার নজর দেয়া যাক। এ সপ্তাহের RAW এর গড় ভিউয়ার ছিল ২৮৩৩ মিলিয়ন যা গত সপ্তাহে ছিল ২৯০৩ মিলিয়ন। অর্থাৎ গত সপ্তাহের চেয়ে বেশ কম। গো হোম শো হিসেবে আশাব্যঞ্জক নয় এই ভিউয়ারশিপ। 

প্রতি ঘন্টায় ভিউয়ার শিপঃ- 

• ১ম ঘন্টা - ৩১২৩ মিলিয়ন
• ২য় ঘন্টা - ২৮৪৪ মিলিয়ন
• ৩য় ঘন্টা - ২৫৩২ মিলিয়ন। 


(১৩) Cageside Seats এর তথ্যমতে, SD Women's Champ Natties এর next feud হতে পারে Becky Lynch or Charlotte এর বিপহ্মে।

(১৪) Bobby "The Brain" Heenan, throat cancer এ আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। "RAW" তাকে নিয়ে একটি Tribute pay করবে।

(১৫) Cesaro & Sheamus নতুন T Shirt পেয়েছেন। ছবিতে দেখুন। আমার একটা লাগত।😂

(১৬) Pro Wrestling Sheet এর মতে, WWE তাদের ভবিষ্যতে তাদের কিছু live show & Specials এ WCW এর কিছু PPV এর নাম use. করতে পারে।

(১৭) ড্যানিয়েল ব্রায়ান রিং action এ ফিরার জন্য আবার training শুরু করেছেন।
• লেখক ঃ Naeem Hossain, আরিয়ান রেহান, Ratul Islam Antor, Mahin Ahmed ।

WWE নিউজ আপডেট, ২১/০৯/২০১৭


WWE বর্তমানে দুইটি ব্র্যান্ডে বিভক্ত যার একটি হচ্ছে Smackdown Live এবং অপরটি হচ্ছে RAW। দুটি রোস্টারের জন্যই বরাদ্দ আছে একটি করে আলাদা আলাদা মেজর টাইটেল ও নিজস্ব নিজস্ব ট্যাগ টাইটেল & ওমেন্স চ্যাম্পিয়নশিপ। দুটি রোস্টারই সুপারস্টার দ্বারা কানায় কানায় পরিপূর্ণ। সম্প্রতি WWE আয়োজন করেছিলো The Biggest Event Of Summer 'SUMMER SLAM'। এটা শেষ হবার পর আর কোনো পেপার ভিউ এখন পর্যন্ত WWE তে অনুষ্ঠিত হয় নি। কিন্তু হতে আবার বাকিও নেই। কেননা আসছে সোমবার অনুষ্ঠিত হতে চলেছে RAW Brand Exclusive Pay Per View "NO MERCY"

সকল পিপিভির মতো এখানেও অ্যাড করা হয়েছে কিছু অসাধারণ ম্যাচ। যার মধ্যে অন্যতম দুটি ম্যাচ হলো John Cena v/s Roman Reigns & Brock Lesnar v/s Braun Strowman, For WWE Universal Championship ♦

কিন্তু বাকি ম্যাচগুলোও যে ফেলে দেবার মতো তা নয়। আরো কয়েকটি ম্যাচ আছে যেগুলো মন কাড়বে WWE ফ্যানদের। যার মধ্যে একটি হবে RAW Tag Title এর জন্যে। যেখানে পার্টিসিপেট করবে দুইটি ট্যাগ টিম। একদিকে Ambrose এর সাথে টিমআপ করবে তার ফরমার শিল্ড ব্রাদার Seth Rollins & অপরদিকে আছে Sheamus & Cesaro। দুইটি টিমই একে অপরের সাথে ক্ল্যাশ করার জন্য প্রস্তুত। এখন শুধু অপেক্ষা No Mercy পিপিভির। আর আজ আপনাদের মাঝে আলোচনা করব এই SUMMER SLAM রিম্যাচটি নিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক :-

যে দুইটি টিমের মাঝে উক্ত ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে তার দুই টিমই WWE তে প্রায় নতুন। কেননা, একদিকে গত বছরের এই সময়ে যখন ফিউড করছিলো Sheamus & Cesaro তারাই এই বছরে এখনকার সময়ের আলোচিত একটি ট্যাগ টিম, ব্যাপারটা আসলেই অন্য মাত্রার বিষয়। তারা প্রথমবার নিজেদের নামে ট্যাগ টাইটেল হাসিল করে গত বছরের ROADBLOC'এ The New Day এর বিপক্ষে টাইটেল ম্যাচ জেতার মাধ্যমে। তখন তারা ফেস হিসেবে রেসলিং করলেও ক্রমের দ্বারার সাথে সাথেই তার পরিবর্তন হয়েছে এখন তারা WWE RAW রোস্টারের একটা ব্লাডি হিল ট্যাগ টিম। অপরদিকে, Ambrose & Rollins হলো ফরমার শিল্ড ব্রাদার। WWE তে শিল্ড স্টেবলটি আগমন করেছিলো ২০১২ সালে কিন্তু তাদের টিমটিকে ব্রেক করানো হয় ২০১৪ সালে। এরপর থেকে আর কখনই Ambrose & Rollins একসাথে টিমআপ করে ম্যাচ খেলে নি কিন্তু এই বছরের সুপারস্টার শেকআপের পরে যখন Ambrose SD থেকে ড্রাফট হয়ে RAW তে আসে তখন থেকেই তাদের দুজনের মাঝে কিছু ক্যামিস্ট্রি লক্ষ করা গিয়েছিলো। পরবর্তী সময়ে তারা দুজনেই আবার একসাথে টিমআপ করে সম্প্রতি হয়ে যাওয়া SUMMER SLAM এ ট্যাগ টাইটেলের জন্য ম্যাচ খেলে। আর সবাইকে অবাক করিয়ে দিয়ে, প্রথমবারের মতো হয়ে যায় WWE RAW Tag Team Champions

সুতরাং এখানে ক্লিয়ার যে Ambrose & Rollins এই ম্যাচে নিজেদের টাইটেল ডিফেন্ড করবে Sheamus & Cesaro এর বিপক্ষে। রুমর অনুযায়ী, ম্যাচটি জিততে চলেছে Dean Ambrose & Seth Rollins। কেননা, WWE ক্রিয়েটিভ প্যানেল এতো তাড়াতাড়ি তাদের দ্বারা টাইটেল হাতবদল করবে না। আর পাশাপাশি আরো রুমর আছে যে, আসছে সময়ে SURVIVOR SERIES এ এই ম্যাচটি হতে পারে ফোর ওয়ে। কেননা, ক্রিয়েটিভ প্যানেল এই টাইটেলটিকে নিয়ে আরো বড় কিছু করার প্লান করছে। 

So First Of All My Pick Goes To, Dean Ambrose & Seth Rollins Retains His Title & Still WWE RAW Tag Team Champions 👏👏

এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। 
• লেখক ঃ MD Tanvir Islam

ম্যাচ প্রিভিউ : Dean & Seth v/s Sheamus & Cesaro



মাত্র ২ বছর আগেই WWE তে ডেবিউ করে বর্তমানে আমার সবচেয়ে পছন্দের হিল রেসলার Braun Strowman। আর এই দুই বছরে কোথা থেকে কোথায় এসে পড়েছে! WWE তে সে প্রথমে যখন আসে, তখন তাকে ঘিরে অনেক নেগেটিভিটি ছিল। কেউ বলত যে সে একজন মোটা লোক, যে কিনা শুধু সাইজে বড়, আর কিছু না। আবার কেউ বলত যে এক বছরের মধ্যে সে জবার হয়ে যাবে। কিন্তু মাত্র দুই বছরে সে নিজের ওজন কমিয়ে, নিজের রিং ও মাইক স্কিল ইম্প্রুভ করে, নিজেকে আরো অ্যাথলেটিক করে সবাইকে দেখিয়ে দিয়েছে যে সে WWE তে জবিং করার জন্য আসে নি, এসেছে টপ গাই হতে।

আর তাই হয়েছে। সামনের সোমবারে No Mercy এর মেইন ইভেন্টে Braun, WWE এর একজন অন্যতম ডেকোরেটেড রেসলার Brock Lesnar কে WWE Universal Championship এর জন্য চ্যালেন্জ করতে যাচ্ছে। বর্তমানে সবচেয়ে ভালো বুকিং পাওয়া এবং সবচেয়ে আলোচনায় থাকা রেসলার হচ্ছে Braun Strowman। এরকম এক সময়ে যে দর্শকরাও একজন WWE অরিজিনাল রেসলারকে এতটা সমর্থন করবে তা খুবই আশ্চর্যজনক। এর জন্য কিছু মানুষের অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করতে হয়।

No Mercy তে যে দুইটা WrestleMania ক্যালিবারের ম্যাচ রয়েছে, তার মধ্যে Brock Lesnar vs Braun Strowman একটি। সবাই Cena vs Roman নিয়ে আগ্রহী থাকলেও আমার এই ম্যাচটার প্রতি আগ্রহ বেশি। এখন Brock মহাশয় No Mercy তে নিজের জীবনের ১৫ মিনিট সময় রিংয়ের ভিতর কাটাতে আগ্রহ প্রকাশ করলেই ষোলকলা পূর্ণ হবে। নিশ্চিত একটা অসাধারণ ম্যাচ দেখতে পাব!

কেন WWE এর BRAUN STROWMAN কে চ্যাম্পিয়ন করা উচিৎ?


Starrcade?? 
কি এটা??
কি জিনিস এটা?? 😱

এসব জানার আগে চলুন জেনে আসি এই স্টারক্যাড জিনিসটি কি?

- 'স্টারক্যাড' হচ্ছে কালের বিবর্তনে হারিয়ে যাওয়া একটি PPV এর নাম। এটি প্রথমে National Wrestling Alliance (NWA) এবং পরে WCW এর বিগেষ্ট PPV ছিলো এই 'Starrcade'. Starcade ছিলো WCW এর WrestleMania ভার্সন। যারা তখন WCW দেখতেন তারা Starrcade নামটিকে আরো ভালো মনে করতে পারবেন। 

কিন্তু এখন কথা হচ্ছে আমি কেন এটা নিয়ে এত কথা বলছি। কেননা, আই হ্যাভ আ গ্রেট নিউজ, এই 'Starrcade' PPV-টি আবারো ফিরে আসছে WWE তে 😃 এবং এবার এই PPV-টিকে SDLive এর PPV হিসেবে অর্ন্তভূক্ত করা হয়েছে।

SURVIVOR SERIES 2017 এর 5 দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই রির্টানিং PPV-টি 😊

এই খবরটি ফাঁস হয়েছে Greensboro Coliseum সেন্টারের টুইটার একাউন্ট থেকে। আর এই Greensboro Coliseum সেন্টারেই দীর্ঘ এতগুলো বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই স্টারক্যাড পিপিভিটি।

Greensboro Coliseum সেন্টারের সেই টুইটটিঃ

বারে আমি এই PPV নিয়ে কিছু স্পয়লার দিতে যাচ্ছি। অনুগ্রহ করে নিজ দায়িত্বে যারা স্পয়লার আর প্রেডিকশনের মাঝে পার্থক্য জানেন ও বুঝেন না তারাই এড়িয়ে যান...  

• এখানে Main Event হিসেবে সেট করা হয়েছে দুটি Steel Cage ম্যাচ।

♦ প্রথমটিঃ

Steel Cage Match for WWE Championship Title →

Jinder Mahal© vs Shinsuke Nakamura.

(যা অনেকটা Sting vs. Hogan এর ম্যাচের মতই 😁)

♦ দ্বিতীয়টিঃ

Steel Cage Match for WWE Women's Championship Title →

Natalya© vs Charlotte Flair

(কেননা এটা Flair মহাশয়দের জন্মভূমি)

♦ আর বাকি যেসব ম্যাচ আছে সেগুলো হচ্ছেঃ

• United States Championship - Triple Threat Match→

AJ Styles© vs Baron Corbin vs Rusev.

• SDLive Tag Team Championship - Texas Tornado Tag Match→

New Day© vs The Usos.

• Grudge Match→

Sami Zayn vs Kevin Owens.

• লেখকঃ ARj Ashfac Rafsanjany

STARRCADE পিপিভির ফিরে আসা।


AJ Styles এর পর এ পর্যন্ত যে চারজন WWE Champion হয়েছে তার মধ্যে Jinder Mahal এর টাইটেল রেইনটাই সবচেয়ে ভালভাবে চলছে। বিশ্বাস না হলে নিচে চারজনের টাইটেল রেইন নিয়ে তুলনামূলক আলোচনা করা হল:-


John Cena:- এটা তার ১৬ তম ওয়ার্ল্ড টাইটেল বিজয়, এর দ্বারা সে Ric Flair এর রেকর্ড স্পর্শ করেছে। এজন্য মানুষের এই টাইটেল রেইনটা নিয়ে অনেক আশা ছিল। কিন্ত সব আশা ভেঙ্গে দিয়ে মাত্র ১৪ দিনের মধ্যে Cena টাইটেল হারায়। তার সবচেয়ে বাজে টাইটেল রানগুলোর মধ্যে এটা একটা। যেটা কিনা কারও মনেও থাকত না যদিনা এটা তার ১৬তম ওয়ার্ল্ড টাইটেল বিজয় হত।


 Bray Wyatt:- তাকে নিয়ে অনেক আশাবাদী ছিলাম। আর যে কয়দিন সে WWE Champion ছিল, ভালই ছিল। কিন্ত সেও Cena এর মত নিজের প্রথম পে-পার-ভিউ ডিফেন্সে অল্প দিনের মধ্যেই টাইটেল হারায়। তাও একটা জঘন্য ম্যাচে। যেটার বিল্ডআপ ভাল ছিল, কিন্তু ম্যাচটা সবাইকে হতাশ করেছে।


 Randy Orton:- একই অবস্থা। Wrestlemania তে টাইটেল জেতার পর তো পরপর চারটা পে-পার-ভিউ হেরেছে। তার এই টাইটেল রেইনটা খুব বাজে ছিল। আর এবার তার ফর্মও খুব খারাপ ছিল। WWE Champion হবার পরও Orton ফ্যানরা বাদে কেউ তার সমর্থনে ছিল না। 👎🏻


 Jinder Mahal:- সবাইকে চমকে দিয়ে Backlash এ Jinder WWE Champion হয়। এটা ঠিক যে তাকে ব্যাবসার জন্য এবং খুব তাড়াহুড়া করে পুশ দিয়েছে, কিন্তু তারপরেও সে প্রতি সপ্তাহে উপস্থিত থাকে, এ পর্যন্ত তিনবার সফলভাবে নিজের টাইটেল রিটেইন করতে পেরেছে এবং একজন হিল হিসেবে দর্শকদের কাছ থেকে বু আদায় করতে পেরেছে। সব মিলিয়ে খারাপ না, ভালোই।

Jinder Mahal যেমনই হোক না কেন, তারপরেও তার টাইটেল রানটা ভালই চলছে। অন্তত আগের তিনজনের থেকে ভাল। আর রিং স্কিলের কথা শুনাইয়েন না। কারণ WWE তে রিং স্কিল কোনদিনও মেইন ফ্যাক্টর ছিল না। তাহলে Hulk Hogan এর মত রেসলার কোনদিন WWE এর টপ গাই হতে পারতনা 😑
• লেখকঃ Sabbir Rahman Leon

Jinder Mahal এর টাইটেল রেইনটাই সবচেয়ে ভাল!


• আমরা সবাই জানি Hell In A Cell-এ Kevin Owens এর ম্যাচ Shane Mcmahon এর বিরুদ্ধে হবে। এই ম্যাচ নিয়ে WWE কি Plan করেছে তা কারো জানা নেই। ম্যাচটিতে Triple H আসতেও পারে আবার নাও আসতে পারে। যদিও আসে তাহলে, কার উপর Attack করবে তাও জানা নেই। ম্যাচটিতে যদি Kevin Owens পরাজিত হয় তাহলে, Kevin Owens WWE থেকে বহিস্কার করা হবে। কিন্তু Shane জয় লাভ করলে তার কমিশনারের পদ ফিরে পাবে কি পাবে না, তা জানা নেই। তো আমাদের এতো সব নিয়ে মাথা ঘামানোর দরকার, চলেন আজকের Topic-এ যাওয়া যাক।

• আজকের Topic-টা হলো PWInsider-এর Rumor অনুযায়ী, WWE officials-রা চিন্তা করছে Hell In A Cell এরপর Kevin Owens এর Feud Bobby  Roode-এর সাথে Continue করার।

• সুতরাং তা থেকে বোঝা যাচ্ছে, Kevin Owens Hell In A Cell-এ পরাজিত হচ্ছে না। তার মানে আমরা Hell In A Cell-এ অসাধারণ কিছু দেখতে চলেছি।


• শোনা যাচ্ছে, র‍্যান্ডি অর্টেন কে RAW তে মুভ করা হতে পারে, যেহেতু বর্তমানে অর্টনের জন্য স্ম্যাাকডাউনে আর তেমন কোন ফিউড নেই, উল্লেখ্য যে , র‍্যান্ডি অর্টনকে যদি Raw তে নেয়া হয়, তবে তার বিনিময়ে ইন্জুরি থেকে ফিরে সামোয়া জো স্ম্যাকডাউনে যোগ দিবেন !

• Wrestle Talk News এর ভাষ্যমতে, "HHH is "furious" over the way Finn Bálor has been booked since his return from injury. "😞 Injury থেকে ফেরার পরের সময়টুকু Finn Balor এর জন্য মোটেও সুখকর ছিল না। Former Universal Champion Balor এখন আরেক হতভাগা Bray Wyatt এর সাথে Fude এ আছেন। এই Fude টির ও ভবিষ্যৎ খুব একটা ভালো বলে মনে হচ্ছে না।Hunter (HHH) মনে করেন, Finn Bálor হচ্ছেন one of the most marketable superstars in the entire company. কিন্তু Company বর্তমানে Balor কে যেভাবে বুকড করেছে তাতে Hunter মোটেও খুশি না।

• যেহেতু গত সপ্তাহের Raw তে আপনারা জেনেছেন যে Maryse এখন সন্তসম্ভবা, সেহেতু তাকে হয়তো আর কয়েকসপ্তাহ পরে রিলিজ করে দেয়া হবে, এবং মিজ এখন শুধুমাত্র কার্টিস এক্সেল এবং বো ড্যালাসের সাথে তার ফ্যাকশন নিয়ে চালিয়ে যাবেন!

• যারা ভাবছেন WWE এখন Impact Wrestling কে কিনতে ইচ্ছুক, তারা এই চিন্তা বাদ দিন, কারণ WWE বর্তমানে আর্থিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, এর মধ্যে ইমপ্যাক্ট রেসলিং কেনা মোটেই বুদ্ধিমানের কাজ না, এবং WWE GFW Impact কে কিনতেও চাইবেনা!

• বর্তমানে ডফ জিগলারকে এত Lame গিমিকে রাখার কারণ হলো তাকে হয়তো এবছরেই তার চুক্তির মেয়াদ শেষে রিলিজ করে দেয়া হবে !

• আসুকা ইন্জুরি থেকে ফিরলে তার প্রথম ম্যাচ খেলবেন Raw এর PPV TLC তে, যা আগামী ২২শে অক্টোবর অনুষ্ঠিত হবে

• আজকেও জাপানে হয়ে যাওয়া এক লাইভ ইভেন্টে জিন্দার মহল শিন্সুকে নাকামুরারকে হারিয়ে তার WWE Championship রিটেইন করেছেন!

• আগামী এনএক্সটি টেকওভার হিউস্টনে হতে যাওয়া NXT Women's Championship এর জন্য ফ্যাটাল ফোর ওয়ে ম্যাচ হতে চলেছে! এবং এরজন্য ইতিমধ্যেই Ember Moon , Peyton Royce এবং Mae Young Classic টুর্নামেন্টের বিজয়ী Kaeri Sane কে বেছেনেয়া হয়েছে, বলা হচ্ছে চতুর্থ প্রতিদ্বন্দ্বী হতে পারেন রুবি রায়োট কিংবা লিভ মরগান 

• Hell In A Cell PPV 'র পর কেভিন ওয়েন্সের ফিউড হতে পারে The Glorious One - Bobby Roode এর সাথে!

• গত ১৪ ই সেপ্টেম্বর ভ্যালভাটিন ড্রিমের বিরুদ্ধে এনএক্সটিতে ডেব্যুট করেছিলেন Lio Rush, তার ডেব্যুট করার কথা ছিলো এ্যালিস্টার ব্ল্যাকের বিরুদ্ধে, কিন্তু ম্যাচ শুরুর আগে ভ্যালভাটিন ড্রিম এ্যালিস্টার ব্ল্যাককে এ্যাটাক করেন, তাই পড়ে ব্ল্যাক ইন্জুরড অবস্থায় রিং ছাড়েন, তারপর লিও রাশের ডেব্যুট হয় এবং তিনি হেরে যান! ম্যাচ জেতার পর ভ্যালভাটিন এ্যালিস্টার ব্ল্যাকের পোজ কপি করে বসেন! যার ছবি কমেন্ট বক্সে দেয়া আছে, দেখে নিবেন! এবং এতে অনেকটা বোঝা যায় এ্যালিস্টারের পরের ফিউড হবে ভ্যালভাটিন ড্রিমের সাথে।

• এবারের অন্যতম বড় Impact Wrestling PPV " BOUND FOR GLORY " হতে চলেছে কানাডায়!
২০১২ ইমপ্যাক্ট এই প্রথম কানাডায় তাদের পিপিভি আয়োজন করছে!

• আন্ডারটেকারকে No Mercy পিপিভিতে রিটার্ন করানোর একটি জোড়ালো রুমর রয়েছে ,সেখানে বলা হচ্ছে , জন সিনা এবং রোমান রেইন্সের মধ্যকার ম্যাচে মেইন ইভেন্টের পর অপ্রত্যাশিত ভাবেই আন্ডারটেকার জন সিনাকে এসে চোকস্ল্যাম দিবেন! সম্ভবত এতে সার্ভাইভার সিরিজে আন্ডারটেকারের ২৭ বছরের ক্যারিয়ারের পূর্তি হিসেবে একটা ড্রিম ম্যাচ দিয়েই তার ক্যারিয়ারের ইতি টানতে চায় WWE !

• সেথ রলিন্স সম্প্রতি স্যাম রবার্টের রেসলিং পডকাস্টে গেস্ট হিসেবে অংশগ্রহণ করেছিল। সেখানে সে বিভিন্ন টপিকের উপর আলোচনা করেছে। তন্মধ্যে একটি বিষয় ছিল তার থিম সংয়ে যুক্ত হওয়া "Burnt it Down" অংশটি নিয়ে। . সে জানিয়েছে যে, থিম সংয়ের এই পরিবর্তনটুকুর আইডিয়া কোম্পানির চেয়ারম্যান ভিন্স মিকম্যানের। . পাশাপাশি সেথ এও বলেছে যে, তার ফিনিশার কার্ব স্টম্প ব্যানের ব্যাপারেও ভিন্স কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়। এতে তার নিজের কোনো হাত ছিল না। আসলে ভিন্স চাইছিল না যে, তার কোম্পানির টপ গাই [তৎকালীন সময়ে] যে কিনা পুরো WWE কে রিপ্রেজেন্ট করে সে কারো মাথার উপর লাফালাফি করুক!


• CMLL এর event এ Mask vs Mask Match এ Mae Young Classic Competitor Princess Sugehit হারার কারণে তাকে unmask হতে হয়।

• NXT এর নিউ স্টেবল "The Undisputed Era " তে muscle pack হিসেবে যুক্ত হতে পারেন Donovan Dijak.

• Xavier Woods & Ronda Rousey গত সপ্তাহের SD live এর backstage এ present ছিলেন। Rousey কে আমরা হয়তো বা SD তে দেখতেও পারি।

• WWE announced করেছে, No Mercy PPV এর পর "Raw Talk" শোটি return করবে।

• "New Day " Member, Kofi Kingston, Knee ইঞ্জুরিতে পরেছেন।

• Hell In A Cell PPV এর পরে KO Vs Bobby Roode ফিউড শুরু হতে পারে।

• Pro wrestling world news এর তথ্যমতে,WM 34 এ Kevin Owens vs HHH ম্যাচ হতে পারে।

• No Mercy তে John Cena vs Roman Reigns এর ম্যাচে Under Taker Roman অথবা Cena কে অাক্রমন করতে পারে।অার Under Taker যাকে অাক্রমন করবে তার সাথেই Under Taker এর ফিউড হবে।

• John Cena হয়ত No Mercy এর পর দীর্ঘ সময়ের জন্য WWE থেকে বিরত থাকবে তার নতুন Film এর জন্য।

• Chiris Jericho সম্প্রতি একটি Film এ ভূতের চরিত্রে অভিনয় করছে।


• Ronday Roussey হয়ত Survivor Series এই WWE তে ডেব্যুট করছে। তাকে WWE এর বিভিন্ন শোতে দর্শক সারিতে দেখে যাচ্ছে।

• Brock Lesnar সম্ভবত No Mercy তে Universal Title হারাবে না।

• Hell In A Cell এ Nakamura এর WWE Title জিতার চান্স বেশি।


• Cm Punk একটি Poadcast এ বলেছেন তিনি UFC তেও WWE এর মত সাফল্য পেতে চান।

• লেখকঃ Armaan Hussain Aymaan, আরিয়ান রেহান, Fahim Khan, Taksinur Radi, Koushik Deb, Ratul Islam Antor।

WWE নিউজ আপডেট, ১৭/০৯/২০১৭


আসছে ২৫শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে WWE এর একটি স্পেশাল পিপিভি No Mercy। প্রতি পিপিভির মতোই এবারও এই পিপিভিতে অ্যাড করা হয়েছে কিছু হাইভোল্টেজ ম্যাচ। যার মধ্যে একটি হচ্ছে Braun Strowman v/s Brock Lesnar, For WWE Universal Championship। একদিকে Monster এবং আরেকদিকে The Beast। আবার সেটা যদি হয়ে থাকে RAW এর মেজর টাইটেলের জন্য তাহলে তো কোনো কথাই নেই। আজ আপনাদের মাঝে আলোচনা করব এই ম্যাচের সকল যাবতীয় তথ্য নিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক :-

No Mercy তে Lesnar আর Strowman এর ম্যাচটি হবে RAW এর মেজর টাইটেল Universal Championship এর জন্য। যেখানে নিজের টাইটেল Strowman এর বিপক্ষে ডিফেন্ড করবেন Lesnar। একদিকে, Lesnar তার টাইটেলটি জিতেছিলো এপ্রিল মাসের WrestleMania তে। আর তারপর থেকেই নিজের কাছে টাইটেল রেখে দিয়েছে সে। WrestleMania এরপরে Lesnar মাত্র দুইবার নিজের টাইটেল ডিফেন্ড করে। যেখানে প্রথমে সে হারায় Joe কে আর পরবর্তীতে SUMMER SLAM এ এক অসাধারণ ফাটাল ফোর ওয়ে ম্যাচে নিজের টাইটেল রিটেইন করে Lesnar। যেখানে সেই ম্যাচে অন্তর্ভুক্ত ছিলো The Monster Among Men। আর তাদের দুজনের ক্যামিস্ট্রি আমরা SUMMER SLAM এ দেখতে পেয়েছিলাম। 

SUMMER SLAM এ হওয়া ফোর ওয়ে ম্যাচে একাই ম্যাচটিকে একসময় ডমিনেট করে Strowman। তিনি একাই Lesnar এর উপর তিনটি টেবিল ব্রেক করে। আর তার পরবর্তী RAW তেও সে এসে Lesnar কে দুইটা পাওয়ারস্লাম দেয়। তাছাড়াও গত RAW তেও আমরা দেখেছি তার ডমিনেটিং। সুতরাং বোঝাই যাচ্ছে, Strowman এই ম্যাচটির জন্য কতটা ফেভারিট। 

অপরদিকে, Lesnar WM এরপর থেকে রয়েছে Universal Champion। এরই মধ্যে সে হারিয়েছে Joe, Strowman, Reigns কে। আর এরপরই সেট করা হয়েছে এই হাইভোল্টেজ ম্যাচ। এটা সবার কাছে পরিষ্কার যে, Lesnar কে Weak দেখানো হচ্ছে Strowman এর সামনে। কিন্তু তাকে No Mercy তে বেশি Weak দেখানো হবে না এটা শিওর। তার মানে খুব সহজেই বোঝা যাচ্ছে ম্যাচটি হতে চলেছে No Mercy এর মূল আকর্ষণ। 

এখন প্রশ্ন হলো, কে জিততে চলেছে এই ম্যাচ?

এখানে আমার পিক হবে Braun Strowman। কেননা, No Mercy পিপিভির পর থেকে প্রায় ৩ মাসের ছুটিতে যাবে Brock Lesnar। আর সামনে যেহেতু আসতে চলেছে Survivor Series তার মানে এই পিপিভিতে অবশ্যই এই টাইটেল ম্যাচ অন্তর্ভুক্ত থাকবে। আর Lesnar যেহেতু ছুটিতে থাকবে তার মানে আগামী পিপিভিতে নতুন চ্যাম্প হতে পারে Braun Strowman...।

কিন্তু আবার কিছু কিছু ওয়েবসাইটের ভিত্তিতে, Lesnar তার টাইটেল রিটেইন করবে। এখানে সে রিটেইন করতে পারে তার কারণ যেহেতু Lesnar WM এরপরে প্রায় ৩ মাস পর তার টাইটেল ডিফেন্ড করে সেহেতু এবার এটা হলে তেমন অবাক করা কিছুই হবে না। কারণ Lesnar এভাবেই তার ক্যারেক্টার চালিয়ে যায়। তাই এটি হলেও হতে পারে। 

সবশেষে বলি, ম্যাচটির বিজয়ী যেই হোক ম্যাচটি যে হাইভোল্টেজ হবে তার দৃশ্যস্বরূপ আমরা অনেক কিছুই দেখতে পেয়েছি। আর আমার মতে, ম্যাচটি জিতে নতুন Universal Champion হতে চলেছে The Monster Among Men খ্যাত Braun Strowman। 

এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। আপনার মতামত জানাতে আমাকে ভূলবেন না? আপনারা কি চান No Mercy তে Strowman টাইটেল জিতুক নাকি Lesnar রিটেইন করুক তা আমাদের জানান কমেন্ট বক্সে। 
• লেখক ঃ MD Tanvir Islam

ম্যাচ প্রিভিউ : Braun Strowman vs Brock Lesnar